Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

রাজা রামমোহন রায়

সমাজসংস্কারক, ধর্মসংস্কারক, চিন্তাবিদ, বহুভাষাবিদ পণ্ডিত ও বাংলা গদ্যের প্রস্তুতিকালীন লেখকদের অন্যতম রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকদের অধিকার, পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে তিনি পথিকৃৎ। মূলত ধর্মসংস্কার ও সমাজসচেতনতার বশবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছেন ।

রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩)

  • রাজা রামমোহন রায় ২২ মে, ১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
  • তাঁর ছদ্মনাম শিবপ্রসাদ রায়। পিতা- রাধাকান্ত রায়, মাতা- তারিণী দেবী।
  • তিনি পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন ।বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায়ের।
  • তিনি ‘ব্রাহ্মণ সেবধি’ (১৮২১), ‘সম্বাদ কৌমুদী' (১৮২১), ‘মিরাৎ-উল-আখবার’ (১৮২২) পত্রিকা সম্পাদনা করেন ৷
  • তার একেশ্বরবাদের ওপর আরবি ও ফারসি ভাষায় লিখিত ‘তুহফাৎউল মুয়াহহিদ্দীন' ১৮০৩ সালে প্রকাশিত হয় ।
  • তিনি ২৭ সেপ্টেম্বর, ১৮৩৩ সালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের ব্রিস্টলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দশ বৎসর পর দেবেন্দ্রনাথ ঠাকুর 'আনসার ডেল' নামক স্থানে তার সমাধিস্থ করে একটি মন্দির প্রতিষ্ঠা করে দেন। ১৯৯৭ খ্রিষ্টাব্দে মধ্য ব্রিস্টলে তার একটি মূর্তি স্থাপন করা হয়।

রাজা রামমোহন রায় কী কী প্রতিষ্ঠা করেন ?

  • একেশ্বর উপাসনার লক্ষ্যে ‘আত্মীয়সভা'- ১৮১৫ ।
  • দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘হিন্দু কলেজ’- ১৮১৭।
  • প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ‘ব্রাহ্ম-সমাজ’- ১৮১৮ ।
  • ‘ইউনিটারিয়ান কমিটি' নামক ধর্মসভা- ১৮২১।
  • ‘অ্যাংলো হিন্দু স্কুল’-১৮২৩।

রামমোহন রচিত ব্যাকরণ কোনটি ?

রামমোহন রচিত ব্যাকরণ ‘গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩): এটি ১৮২৬ সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয় ।

রামমোহন রচিত সাহিত্যকর্মসমূহ

  • ‘বেদান্ত গ্রন্থ’ (১৮১৫): এটি তাঁর প্রথম গ্রন্থ। পৌত্তলিকতা যে হিন্দু ধর্মের মুখ্য বিষয় নয়, ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য তা প্রমাণের জন্য তিনি এ গ্রন্থটি রচনা করেন।
  • ‘গোস্বামীর সহিত বিচার' (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
  • ‘প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে ।
  • ‘বেদান্তসার’ (১৮১৫), ‘ভট্টাচার্যের সহিত বিচার' (১৮১৭)।

রামমোহন কোন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন ?

১৯২৩ সালে সংবাদপত্র বিধি (Press Ordinance) পাশ হলে তিনি এর বিরূদ্ধে আন্দোলন শুরু করেন। এর বিরূদ্ধে একটি প্রতিবাদ লিপি তিনি সুপ্রিম কোর্টে দাখিল করেন এবং এর কপি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে প্রেরণ করেন।

বেদান্ত গ্রন্থরাজা রামমোহন রায়
বেদান্তসাররাজা রামমোহন রায়
বেদান্ত চন্দ্রিকামৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

সতীদাহ প্রথা কী ? এ প্রথা বন্ধে কে ভূমিকা রাখেন ?

সতীদাহ অর্থ সহমরণ। স্বামীর সাথে একই চিতায় স্ত্রীকে দাহ করার রীতিই সতীদাহ প্রথা। সনাতন ধর্মে এ প্রথা বহুল প্রচলিত ছিল, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এ অমানবিক প্রথা বন্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন রাজা রামমোহন রায়। তিনি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং লেখনী ধারন করেন। সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে তিনি ‘গোস্বামীর সহিত বিচার' (১৮১৮), ‘প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮) সহ বিভিন্ন পুস্তক রচনা করে সামাজিক আন্দোলন শুরু করেন। ৪ ডিসেম্বর, ১৮২৯ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় বৃটিশ সরকার সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। মোগল বাদশা দ্বিতীয় আকবর তাঁর দাবি-দাওয়া ব্রিটিশ সরকারের নিকট তুলে ধরার জন্য ১৮৩০ সালে রাজা রামমোহন রায়কে ব্রিটেনে পাঠান এবং এ উপলক্ষে সম্রাট তাকে ‘রাজা’ উপাধি প্রদান করেন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. সতীদাহ প্রথা রোধ করেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • দেবেন্দ্রনাথ সেন
  • রাজা রামমোহন রায়
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২. কার আন্দোলনের ফলে উইলিয়াম বেন্টিং আইনের দ্বারা সতীদাহ প্রথা নিরোধ করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রামমোহন রায়
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • অক্ষয়কুমার বড়াল

৩. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হলেন- [ ঢাবি : ০২-০৩]

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রামমোহন রায়
  • দেবেন্দ্রনাথ ঠাকুর

৪. কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয় ? [ বেসিক ব্যাংক অ্যাসিসট্যান্ট অফিসার (ক্যাশ) :১৪]

  • বেদান্ত চন্দ্রিকা
  • বেদান্ত গ্রন্থ
  • বেদান্ত সার
  • পথ্য প্রদান

৫. রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মি. ইন্ডিয়া
  • রাজা
  • শিবপ্রসাদ রায়
  • অমিয় ধারা

৬. ব্রাক্ষধর্মের প্রতিষ্ঠাতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • অক্ষয়কুমার দত্ত
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • দেবেন্দ্রনাথ ঠাকুর
  • রামমোহন রায়

৭. বাঙালিদের মধ্যে প্রথম বিজ্ঞানমনস্ক গদ্য লেখক কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রাজা রামমোহন রায়
  • অক্ষয় কুমার দত্ত

৮. বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বাঙলা ব্যাকরণ
  • মাগধী ব্যাকরণ
  • গৌড়ীয় ব্যাকরণ
  • সনাতন বাংলা ব্যাকরণ

৯. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • হরপ্রসাদ শাস্ত্রী
  • মোহিতলাল মজুমদার
  • রাজা রামমোহন রায়
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত

১০. সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক- [ খাদ্য অধিদপ্তরের পরিদর্শক : ০৩ ]

  • দোলন চাঁপা
  • পথে হলো দেখা
  • পথের পাঁচালী
  • প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ

১১. গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রাজা রামমোহন রায়
  • পাণিনি
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • উইলিয়াম কেরি

১২. পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কোন বাঙালি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রামরাম বসু
  • রাজা রামমোহন রায়
  • মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

১৩. রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন- [ জবি ( ঘ ইউনিট) : ০৭-০৮ ]

  • প্রেস অর্ডিন্যান্স
  • নীল চাষ
  • নীল কমিশন
  • রাইফেল ব্যবহার

১৪. সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য ? [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৯/০৭ ]

  • গোপালকৃষ্ণ গোখেল
  • রাজা রামমোহন রায়
  • সরোজিনী নাইড়ু
  • দাদাভাই নওরোজী

১৫. “বেদান্তগ্রন্থ” ও বেদান্তসার” কার রচনা ? [ ৩৯তম বিসিএস]

  • গোলকনাথ শর্মা
  • রামরাম বসু
  • মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • রামমোহন রায়

১৬. রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন ? [ তিতাস গ্যাস ডেপুটি অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার : ১১]

  • সতীদাহ বিলোপ
  • নীলবিদ্রোহ
  • তেভাগা
  • বিধবা বিবাহ
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...