Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বিখ্যাত ছোট গল্প ও এর রচয়িতা

ছোটগল্প সাহিত্যতত্ত্বের একটি পারিভাষিক শব্দ । এটি ইংরেজি Short Story এর পরিভাষা হিসেবে বাংলায় গৃহীত হয়েছে। ছোটগল্প মানে ছোট গল্প নয়, এ এক অনন্য সাহিত্যকর্ম। বিন্দুর মধ্যে যেমন সিন্ধুর কলতান নিয়ে আসা সহজ কোনো ব্যাপার নয়, তেমনই ক্ষুদ্র কোনো কাহিনিতে মানবজীবনের রূপ ও রহস্যের দ্বার উন্মোচন তেমনই কষ্টসাধ্য। তবুও অনন্য কথাশিল্পীরা এই কর্মটি করে পাঠককে অভিভূত করে থাকেন। খণ্ড কাহিনির মধ্যে তাঁরা জীবনের অখণ্ডকে যথার্থভাবে বাণীবদ্ধ করতে সমর্থ হয়েছেন ।

ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য

আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল ছোটগল্প। ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প ভাষায় ও স্বল্প পরিসরে জীবনের খণ্ডাংশের বর্ণনা, প্রারম্ভে ও পরিসমাপ্তিতে নাটকীয়তা।

রবীন্দ্রনাথের ছোটগল্পগুলোর বৈশিষ্ট্য

ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর । তাঁর হাতেই ছোটগল্পের উৎকর্ষ সাধিত হয়।বাংলা ছোটগল্পের সার্থক রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর । আনন্দময় বৈচিত্র্যে ভরা ছোটগল্প সৃষ্টি তাঁকে বিখ্যাত সাহিত্যিক হিসেবে বিশ্বজনীন খ্যাতি ও স্বীকৃতি প্রদান করেছে। বাংলার নির্জন প্রান্তর, নদীর তীর, উন্মুক্ত আকাশ, বালুচর, অবারিত মাঠ, ছায়া-সুনিবিড় গ্রামে সহজ-সরল অনাড়ম্বর জীবন, অভাবক্লিষ্ট অথচ শান্ত, সহিষ্ণু গ্রামবাসী ইত্যাদি বিষয় রবীন্দ্রনাথের ছোটগল্পের অন্যতম বৈশিষ্ট্য। তিনি ‘সোনার তরী' কাব্যের ‘বর্ষাযাপন' কবিতায় ছোটগল্পের বৈশিষ্ট্য চমৎকারভাবে তুলে ধরেছেন।

ছোট প্রাণ ছোট ব্যথা,     ছোট ছোট দুঃখ কথা
             নিতান্তই সহজ সরল,
সহস্র বিস্মৃতি রাশি ,     প্রত্যহ যেতেছে ভাসি
          তারি দু-চারিটি অশ্রুজল ।
নাহি বর্ণনার ছটা,     ঘটনার ঘনঘটা
          নাহি তত্ত্ব নাহি উপদেশ
অন্তরে অতৃপ্তি রবে,     সাঙ্গ করি মনে হবে
          শেষ হয়েও হইল না শেষ ।

বাংলা সাহিত্যের বিখ্যাত ছোটগল্পসমূহ ও এর রচয়িতা

ছোটগল্পকারছোটগল্প
রবীন্দ্রনাথ ঠাকুরপ্রেম সম্পর্কিত গল্প: ‘শেষকথা’, ‘মধ্যবর্তিনী’, ‘সমাপ্তি’, ‘নষ্টনীড়’, ‘একরাত্রি' ।
সমাজ সম্পর্কিত গল্প: ‘ছুটি’, ‘হৈমন্তী’, ‘পোস্ট-মাস্টার’, ‘দেনাপাওনা’, ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’, ‘কাবুলিওয়ালা'।
অতিপ্রাকৃত গল্প: ‘ক্ষুধিত পাষাণ”, ‘কঙ্কাল’, ‘নিশীথে', জীবিত ও মৃত।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়‘মন্দির’: প্রথম প্রকাশিত গল্প। ‘মহেশ’, ‘মেজদিদি’, ‘মামলার ফল’, ‘বিলাসী’।
কাজী নজরুল ইসলাম‘বাউণ্ডেলের আত্নকাহিনী' (১৯১৯): প্রথম প্রকাশিত রচনা / গল্প । ‘রিক্তের বেদন’, ‘শিউলিমালা’, ‘পদ্মগোখরা'।
মানিক বন্দ্যোপাধ্যায়‘অতসী মামী’ (১৩৩৫): প্রথম প্রকাশিত গল্প। ‘প্রাগৈতিহাসিক’, ‘সরীসৃপ', ‘সমুদ্রের স্বাদ', 'বৌ', ‘আজকাল পরশুর গল্প', ‘ছোট বকুলপুরের যাত্রী', ‘ফেরিওয়ালা'।
দক্ষিণারঞ্জন মিত্র‘ঠাকুরমার ঝুলি’, ‘ঠাকুরদাদার ঝুলি’, ‘ঠানদিদির থলে’, ‘দাদা মহাশয়ের থলে'। (এসকল গল্পে রূপকথা- ব্রতকথা স্থান পেয়েছে)।
শওকত ওসমান‘জন্ম যদি তব বঙ্গে’: এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক। ‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী', ‘পিঁজরাপোল’, ‘প্রস্তর ফলক’।
হাসান আজিজুল হক‘আমরা অপেক্ষা করছি’, ‘নামহীন গোত্রহীন', ‘আত্মজা ও একটি করবী গাছ’, ‘শীতের অরণ্য’, ‘জীবন ঘষে আগুন’।
প্রভাতকুমার মুখোপাধ্যায়‘দেশী ও বিলাতী’, ‘গল্পাঞ্জলি’, ‘ষোড়শী’, ‘গল্পবীথি' ।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়‘রসকলি’, ‘ডাকহরকরা' ।
শাহেদ আলী‘জিবরাইলের ডানা’, ‘একই সমতলে’
রাজশেখর বসু‘গড্ডলিকা’
সুবোধ ঘোষ'ফসিল’
সরদার জয়েনউদ্দিন‘বেলা ব্যানার্জির প্রেম'
আবুল খায়ের মুসলেহউদ্দিন‘নিষিদ্ধশহর’,‘নারিন্দালন’, ‘ওম শান্তি'
সোমেন চন্দ'ইঁদুর'
শাহরিয়ার কবির‘একাত্তরের যীশু’
প্রেমেন্দ্র মিত্র‘মহানগর’, ‘পুতুল ও প্রতিমা'।
শৈলজানন্দ মুখোপাধ্যায়‘রেজিং রিপোর্ট

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. বাংলা ছোট গল্পের জনক / পথিকৃৎ কাকে বলা হয় ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২/ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২ ]

  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • জসীমউদ্দীন
  • কালিদাস

২. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহুর্তের রূপায়ণ ? [পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক: ২২ ]

  • ভ্রমণ কাহিনী
  • ছোটগল্প
  • উপন্যাস
  • নাটক

৩. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ২০১৬]

  • মানিক বন্দোপাধ্যায়
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • আবু জাফর শামসুদ্দিন
  • শওকত ওসমান

৪. রবীন্দ্রনাথের কোন ছোটগল্পটি উপন্যাসের পর্যায়ে পড়ে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • পোস্ট মাস্টার
  • ছুটি
  • একরাত্রী
  • নষ্ট নীড়

৫. 'এপিটাফ' গল্পগ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আবুল খায়ের মুসলেহ উদ্দিন
  • রাহাত খান
  • আবদুস শাকুর
  • মকবুলা মঞ্জুর

৬. ‘আত্মজা ও একটি করবী গাছ’-কার লেখা গল্প ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬]

  • বশীর আল হেলাল
  • শওকত আলী
  • হাসান আজিজুল হক
  • রিজিয়া রহমান

৭. 'বীরঙ্গনার প্রেম' ছোটগল্পটির সৃষ্টিকর্তা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • জ্যোতিপ্রকাশ দত্ত
  • বিপ্রদাস বড়ুয়া
  • রশীদ হায়দার
  • লায়লা সামাদ

৮. কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্হ কোনটি ? [ ৩২ তম (বিশেষ) বিসিএস ]

  • অতসী মামী
  • প্রাগৈতিহাসিক
  • রিক্তের বেদন
  • মৃত্যুক্ষুধা

৯. ‘একগুচ্ছ গোলাপ ও কয়েকটি গল্প’ গ্রন্থের লেখক কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রাহাত খান
  • মকবুলা মঞ্জুর
  • হুমায়ুন কাদির
  • মইনুল আহসান সাবের

১০. প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত ছোটগল্প নয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আদরিণী
  • মাস্টার মশাই
  • ফুলের মূল্য
  • মাল্যদান

১১. 'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ ? [ ৩৫ তম বিসিএস ]

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • শেখ হাসিনা
  • এ.কে.ফজলুল হক
  • মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

১২. ‘রাজধানীতে ঝড়’ গল্পগ্রন্থের স্রষ্টা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • আবু রুশদ
  • আবু ইসহাক
  • আবু জাফর শামসুদ্দীন
  • আবু জাফর ওবায়দুল্লাহ

১৩. হাসান আজিজুল হকের ছোটগল্প কোনটি ? [উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) : ১৫ ]

  • আনন্দের মৃত্যু
  • অন্ধকার সিড়ি
  • শেষ রাত্রির তারা
  • আত্মজা ও একটি করবী গাছ

১৪. 'অনেক রঙের আকাশ' গল্পগ্রন্থের লেখক কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • আখতারুজ্জান ইলিয়াস
  • খান মুহম্মদ মঈনুদ্দীন
  • কাজী নজরুল ইসলাম
  • আহমদ রফিক

১৫. 'ইঁদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম--- [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা : ১২ ]

  • আবুল বাশার
  • সোমেন চন্দ
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ইব্রাহীম খাঁ

১৬. 'সায়াহ্ন যুথিকা' গল্প গ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মকবুলা মঞ্জুর
  • শহীদ আখ্যান
  • আব্দুল মান্নান সৈয়দ
  • আবু রুশদ

১৭. নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি ? [ ২২ তম বিসিএস ]

  • মুক্তি
  • বাউণ্ডেলের আত্নকথা
  • তুর্কি মহিলার ঘোমটা
  • বিজলী

১৮. ‘ঠাকুরমার ঝুলি’ কার লেখা ? [ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ০৫]

  • সুকুমার রায়
  • লালবিহারী দে
  • দীনেশচন্দ্র সেন
  • দক্ষিণারঞ্জন মিত্র

১৯. ‘বীরকণ্ঠীর বিয়ে’ গল্পগ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • শওকত ওসমান
  • আবু জাফর শামসুদ্দীন
  • সরদার জয়েন উদ্দীন
  • আলাউদ্দিন আল আজাদ

২০. আবদুল মান্নান সৈয়দ রচিত গল্পগ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • হারেম
  • সত্যের মতো বদমাশ
  • রক্ত গোলাপ
  • শুন হে লক্ষিন্দর

২১. 'মিলির হাতে স্টেনগান'---গল্পটি কার লেখা ? [ ৩৫ তম বিসিএস ]

  • আখতারুজ্জামান ইলিয়াস
  • শওকত ওসমান
  • শওকত আলী
  • শহীদুল জহির

২২. ফ্রান্সের ছোটগল্পের জনক বলা হয় কাকে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মোপাসাঁ
  • এলেন-পো
  • গোগোল
  • পেত্রার্ক

২৩. ‘জিবরাঈলের ডানা’ গল্পের রচয়িতা কে ? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ০৫ ]

  • মিন্নাত আলী
  • শাহেদ আলী
  • আবু রুশদ
  • বন্দে আলী মিয়া

২৪. 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন ? [ ৩০ তম বিসিএস ]

  • রূপকথা
  • ছোটগল্প
  • গ্রাম্যগীতিকা
  • রূপকথা-উপকথা

২৫. কাজী নজরুল ইসলামের লেখা গল্প সংখ্যা কতটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • চারটি
  • আটটি
  • ষোলটি
  • আঠারটি

২৬. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি ? [ ১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৪ ]

  • কাব্য
  • ছোটগল্প
  • নাটক
  • উপন্যাস

২৭. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ছোটগল্প কোনটি ? [[ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • চাঁদের অমাবস্যা
  • নয়নচারা
  • মাল্যদান
  • কাঁদো নদী কাঁদো

২৮. 'একাত্তরের যীশু' গ্রন্থটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক (দড়াটানা) : ০৮ ]

  • শাহরিয়ার কবির
  • সেলিম আল দীন
  • মামুনুর রশীদ
  • সৈয়দ শামসুল হক

২৯. 'মৌরীফুল' নামক ছোটগল্পের সৃষ্টিকর্তা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রভাতকুমার মুখোপাধ্যায়
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৩০. 'বরযাত্রী' ছোটগল্পটির স্রষ্টা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বিভূতিভূষণ মুখোপাধ্যায়
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • প্রভাতকুমার মুখোপাধ্যায়

৩১. 'মেঘেদের ঘরবাড়ি' গল্পগ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রশীদ হায়দার
  • হুমায়ুন আহমেদ
  • মঈনুল আহসান সাবের
  • ইমদাদুল হক মিলন
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...