কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)
মহাকবি কায়কোবাদ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান কবি । বাংলা মহাকাব্যের অস্তোন্মুখ এবং গীতিকবিতার স্বর্ণযুগে তিনি মুসলমানদের গৌরবময় ইতিহাস থেকে কাহিনি নিয়ে ‘মহাশ্মশান' মহাকাব্য রচনা করে দুঃসাহস দেখিয়েছেন, যা তাঁকে গৌরবময় আসনে অলংকৃত করে । তিনি বাংলা মহাকাব্য ধারার কবি হিসেবে খ্যাত।
কায়কোবাদের সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|---|
| জন্ম | কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । |
| প্রকৃত নাম | তাঁর প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী । |
| বিশেষত্ব | আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। (সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান ] তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা। তাঁর কাব্য প্রতিভায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের প্রভাব ছিল। |
| উপাধি | বাংলা কাব্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯২৫ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে 'কাব্যভূষণ', 'বিদ্যাভূষণ', ‘সাহিত্যরত্ন' উপাধি প্রদান করেন । |
| বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন | তিনি ১৯৩২ সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতিত্ব করেন। |
| মহাকাব্য | কায়কোবাদের মহাকাব্যের নাম ‘মহাশ্মশান’ (১৯০৪): এটি পানিপথের ৩য় যুদ্ধের কাহিনি (১৭৬১) অবলম্বনে রচিত । |
| ‘মহাশ্মশান' মহাকাব্য | কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য ‘মহাশ্মশান' (১৯০৪)। [অধিকাংশ বইয়ে ‘মহাশ্মশান’ এর প্রকাশসাল দেওয়া হয়েছে ১৯০৫, কিন্তু এটি হবে ১৯০৪ খ্রিস্টাব্দ। সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান]। মোহাম্মদ রওশন আলী সম্পাদিত ‘কোহিনূর’ পত্রিকায় মহাকাব্যটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এটি পানিপথের ৩য় যুদ্ধের কাহিনি (১৭৬১) অবলম্বনে রচিত। এ মহাকাব্য ৮৭০ পৃষ্ঠায় তিন খণ্ডে মোট ৬০টি সর্গে বিভক্ত। পানিপথের যুদ্ধে মারাঠাদের সাথে রোহিলা-অধিপতি নজিব-উদ্-দৌলা'র শক্তি পরীক্ষা হয়। কবির দৃষ্টিতে এটি উভয়ের শক্তিক্ষয় ও ধ্বংস, এজন্য তিনি একে ‘মহাশ্মশান’ বলেছেন। এ কাব্যে ঐতিহাসিক-অনৈতিহাসিক দুই ধরনের চরিত্রের সমাবেশ ঘটেছে। প্রশিক্ষিত মুসলিম যোদ্ধা ইব্রাহীম কার্দি মুসলিম শিবিরে চাকরি না পেয়ে মারাঠা কর্তৃক চাকরি পায় এবং সমাদৃত হয়। যুদ্ধ শুরু হলে ইব্রাহীম কার্দির স্ত্রী জোহরা মনুবেগ ছদ্মনাম ধারণ করে এসে স্বামীকে মুসলিম শিবিরে ফিরিয়ে নিতে চেষ্টা করে। ইব্রাহীম কার্দি বিশ্বাসঘাতকতা না করে মারাঠাদের জন্য যুদ্ধে জীবন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। নায়ক ইব্রাহীম কার্দির মৃত্যু কাব্যটিকে ট্র্যাজিক করে তোলে। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর' নাটকের কাহিনিও পানিপথের ৩য় যুদ্ধ। উল্লেখযোগ্য চরিত্র: ইব্রাহীম কার্দি, জোহরা। |
| কাব্যগ্রন্থ | কায়কোবাদের কাব্যগ্রন্থগুলোর নাম: ‘বিরহবিলাপ' (১৮৭০): এটি কবির প্রথম কাব্যগ্রন্থ যা মাত্র বার বছর বয়সে রচনা করেন এবং তের বছর বয়সে প্রকাশিত হয় । 'অশ্রুমালা' (১৮৯৫): এটি গীতিকাব্য। ‘মহরম শরীফ’ (১৯৩২): এটি মহাকাব্যোচিত বড় আকারের একটি কাহিনিকাব্য । ‘কুসুমকানন' (১৮৭৩), ‘শিবমন্দির' (১৯২১), ‘অমিয়ধারা’ (১৯২৩), ‘শ্মশানভস্ম' (১৯৩৮)। কায়কোবাদের বিখ্যাত কবিতা ‘আযান’ । |
| কবির মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থসমূহ | ‘প্রেমের ফুল' (১৯৭০), ‘প্রেমের বাণী’ (১৯৭০), ‘প্রেম পারিজাত' (১৯৭০), ‘মন্দাকিনী ধারা' (১৯৭১), ‘গওস পাকের প্রেমের কুঞ্জ' (১৯৭৯)। |
| মৃত্যু | তিনি ২১ জুলাই, ১৯৫১ সালে ঢাকায় মারা যান । |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. কবি কায়কোবাদের বাড়ি কোথায় ? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান : ২৩]
- দোহার
- কেরানীগঞ্জ
- নবাবগঞ্জ
- ধামরাই
২. 'মহাশ্মশান' মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ১৭২৬
- ১৭৬১
- ১৫৫৬
- ১৫২৬
৩. কবি কায়কোবাদ রচিত 'অশ্রুমালা' কোন জাতীয় রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- গল্পগ্রন্থ
- কাব্য
- উপন্যাস
- গীতিকাব্য
৪. ‘অশ্রুমালা’ ও ‘মহাশ্মশান’ কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- রবীন্দ্রনাথ
- কায়কোবাদ
- নজরুল ও শরৎ
- শরৎ ও রবীন্দ্রনাথ
৫. ‘আযান’ কবিতাটি কার রচিত ? [ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০২]
- আহসান হাবীব
- কায়কোবাদ
- জসীম উদ্দীন
- শামসুর রহমান
৬. কায়কোবাদের রচনা নয় কোনটি ? [ শ্রম পরিচালক :০৬]
- মহাশ্মশান
- অশ্রুমালা
- চিন্তাতরঙ্গিনী
- বিরহ বিলাপ
৭. ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (মেঘনা) : ১২]
- গোবিন্দ্রচন্দ্র দাস
- কায়কোবাদ
- অক্ষয় কুমার সরকার
- নবীনচন্দ্র সেন
৮. কোনটি মহাকাব্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- মহাশ্মশান
- গীতাঞ্জলি
- অগ্নিবীণা
- ইউসুফ-জোলেখা
৯. কোন বিষয়ের উপর ভিত্তি করে ‘মহাশ্মশান’ কাব্য রচিত ? [ কারা তত্ত্বাবধায়ক : ০৬]
- পানিপথের প্রথম যুদ্ধ
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ
- পানিপথের তৃতীয় যুদ্ধ
- পলাশীর যুদ্ধ
১০. মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কোবাদের আসল নাম কি ? [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : ০৩]
- ইসমাইল হোসেন সিরাজী
- নেয়ামত উল্লাহ আল কোরেশী
- মোহাম্মদ কাজেম আল কোরেশী
- মুহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী
১১. ‘মহাশ্মশান’ মহাকাব্যটি কার রচনা ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]
- ফররুখ আহমদ
- মীর মশাররফ হোসেন
- ইসমাইল হোসেন সিরাজী
- কায়কোবাদ
১২. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- শাহ মুহম্মদ সগীর
- মীর মশাররফ হোসেন
- আলাওল
- কায়কোবাদ
১৩. কায়কোবাদের কোন গ্রন্থটি পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অমিয়ধারা
- মহররম শরীফ
- অশ্রুমালা
- মহাশ্মশান
১৪. অশ্রুমালা'র কবি কে ? [ আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৬]
- মীর মশাররফ হোসেন
- কায়কোবাদ
- মোজাম্মেল হক
- ইসমাইল হোসেন সিরাজী
১৫. কায়কোবাদের মূল নাম কি ? [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : ০৩ ]
- মীর্জা কায়কোবাদ
- কাজেম আল কোরেশী
- শাহ কাজেম বিন হাই
- কায়কোবাদ বিন হাই
১৬. ‘কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? [ কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক : ০৭]
- চম্পাবতী
- গঙ্গামণি
- লাজুকলতা
- বিরহ বিলাপ
১৭. কবি কায়কোবাদের আসল নাম কী ? [ ১৬ তম প্রভাষক নিবন্ধন : ১৯]
- কাজেম আল কোরেশী
- আবু নাসের কায়কোবাদ
- কায়কোবাদ ইসলাম
- আবুল হোসেন কায়কোবাদ
১৮. কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি ? [সাব-রেজিস্ট্রার:১২]
- ১৮৫৮ খ্রি.
- ১৮৫৭ খ্রি.
- ১৮৬৭ খ্রি.
- ১৮৭৭ খ্রি.
১৯. কায়কোবাদ কর্তৃক রচিত গ্রন্থ- [ পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী:১০]
- মহাশ্মশান
- অশ্রুমালা
- অমিয়ধারা
- উপরের সবগুলো
২০. নিচের কোন কাব্যগ্রন্থটি কায়কোবাদের রচনা ? [ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও পার্সোনাল অফিসার : ০৪]
- অমিয়ধারা
- পূবের হাওয়া
- চৈতালি
- ভাঙার গান
২১. কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল— [ ৩৭ তম বিসিএস]
- পলাশীর যুদ্ধ
- তৃতীয় পানিপথের যুদ্ধ
- ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
- ছিয়াত্তরের মন্বন্তর
২২. নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য ? [ ইসলামী ব্যাংক প্রবেশনারী অফিসার : ০৫]
- অশ্রুমালা
- মহাশ্মশান
- বলাবান
- মেঘনাদবধ
২৩. কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা ? [ প্রিমিয়ার ব্যাংকের জুনিয়র অফিসার : ২২]
- ইতিহাস
- গীতিকাব্য
- মহাকাব্য
- উপন্যাস
২৪. নিচের কোনটি উপন্যাস নয় ? [রাজউকের ইমারত পরিদর্শক : ২২ ]
- দিবারাত্রির কাব্য
- শেষের কবিতা
- মহাশ্মশান
- লালসালু
২৫. নিচের কোনটি মুসলমান রচিত মহাকাব্য ? [ ইসলামী ব্যাংক প্রবেশনারী অফিসার : ০৫]
- রৈবতক
- মহাশ্মশান
- পলাশীর যুদ্ধ
- কুরুক্ষেত্র