Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বিখ্যাত কাব্যগ্রন্থ ও কবিতা

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা- কাব্য। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে বাংলা কাব্যের সূচনা ঘটে। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকবিতা। উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি বিহারীলাল চক্রবর্তী । বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতে । নিচে বিখ্যাত কাব্যগ্রন্থ ও কবিতার একটি তালিকা দেওয়া হল। যা থেকে বিসিএস সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকে।

বাংলা কাব্যগ্রন্থ ও কবিতা সম্পর্কিত কিছু তথ্য

✔আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপাখ্যান' (১৮৫৮)।
✔আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি বিহারীলাল চক্রবর্তী
✔বাংলা কাব্যে আধুনিক যুগের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত
✔বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী প্রধান কাব্য ‘অগ্নিবীণা’ (১৯২২)।
✔বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য ‘শ্রী চৈতন্যভাগবত'
✔বাংলা সাহিত্যের প্রাচীনতম ধারা কবিতা। কবিতা দুই প্রকার । যথা: ১.তন্ময় কবিতা, ২. মন্ময় কবিতা ।
✔Ode অর্থ গাথা বা গান বা স্তোত্র বা প্রাচীন গ্রিক কবিতা যা গ্রিক সাহিত্য হতে উদ্ভূত। প্রাচীনকালে গ্রীসে রঙ্গমঞ্চে কোরাসে বিভিন্ন সুরে নানা অঙ্গভঙ্গি দ্বারা সংগীত ও নাচের মাধ্যমে যে গান গাওয়া হতো তাকে Ode বলা হতো। বর্তমানকালে প্রশস্তিমূলক গীতিকবিতায় কোন গম্ভীর বিষয়বস্তু বা উপাদানের মাধ্যমে কবির মনের অনুভূতির ভাবমূর্তির প্রকাশকে স্তোত্র কবিতা নামে আখ্যায়িত করা হয় ।
✔বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত
✔বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। মধ্যযুগের কবি চন্দ্রাবতী ছিলেন কিশোরগঞ্জ অঞ্চলের এবং তাঁর পিতার নাম দ্বিজ বংশীদাস ।
✔আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি স্বর্ণকুমারী দেবী
✔বাংলা কবিতার ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত
✔বাংলা কবিতায় মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম
✔বাংলা সাহিত্যের ছান্দসিক কবি আবদুল কাদির ।
✔টি.এস এলিয়টের ইংরেজি কবিতা প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর । এর মাধ্যমে বাঙালি কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় ঘটে।
✔বাংলা সাহিত্যে আধুনিক কবিতার স্রষ্টাদের পাঁচজন লেখক জীবনানন্দ দাশ , বিষ্ণু দে, বুদ্ধদেব বসু , সুধীন্দ্রনাথ দত্ত এবং অমিয় চক্রবর্তীকে একত্রে ‘পঞ্চপাণ্ডব’ বলা হয়। এরা ত্রিশের দশকের কবি । শামসুর রাহমান, সমর সেনকে বলা হয় অতি আধুনিক কবি ।
✔বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেন মোহিতলাল মজুমদার এবং পরবর্তীতে কাজী নজরুল ইসলাম

বিখ্যাত কাব্যগ্রন্থ

কবিকাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুর‘কবি-কাহিনী' (১৮৭৮): প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা অমিত্রাক্ষর ছন্দে রচিত। ‘বনফুল', ‘কড়ি ও কোমল’, ‘সোনার তরী', ‘চিত্রা’, ‘ক্ষণিকা’, ‘নৈবেদ্য’, ‘খেয়া’, ‘গীতাঞ্জলি’, ‘বলাকা”, ‘পূরবী’, ‘শেষলেখা’, ‘মানসী’, ‘চৈতালি’, ‘কল্পনা’, ‘পত্রপূট’, ‘সেঁজুতি’, ‘আকাশ প্রদীপ', ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি', 'পুনশ্চ'।
কাজী নজরুল ইসলাম‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর, ১৯২২) : প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। ‘সন্ধ্যা', 'বিষের বাঁশি', ‘প্রলয়শিখা', ‘দোলনচাঁপা’, ‘সঞ্চিতা’, ‘মরুভাস্কর’, ‘চিত্তনামা', ‘সিন্ধু হিন্দোল’, ‘চন্দ্ৰবিন্দু’, ‘ঝিঙেফুল', ‘সাতভাই চম্পা', ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘ভাঙার গান’, ‘ঝড়’, ‘ফণিমনসা’, ‘জিঞ্জির’, ‘ছায়ানট’, ‘পূবের হাওয়া’, ‘চক্রবাক’।
সুকুমার রায়‘আবোল-তাবোল’, ‘হ-য-ব-র-ল’, ‘খাই খাই” ।
শহীদ কাদরী‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা' ।
বিষ্ণু দে‘উর্বশী ও আর্টেমিস’, ‘চোরাবালি’, ‘সাত ভাই চম্পা' ।
দাউদ হায়দার‘জন্মই আমার আজন্ম পাপ’, ‘নারকীয় ভুবনের কবিতা’, ‘আমি ভাল আছি তুমি’
নবীনচন্দ্র সেন‘পলাশীর যুদ্ধ’
আবুল হাসান‘রাজা যায় রাজা আসে'
আবদুল কাদির‘দিলরুবা’, ‘উত্তর বসন্ত'।
প্রেমেন্দ্র মিত্র‘প্ৰথমা’
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়‘চিন্তাতরঙ্গিণী’
সমর সেন‘কয়েকটি কবিতা’
সুরেন্দ্রনাথ মজুমদার‘মহিলা’
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর‘স্বপ্নপ্ৰয়াণ’
আবু জাফর ওবায়দুল্লাহ’সাত নরী হার’ , ’আমি কিংবদন্তির কথা বলছি’
বন্দে আলী মিয়া’পদ্মা নদীর চর’ , ‘ ময়নামতির চর’ , ’অনুরাগ’
সত্যেন্দ্রনাথ দত্ত’বেনু ও বীনা’ , ‘সবিতা’ , ’কুহু ও কেকা’
কামিনী রায়’আলো ও ছায়া’ , ’দীপ ও ধূপ’
যতীন্দ্রনাথ সেনগুপ্ত’মরীচিকা’ , ’মরুশিখা’ , ’মরু মায়া’
মোহিতলাল মজুমদার‘স্বপন পসারী’, ‘হেমন্ত গোধূলি’
গোবিন্দচন্দ্র দাস‘প্রেম ও ফুল’, ‘মগের মুলুক'
যতীন্দ্রমোহন বাগচী‘অপরাজিতা’, ‘নীহারিকা’
অক্ষয়কুমার বড়াল‘এষা’
নির্মলেন্দু গুণ‘প্রেমাংশুর রক্ত চাই’ , না প্রেমিক না বিপ্লবী, হুলিয়া

বিখ্যাত কবিতা

কবিকবিতা
রামনিধি গুপ্তস্বদেশী ভাষা
ঈশ্বরচন্দ্র গুপ্তবড় কে
আবদুল কাদিরজয়যাত্রা
শেখ ফজলল করিমগায়ের ডাক, স্বর্গ ও নরক
কৃষ্ণচন্দ্র মজুমদারমিতব্যয়িতা, সমব্যথি
কালীপ্রসন্ন ঘোষপারিব না
রজনীকান্ত সেনস্বাধীনতার সুখ
সিকান্দার আবু জাফরবাংলা ছাড়ো, আমাদের সংগ্রাম চলবেই
মোহাম্মদ মনিরুজ্জামানশহীদ স্মরণে
হুমায়ূন কবিরমেঘনায় ঢল
নির্মলেন্দু গুণনা প্রেমিক না বিপ্লবী, হুলিয়া
সুকুমার বড়ুয়াএমন যদি হত
আবুল হোসেন মিয়াএকটু খানি
মোহিতলাল মজুমদার‘বেদুঈন’
সত্যেন্দ্রনাথ দত্ত’উত্তম ও অধম’ , ‘কোন দেশে’
গোবিন্দচন্দ্র দাস’জন্মভূমি’
কামিনী রায়’পরার্থে’ , ‘পাছে লোকে কিছু বলে’ , ’সুখ’
যতীন্দ্রমোহন বাগচী‘কাজলা দিদি’
বন্দে আলী মিয়া‘আমাদের গ্রাম’ ‘কুঁচবরণ কন্যা’
যতীন্দ্রনাথ সেনগুপ্ত‘ডাক হরকরা’
অক্ষয়কুমার বড়াল‘ মানব বন্দনা’
আব্দুল হাকিম’বঙ্গবাণী’
অমিয় চক্রবর্তী’বাংলাদেশ’
মোহাম্মদ মুনিরুজ্জামান’শহীদ স্মরণে’
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’বাতাসে লাশের গন্ধ’

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা- [১২ তম বিসিএস ]

  • নাটক
  • ছোটগল্প
  • প্রবন্ধ
  • গীতি কবিতা

২. উনিশ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে ? [উপ-সহকারী পরিচালক (শ্রম) : ০১ ]

  • সুরেন্দ্রনাথ মজুমদার
  • বিহারীলাল চক্রবর্তী
  • সত্যেন্দ্রনাথ
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৩. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

  • কাব্য
  • প্রহসন
  • ছোটগল্প
  • ছন্দ

৪. Ode কী ? [৩৭তম বিসিএস ]

  • শোক কবিতা
  • পত্রকাব্য
  • খণ্ড কবিতা
  • কোরাসগান

৫. বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটে__ [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৫ ]

  • সত্যেন্দ্রনাথ দত্তের হাতে
  • কাজী নজরুল ইসলামের হাতে
  • রবীন্দ্রনাথের হাতে
  • রজনীকান্ত সেনের হাতে

৬. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ? [ সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার : ১৩ ]

  • স্বর্ণকুমারী দেবী
  • চন্দ্রাবতী
  • আশাপুর্ণা দেবী
  • মহাশ্বেতা দেবী

৭. বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভলগা) :১৩]

  • কাজী নজরুল ইসলাম
  • আব্দুল করিম সাহিত্য বিশারদ
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • মোহিতলাল মজুমদার

৮. বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাকে বলা হয় ? [পল্লী উন্নয়ন বোর্ডের উপ-প্রকল্প কর্মকর্তা : ১৩ ]

  • ৫ জন যোদ্ধাকে
  • ৫ জন কবিকে
  • ৫ জন নাট্যকারকে
  • ৫ জন সমালোচককে

৯. কোন কবি পঞ্চপান্ডবদের একজন ? [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১২ ]

  • সমর সেন
  • বুদ্ধদেব বসু
  • মোহিতলাল মজুমদার
  • জসীমউদ্দীন

১০. কোন দুজন ত্রিশের দশকের লেখক ? [ সহকারী তথ্য অফিসার : ০৫]

  • সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু
  • বিষ্ণু দে ও শওকত ওসমান
  • সত্যেন্দ্রনাথ ও ফররুখ আহমদ
  • মোজাম্মেল হক ও শাহাদাত হোসেন

১১. ত্রিশোত্তর কালের সাহিত্যকার কারা ? [সমাজসেবা অফিসার : ০৮ ]

  • উনিশ শ' ত্রিশের পর যে সাহিত্যকারকের জন্ম
  • উনিশ শ' ত্রিশের পর যে সাহিত্য রচনা শুরু করেন
  • উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেন নি।
  • তের শ' ত্রিশের পর যাদের সাহিত্য সুচনা ও বিকাশ হয়

১২. বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ? [ ১০তম বিসিএস ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • বদ্ধদেব বসু
  • বিষ্ণু দে

১৩. ’জুলেখার মন’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (যমুনা ) : ১৩ ]

  • মোহাম্মদ মাহফুজ উল্লাহ
  • সমর সেন
  • রজনীকান্ত সেন
  • জাহানারা আরজু

১৪. ‘আবোল-তাবোল’ কার লেখা ? [ ২১ তম বিসিএস ]

  • উপেন্দ্র কিশোর রায় চৌধুরী
  • দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • সুকুমার রায়
  • সত্যজিৎ রায়

১৫. বিখ্যাত ‘কাজলা দিদি’ কি বা কে ? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

  • একটি কবিতা
  • একটি উপন্যাস
  • কায়কোবাদের জন্মস্থান
  • মধুসূদনের পত্নী

১৬. ‘মেঘনার ঢল’ কবিতাটির লেখক কে ? [ বন অধিদপ্তরের বন প্রহরী : ১৫ ]

  • হুমায়ূন আহমেদ
  • হুমায়ুন কবির
  • হুমায়ুন আজাদ
  • হুমায়ুন কাদির

১৭. ‘বিত্ত নাই বেসাতি নাই’- এর রচয়িতা কে ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]

  • শহিদ কাদরী
  • আসাদ চৌধুরী
  • কামিনী রায়
  • ফজল শাহাবুদ্দিন

১৮. 'হপ্ত পয়কর' কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সৈয়দ আলাওল
  • জৈনুদ্দিন
  • দীনবন্ধু মিত্র
  • অমিয় দেব

১৯. 'বলাকা' কাব্যগ্রন্থের প্রতিনিধিত্বকারী রচনা হল-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মানসসুন্দরী
  • শাহজাহান
  • বলাকা
  • পৃথিবী

২০. ’মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর এক হাতে রণতূর্য’- কোন কবিতার চরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বিদ্রোহী
  • শাতিল আরব
  • প্রলয়োল্লাস
  • খেয়াপারের তরণী

২১. 'বাংলার মুখ' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মহাপৃথিবী
  • মাল্যদান
  • ঝরা পালক
  • রূপসী বাংলা

২২. উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি- [ সহকারী পরিসংখ্যান কর্মকর্তা : ৯৮]

  • নবীনচন্দ্র সেন
  • বিহারী লাল
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • কামিনী রায়

২৩. 'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • হুমায়ুন আজাদ
  • হেলাল হাফিজ
  • আসাদ চৌধুরী
  • রফিক আজাদ

২৪. দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram)গ্রন্থটির লেখক-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • রিচার্ড সেশন
  • মার্কাস ফ্রান্ডা
  • গ্যারি জে ব্যাস
  • পল ওয়ালেচ

২৫. আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মেঘনাদবধ
  • পদ্মিনী উপাখ্যান
  • দিকদর্শন
  • ধূমকেতু

২৬. নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • অশ্রুমালা
  • রূপচ্ছন্দা
  • কল্পরেখা
  • আনারকলি

২৭. বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • দ্বৈরথ
  • কষ্টিপাথর
  • তন্বী
  • চতুর্দশী

২৮. সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • তন্বী
  • উর্বশী
  • ক্রন্দসী
  • রূপসী

২৯. নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সঙ্গীত শতক
  • সবিতা সুন্দরী
  • নিসর্গ সন্দর্শন
  • বন্ধুবিয়োগ

৩০. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ব্রজাঙ্গনা
  • বিলাতের পত্র
  • বীরাঙ্গনা
  • হিমালয়

৩১. 'মেঘদূত' কাব্য কার রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মহাকবি কালিদাস
  • বিশ্বকবি রবীন্দ্রনাথ
  • ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
  • পল্লীকবি জসীমউদ্দীন

৩২. ‘নিসর্গ সন্দর্শন’ কাব্যগ্রন্থটি কার রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কামিনী রায়
  • বিহারীলাল চক্রবর্তী
  • গোবিন্দচন্দ্র দাস
  • মোজাম্মেল হক

৩৩. ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • জীবনানন্দ দাশ
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • বিষ্ণু দে
  • অমিয় চক্রবর্তী

৩৪. ‘এষা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • অক্ষয়কুমার বড়াল
  • দেবেন্দ্রনাথ সেন
  • গোবিন্দচন্দ্র সেন
  • সুরেন্দ্রনাথ মজুমদার

৩৫. ‘সনেট সঞ্চায়ন’, ‘সনেট শতক’, ‘সনেট মালা’- কাব্যত্রয়ের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • প্রেমেন্দ্র মিত্র
  • সুফী মোতাহার হোসেন
  • গোলাম মোস্তফা
  • আব্দুল কাদির

৩৬. ’ফেরারী ফৌজ’ কাব্যগ্রন্থটির লেখক কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • জাহানারা ইমাম
  • আহমদ রফিক
  • আ. ন. ম. বজলুর রশিদ
  • প্রেমেন্দ্র মিত্র

৩৭. ‘প্রেম ও ফুল, কস্তুরী, ফুলরেণু’ প্রভৃতি কাব্য কে রচনা করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মোজাম্মেল হক
  • কামিনী রায়
  • গোবিন্দচন্দ্র দাস
  • বিহারীলাল চক্রবর্তী

৩৮. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ একটি-- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • উপন্যাস
  • নাটক
  • গল্পগ্রন্থ
  • কাব্যগ্রন্থ

৩৯. ’খোলাচিঠি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • জাহানারা আরজু
  • রজনীকান্ত সেন
  • সমর সেন
  • মোহাম্মদ মাহফুজ উল্লাহ

৪০. 'ক্রন্দসী' কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • জীবনানন্দ দাশ
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • অমিয় চক্রবর্তী
  • বুদ্ধদেব বসু

৪১. 'পুষ্পিত ইমেজ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • জীবনানন্দ দাশ
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • অমিয় চক্রবর্তী
  • বুদ্ধদেব বসু

৪২. সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • আকাল
  • ছাড়পত্র
  • হরতাল
  • অভিযান

৪৩. বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বন্ধুবিয়োগ
  • বঙ্গ সুন্দরী
  • সারদা মঙ্গল
  • সাধের আসন

৪৪. ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যটি কে লিখেছেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বিষ্ণু দে
  • সুকান্ত ভট্টাচার্য
  • অমিয় চক্রবর্তী
  • সুধীন্দ্রনাথ দত্ত

৪৫. 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা কে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

  • ভারতচন্দ্র রায়
  • আলাওল
  • মাযহারুল ইসলাম
  • আলাউদ্দীন আল আজাদ

৪৬. 'বন্দীর বন্দনা' গ্রন্থটির প্রকৃতি কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • উপন্যাস
  • প্রবন্ধ
  • নাটক
  • কাব্য

৪৭. বাংলা সাহিত্যে আধুনিক কবিদের আদর্শ-- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • শেক্সপিয়ার
  • টি. এস. এলিয়ট
  • রামরাম বসু
  • রবীন্দ্রনাথ ঠাকুর

৪৮. কোনটি বন্দে আলী মিয়ার কাব্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • অনল প্রবাহ
  • অরণ্য গোধূলী
  • জন্মই আমার আজন্ম পাপ
  • সূর্য করোজ্জ্বল বনভূমি

৪৯. ‘দশমী’ কাব্যগ্রন্থটি কার রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সমর সেন
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • সুকান্ত ভট্টাচার্য
  • জীবনানন্দ দাশ

৫০. রবীন্দ্রনাথ যে কাব্যের নামকরণ করে যেতে পারেননি-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • শেষের কবিতা
  • শেষ লেখা
  • ঘরে বাইরে
  • ডাকঘর

৫১. ‘ময়নামতীর চর’ কাব্যটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • যতীন্দ্রমোহন বাগচী
  • হুমায়ুন কবীর
  • রওশন ইজদানী
  • বন্দে আলী মিয়া

৫২. বাংলা কাব্যে সর্ব প্রথম কে প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কাজী নজরুল ইসলাম
  • মোহিতলাল মজুমদার
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • আব্দুল করিম সাহিত্য বিশারদ

৫৩. ‘আমি ভাল আছি তুমি’- কাব্যটি কে রচনা করেছেন ? [ সহকারী আবহাওয়াবিদ : ০৭ ]

  • শামসুর রহমান
  • শহীদ কাদরী
  • আল-মাহমুদ
  • দাউদ হায়দার

৫৪. ‘চিন্তা তরঙ্গিনী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক : ০৭ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বিহারীলাল
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • মাইকেল মধুসূদন দত্ত

৫৫. ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আহসান হাবীব
  • শামসুর রহমান
  • অমিয় চক্রবর্তী
  • ফররুখ আহমদ

৫৬. ‘জন্মই আমার আজন্ম পাপ’ ও ‘নারকীয় ভুবনের কবিতা’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • হুমায়ুন আজাদ
  • মহাদেব সাহা
  • আহমদ রফিক
  • দাউদ হায়দার

৫৭. কোন দুজন বাংলা কাব্য প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন ? [ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা : ০৭]

  • কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম
  • আব্দুল করিম সাহিত্য বিশারদ ও ঈশ্বরগুপ্ত
  • মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ

৫৮. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ১৯২৩ সন
  • ১৯২১ সন
  • ১৯১৯ সন
  • ১৯১৮ সন

৫৯. 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • শামসুর রাহমান
  • আল মাহমুদ
  • আবুল ফজল
  • আবু জাফর ওবায়দুল্লাহ

৬০. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থের কবি কে ? [ ৪৩তম বিসিএস ]

  • রফিক আজাদ
  • শঙ্খ ঘোষ
  • শক্তি চট্টোপাধ্যায়
  • শামসুর রাহমান

৬১. 'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন ? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১ ]

  • যতীন্দ্র মোহন বাগচী
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • জসীম উদ্দীন

৬২. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২ ]

  • কবিতা
  • নাটক
  • উপন্যাস
  • ছোটগল্প
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...