Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নৃত্য

 বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরণের নৃত্যের ঐতিহ্য বিদ্যমান। এই নৃত্যগুলো স্থানীয় সংস্কৃতি, রীতিনীতি , জীবনধারা এবং এবং বিশ্বাসের প্রতিফলন ঘটায়। নৃত্যগুলোতে গান, বাদ্যযন্ত্র এবং পোশাকের ব্যবহার করা হয়। নৃত্যগুলো সাধারণত বিভিন্ন উৎসব, অনুষ্ঠান এবং আচার-অনুষ্ঠানে পরিবেশিত হয়। বাংলাদেশে প্রতি বছর জাতীয় নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের নৃত্যশিল্পীরা তাদের নৃত্যের প্রদর্শন করে। শামিম আরা নীপা বাংলাদেশের একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। তিনি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান 'নৃত্যাঞ্চল'-এর অন্যতম প্রতিষ্ঠাতা। তাছাড়া 'নৃত্য সম্রাট' খ্যাত বাংলাদেশের বিখ্যাত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা । বাংলাদেশের বিখ্যাত নৃত্যশিল্পীদের আরো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন শিবলী ব্রত , মীনা আহমেদ , ফারহানা রুপা এবং নৃত্যশিল্পী রুনা লায়লাসহ প্রমুখ ।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নৃত্য

  • মণিপুরী ≔ সিলেট অঞ্চলের নৃত্য ।
  • ঝুমুর ≔ রংপুর, রাজশাহী অঞ্চলের নৃত্য ।
  • ধুপ ≔ খুলনা, ফরিদপুর ও যশোর অঞ্চলের নৃত্য ।
  • বল (Bolan) ≔ যশোর অঞ্চলের নৃত্য ।
  • জারি ≔ ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য ।
  • গম্ভীরা নাচ ≔ রাজশাহী জেলার মুসলিম সমাজের পৃষ্ঠপোষকতায় গম্ভীরা নাচ-গানের বিস্তর রূপান্তর ঘটেছে। দুজন নানা নাতির ভূমিকায় অবতীর্ণ হয়ে সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি, নৈতিকতা ইত্যাদি সংক্রান্ত সমস্যা নৃত্যগীতের মাধ্যমে তুলে ধরে।
  • ঘাটু নাচ ≔ ঘাটু গানের সঙ্গে পরিবেশিত হয়। এর ধর্মীয় বা সামাজিক কোনো উপলক্ষ নেই। মনোরঞ্জন এর মুখ্য উদ্দেশ্য। এটা কেবল বর্ষাকালে পরিবেশিত হয়।
  • পুতুল নাচ ≔ পুতুলের অভিনয়াত্মক নাচ।
  • ফকির নাচ ≔ মাদার পীরের উরস উপলক্ষে পরিবেশিত নৃত্য। পীরের অনুসারী ফকিরেরা আয়োজন করে।
  • বাউল নাচ ≔ বাউলদের ধর্মাচারের অঙ্গ। এর গানগুলো তথ্যভিত্তিক। বাউল নাচের কোনো মৌলিক উপলক্ষ নেই। বাউল গান ও নাচের মূল প্রেরণা হচ্ছে ধর্মসাধনা।
  • লাঠি নাচ ≔ মুহররম উপলক্ষে পরিবেশিত হয়। যুবকরা লাঠি হাতে দলবদ্ধভাবে নাচে। তাছাড়া ও লাঠি নাচ থারু জনগণের একটি সাংস্কৃতিক নৃত্য এবং এটি থারু লাঠি নাচ নামেও পরিচিত।
  • লেটো নাচ ≔ লেটো গান ও অভিনয়ে অংশরূপে পরিবেশিত হয়।
  • খেমটা নাচ ≔ খেমটা তালের সঙ্গে পরিবেশিত হয়। খেমটা নাচ গানের প্রধান বিষয় রাধাকৃষ্ণের প্রেম।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...