বিখ্যাত বাংলা ভ্রমণকাহিনি
| রচয়িতা | ভ্রমণকাহিনি |
|---|---|
| রবীন্দ্রনাথ ঠাকুর | ‘য়ুরোপ প্রবাসীর পত্র’, ‘জাপান যাত্রী’, ‘জাভা যাত্রীর পত্র’, ‘রাশিয়ার চিঠি' |
| জসীমউদ্দীন | ‘চলে মুসাফির’, ‘হলদে পরীর দেশ’, ‘যে দেশে মানুষ বড়’ |
| জহুরুল হক | ‘সাত সাঁতার’: এটি আমেরিকার ভ্রমণকাহিনি |
| ফজল শামসুজ্জামান | ‘অন্য পৃথিবী’: এটি অস্ট্রেলিয়ার ভ্রমণকাহিনি |
| ইব্রাহীম খাঁ | ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’, ‘নয়া চীনে এক চক্কর' |
| সৈয়দ মুজতবা আলী | ‘দেশে-বিদেশে’: এটি কাবুল শহরের ভ্রমণকাহিনী, ‘জলে ডাঙায়’ |
| অন্নদাশঙ্কর রায় | ‘পথে-প্রবাসে’ |
| আ.ন.ম বজলুর রশীদ | ‘দ্বিতীয় পৃথিবীতে’, ‘পথ ও পৃথিবী' |
| ইসমাইল হোসেন সিরাজী | ‘তুরস্ক ভ্রমণ' |
| ড. মুহম্মদ এনামুল হক | ‘বুলগেরিয়া ভ্রমণ’ |
| এস ওয়াজেদ আলী | ‘মোটরযোগে রাঁচী সফর' |
| বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় | ‘দৃষ্টিপাত’ |
| নির্মলেন্দু গুণ | ‘গীনসবার্গের তীরে', ‘ভলগার তীরে’ |
| খন্দকার মোহাম্মদ ইলিয়াস | 'ভাসানী যখন ইউরোপে |
| মুহম্মদ আবদুল হাই | ‘বিলেতে সাড়ে সাত শ দিন |
| বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | ‘অভিযাত্রিক’ |
| রাহুল সাংকৃত্যায়ন | ‘ভল্গা থেকে গঙ্গা' |
| শহীদুল্লা কায়সার | “পেশোয়ার থেকে তাসখন্দ" |
| সঞ্জীব চট্টোপাধ্যায় | 'পালামৌ' |
| সানাউল হক | ”বন্দর থেকে বন্দরে” |
| তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | 'মস্কোতে কয়েক দিন |
| বেগম সুফিয়া কামাল | ”সোভিয়েতের দিনগুলি” |
| সৈয়দ আলী আহসান | ”প্রেম যেখানে সর্বস্ব” |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. জসীম উদ্দীনের ‘চলে মুসাফির’ কি ধরনের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কবিতা
- উপন্যাস
- ভ্রমণ কাহিনী
- আত্মজীবনী
২. সৈয়দ মুজতবা আলীর যে প্রবন্ধে কাবুল শহরের কাহিনী বর্ণিত-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- চাচা কাহিনী
- দেশে বিদেশে
- ঝান্ডুদা
- কোনটিই নয়
৩. বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য রচনা করেন-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ভারতচন্দ্র রায়
- আলাওল
- রামরাম বসু
- শাহ মুহম্মদ সগীর
৪. জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ইস্তাম্বুল যাত্রীর পত্র
- চলে মুসাফির
- বিলাতে সাড়ে সাতশ দিন
- আমার তুরস্ক
৫. নিচের কোনটি ভ্রমণ কাহিনী ? [ মাদক্দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৩]
- দুই দেশ, দুই মন
- পার্থিব
- জঙ্গম
- ভলগা থেকে গঙ্গা
৬. ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ গ্রন্থটির রচয়িতা কে ? [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]
- ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
- ডঃ এনামূল হক
- মুহম্মদ আবদুল হাই
- ইব্রাহীম খাঁ
৭. নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয় ? [ ৩৬ তম বিসিএস ]
- চার ইয়ারী কথা
- পালামৌ
- দৃষ্টিপাত
- দেশে বিদেশে
৮. 'পথে প্রবাসে ' গ্রন্থের রচয়িতা – [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]
- সৈয়দ মুজতবা আলী
- অন্নদাশঙ্কর রায়
- আবুল ফজল
- জসীম উদ্দীন
৯. 'সোভিয়েতের দিনগুলি' ভ্রমণকাহিনীটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জসীমউদ্দীন
- বেগম রোকেয়া
- বেগম সুফিয়া কামাল
১০. ‘সীমান্তের চিঠি’ কার লেখা ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার : ১৯ ]
- ইব্রাহিম খলিল
- সানাউল হক
- নীলিমা ইব্রাহিম
- সতীনাথ ভাদুড়ী