কোনো বিখ্যাত ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে স্তুতিমূলক যে সাহিত্য রচিত হয়, তাই জীবনী সাহিত্য। মধ্যযুগে চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত কাব্যগুলো বাংলা ভাষায় জীবনী সাহিত্য রচনার প্রথম প্রয়াস। পরবর্তীতে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনী নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে, যা সীরাত গ্রন্থ হিসেবে পরিচিত । কোনো মহান পুরুষের জীবনী নিয়ে আলোচিত সাহিত্যই জীবনচরিত। এর অপর নাম ‘সীরাত গ্রন্থ’ ।
হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে রচিত জীবনচরিত সমূহ
| রচয়িতা | গ্রন্থ |
|---|---|
| গিরিশচন্দ্র সেন | ‘মহাপুরুষচরিত’ (১৮৮৩): হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে রচিত প্রথম জীবনচরিত |
| মওলানা আকরম খাঁ | ‘মোস্তফা চরিত’ (১৯২৩): হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে রচিত শ্রেষ্ঠ জীবনচরিত |
| শেখ আবদুর রহিম | ‘হজরত মুহাম্মদের জীবনচরিত ও ধর্মনীতি' |
| এয়াকুব আলী চৌধুরী | ‘মানব মুকুট’ |
| গোলাম মোস্তফা | ‘বিশ্বনবী’ |
| মোহাম্মদ ওয়াজেদ আলী | ‘মরুভাস্কর’ |
| কাজী নজরুল ইসলাম | ‘মরুভাস্কর’ |
| মোজাম্মেল হক | ‘হজরত মুহাম্মদ’ |
| শেখ ফজলল করিম | ‘পরিত্রাণ’ |
| আবদুর রহমান খাঁ | 'শেষ নবী' |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা- [ ১১ তম বিসিএস ]
- মোঃ আব্দুল হাই
- মোঃ বরকতউল্লা
- ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
- মওলানা আকরাম খাঁ
২. আকরাম খাঁ রচিত ‘মোস্তফা রচিত্র’ গ্রন্থটি- [ ইসলামী ব্যাংক প্রবেশনারী অফিসার : ০৫ ]
- কাব্য গ্রন্থ
- উপন্যাস
- নাটক
- সীরাত গ্রন্থ
৩. কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী (গ্রেড-২) : ০৪]
- মানুষের নবী
- বিশ্বনবী
- সমস্যা ও সমাধান
- মরু দুলাল
৪. কোনটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনী গ্রন্থ ? [২২ তম বিসিএস ]
- মরুমায়া
- মরুভাস্কর
- মরুর্তীথ
- মরুকুসুম
৫. ১৯ শতকের প্রথম মুসলিম লেখকের নাম- [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক : ০১ ]
- গোলাম হোসেন
- খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী
- হামিদুল্লাহ খাঁ
- মীর মশাররফ হোসেন
৬. ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা- [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা : ০৩]
- গোলম মোস্তাফা
- আবুল মনসুর আহমেদ
- আবুল ফজল
- মোঃ আব্দুল হাই
৭. ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে ? [ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (DPDC) উপ-সহকারী প্রকৌশলী : ২৪ ]
- মোহাম্মদ আকরাম খাঁ
- এয়াকুব আলী চৌধুরী
- এস. ওয়াজেদ আলী
- মোহাম্মদ ওয়াজেদ আলী
৮. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত ? [২৪ তম বিসিএস ]
- মোস্তফা চরিত
- নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
- বিশ্বনবী
- মানব-মুকুট