Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)

উনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা, সার্থক ট্রাজেডির প্রথম রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা, পুরাণকাহিনির ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্যরস সৃষ্টির প্রথম শিল্পী এবং পাশ্চাত্য ও প্রাচ্যধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা।

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মমাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি, ১৮২৪ সালে যশোর জেলার কেশবপুরের কপোতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ।
পিতা ও মাতাতার পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবী।
ধর্মান্তরতিনি ৯ ফেব্রুয়ারি, ১৮৪৩ সালে মাত্র ১৯ বছর বয়সে ওল্ড মিশন চার্চে পাদ্রী ডিলট্রির কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এদিন থেকে তার নামের আগে ‘মাইকেল' শব্দটি যোগ হয়। তাঁর ধর্মান্তরণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলে তাঁর পিতা রাজনারায়ণ দত্ত তাঁকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। হিন্দু কলেজে খ্রিস্টানদের অধ্যয়ন নিষিদ্ধ বলে তিনি এ কলেজ থেকে (১৯৪৩) বিতাড়িত হন।
ছাত্রজীবনের রচনাছাত্রজীবনে তিনি নারী শিক্ষার উপর ইংরেজি কবিতা রচনা করে 'বেঙ্গল স্পেকটেটর’, ‘লিটারারি গেজেট’, ‘লিটারারি ব্লসম কমেট' পত্রিকায় প্রকাশ করেন।
সম্পাদনামাদ্রাজে অবস্থানকালে তিনি কিছুদিন ‘হিন্দু ক্রোনিকল' পত্রিকায় সম্পাদকের কাজ করেন।
‘দত্ত কুলোদ্ভব' কবিকুল অর্থ বংশ এবং উদ্ভব অর্থ উৎপত্তি বা জন্ম। ‘দত্ত কুলোদ্ভব' মানে দত্ত বংশে উৎপত্তি বা জন্ম। খ্রিস্টীয় আঠার শতকে যশোরের সাগরদাঁড়ী গ্রামের প্রতাপশালী ব্যক্তি ছিলেন রামনিধি দত্ত। তাঁর চার পুত্রের মধ্যে কনিষ্ঠ ছিলেন রাজনারায়ণ দত্ত। তিনি পেশায় ছিলেন উকিল এবং জমিদারীতেও ছিল ব্যাপক সুনাম। এ দত্ত বংশে জন্মের কারণে মাইকেল মধুসূদনকে ‘দত্ত কুলোদ্ভব' কবি বলা হয়।
প্রথম প্রকাশিত গ্রন্থমধুসূদনের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম The Captive Lady (১৮৪৯): এটি ইংরেজিতে লিখিত।
ছদ্মনামতিনি Timothy Penpoem ছদ্মনামে মাদ্রাজের ‘হিন্দু ক্রোনিকল’, ‘মাদ্রাজ সার্কুলার’, ও ‘স্পেকটেটর' পত্রিকায় কবিতা লিখতেন।
বাংলা সাহিত্যের প্রথম সনেটবাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বঙ্গভাষা’: এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ঘটকে বিভক্ত । কবিতাটিতে কবির বক্তব্য হলো- মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ। এটির প্রথমে নাম ছিল 'কবি মাতৃভাষা' ।
সনেট ও অমিত্রাক্ষর ছন্দসনেট ইটালিয়ান শব্দ । এর বাংলা অর্থ- চতুর্দশপদী কবিতা। একটি মাত্র ভাব বা অনুভূতি যখন ১৪ অক্ষরের চতুর্দশ পঙক্তিতে বিশেষ ছন্দরীতিতে প্রকাশ পায় তাকেই সনেট বলে। বাংলা সাহিত্যে সার্থক সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। উনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা, পুরাণকাহিনির ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্যরস সৃষ্টির প্রথম শিল্পী এবং পাশ্চাত্য ও প্রাচ্যধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা। সনেটে মধুসূদনের প্রবল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম 'বঙ্গভাষা'। এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক ‘পদ্মাবতী” (১৮৬০)। এ নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ ‘তিলোত্তমাসম্ভব’ (১৮৬০) কাব্য রচনা করেন।
প্রথম বাংলা গ্রন্থমধুসূদনের প্রথম প্রকাশিত বাংলা গ্রন্থের নাম ‘শর্মিষ্ঠা’ (১৮৫৯): এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তিনি ১৮৫৮ সালে কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য নাটকটি রচনা করেন এবং তাদের অনুপ্রেরণা ও অর্থায়নে জানুয়ারি, ১৮৫৯ সালে প্রকাশিত হয়। মহাভারতের দেবযানী-ব্যাতি উপাখ্যান অবলম্বনে পাশ্চাত্য রীতিতে এটি রচিত। চরিত্র: ব্যাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী। এটি মহাকবি কালিদাসকে উৎসর্গ করেন ।
অন্যান্য নাটকমধুসূদনের অন্যান্য নাটকগুলোর নাম:

‘পদ্মাবতী' (১৮৬০): বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি। এ নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন। এটি গ্রিক পুরাণের Apple of Discord অবলম্বনে রচিত। গ্রিক পুরাণের দেবী জুনো, প্যালেস ও ভেনাস এ নাটকে রূপায়িত হয়েছেন শচী, মুরজা ও রতি নামে। হেলেন ও প্যারিস হয়েছেন পদ্মাবতী ও ইন্দ্রনীল নামে। তিন দেবীর মধ্যে রতিকে শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচন করায় অন্য দুই দেবী ইন্দ্রনীলের উপর রুষ্ট হন। ফলে ইন্দ্রনীলের জীবনে বিপর্যয় নেমে আসে। পরে দেবী রতির প্রচেষ্টায় ইন্দ্রনীল উদ্ধার হন এবং বিচ্ছিন্ন স্ত্রী পদ্মাবতীর সাথে মিলন ঘটে ।

‘কৃষ্ণকুমারী’ (১৮৬১): . মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি। উইলিয়াম টডের ‘রাজস্থান’ নামক গ্রন্থ থেকে মধুসূদন এ নাটকের কাহিনি সংগ্রহ করেন। মহারাজা প্রতাপসিংহের বংশধর, উদয়পুরাধিপতি মহারাজা ভীমসিংহের দুহিতা কৃষ্ণকুমারীর বিষাদময় জীবনই নাটকের বিষয়বস্তু। কৃষ্ণকুমারীর রূপে- গুণে মোহিত হয়ে জয়পুরের লম্পট প্রকৃতির রাজা জগৎসিংহ এবং মরুদেশের অধীশ্বর রাজা মানসিংহ তার পাণিপ্রার্থী হন। তারা উভয়েই প্রতিজ্ঞা করেন যে কৃষ্ণকুমারীকে না পেলে উদয়পুর ধ্বংস করে দিবেন। পরাক্রমশালী রাজাদের আক্রমণ থেকে নিজের রাজ্য রক্ষা করার সামর্থ্য তখন কৃষ্ণকুমারীর পিতার ছিল না। কৃষ্ণকুমারী সকল সমস্যার মূল মনে করে তিনি তাকে হত্যা করার আদেশ দেন। পিতার মতামত জেনে চারুশীলা কৃষ্ণা বংশের মর্যাদা রক্ষার জন্য কৃষ্ণকুমারী বিষপান করে আত্মহত্যা করেন। এটি মধুসূদন কেশববাবুকে উৎসর্গ করেন। চরিত্র: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী ।

‘মায়াকানন’ (১৮৭৪): এটি তাঁর রচিত সর্বশেষ বিয়োগান্তক নাটক। বেঙ্গল থিয়েটারের কর্ণধার শরৎচন্দ্র ঘোষের অনুরোধে তিনি নাটকটি রচনা শুরু করেন। কিন্তু শেষ করতে পারেননি। এটি সমাপ্ত করেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। মাইকেলের মৃত্যুর পরে এ নাটকটি প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থমধুসূদনের কাব্যগ্রন্থগুলোর নাম:

‘তিলোত্তমাসম্ভব' (১৮৬০): এটি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। মহাভারতের সুন্দ-উপসুন্দ কাহিনি অবলম্বনে রচিত কাহিনিকাব্য। এটি যতীন্দ্রমোহন বাগচীকে উৎসর্গ করেন।

‘চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬): বাংলা সাহিত্যের প্রথম সনেট সঙ্কলন। এতে মোট ১০২টি সনেট কবিতা আছে। মাইকেল ইতালিয় কবি পেত্রার্ক ও শেক্সপিয়রের অনুকরণে এগুলো রচনা করেন।

‘বীরাঙ্গনা' (১৮৬২): বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য (অমিত্রাক্ষর)। এতে মোট ১১টি পত্র আছে। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, দশরথের প্রতি কৈকেয়ী, সোমের প্রতি তারা উল্লেখযোগ্য পত্র। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন। এটি করুণ রসের পত্রকাব্য ।

'ব্রজাঙ্গনা' (১৮৬১): কাব্যটির প্রথমে নাম ছিল 'রাধা বিরহ'। পরবর্তীতে এটির নামকরণ হয় 'ব্রজাঙ্গনা'। এটি রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য (মিত্রাক্ষর)। রাধা-কৃষ্ণ বিষয়ক বৈষ্ণব পদাবলির আধুনিক পরিণতি এ কাব্য।

Visions of the Past: এটি ইংরেজিতে রচিত কাব্য।
মহাকাব্যমাইকেল মধুসূদনের মহাকাব্যের নাম:

‘মেঘনাদবধ' (১৮৬১): এটি রামায়ণের কাহিনি অবলম্বনে বীর রসের অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণে মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য। এটি প্রথম ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু। এটি উৎসর্গ করেন এ গ্রন্থটির মুদ্রণের ব্যয়বহনকারী রাজা দিগম্বর মিত্রকে। প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা। সর্গ সংখ্যা: ‘মেঘনাদবধ' কাব্যের মোট সর্গ সংখ্যা ৯টি। যথা: ১ম- অভিষেক, ২য়- অস্ত্রলাভ, ৩য়- সমাগম, ৪র্থ- অশোক বন, ৫ম-উদ্যোগ, ৬ষ্ঠ- বধ, ৭ম- শক্তিনির্ভেদ, ৮ম- প্রেতপুরী, ৯ম- সংস্ক্রিয়া।

'মেঘনাদবর্ধ কোন রসের কাব্য? এটি নিয়ে ব্যাপক বিতর্ক আছে। মধুসূদন কাব্যের শুরুতেই দেবী বন্দনায় বলেছেন, 'গাইব, মা, বীর রসে ভাসি, মহাগীত। যদিও শেষ পর্যন্ত এটিতে করুণ রসই প্রাধান্য পেয়েছে। তারপরও পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে উত্তর বীর রস দিতে হবে।

‘হেক্টরবধ' (১৮৭১): মাইকেল মধুসূদন দত্ত রচিত এটি হোমারের 'ইলিয়াড' এর বঙ্গানুবাদ। এটি অসমাপ্তভাবেই প্রকাশিত হয়। এটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়।
প্রহসনমধুসূদনের প্রহসনগুলোর নাম:

‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ' (১৮৫৯, সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান): বাংলা সাহিত্যের প্রথম প্রহসন। প্রথমে এটির নাম ছিল ‘ভগ্ন শিবমন্দির'। এক লম্পট জমিদারের আচার- ব্যবহার ও দরিদ্র প্রজাদের দ্বারা উচিত শিক্ষা এই উপভোগ্য প্রহসনের মূল কাহিনি। মূল চরিত্র বুড়ো জমিদার ভক্তপ্রসাদ বাবু। কথায় কথায় ধর্মের কথা বলেন। কিন্তু পাড়ার মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকান। তাকে শিক্ষা দেয়ার জন্য পাড়ার কয়েকজন ছেলে ফন্দি আটেন। রাতের অন্ধকারে হানিফের সুন্দরী স্ত্রী ফাতেমার মাধ্যমে ভক্ত প্রসাদকে শিবমন্দিরে ডেকে এনে উত্তম-মধ্যম দিয়ে উচিত শিক্ষা প্রদান করেন।

‘একেই কি বলে সভ্যতা' (১৮৫৯, সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান): নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খলতা ও অনাচারের কাহিনিই এ প্রহসনের মূল সুর। কলকাতার আধুনিকতার আলোকে নবকুমার শিক্ষিত হচ্ছে। তার পিতা একজন পরম বৈষ্ণব সাধক। ফলে তিনি বৃন্দাবনেই থাকেন । একসময় তিনি কলকাতায় বসবাস শুরু করেন। এই সুযোগে নবকুমার কলকাতার নব্যশিক্ষিত যুবকদের নিয়ে 'জ্ঞানতরঙ্গিনী সভা' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। যার উদ্দেশ্য মদ্যপান ও বারবণিতা সঙ্গলাভ। নবকুমার অধিক রাতে মদ্যপান করে মাতাল হয়ে ঘরে ফিরলে তার বাবা অত্যন্ত ব্যথিত হন এবং কলকাতার বসতি উঠিয়ে নিতে মনস্থ করেন। এটিই এ প্রহসনের মূল বক্তব্য।
বিখ্যাত পক্তি১. হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে,
ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। (বঙ্গভাষা)

২. ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী দশা তবে কেন তোর আজি। (বঙ্গভাষা)

৩. কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন। (বঙ্গভাষা)

৪. অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে । (শর্মিষ্ঠা-প্রস্তাবনা)

৫. জন্মিলে মরিতে হবে,/ অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে জীবন-নদে। (বঙ্গভূমির প্রতি)

৬. সতত, হে নদ, তুমি পড় মোর মনে ।
সতত তোমার কথা ভাবি এ বিরলে। (কপোতাক্ষ নদ)

৭. ঊর্ধ্বশির যদি তুমি কুল মনে ধনে; করিও না ঘৃণা তব নিচ-শির জনে। (রসাল ও স্বর্ণলতিকা)
মৃত্যু১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকহীন (অর্থাভাবে) অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয়।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে স্মরণীয় তাঁর কোন কাব্যের জন্য ? [ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর: ২০ ]

  • মেঘনাদবধ কাব্য
  • ব্রজাঙ্গনা কাব্য
  • বীরাঙ্গনা
  • চর্তুদশপদী কবিতা

২. 'সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে'.... পঙক্তিটি কার ? [দুদকের উপ-সহকারী পরিচালক: ২০ ]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • সমরেশ বসু
  • কাজী নজরুল ইসলাম

৩. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা- [পিএসসি'র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১ ]

  • নবীন চন্দ্র
  • মাইকেল মধুসূদন দত্ত
  • মীর মশাররফ হোসেন
  • কায়কোবাদ

৪. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে ? [ বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • কাজী নজরুল ইসলাম
  • জীবনানন্দ দাশ
  • রবীন্দ্রনাথ ঠাকুর

৫. 'মেঘনাদবধ' কোন আঙ্গিকের সাহিত্যকর্ম ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২]

  • গীতিনাট্য
  • মহাকাব্য
  • নাটক
  • উপন্যাস

৬. 'আমি কি ডরাই সখি, ভিখারী রাঘবে?'- পঙ্ক্তির কোন কবির রচনা ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২]

  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • বিহারীলাল চক্রবর্তী
  • কায়কোবাদ
  • মাইকেল মধুসূদন দত্ত

৭. সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন- [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • সুকান্ত ভট্টাচার্য
  • সমরেশ বসু

৮. 'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে।' এখানে 'অরিন্দম' কে ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]

  • লক্ষ্মণ
  • মেঘনাদ
  • রাবণ
  • বরুণ

৯. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় ? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২]

  • কৃষ্ণকুমারী
  • শর্মিষ্ঠা
  • অশ্রুমালা
  • পদ্মাবতী

১০. 'কপোতাক্ষ নদ' কবিতাটি কে লিখেছেন ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]

  • জীবনানন্দ দাশ
  • জসীমউদ্দীন
  • মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর

১১. বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি ? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার: ২৩]

  • ভদ্রার্জুন
  • পদ্মাবতী
  • শর্মিষ্ঠা
  • কৃষ্ণকুমারী

১২. ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ ভাবি এ বিরলে।’ চরণ দুটি কবি কে ? [ থানা শিক্ষা অফিসার : ৯৬]

  • মোহিতলাল মজুমদার
  • সুকান্ত ভট্টাচার্য
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • মাইকেল মধুসূদন দত্ত

১৩. 'অলীক কুনাট্য রঙ্গে , মজে লোক রাঢ়ে ও বঙ্গে' -- কার উক্তি ? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২): ০৩]

  • দ্বিজেন্দ্রলাল রায়
  • মাইকেল মধুসূদন দত্ত
  • রামরাম বসু
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত

১৪. 'জন্মিলে মরিতে হবে , অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন -নদে? কোন কবির উক্তি ? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩]

  • নবীনচন্দ্র সেন
  • মাইকেল মধুসূদন দত্ত
  • কায়কোবাদ
  • বিহারীলাল চক্রবর্তী

১৫. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি ? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৪ ]

  • শকুন্তলা
  • কৃষ্ণকুমারী
  • ভদ্রার্জুন
  • রাবণবধ

১৬. 'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা:১৬ ]

  • ঈশ্বর গুপ্ত
  • আবদুল হাকিম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • সুধীন্দ্রনাথ দত্ত

১৭. মাইকেল মধুসূদন দত্তের “বঙ্গভাষা” কবিতাটি কোন ছন্দে রচিত ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার : ১৭ ]

  • স্বরবৃত্ত
  • অক্ষরবৃত্ত
  • মাত্রাবৃত্ত
  • অমিত্রাক্ষর ছন্দ

১৮. 'বঙ্গভাষা' শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি ? [ উত্তরা ব্যাংক সহকারী অফিসার : ১৭]

  • শেক্সপীয়রীয়
  • শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়
  • পেত্রার্কীয়
  • কবির একান্ত নিজস্ব

১৯. 'বঙ্গভাষা' সনেট প্রথম কী নামে লেখা হয় ? [ ঢাবি: ০৭-০৮ ]

  • কবি-মাতৃভাষা
  • মাতৃভাষা
  • আত্নবিলাপ
  • মহাভাষার অহংকার

২০. 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত ? [ ঢাবি: ০১-০২ ]

  • অক্ষরবৃত্ত
  • মাত্রাবৃত্ত
  • স্বরবৃত্ত
  • মুক্তক ছন্দ

২১. কোন কবিতাটি অষ্টক ও ষটকে বিভক্ত ? [ ঢাবি: ০৬-০৭ ]

  • কবর
  • সোনার তরী
  • ধন্যবাদ
  • বঙ্গভাষা

২২. ’বঙ্গভাষা’ সনেটে ষটকের মিলবিন্যাস- [ ঢাবি : ০৫-০৬]

  • কখখকগগ
  • কখকখগগ
  • ককখখগগ
  • গঘঘগঙঙ

২৩. 'হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি পরধব লোভে মত্ত' --- কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১০]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • জসীমউদ্দীন
  • মাইকেল মধুসূধন দত্ত
  • সুফিয়া কামাল

২৪. পর ধন লোভে মত্ত, করিনু ভ্রমণ/পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।” কবি পর ধন বলতে বুঝিয়েছেন- [রাবি :০৫-০৬ ]

  • পরের ধন সম্পত্তিকে
  • ভিনদেশের লেখক সৃষ্ট সাহিত্যকে
  • পাশ্চাত্য সাহিত্যকে
  • বৈদেশিক সম্পদকে

২৫. ‘ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি’-এ পঙতিদ্বয় কোন কবিতার অন্তর্গত ? [ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা : ০৭ ]

  • বলাকা
  • ক্রন্দসী
  • বঙ্গভাষা
  • দারিদ্র্য

২৬. বঙ্গভাষা' কবিতায় কবির বক্তব্য – [ চবি (বি) :১০-১১]

  • মাতৃভাষার প্রতি কবির দরদ
  • বাংলা কবিতার প্রতি আকর্ষণ
  • স্বপ্নে বাংলা ভাষার প্রতি দরদের নির্দেশ
  • মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ

২৭. কোন কবিকে জাগরণের কবি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • জীবনানন্দ দাস
  • মধুসূদন দত্ত
  • কায়কোবাদ

২৮. 'মাতৃভাষা-রুপ খনি পূর্ণ মণিজালে।' 'মণিজাল শব্দের অর্থ- [ ঢাবি (খ) : ০৭-০৮ ]

  • প্রচুরমণি
  • জালের মত ছড়িয়ে থাকা মণি
  • চাকচিক্যময়
  • জলন্তমণি

২৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? [৩৫তম বিসিএস ]

  • বসন্তকুমারী
  • জমিদার দর্পণ
  • কৃষ্ণকুমারী
  • শর্মিষ্ঠা

৩০. প্রথম বাংলা সনেট কার লেখা ? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী :১৯]

  • প্রমথ চৌধুরী
  • মাইকেল মধুসূদন দত্ত
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • বিহারীলাল চক্রবর্তী

৩১. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]

  • মানসী
  • বীরাঙ্গনা
  • চিন্তা তরঙ্গিনী
  • কালের শাসন

৩২. ‘মেঘনাদ বধ’ কাব্যের রচয়িতা কে ? [সহকারী থানা শিক্ষা অফিসার : ১৫ ]

  • হেমচন্দ্র বন্দ্যোপাধায়
  • নবীনচন্দ্র সেন
  • মাইকেল মধুসূদন দত্ত
  • বিহারীলাল চক্রবর্তী

৩৩. মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ (ode) জাতীয় কাব্য কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বীরাঙ্গনা
  • তিলোত্তমাসম্ভব
  • মেঘনাদবধ
  • ব্রজাঙ্গনা

৩৪. মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের উৎস কী ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (রাইন) : ১৩ ]

  • রামায়ণ
  • মহাভারত
  • ভগবত
  • কুমারসম্ভব

৩৫. ‘বীরাঙ্গনা’ কোন ছন্দে রচিত ? [ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার : ০৪]

  • অমিত্রাক্ষর
  • মাত্রাবৃত্ত
  • অক্ষরবৃত্ত
  • গদ্য কবিতা

৩৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডী নাটক- [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৪ ]

  • কৃষ্ণকুমারী
  • শর্মিষ্ঠা
  • ভদ্রার্জুন
  • দি ডিসগাইস

৩৭. মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায় ? [ সমাজসেবা অফিসার : ০৭ ]

  • মণিরামপুর
  • চৌগাছা
  • কেশবপুর
  • অভয়নগর

৩৮. মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রাজমোহনস্ ওয়াইফ
  • ব্রজাঙ্গনা কাব্য
  • ক্যাপটিভ লেডী
  • ক্লিওপেট্রা

৩৯. ‘কেলিনু শৈবালে ভুলি কমল-কানন’-এখানে ‘কমল-কানন’ শব্দের ব্যাঞ্জনার্থ- [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার : ১০]

  • পদ্মবন
  • বাংলা ভাষা
  • বিদেশী ভাষা
  • ফুলের বাগান

৪০. ‘কেলিনু শৈবালে ভুলি কমল-কানন’‘শৈবালে’ বলতে বুঝানো হয়েছে- [ ঢাবি (ঘ) :০৫-০৬]

  • নিজভাষাকে
  • পরভাষাকে
  • অনাহারক্লিষ্ট জীবনকে
  • শেওলার দামকে

৪১. বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৪ ]

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • মাইকেল মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৪২. ‘সনেট’ কবিতার প্রবর্তক কে ? [ ২৯ তম বিসিএস ]

  • দ্বিজেন্দ্রলাল রায়
  • রজনীকান্ত সেন
  • মাইকেল মধুসূদন দত্ত
  • অতুলপ্রসাদ সেন

৪৩. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি ? [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১৬ ]

  • মহাভারত
  • মহাশ্মশান
  • মেঘনাদ বধ
  • অশ্রুমালা

৪৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য - [ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১]

  • মহাভারত
  • মহাশ্মশান
  • মেঘনাদ বধ
  • অশ্রুমালা

৪৫. “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” ?- ভিখারী রাঘব’ কে ? [সমাজসেবা অফিসার :১০ ]

  • রাবণ
  • মেঘনাদ
  • রাম
  • বিভীষণ

৪৬. বিভীষণের স্ত্রীর নাম কী ? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১২]

  • ঊর্মিলা
  • মন্দোদরী
  • চিত্রাঙ্গদা
  • সরমা

৪৭. 'হেক্টরবধ' কোন উপাখ্যান অবলম্বনে রচিত ? [শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক:০৬ ]

  • হোমারের ইলিয়ড
  • হোমারের ওডিসি
  • ভার্জিনের ইনিদ
  • দান্তের ডিভাইন কমেডি

৪৮. মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কোন্ ছন্দে রচিত ? [জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা কর্মকর্তা : ১০ ]

  • স্বরবৃত্ত ছন্দ
  • অক্ষরবৃত্ত ছন্দ
  • মাত্রাবৃত্ত ছন্দ
  • অমিত্রাক্ষর ছন্দ

৪৯. মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি- [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা:১২]

  • পত্রকাব্য
  • কাহিনীকাব্য
  • মহাকাব্য
  • খন্ড কবিতার সংকলন

৫০. রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল):১৫]

  • সারদামঙ্গল
  • বঙ্গসুন্দরী
  • ব্রজাঙ্গনা
  • কৃষ্ণকুমারী

৫১. মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে কতগুলো সনেট রয়েছে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ৮২টি
  • ৯২টি
  • ১০২টি
  • ১১৪টি

৫২. সনেটকে বাংলায় কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সনেট
  • অষ্টক পদ্য
  • ষট্‌ক পদ্য
  • চতুর্দশপদী কবিতা

৫৩. ’সনেট’ শব্দটি- [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (ক্যাশ) : ১০]

  • জার্মানী
  • ইটালিয়ান
  • ফ্রেঞ্চ
  • ইংরেজি

৫৪. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য ? [ ৩৬তম বিসিএস]

  • ব্রজাঙ্গনা
  • বিলাতের পত্র
  • বীরাঙ্গনা
  • হিমালয়

৫৫. 'বীরঙ্গনা' কাব্যে পত্র সংখ্যা কত ? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক:১৪ ]

  • ১১
  • ২১
  • ৩১
  • ৪১

৫৬. মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি ? [কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ পরিচালক :০৭ ]

  • মহাকাব্য রচনা
  • দেশপ্রেম বিষয়ক রচনা
  • সনেটের প্রবর্তন
  • প্রহসন রচয়িতা

৫৭. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা ? [ ২১তম বিসিএস ]

  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • নবীনচন্দ্র সেন
  • মাইকেল মধুসূদন দত্ত
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৫৮. ‘কৃষ্ণকুমারী’ নাটকের নাট্যকার- [ অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

  • গিরীশচন্দ্র ঘোষ
  • দ্বিজেন্দ্রলাল রায়
  • মাইকেল মধুসূদন দত্ত
  • মহেন্দ্র গুপ্ত

৫৯. নিচের কোনটি একটি মহাকাব্য ? [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক : ১১ ]

  • কপালকুণ্ডলা
  • নীলদর্পণ
  • মরুশিখা
  • মেঘনাদ বধ

৬০. মধুসূদন খ্রিস্টধর্মে দীক্ষিত হন- [ সমাজসেবা অধিদপ্তরের উপ সহকারী পরিচালক : ০৫]

  • ১৭৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৮৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৮৪৪ খ্রিষ্টাব্দে

৬১. মধুসূদনের কোন নাটকটি ঐতিহাসিক ? [ পিটিআই এর ইনস্ট্রাক্টর : ১৯]

  • শর্মিষ্ঠা
  • পদ্মাবতী
  • কৃষ্ণকুমারী
  • একেই কি বলে সভ্যতা

৬২. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে ? [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসার : ১৬ ]

  • নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • মাইকেল মধুসূদন দত্ত
  • নবীনচন্দ্র সেন

৬৩. মাইকেল মধুসূদ দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য ? [৩১তম বিসিএস/ ১২তম বিসিএস ]

  • মহাকাব্যে
  • সনেট
  • পত্রকাব্য
  • গীতিকাব্য

৬৪. মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন ? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক : ০৩ ]

  • অষ্টাদশ শতাব্দী
  • উনবিংশ শতাব্দী
  • বিংশ শতাব্দী
  • একবিংশ শতাব্দী

৬৫. মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ? [ রাবি: ০৬-০৭ ]

  • বরুদিয়া
  • সাগরদাঁড়ী
  • দেওয়াটখালি
  • নারুচি

৬৬. কোন বানানটি শুদ্ধ ? [মাধ্যমিক সহকারী শিক্ষক : ১১ ]

  • মধুসূদন
  • মধূসূদন
  • মধূসুদন
  • মধুসুদন

৬৭. বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১০]

  • বিহারীলাল
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দৌলত কাজী
  • চন্ডীদাস

৬৮. “টিমোথি পেনপয়েম” ছদ্মনামে কবিতা লিখতেন- [ চবি ( ই) : ১০-১১]

  • অমিয় চক্রবর্তী
  • বুদ্ধদেব বসু
  • মধুসূদন দত্ত
  • রুপরাম চক্রবর্তী

৬৯. “দত্তকুলোদ্ভব” কবি কে ? [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৯ ]

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • মাইকেল মধুসূদন
  • অজিত দত্ত

৭০. ‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৫]

  • কাব্য
  • প্রহসন
  • মহাকাব্য
  • উপন্যাস

৭১. বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক- [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ১০]

  • রবীন্দ্রনাথ
  • শরৎচন্দ্র
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • মধুসূদন দত্ত

৭২. ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ কোন জাতীয় শিল্পকর্ম ? [ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট : ০৫ ]

  • উপন্যাস
  • নাটক
  • প্রহসন
  • ছোটগল্প

৭৩. মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বিষাদ সিন্ধু
  • তিলোত্তমা
  • মেঘনাদ বধ
  • দত্তা

৭৪. মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার : ১৭ ]

  • স্বরবৃত্ত
  • অক্ষরবৃত্ত
  • মাত্রাবৃত্ত
  • অমিত্রাক্ষর ছন্দ

৭৫. বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১ ]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • দীনবন্ধু মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৭৬. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় ? [ ৩৮ তম বিসিএস ]

  • ১৮৬০
  • ১৮৬৫
  • ১৮৫৯
  • ১৮৬১

৭৭. মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক ? [ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্স অফিসার : ০৬ ]

  • পানিপথের তৃতীয় যুদ্ধ
  • হলদিয়াঘাটের যুদ্ধ
  • নাদির শাহের দিল্লি অভিযান
  • রাণা প্রতাপ সিংহের সঙ্গে মুঘলদের যুদ্ধ

৭৮. 'মেঘনাদবধ কাব্যে' যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বীর নীল
  • অঙ্গদ
  • সুগ্রীব
  • রামচন্দ্র

৭৯. কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • কাজী নজরুল ইসলাম

৮০. ‘দি ক্যাপটিভ লেডি’ (The Captive Lady) কাব্যটি লিখেছেন কে ? [ কারা তত্ত্বাবধায়ক : ১৩]

  • উইলিয়াম কেরি
  • মাইকেল মধুসূদন
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • প্রেমেন্দ্র মিত্র

৮১. চতুর্দশপদী কবিতায় কতটি পঙ্ক্তি থাকে ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ( ক্যাশ ) : ১৫]

  • তেরটি
  • চৌদ্দটি
  • পনেরটি
  • ষোলটি

৮২. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম- [ বাংলাদেশ রেলওয়ের সহকারী কমান্ডেন্ট : ০৭]

  • পয়ার
  • অক্ষরবৃত্ত
  • অমিতাক্ষর
  • অমিত্রাক্ষর

৮৩. সনেটের প্রথম আট পঙ্ক্তিকে কি বলে ? [ পূবালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার : ২৩]

  • অষ্টক
  • ধারা
  • ষটক
  • অনুকাব্য

৮৪. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে ? [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক ( বেতার প্রকৌশল ) : ০৩]

  • কায়কোবাদ
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • মাইকেল মধুসূদন দত্ত
  • আলাওল

৮৫. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় ? [ ৩৮ তম বিসিএস]

  • ১৮৬০ সালে
  • ১৮৬১ সালে
  • ১৮৬২ সালে
  • ১৮৬৩ সালে

৮৬. মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি ? [সাব রেজিস্ট্রার : ০১ ]

  • ১৮১৪ সাল
  • ১৮২৪ সাল
  • ১৮৩৪ সাল
  • ১৮৪৪ সাল

৮৭. অষ্টক ও ষটকের মাঝামাঝি ফাকা অংশকে কি বলা হয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • নিবর্তন সন্ধি
  • প্রতিবর্তন সন্ধি
  • সমাবর্তন সন্ধি
  • আবর্তন সন্ধি

৮৮. ‘মেঘনাদ বধ’ কাব্যে সর্গ সংখ্যা কয়টি ? [ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ সহকারী পরিচালক : ০৭]

  • ১৫টি
  • ৮টি
  • ১২টি
  • ৯টি

৮৯. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ ---- [ ১২ তম (বিশেষ) বিসিএস]

  • মহাকাব্য
  • পত্রকাব্য
  • গীতিকাব্য
  • আখ্যানকাব্য

৯০. সনেটের শেষ ছয় পঙক্তিকে কি বলে ? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) : ১৫ ]

  • অষ্টক্
  • ধারা
  • ষটক্
  • অণুকাব্য

৯১. বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কে ? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ১০ ]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯২. মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি ? [ সহকারী তথ্য অফিসার : ১৩]

  • ১৮২২-১৮৭৩
  • ১৮২৪-১৮৭৫
  • ১৮২৪-১৮৭৩
  • ১৮২৫-১৮৮০

৯৩. 'তিলোত্তমা' কাব্যটি কার রচিত ? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক : ০৬]

  • কালিদাস
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • মধুসূদন দত্ত
  • ঈশ্বর গুপ্ত

৯৪. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে --- [ ১৩ তম বিসিএস]

  • মহাকাব্যে
  • নাটকে
  • পত্রকাব্যে
  • সনেটে

৯৫. বাংলা ভাষায় সনেটের জনক কে ? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকতা : ০৪ ]

  • বাংলার মধুসূদন
  • ইটালির পেত্রার্ক
  • ইংল্যান্ডের মিল্টন
  • জার্মানির দান্তে

৯৬. 'একেই কি বলে সভ্যতা' এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা ? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার : 03 ]

  • প্রহসন
  • গীতিনাট্য
  • পদ্যগ্রন্থ
  • উপন্যাস

৯৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি ? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) : ১৭ ]

  • ভদ্রার্জুন
  • কৃষ্ণকুমারী
  • শর্মিষ্ঠা
  • পদ্মাবতী

৯৮. Blank Verse অর্থ- [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ১০ ]

  • অনুপ্রাস
  • অমিত্রাক্ষর
  • পয়ার
  • মহাকাব্য

৯৯. মাইকেল মধুসূদনের প্রথম বাংলা কাব্য কোনটি ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]

  • মেঘনাদবধ
  • তিলোত্তমাসম্ভব
  • ব্রজাঙ্গনা
  • বীরাঙ্গনা

১০০. মধুসূদনের মৃত্যু হয় কোথায় ? [ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ সহকারী পরিচালক : ০১]

  • ভার্সাই নগরে
  • আলিপুর হাসপাতালে
  • কলকাতা মেডিকেল কলেজে
  • সাগরদাড়ি নিজ বাসভবনে

১০১. অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি ? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ০৫ ]

  • ব্রজাঙ্গনা কাব্য
  • বীরাঙ্গনা কাব্য
  • তিলোত্তমা সম্ভব কাব্য
  • মেঘনাদবধ কাব্য

১০২. ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ প্রহসনটির রচয়িতা কে ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৪ ]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর

১০৩. কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • পদ্মাবতী
  • বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  • চতুর্দশপদী কবিতাবলী
  • সনেট পঞ্চায়েত

১০৪. মাইকেল মধুসূধন দত্তের প্রহসন- [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক : ০৬ ]

  • অতি অল্প হইল
  • একেই কি বলে সভ্যতা
  • ফাঁস কাগজ
  • এর উপায় কি

১০৫. ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা ? [ গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার : ০৫]

  • গদ্য কবিতা
  • গীতিকবিতা
  • সনেট
  • পয়ার

১০৬. নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি ? [ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ সহকারী পরিচালক : ০১]

  • রত্নাবতী
  • সীতার বনবাস
  • মায়াকানন
  • রামচরিত মানস

১০৭. অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য ‘মেঘনাদ বধ’ এর রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • কায়কোবাদ
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম

১০৮. ‘একেই কি বলে সভ্যতা’ এর রচয়িতা কে ? [ রাজশাহী কৃষি ব্যাংক সুপারভাইজার : ১৭ ]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • মীর মশাররফ হোসেন
  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর

১০৯. মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • তিলোত্তমাসম্ভব কাব্য
  • বীরাঙ্গনা কাব্যে
  • পদ্মাবতী নাটকে
  • ব্রজাঙ্গনা কাব্যে

১১০. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়- [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৩]

  • ‘পদ্মাবতী’ নাটকে
  • মেঘনাদবধ মহাকাব্যে
  • ব্রজাঙ্গনা কাব্যে
  • বীরাঙ্গনা কাব্যে

১১১. মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ কাব্য’ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য ? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৯ ]

  • বীররস
  • করুণ রস
  • শান্ত রস
  • মধুররস

১১২. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি ? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:১২]

  • শকুন্তলা
  • শর্মিষ্ঠা
  • ভদ্রার্জুন
  • রাবণবধ

১১৩. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি ? [ ৩৪তম বিসিএস ]

  • তিলোত্তমা কাব্য
  • মেঘনাদ বধ কাব্য
  • বেতাল পঞ্চবিংশতি
  • বীরাঙ্গনা 
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...