Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বিখ্যাত বাংলা ভ্রমণকাহিনি ও রচয়িতা

বিখ্যাত বাংলা ভ্রমণকাহিনি

রচয়িতাভ্রমণকাহিনি
রবীন্দ্রনাথ ঠাকুর‘য়ুরোপ প্রবাসীর পত্র’, ‘জাপান যাত্রী’, ‘জাভা যাত্রীর পত্র’, ‘রাশিয়ার চিঠি'
জসীমউদ্দীন‘চলে মুসাফির’, ‘হলদে পরীর দেশ’, ‘যে দেশে মানুষ বড়’
জহুরুল হক‘সাত সাঁতার’: এটি আমেরিকার ভ্রমণকাহিনি
ফজল শামসুজ্জামান‘অন্য পৃথিবী’: এটি অস্ট্রেলিয়ার ভ্রমণকাহিনি
ইব্রাহীম খাঁ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’, ‘নয়া চীনে এক চক্কর'
সৈয়দ মুজতবা আলী‘দেশে-বিদেশে’: এটি কাবুল শহরের ভ্রমণকাহিনী, ‘জলে ডাঙায়’
অন্নদাশঙ্কর রায়‘পথে-প্রবাসে’
আ.ন.ম বজলুর রশীদ‘দ্বিতীয় পৃথিবীতে’, ‘পথ ও পৃথিবী'
ইসমাইল হোসেন সিরাজী‘তুরস্ক ভ্রমণ'
ড. মুহম্মদ এনামুল হক‘বুলগেরিয়া ভ্রমণ’
এস ওয়াজেদ আলী‘মোটরযোগে রাঁচী সফর'
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়‘দৃষ্টিপাত’
নির্মলেন্দু গুণ‘গীনসবার্গের তীরে', ‘ভলগার তীরে’
খন্দকার মোহাম্মদ ইলিয়াস'ভাসানী যখন ইউরোপে
মুহম্মদ আবদুল হাই‘বিলেতে সাড়ে সাত শ দিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়‘অভিযাত্রিক’
রাহুল সাংকৃত্যায়ন‘ভল্গা থেকে গঙ্গা'
শহীদুল্লা কায়সার“পেশোয়ার থেকে তাসখন্দ"
সঞ্জীব চট্টোপাধ্যায়'পালামৌ'
সানাউল হক”বন্দর থেকে বন্দরে”
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়'মস্কোতে কয়েক দিন
বেগম সুফিয়া কামাল”সোভিয়েতের দিনগুলি”
সৈয়দ আলী আহসান”প্রেম যেখানে সর্বস্ব”

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. জসীম উদ্দীনের ‘চলে মুসাফির’ কি ধরনের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কবিতা
  • উপন্যাস
  • ভ্রমণ কাহিনী
  • আত্মজীবনী

২. সৈয়দ মুজতবা আলীর যে প্রবন্ধে কাবুল শহরের কাহিনী বর্ণিত-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • চাচা কাহিনী
  • দেশে বিদেশে
  • ঝান্ডুদা
  • কোনটিই নয়

৩. বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য রচনা করেন-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ভারতচন্দ্র রায়
  • আলাওল
  • রামরাম বসু
  • শাহ মুহম্মদ সগীর

৪. জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • চলে মুসাফির
  • বিলাতে সাড়ে সাতশ দিন
  • আমার তুরস্ক

৫. নিচের কোনটি ভ্রমণ কাহিনী ? [ মাদক্দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৩]

  • দুই দেশ, দুই মন
  • পার্থিব
  • জঙ্গম
  • ভলগা থেকে গঙ্গা

৬. ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ গ্রন্থটির রচয়িতা কে ? [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

  • ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
  • ডঃ এনামূল হক
  • মুহম্মদ আবদুল হাই
  • ইব্রাহীম খাঁ

৭. নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয় ? [ ৩৬ তম বিসিএস ]

  • চার ইয়ারী কথা
  • পালামৌ
  • দৃষ্টিপাত
  • দেশে বিদেশে

৮. 'পথে প্রবাসে ' গ্রন্থের রচয়িতা – [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

  • সৈয়দ মুজতবা আলী
  • অন্নদাশঙ্কর রায়
  • আবুল ফজল
  • জসীম উদ্দীন

৯. 'সোভিয়েতের দিনগুলি' ভ্রমণকাহিনীটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • জসীমউদ্দীন
  • বেগম রোকেয়া
  • বেগম সুফিয়া কামাল

১০. ‘সীমান্তের চিঠি’ কার লেখা ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার : ১৯ ]

  • ইব্রাহিম খলিল
  • সানাউল হক
  • নীলিমা ইব্রাহিম
  • সতীনাথ ভাদুড়ী
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...