বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা থেকে প্রায়শই বিসিএস সহ বিভিন্ন নিয়োগ প্রশ্ন এসে থাকে। তাই বিখ্যাত চরিত্রসমূহের একটি তালিকা আমরা প্রস্তুত করেছি। যেখান থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষাসহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবে।
বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা
| গ্রন্থকার | গ্রন্থ | চরিত্র |
|---|---|---|
| বড়ু চণ্ডীদাস | শ্ৰীকৃষ্ণ কীর্তন | রাধা (জীবাত্মা বা প্রাণিকূল) , কৃষ্ণ (পরমাত্মা বা ঈশ্বর) , বড়ায়ি (রাধাকৃষ্ণের প্রেমের দূতী) |
| কানা হরিদত্ত | মনসামঙ্গল | চাঁদ সদাগর, বেহুলা লখিন্দর ও মনসা দেবী। |
| মুকুন্দরাম চক্রবর্তী | চণ্ডীমঙ্গল | প্রথম উপাখ্যানঃ ফুল্লরা, ভাড়ুদত্ত, কালকেতু। দ্বিতীয় উপাখ্যানঃ ধনপতি সওদাগর, লহনা, খুলনা। |
| ভারতচন্দ্র | অন্নদামঙ্গল | ঈশ্বর পাটনী |
| আলাওল | পদ্মাবতী | পদ্মাবতী |
| দ্বিজ কানাই | মহুয়া পালা (মৈমনসিংহ গীতিকা) | নদের চাঁদ ও মহুয়া |
| প্যারীচাঁদ মিত্র | আলালের ঘরের দুলাল (উপন্যাস) | ঠকচাচা |
| কালীপ্রসন্ন সিংহ | হুতুম প্যাচার নক্শা (উপন্যাস) | দনুবানু |
| দীনবন্ধু মিত্র | নীলদর্পণ (নাটক) | তোরাপ, নবীন মাধব |
| সধবার একাদশী (প্রহসন) | নিমচাদ, কেনারাম | |
| অমৃতলাল বসু | বিবাহ বিভ্রাট (প্রহসন) | নন্দলাল |
| মাইকেল মধুসূদন দত্ত | মেঘনাদবধ (মহাকাব্য) | মেঘনাদ, প্রমীলা, রাবণ |
| বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (প্রহসন) | ভক্ত-প্রসাদ বাবু | |
| কৃষ্ণকুমারী (নাটক) | ভীমসিং, বিলাসবতী | |
| বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | দুর্গেশনন্দিনী (উপন্যাস) | আয়েশা, তিলোত্তমা |
| কপালকুণ্ডলা (উপন্যাস) | কপালকুণ্ডলা, নবকুমার,মতিবিবি | |
| বিষবৃক্ষ (উপন্যাস) | কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী | |
| কৃষ্ণকান্তের উইল (উপন্যাস) | রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর | |
| মৃণালিনী (উপন্যাস) | মৃণালিনী, হেমচন্দ্ৰ | |
| শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | মহেশ (ছোটগল্প) | গফুর |
| মেজদিদি (ছোটগল্প) | হেমাঙ্গিনী, কেষ্ট, কাদম্বিনী | |
| বড় দিদি (উপন্যাস) | মাধবী, সুরেন্দ্রনাথ | |
| দত্তা (উপন্যাস) | নরেন, রমা | |
| শ্রীকান্ত (উপন্যাস) | শ্রীকান্ত, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, অভয়া | |
| গৃহদাহ (উপন্যাস) | সুরেশ, অচলা, মহিম | |
| চরিত্রহীন (উপন্যাস) | সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী | |
| পথের দাবী (উপন্যাস) | সব্যসাচী | |
| দেবদাস (উপন্যাস) | দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী | |
| পল্লী সমাজ (উপন্যাস) | রমা, রমেশ | |
| দেনাপাওনা (উপন্যাস) | জীবনানন্দ, ষোড়শী | |
| রামের সুমতি (ছোটগল্প) | রাম, নারায়নী | |
| রবীন্দ্রনাথ ঠাকুর | ছুটি (ছোটগল্প) | ফটিক |
| কাবুলীওয়ালা (ছোটগল্প) | রহমত, খুকী | |
| পোস্ট মাস্টার (ছোটগল্প) | রতন | |
| ল্যাবরেটরি | মোহিনী, নন্দ কিশোর | |
| সমাপ্তি (ছোটগল্প) | মৃন্ময়ী | |
| হৈমন্তী (ছোটগল্প) | হৈমন্তী, গৌরীশঙ্কর, অপু | |
| নষ্টনীড় (ছোটগল্প) | চারু | |
| খোকাবাবুর প্রত্যাবর্তন (ছোটগল্প) | রাইচরণ | |
| একরাত্রি (ছোটগল্প) | সুরবালা | |
| জীবিত ও মৃত (ছোটগল্প) | কাদম্বিনী | |
| বিসর্জন (নাটক) | জয়সিংহ, রঘুপতি, অপর্ণা | |
| ডাকঘর (নাটক) | অমল, মাধব দত্ত, ঠাকুরদা | |
| রক্তকবরী (নাটক) | নন্দিনী, রাজা, রঞ্জন | |
| গোরা (উপন্যাস) | গোরা, ললিতা, বিনয় | |
| শেষের কবিতা (উপন্যাস) | অমিত,লাবন্য,শোভনলাল | |
| চোখের বালি (উপন্যাস) | মহেন্দ্ৰ, বিনোদিনী, আশালতা,বিহারী | |
| যোগাযোগ (উপন্যাস) | মধুসূদন, কুমুদিনী, বিপ্রদাস | |
| ঘরে-বাইরে (উপন্যাস) | বিমলা, সন্দ্বীপ ও নিখিলেস | |
| দুইবোন (উপন্যাস) | শর্মিলা, ঊর্মিলা | |
| সুভা | সুভা | |
| শাস্তি | চন্দরা | |
| মীর মশাররফ হোসেন | বিষাদ সিন্ধু (উপন্যাস) | ইমাম হোসেন (নায়ক), জয়নব, কাসেম, হোসেন, এজিদ |
| প্রভাতকুমার মুখোপাধ্যায় | ফুলের মূল্য (ছোটগল্প) | ম্যাগী |
| নবকথা, ষোড়শী, গহনার বাক্স, | ||
| বিলাসিনী ও নতুন বই | ||
| তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | কবি (উপন্যাস) | নিতাই, বসন |
| ধাত্রীদেবতা (উপন্যাস) | শিবনাথ, গৌরী | |
| মানিক বন্দ্যোপাধ্যায় | পদ্মানদীর মাঝি (উপন্যাস) | কুবের, পাচু, মালা, কপিলা, গণেশ ও হোসেন মিয়া |
| পুতুল নাচের ইতিকথা (উপন্যাস) | শশী, কুমুদ | |
| বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | পথের পাঁচালি (উপন্যাস) | অপু, দুর্গা |
| আবু ইসহাক | সূর্যদীঘল বাড়ি (উপন্যাস) | জয়গুন, হাসু, মায়মুন, শফি |
| নজীবর রহমান | আনোয়ারা (উপন্যাস) | আনোয়ারা |
| কাজী ইমদাদুল হক | আব্দুল্লাহ (উপন্যাস) | আবদুল্লাহ |
| জহির রায়হান | হাজার বছর ধরে (উপন্যাস) | টুনি, মন্ত |
| একুশের গল্প | তপু , রেণু | |
| শহীদুল্লাহ কায়সার | সারেং বউ (উপন্যাস) | কদম সারেং, নবীতুন |
| সংশপ্তক (উপন্যাস) | হুরমতি, লেকু, রমজান,আনোয়ার | |
| মোজাম্মেল হক | জোহরা (উপন্যাস) | জোহরা, কাশেম |
| সৈয়দ ওয়ালীউল্লাহ | লালসালু (উপন্যাস) | মজিদ, জমিলা, আমেনা |
| মুনীর চৌধুরী | রক্তাক্ত প্রান্তর (নাটক) | জোহরা, ইব্রাহীম কার্দি |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ‘রতন’ চরিত্রটি কবি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের ? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩]
- গিন্নি
- পোস্টমাস্টার
- ছুটি
- সুভা
২. 'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র ? [ কারা তত্ত্বাবধায়ক : ১০]
- ডাকঘর
- বিসর্জন
- শারদোৎসব
- কোনটিই নয়
৩. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের “বড়ায়ি” কি ধরনের চরিত্র ? [২৮ তম বিসিএস ]
- শ্রী রাধার ননদিনী
- শ্রী রাধার শাশুড়ি
- রাধাকৃষ্ণে প্রেমের দূতী
- জনৈক গোপবালা
৪. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা ? [ ১৬তম/১২তম বিসিএস]
- চরিত্রহীন
- গৃহদাহ
- কৃষ্ণকান্তের উইল
- সংশপ্তক
৫. 'অপু ও দূর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের ? [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১ ]
- দিবারাত্রির কাব্য
- পথের পাঁচালী
- বোবা কাহিনী
- নৌকাডুবি
৬. গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম কী ? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬ ]
- অচলা
- বিমলা
- মৃণাল
- ইন্দিরা
৭. 'অচলা' শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১২ ]
- দত্তা
- দেনাপাওনা
- গৃহদাহ
- চরিত্রহীন
৮. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে ? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ০৮]
- অমল
- ইন্দ্রনাথ
- অপু
- কেষ্ট
৯. কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা ? [সাব রেজিস্ট্রার : ১২ ]
- যোগাযোগ
- ঘরে-বাইরে
- নৌকাডুবি
- শেষের কবিতা
১০. ‘বেহুলা’ চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ ? [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১২ ]
- অন্নদামঙ্গল
- চন্ডীমঙ্গল
- ধর্মমঙ্গল
- মনসামঙ্গল
১১. ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র ? [ ২৩ তম বিসিএস]
- চণ্ডীমঙ্গল
- মনসামঙ্গল
- ধর্মমঙ্গল
- অন্নদামঙ্গল
১২. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা ? [২৫ তম বিসিএস ]
- সমাপ্তি
- দেনা-পাওনা
- পোস্ট মাস্টার
- মধ্যবর্তিনী
১৩. শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( ঢাকা) : ০৮]
- দুইবোন
- বউঠাকুরাণীর হাট
- শেষের কবিতা
- মালঞ্চ
১৪. ‘অভয়া’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র ? [সমাজসেবা অফিসার : ০৬ ]
- পল্লীসমাজ
- শ্রীকান্ত
- গৃহদাহ
- দেবদাস
১৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কী ? [১৩ তম বিসিএস ]
- নগেন্দ্র নাথ ও কুন্দনন্দিনী
- মধুসূদন ও কমুদিনী
- গোবিন্দলাল ও রোহিনী
- সুরেশ ও অচলা
১৬. 'চারু' ও 'অমল' চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র ? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩]
- একরাত্রি
- জীবিত ও মৃত
- নষ্টনীড়
- হৈমন্তী
১৭. 'আলালের ঘরের দুলাল' উপন্যাসের চরিত্র কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ঠকচাচা
- বাঞ্ছারাম
- বাবু রাম বাবু
- তিনটিই
১৮. ‘কপাল কুণ্ডলা’ উপন্যাসের নায়কের নাম কী ? [ কারা তত্ত্বাবধায়ক : ০৬ ]
- শাহজাদা সেলিম
- আওরঙ্গজেব
- চন্দ্রশেখর
- নবকুমার
১৯. শশী, কুসুম চরিত্র দুটির স্রষ্টা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- মানিক বন্দ্যোপাধ্যায়
- সৈয়দ ওয়ালীউল্লাহ
২০. 'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র ? [বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]
- পুতুল নাচের ইতিকথা
- গোরা
- কবি
- উত্তম পুরুষ
২১. 'অন্নদা দিদি' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- গৃহদাহ
- চরিত্রহীন
- শ্রীকান্ত
- দত্তা
২২. 'কপিলা' কোন উপন্যাসের চরিত্র ? [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী : ১০ ]
- তিতাস একটি নদীর নাম
- কাঁদো নদী কাঁদো
- পদ্মানদীর মাঝি
- কপালকুগুলা
২৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে ? [কারা তত্ত্বাবধায়ক : ০৬ ]
- হানিফ
- গফুর
- হায়ওয়ান আলী
- ভক্তপ্রসাদ
২৪. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের ? [ ৩৬ তম বিসিএস ]
- বিহারী-বিনোদিনী
- নিখিলেশ-বিমলা
- মধুসূসন-কুমুদিনী
- অমিত-লাবণ্য
২৫. বিদ্রোহী বালিকা বধূ ‘জামিলা’ কোন উপন্যাসের চরিত্র ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]
- অপুর সংসার
- গাভী বিত্তান্ত
- লালসালু
- চাঁদের অমাবস্যা
২৬. জাগো বাহে কুণ্ঠে সবাই’- এই অবিস্মরণীয় আহ্বানউচ্চারণরণ করে কোন চরিত্রটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটকের তোরাব
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ নাটকের দাদা ঠাকুর
- মামুনুর রশীদের ‘ওরা কদম আলী’ নাটকের কদম আলী
- সৈয়দ শামসুল হকের ‘নূরুল দীনের সারাজীবন’ নাটকের নূরুল দীন
২৭. ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে ? [ ৩৮ তম বিসিএস ]
- বুদ্ধদেব বসু
- মীর মশাররফ হোসেন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সৈয়দ শামসুল হক
২৮. ‘হেমাঙ্গিনী’ ও ‘কাদম্বিনী’ কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র ? [বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক : ১৩ ]
- মহেশ
- বড়দিদি
- মেজদিদি
- হরিলক্ষ্মী
২৯. 'মধুসূদন' নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮]
- গৃহদাহ
- যোগাযোগ
- শর্মিষ্ঠা
- নদীবক্ষে
৩০. 'টেনিদা' যে সাহিত্যিকের কিশোরপাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৮]
- প্রেমেন্দ্র মিত্র
- নারায়ণ গঙ্গোপাধ্যায়
- সত্যজিৎ রায়
- শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
৩১. 'কাদম্বিনী' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১৬ ]
- সমাপ্তি
- হৈমন্তী
- জীবিত ও মৃত
- ছুটি
৩২. তপু কোন ছোট গল্পের চরিত্র ? [ তিতাস গ্যাস অফিসার ( সাধারণ ):১৮]
- মহেশ
- কাবুলিওয়ালা
- একুশের গল্প
- ছুটি
৩৩. ‘অর্পণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বিসর্জন
- চিত্রাঙ্গদা
- রক্তকবরী
- রাজা ও রাণী
৩৪. কোনটি সঠিক নয় ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৯]
- অমিত,লাবণ্য-শেষের কবিতা
- জয়গুন,হাসু-সূর্য দীঘল বাড়ী
- হেমাঙ্গিনী,কাদম্বিনী-মেজদিদি
- খুকী,রহমত-খোকা বাবুর প্রত্যাবর্তন
৩৫. মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের চরিত্র নয় কোনটি ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]
- জোহরা
- ইব্রাহীম কার্দি
- মারওয়ান
- সুজাউদ্দৌলা
৩৬. ভাঁডুদত্ত কোন কাব্যের চরিত্র ? [ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ৯৫ ]
- চণ্ডীমঙ্গল
- মনসামঙ্গল
- শ্রীকৃষ্ণকীর্তন
- অন্নদামঙ্গল
৩৭. ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে ? [সাব রেজিস্ট্রার: ০১]
- সধবার একাদশী
- আলালের ঘরের দুলাল
- একেই কি বলে সভ্যতা?
- নববাবু বিলাস
৩৮. রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র ? [ ২৩ তম বিসিএস]
- বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
- কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
- দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
- কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
৩৯. মীর মোশাররফ হোসেন রচিত 'বিষাদ সিন্ধু' উপন্যাসের চরিত্র নয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ইয়াজিদ
- মারওয়ান
- ইমাম হোসেন
- ইব্রাহিম কার্দি
৪০. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের ? [ ২৬তম/১৫তম বিসিএস ]
- হুতোম প্যাঁচার নকশা
- আলালের ঘরের দুলাল
- সধবার একাদশী
- বুড়োশালিকের ঘাড়ে রোঁ
৪১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসের চরিত্র কোনটি ? [ ৩৩ তম বিসিএস]
- কুন্দনন্দিনী
- শ্যামাসুন্দরী
- বিমলা
- রোহিনী
৪২. ‘নদের চাঁদ’ কোন পালাগানের চরিত্র ? [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা : ০৯]
- দেওয়ানা মদিনা
- মহুয়া
- মালুয়া
- কাজল রেখা
৪৩. অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে ? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১১ ]
- সৈয়দ মুজতবা আলী
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মুনীর চৌধুরী
৪৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে ? [সহকারী রাজস্ব কর্মকর্তা : ১৫ ]
- সমাপ্তি
- হৈমন্তী
- একরাত্রি
- কাবুলিওয়ালা
৪৫. খুল্লনা ও লহনা চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মনসামঙ্গল
- ধর্মমঙ্গল
- চণ্ডীমঙ্গল
- অন্নদামঙ্গল
৪৬. মনসামঙ্গল কাব্যের চরিত্র কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ফুল্লরা
- কালকেতু
- বেহুলা,লখিন্দর
- রাজা হরিশ্চন্দ্র
৪৭. কোনটি 'ছুটি' গল্পের চরিত্র ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ফটিক
- মাখন
- গয়া
- ক ও খ
৪৮. 'অর্জুন' চরিত্রটি কোন গ্রন্থের ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বিদায় অভিশাপ
- চিত্রাঙ্গদা
- বিসর্জন
- পদ্মাবতী
৪৯. ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের ? [ বিভিন্ন মিন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
- পল্লীসমাজ
- মৃত্যুক্ষুধা
- সংশপ্তক
- কৃষ্ণকান্তের উইল
৫০. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়- [ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব : ০৫ ]
- অভয়া
- সুরবালা
- ষোড়শী
- সাবিত্রী
৫১. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন (এইচআর) : ১৭]
- জননী
- সূর্যদীঘল বাড়ি
- সারেং বৌ
- হাজার বছর ধরে
৫২. 'গয়া' কোন গল্পের চরিত্র ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ফুলের মূল্য
- মামলার ফল
- বিলাসী
- একটিও নয়
৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে ? [ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিভিন্ন পদ : ০১]
- মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
- কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
- ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
- সমস্যা পূরণ, মুকুট ও সুভা
৫৪. 'শেষের কবিতা' উপন্যাসের নায়ক কে ? [ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়]
- শোভনলাল
- অমিত রায়
- নরেন
- অভিক
৫৫. বড়াই ও রাধা চরিত্র দুটি কোন গ্রন্থের ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- পদ্মাবতী
- চণ্ডীমঙ্গল
- শ্রীকৃষ্ণকীর্তন
- চিত্রাঙ্গদা
৫৬. ধর্মমঙ্গলের চরিত্র কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- মদনা
- লাউসেন
- ইছাই ঘোষ
- তিনটিই
৫৭. কোনটি ‘লালসালু ’ উপন্যাসের চরিত্র নয় ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্স অফিসার : ০৬]
- জমিলা
- মাজেদা
- মজিদ
- আমেনা
৫৮. 'রমা' কোন উপন্যাসের চরিত্র ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শেষের পরিচয়
- চরিত্রহীন
- দত্তা
- পল্লীসমাজ
৫৯. শকুন্তলা চরিত্রটির স্রষ্টা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মধুসূদন দত্ত
- ঈশ্বরগুপ্ত
৬০. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক- [ ১১ তম বিসিএস ]
- বঙ্কিমচন্দ্র
- শরৎচন্দ্র
- তারাশঙ্কর
- নজরুল ইসলাম
৬১. বড়াই ও ধারা চরিত্রদ্বয়ের স্রষ্টা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বিদ্যাপতি
- চণ্ডীদাস
- ভারতচন্দ্র
- আলাওল
৬২. ভিখু, পাঁচী কোন গল্পের চরিত্র ? [ রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী : ১৭]
- প্রাগৈতিহাসিক
- মেজদিদি
- গৃহদাহ
- শ্রীকান্ত
৬৩. 'রহমত' চরিত্র কোন গল্পের ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাবুলিওয়ালা
- সমাপ্তি
- ডাকঘর
- পোস্টমাস্টার
৬৪. ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন ? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা : ০৯ ]
- বিজয়নগর
- উজানীনগর
- সিংহল
- আরাকান
৬৫. কোন চরিত্রটি 'লালসালু' উপন্যাসে নেই ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ০৬]
- রহীমা
- জমিলা
- আমেনা বিবি
- করিমা বিবি
৬৬. রবীন্দ্রনাথের 'ছুটি' গল্পের চরিত্র কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অপু
- ফটিক
- গফুর
- মাখন
৬৭. অমিত ও লাবণ্য কোন উপন্যাসের চরিত্র ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১ ]
- শেষের কবিতা
- চোখের বালি
- নৌকাডুবি
- গোরা
৬৮. 'আদুরী' চরিত্রটি কোন নাটকের ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কৃষ্ণকুমারী
- শকুন্তলা
- রক্তকরবী
- নীলদর্পণ
৬৯. 'তিলোত্তমা' চরিত্রটির স্রষ্টা ঔপন্যাসিক- [(সিজিএ) | অডিটর : ২২ ]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- তারাশঙ্কর
- কাজী নজরুল ইসলাম
৭০. মনসামঙ্গলের চরিত্র কোনটি ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৩ ]
- সনকা
- ফুল্লরা
- ঈশ্বরী পাটনী
- ভাঁড়ুদত্ত
৭১. ‘গৃহদাহ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি ? [ প্রাক - প্রাথমিক সহকারী শিক্ষক ( ভলগা ) : ১৩]
- নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
- সুরেশ ও অচলা
- মধুসূদন ও কুমুদিনী
- গোবিন্দালাল ও রোহিণী
৭২. 'কপাল কুণ্ডলা' কোন প্রকৃতির রচনা ? [ ৩৫ তম বিসিএস]
- রোমান্সমূলক উপন্যাস
- বিয়োগান্তক নাটক
- ঐতিহাসিক উপন্যাস
- সামাজিক উপন্যাস
৭৩. ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম কি ? [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক : ১৭]
- ইমাম হোসেন
- ইমাম হাসান
- এজিদ
- সীমার
৭৪. 'মুর্দা ফকির' চরিত্রটি কোন নাটকের ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শঙ্খনীল কারাগার
- কবর
- নুরুলদীনের সারা জীবন
- সেনাপতি
৭৫. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র- [ ৪১তম বিসিএস]
- বিনোদিনী
- হৈমন্তী
- আশালতা
- চারুলতা
৭৬. রবীন্দ্রনাথের 'ক্ষুধিত পাষাণ' এর একটি চরিত্র- [ রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর: ২১]
- প্রত্যুষ
- মহিম
- মেহের আলি
- নবীন মাধব
৭৭. 'নবীন মাধব' কোন নাটকের চরিত্র ? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩/ জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১]
- ডাকঘর
- জমিদার দর্পণ
- সাজাহান
- নীলদর্পণ
৭৮. 'বিমলা-কুমুদিনী' কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ? [ এনএসআই এর সহকারী পরিচালক: ২১]
- ঘরে-বাইরে, যোগাযোগ
- চতুরঙ্গ, যোগাযোগ
- ঘরে-বাইরে, শেষের কবিতা
- চোখের বালি, শেষের কবিতা
৭৯. 'তিলোত্তমা' কোন উপন্যাসের প্রধান চরিত্র ? [ সিজিএ এর অডিটর: ২২ ]
- কপালকুণ্ডলা
- বিষবৃক্ষ
- আনন্দমঠ
- দুর্গেশনন্দিনী
৮০. 'তাতারি' কোন উপন্যাসের চরিত্র ? [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক:২২ ]
- চিলেকোঠার সেপাই
- ক্রীতদাসের হাসি
- লালসালু
- চাঁদের অমাবস্যা
৮১. 'চন্দরা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২]
- শাস্তি
- সমাপ্তি
- একরাত্রি
- স্ত্রীর পত্র
৮২. ভ্রমর ও রোহিণী কোন উপন্যাসের চরিত্র ? [খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ২২ ]
- কৃষ্ণকান্তের উইল
- বিষবৃক্ষ
- গৃহদাহ
- চোখের বালি
৮৩. শচীশ, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র ? [ ৪৫তম বিসিএস ]
- চতুরঙ্গ
- চার অধ্যায়
- নৌকাডুবি
- ঘরে বাইরে
৮৪. শরৎচন্দ্রের 'দেবদাস' উপন্যাসের প্রধান নারী চরিত্র কোনটি ? [প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক: ২৩ ]
- কবিতা
- পার্বতী
- হৈমন্তী
- লাবণ্য
৮৫. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক- [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩]
- মুহাম্মদ মুস্তফা
- আরেফ আলী
- মজিদ
- কাদের
৮৬. বাংলা উপন্যাস সাহিত্যে 'মজিদ' চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি ? [ বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩]
- মানিক বন্দ্যোপাধ্যায়
- আবু ইসহাক
- হুমায়ূন আহমেদ
- সৈয়দ ওয়ালীউল্লাহ
৮৭. 'রাইচরণ' কোন ছোটগল্পের চরিত্র ? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩]
- খোকাবাবুর প্রত্যাবর্তন
- শাস্তি
- সধবার একাদশী
- একরাত্রি