বিখ্যাত বাংলা নাটক
| নাট্যকার | নাটকের নাম |
|---|---|
| তারাচরণ শিকদার | ‘ভদ্রার্জুন' (১৮৫২): এটি বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম নাটক । |
| যোগেন্দ্রচন্দ্র গুপ্ত | ‘কীর্তিবিলাস' (১৮৫২): বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি নাটক । |
| রামনারায়ণ তর্করত্ন | ‘কুলীনকুল সর্বস্ব' (১৮৫৪): এটি কৌলিন্য প্রথা অবলম্বনে রচিত। ‘বেণী সংহার’, ‘যেমন কর্ম তেমন ফল' (প্রহসন), ‘উভয়সঙ্কট’ (প্রহসন)। |
| মাইকেল মধুসূদন | ‘শর্মিষ্ঠা', 'পদ্মাবতী', ‘কৃষ্ণকুমারী’, ‘মায়াকানন । |
| গিরিশচন্দ্র ঘোষ | ‘প্রফুল্ল’ (১৮৮৯): লেখকের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক। ‘সীতার বনবাস’, ‘সীতাহরণ’, সিরাজদ্দৌলা। |
| দীনবন্ধু মিত্র | ‘নীলদর্পণ’: এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। ‘কমলে কামিনী’, ‘জামাই বারিক’, ‘নবীন তপস্বিনী’, ‘লীলাবতী'। |
| দ্বিজেন্দ্রলাল রায় | ঐতিহাসিক নাটক: ‘সাজাহান', 'নুরজাহান', 'প্ৰতাপসিংহ', 'দুর্গাদাস’, ‘মেবারপতন', ‘তারাবাঈ', ‘তাপসী’। রোমান্টিক ও পৌরাণিক নাটক: ‘সিংহলবিজয়’, ‘সীতা’, ‘ভীষ্ম’, ‘সোহরাব-রুস্তম', ‘চন্দ্রগুপ্ত' । কাব্যনাট্য: ‘পাষাণী' । সামাজিক নাটক: ‘পরপারে’, ‘বঙ্গনারী’, ‘কল্কি অবতার’, ‘বিরহ’, ‘প্রায়শ্চিত্ত’, ‘আনন্দ বিদায়'। |
| রবীন্দ্রনাথ ঠাকুর | ‘বাল্মীকি প্রতিভা’: প্রথম প্রকাশিত নাটক। অধিকাংশের মতে, ‘রূদ্রচণ্ড’। রূপক ও সাংকেতিক নাটক: ‘ডাকঘর’, ‘কালের যাত্রা’, ‘তাসের দেশ”, ‘প্রকৃতির প্রতিশোধ’, ‘রাজা ও রানী’, ‘রাজা’, ‘অচলায়তন’, ‘রক্তকরবী’। নৃত্যনাট্য: ‘চিত্রাঙ্গদা', 'চণ্ডালিকা’, ‘নটীর পূজা’, ‘শ্যামা’। কাব্যনাট্য: ‘প্রকৃতির প্রতিশোধ’, ‘মায়ার খেলা’, ‘বিদায় অভিশাপ’ । অন্যান্য নাটক: ‘বিসর্জন’, ‘চিরকুমার সভা’, ‘বৈকুণ্ঠের খাতা’, ‘বসন্ত’ । |
| শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | ‘ষোড়শী', ‘বিজয়া', 'রমা', 'বিরাজ বউ'। |
| কাজী নজরুল ইসলাম | ‘ঝিলিমিলি’: এটি ৩টি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ । ‘আলেয়া', 'মধুমালা', ‘পুতুলের বিয়ে” । |
| সৈয়দ ওয়ালীউল্লাহ | ‘উজানে মৃত্যু’. ‘বহিপীর’, ‘তরঙ্গভঙ্গ’, ‘সুড়ঙ্গ'। |
| মুনীর চৌধুরী | ‘রক্তাক্ত প্রান্তর’: এটি তাঁর রচিত প্রথম নাটক। ‘কবর’: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। ‘মানুষ’,‘দণ্ডকারণ্য’, ‘নষ্ট ছেলে’, ‘চিঠি’, ‘পলাশী ব্যারাক ও অন্যান্য' । |
| অমৃতলাল বসু | ‘বিবাহ বিভ্রাট’, ‘চোরের উপর বাটপারি’, ‘ডিসমিস’, ‘কৃপণের ধন’ (সবগুলোই প্রহসন) । |
| সিকান্দার আবু জাফর | ‘সিরাজ-উদ-দৌলা', 'মহাকবি আলাওল'। |
| মামুনুর রশীদ | ‘গিনিপিগ’, ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’ । |
| জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর | ‘পুরুবিক্রম নাটক’, ‘কিঞ্চিত জলযোগ’ (প্রহসন) । |
| আব্দুল্লাহ আল মামুন | ‘হাঙর নদী গ্রেনেড’( ১৯৭৬), ‘পোকামাকড়ের ঘরবসতি’(১৯৮৬), ‘নিরন্তর ঘন্টাধ্বনি’(১৯৮৭)। |
| শওকত ওসমান | ‘সুবচন নির্বাসনে’, ‘কোকিলারা” । |
| ক্ষীরোদপ্রসাদ | ‘আলিবাবা’, ‘রঘুবীর' । |
| তুলশী লাহিড়ী | ‘ছেঁড়াতার’, ‘পথিক’। |
| সাঈদ আহমেদ | ‘কালবেলা’, ‘তৃষ্ণায়’। |
| বিজন ভট্টাচার্য | ‘নবান্ন’ |
| আনিস চৌধুরী | ‘মানচিত্র’, ‘এ্যালবাম' । |
| জিয়া হায়দার | ‘এলেবেলে’ |
| হানিফ সংকেত | ‘শোধ-বোধ’ |
| মমতাজ উদ্দিন আহমেদ | ‘স্বাধীনতা আমার স্বাধীনতা' |
| জোবেদা খানম | ‘ওরে বিহঙ্গ’ |
| ইব্রাহীম খলিল | ‘স্পেনবিজয়ী মুসা’ |
| শাহাদৎ হোসেন | ‘আনারকলি', ‘মসনদের মোহ'। |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. নিচের কোনটি নাটক ? [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী পরিচালক : ০৬ ]
- এক পয়সার বাঁশি
- বহুবচন
- উত্তরণ
- খাতার শেষপাতা
২. ফররুখ আহমেদের 'নৌফেল ও হাতেম' কোন শ্রেণীর নাটক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সামাজিক নাটক
- প্রেমমূলক নাটক
- কাব্যধর্মী নাটক
- রূপক নাটক
৩. ' স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে ? [ ৮ম বিজেএস(সহকারী জজ): ১৩]
- শামসুর রাহমান
- মমতাজউদ্দীন আহমদ
- সৈয়দ শামসুল হক
- আব্দুল্লাহ-আল মামুন
৪. শোধ বোধ নাটকটি কে রচনা করেছেন ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ঢাকা) : ০৭]
- হুমায়ুন আহমেদ
- হানিফ সংকেত
- মামুনুর রশীদ
- মাসুম রেজা
৫. ‘ওরে বিহঙ্গ’ নাটকটি কার রচনা ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩]
- মমতাজ উদ্দিন আহমদ
- মামুনুর রশীদ
- ইব্রাহীম খলিল
- জোবেদা খানম
৬. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা ? [ ৩৪তম বিসিএস]
- অক্ষয়কুমার দত্ত
- মাইকেল মধুসূদন দত্ত
- দীনবন্ধু মিত্র
- রামনারায়ণ তর্করত্ন
৭. ‘ছোটদের অভিনয়’ নাটকটি কার রচনা ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (যমুনা) : ১৩ ]
- আল কামাল আবদুল ওহাব
- সেলিম আল দীন
- জিয়া হায়দার
- আলাউদ্দীন আল আজাদ
৮. তারাবাঈ' নাটকটির লেখক কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ইসমাইল হোসেন সিরাজী
- মীর মশাররফ হোসেন
- আব্দুল্লাহ আল মামুন
- দ্বিজেন্দ্রলাল রায়
৯. ‘যে অরণ্যে আলো নেই’ নাটকটি কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আনিস চৌধুরী
- নীলিমা ইব্রাহীম
- শওকত ওসমান
- মামুনুর রশীদ
১০. নিচের কোনটি মমতাজউদ্দিন আহমদের রচনা নয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কি চাহ শঙ্খচিল
- সাত ঘাটের কানাকড়ি
- নেমেসিস
- স্পার্টাকাস বিষয়ক জটিলতা
১১. বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৮৪২ সালে
- ১৮৪৬ সালে
- ১৮৫২ সালে
- ১৮৫৬ সালে
১২. বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সধবার একাদশী
- নীল দর্পণ
- জমিদার দর্পণ
- কুলীনকুল সর্বস্ব
১৩. মধুসূদন কোন নাটক দেখার পর নাটক রচনার সিদ্ধান্ত নেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ভদ্রার্জুন
- রত্নাবলী
- কুলীনকুলসর্বস্ব
- শর্মিষ্ঠা
১৪. নূরুল মোমেনের বিখ্যাত নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নষ্ট ছেলে
- ওরা কদম আলী
- গিনিপিগ
- নেমেসিস
১৫. বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মমতাজউদ্দিন আহমদ
- আবদুল মান্নান সৈয়দ
- সরদার জয়েন উদ্দীন
- শহীদুল্লা কায়সার
১৬. মমতাজ উদ্দিন আহমদের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- স্বাধীনতা আমার স্বাধীনতা
- একদিন প্রতিদিন
- নরকে লাল গোলাপ
- পায়ের আওয়াজ পাওয়া যায়
১৭. যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত নাটক কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ভদ্রার্জুন
- নবনাটক
- কীর্তিবিলাস
- পাণ্ডব গৌরব
১৮. ডি এল রায় রচিত প্রহসন কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বিরহ
- প্রায়শ্চিত্ত
- পুনর্জন্ম
- সবগুলো
১৯. গিরিশচন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- চণ্ড
- জনা
- প্রফুল্ল
- হারানিধি
২০. 'কীর্তিবিলাস' নাটকের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- তারাচরণ শিকদার
- যোগেন্দ্র চন্দ্র গুপ্ত
- রামনারায়ণ তর্করত্ন
- হেরাসিম লেবেদফ
২১. আবদুল্লাহ আল-মামুনের রচিত নাটক নয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সুবচন নির্বাসনে
- ক্রস রোডে ক্রস ফায়ার
- অরক্ষিত মতিঝিল
- ওরা কদম আলী
২২. আলী যাকের রচিত নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বুনো হাস
- সুবচন নির্বাসনে
- দেওয়ান গাজীর কিস্সা
- ইবলিশ
২৩. 'চোরের উপর বাটপারি' প্রহসনটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- দীনবন্ধু মিত্র
- অমৃতলাল বসু
- মধুসূদন দত্ত
- ডি এল রায়
২৪. ইংরেজদের প্রথম রঙ্গালয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- চন্দননগর থিয়েটার
- ওল্ড প্লে হাউস
- হিন্দু থিয়েটার
- বেঙ্গল থিয়েটার
২৫. 'নীলদর্পণ' নাটকের প্রকাশক কে ছিলেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- লঙ সাহেব
- ডিরোজিও
- মধুসূদন
- দীনবন্ধু নিজেই
২৬. ‘আলোকলতা’ নাটকটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আবুল ফজল
- নূরুল মেমেন
- আসকার ইবনে শাইখ
- সাহাদাৎ হোসেন
২৭. ‘কবর’ নাটকটির লেখক- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- জসীম উদ্দীন
- নজরুল ইসলাম
- মুনীর চৌধুরী
- দ্বিজেন্দ্রলাল রায়
২৮. নিচের কোন গ্রন্থটি মামুনুর রশীদের নয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- গিনিপিগ
- সুবচন নির্বাসনে
- ইবলিশ
- ওরা কদম আলী
২৯. ‘অরক্ষিত মতিঝিল’ নাটকটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সেলিম আল দীন
- মমতাজউদ্দিন আহমদ
- আবদুল্লাহ আল মামুন
- মামুনুর রশিদ
৩০. 'একাত্তরের যীষু' গ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- শাহরিয়ার কবির
- সেলিম আল দীন
- মামুনুর রশীদ
- সৈয়দ শামসুল হক
৩১. ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মীর মশাররফ হোসেন
- দীনবন্ধু মিত্র
- তারাচরণ শিকদার
- রামানারায়ণ তর্করত্ন
৩২. নূরুল মোমেন লিখিত নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বহুরূপী
- নবসুন্দর
- হিং টিং ছট
- নেমেসিস
৩৩. ‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- আসকার ইবনে শাইখ
- মমতাজ উদ্দিন আহমদ
- নূরুল মোমেন
- আবদুল্লাহ আল মামুন
৩৪. ‘এখনও ক্রীতদাস’, ‘কোকিলারা’-নাটকদ্বয়ের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মামুনুর রশীদ
- সৈয়দ শামসুল হক
- আবদুল্লাহ আল মামুন
- ওবায়দুল হক
৩৫. 'কাল্পনিক সংবদল' কোন নাটকের বাংলা নাম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- Love is the best Doctor
- The Disguise
- The Indian Drama
- Comedy of Errors
৩৬. কোন নাটকটি শেক্সপিয়ারের 'মার্চেন্ট অব ভেনিস' নাটকের ভাবানুবাদ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ভানুমতি চিত্তবিলাস
- চারুমুখ চিত্তহারা
- শর্মিষ্ঠা
- ভদ্রার্জুন
৩৭. ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকের রচয়িতা হলেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- আবদুল্লাহ আল মামুন
- মমতাজউদ্দিন আহমদ
- মামুনুর রশীদ
- সৈয়দ শামসুল হক
৩৮. জীবনঢুলী কি ? [ ৩৫ তম বিসিএস ]
- একটি উপন্যাসের নাম
- একটি কাব্যগ্রন্থের নাম
- একটি আত্মজীবনীর নাম
- একটি চলচ্চিত্রের নাম
৩৯. ‘গিনিপিগ’ নাটকের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সৈয়দ শামসুল হক
- আবদুল গাফফার চৌধুরী
- মামুনুর রশিদ
- কবীর চৌধুরী
৪০. মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেণীর নাটক ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- পৌরাণিক
- সামাজিক
- ঐতিহাসিক
- রূপক
৪১. নূরুল মোমেনের ‘নেমেসিস’ নাটকে চরিত্রের সংখ্যা কয়টি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
৪২. স্বর্ণকুমারী দেবী রচিত নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ছিন্ন মুকুল
- বসন্ত উৎসব
- মালতি
- হুগলির ইমাম বাড়ি
৪৩. ঐতিহাসিক নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ডাকঘর
- সধবার একাদশী
- নুরজাহান
- রাবণবধ
৪৪. 'মানচিত্র' নাটকটি কে রচনা করেন ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৬ ]
- মীর মশাররফ হোসেন
- শিশির ভাদুড়ী
- নূরুল মোমেন
- আনিস চৌধুরী
৪৫. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মধুসূদন দত্ত
- দীনবন্ধু মিত্র
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- রামনারায়ণ তর্করত্ন
৪৬. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মমতাজ উদ্দিন আহমদ
- মামুনুর রশীদ
- ইব্রাহীম খলিল
- ওবায়েদ উল হক
৪৭. বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক-- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ডাকঘর
- নেমেসিস
- শারদোৎসব
- কোনটিই নয়
৪৮. বাংলা সাহিত্যে সর্বপ্রথম সাংকেতিক নাটক রচনা করেন-- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মাইকেল মধুসূদন দত্ত
- নূরুল মোমেন
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪৯. ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে ? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৯]
- উইলিয়াম কেরি
- হেরাসিম লেবেদফ
- মার্শ ম্যান
- জেমস লঙ
৫০. বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশীর নাম প্রথম আসে ? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ০৫ ]
- হেরাসিম লেবেডফ
- ডি রোজারিও
- উইলিয়াম কেরি
- স্যার মেকলে
৫১. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডী নাটকের নাম- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কুলীনকুল সর্বস্ব
- কৃষ্ণকুমারী
- নীল দর্পণ
- জমিদার দর্পণ
৫২. ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য- [ ১৫ তম বিসিএস]
- জীবানুভূতির গভীরতায়
- কাহিনীর সরলতা ও জটিলতা
- দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
- ভাষার প্রকারভেদে
৫৩. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ? [ ২৮ তম বিসিএস]
- ১৮১৭ সালে
- ১৮৩২ সালে
- ১৮৫২ সালে
- ১৭৫৩ সালে
৫৪. কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মাইকেল মধুসূদন দত্ত
- দীনবন্ধু মিত্র
- রবীন্দ্রনাথ ঠাকুর
- গিরিশচন্দ্র ঘোষ
৫৫. প্রথম সার্থক বাংলা নাটক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শর্মিষ্ঠা
- কৃষ্ণকুমারী
- শাজাহান
- বসন্ত
৫৬. 'এলেবেলে' নাটকটি কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- জিয়া হায়দার
- সৈয়দ শামসুল হক
- রাবেয়া খাতুন
- হুমায়ূন আহমেদ
৫৭. প্রথম বিয়োগান্তক নাটক ? [ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক : ০১]
- ভদ্রার্জুন
- কীর্তিবিলাস
- ছদ্মবেশ
- হরিশচন্দ্র
৫৮. নাটক ও প্রহসনে পার্থক্য- [ প্রাথমিক সহকারী শিক্ষক ( খুলনা ) : ০৫]
- ব্যঙ্গ বিদ্রুপ
- উপাখ্যান
- সংলাপ
- চরিত্র
৫৯. নাটক কী ? [শ্রম অধিদপ্তরের পরিবার কল্যাণ কর্মকর্তা : ০৯ ]
- দৃশ্যকাব্য
- কাব্যনাট্য
- গীতিনাট্য
- নৃত্যনাট্য
৬০. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক : ১৬]
- ভদ্রার্জুন
- নীলদর্পণ
- শর্মিষ্ঠা
- কবর
৬১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বসন্তকুমারী
- জমিদার দর্পণ
- কৃষ্ণকুমারী
- শর্মিষ্ঠা
৬২. প্রথম ঐতিহাসিক ট্রাজেডিমূলক নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নীলদর্পণ
- নূরজাহান
- মেবারপতন
- কৃষ্ণকুমারী
৬৩. প্রহসন বলতে কি বোঝায় ? [জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৯ ]
- কমেডি নাটক
- হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক
- অস্বাভাবিক নাটক
- সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক
৬৪. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন শ্রেণীর নাটক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সামাজিক
- মুক্তিযুদ্ধ ভিত্তিক
- ঐতিহাসিক
- রূপক
৬৫. প্রমথনাথ বিশী রচিত নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শ্রী মধুসূদন
- মৌচাকে ঢিল
- কাল সন্ধ্যা
- সংক্রান্তি
৬৬. ‘নূরজাহান’ নাটকটি রচনা করেছেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- সত্যেন্দ্রনাথ দত্ত
- দ্বিজেন্দ্রলাল রায়
৬৭. 'হুতোম প্যাঁচার নকশা' প্রহসনে কালীপ্রসন্ন সিংহ কাদের ব্যঙ্গ করেছেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ইংরেজি মিশনারীজদের
- ব্রিটিশ শাসকদের
- কলকাতার বাবু সমাজের
- যারা বহুবিবাহ করতেন
৬৮. ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কাব্য
- নাটক
- উপন্যাস
- গীতি কবিতা
৬৯. কোনটি নাটক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- দত্তা
- সাজাহান
- পল্লীসমাজ
- গড্ডলিকা
৭০. 'হিন্দু থিয়েটার' প্রতিষ্ঠা করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- হেরাসিম লেবেদফ
- প্রসন্নকুমার ঠাকুর
- নন্দকুমার
- উইলিয়াম কেরি
৭১. গিরিশ চন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক- [ শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৩ ]
- চণ্ড
- জনা
- প্রফুল্ল
- হারানিধি
৭২. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
- তুলসী লাহিড়ী
- দ্বিজেন্দ্রলাল রায়
- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৭৩. বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার : ০৫]
- নুরুল মোমেন
- আসকার ইবনে শাইখ
- মুনির চৌধুরী
- সিকান্দার আবু জাফর
৭৪. রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কাফেলা
- রক্তপদ্ম
- প্রফুল্ল
- চণ্ডালিকা
৭৫. কোন প্রহসনটি দিনবন্ধু মিত্রের ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- জামাই বারিক
- বিয়ে পাগলা বুড়ো
- সধবার একাদশী
- সবগুলোই
৭৬. 'কামাল পাশা' ও 'কাফেলা' নাটকদ্বয় কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাজী নজরুল ইসলাম
- কবি জসীম উদদীন
- প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ
- সুফী মোতাহার হোসেন
৭৭. মধুসূদন দত্তের কোন নাটকটি ছাপা হয়নি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- Rajmohans wife
- Captive Ladie
- Rizia
- Razia
৭৮. নিম্নের রচনাগুলোর মধ্যে যেটি প্রহসন সেটির নাম লিখুন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- চিত্রাঙ্গদা
- বিয়ে পাগলা বুড়ো
- নীল দর্পণ
- সাজাহান
৭৯. ডি এল রায়ের সামাজিক নাটক নয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- পরপারে
- বঙ্গনারী
- দুর্গাদাস
- ক ও খ উভয়ই
৮০. বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- শহীদুল্লা কায়সার
- আব্দুল মান্নান সৈয়দ
- মামুনুর রশীদ
- আবুল হোসেন
৮১. জন্ডিস একটি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাব্যগ্রন্থ
- উপন্যাস
- গল্প সংকলন
- নাটক
৮২. মুনীর চৌধুরী কোন কারাগারে বসে 'কবর' নাটক রচনা করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- লাহোর কারাগার
- যশোর কেন্দ্রীয় কারাগার
- ঢাকা কেন্দ্রীয় কারাগার
- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
৮৩. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- প্যারীচাঁদ মিত্র
- মাইকেল মধুসূদন দত্ত
- প্রমথ চৌধুরী
- দ্বিজেন্দ্রলাল রায়
৮৪. নাটকের উৎপত্তি কোথায় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মিশরে
- স্পেনে
- গ্রিসে
- লণ্ডনে
৮৫. কবর নাটিকাটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
৮৬. নিচের কোনটি কাব্যনাট্য ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- প্রায়শ্চিত্ত
- নকশী কাঁথার মাঠ
- চিত্রাঙ্গদা
- পায়ের আওয়াজ পাওয়া যায়
৮৭. ‘কালবেলা’, 'শেষ নবাব' নাটকদ্বয়ের লেখক কে ? [ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা : ০৬ ]
- আনিস চৌধুরী
- সাঈদ আহমেদ
- মুনির চৌধুরী
- মুনির চৌধুরী
৮৮. ‘কাফেলা’ নাটকটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মুনীর চৌধুরী
- নূরুল মোমেন
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- ইবরাহীম খাঁ
৮৯. ‘মহাকবি আলাওল’ নাটকটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সিকান্দার আবু জাফর
- আনিস চৌধুরী
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- শওকত ওসমান
৯০. ‘সুবচন নির্বাসনে’ নাটকটি কে লিখেছেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কল্যাণ মিত্র
- হুমায়ুন আহমেদ
- সৈয়দ শামসুল হক
- আব্দুল্লাহ আল মামুন
৯১. দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কবি
- নাট্যকার
- গীতিকার
- ঔপন্যাসিক
৯২. দীনবন্ধুর বাল্যনাম কি ছিল ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- দীনবন্ধু মিত্র
- গন্ধর্বনারায়ণ
- দীনবন্ধু নারায়ণ
- গন্ধর্বমিত্র
৯৩. ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- উনপঞ্চাশের মন্বন্তের
- বায়ান্নার ভাষা আন্দোলন
- একাত্তরের মুক্তিযুদ্ধ
৯৪. 'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করায় লঙ সাহেবকে যে জরিমানা করা হয়েছিল সেই টাকা পরিশোধ করেছিলেন কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কালীপ্রসন্ন ঘোষ
- কালী প্রসন্ন সিংহ
- মধুসূদন দত্ত
- রামমোহন রায়
৯৫. মিশ্র শিল্প কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নাটক
- প্রবন্ধ
- উপন্যাস
- গদ্য
৯৬. ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মুনীর চৌধুরী
- আবদুল্লাহ আল মামুন
- মামুনুর রশীদ
- রশীদ হায়দার
৯৭. 'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মঞ্চ নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-তে
- 'সংশপ্তক' উপন্যাসের টিভি সিরিয়ালে
- টিভি সিরিয়াল 'কোথাও কেউ নেই'-তে
- হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে
৯৮. 'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে ? [ পরিবার কল্যাণ পরিদর্শিকা : ১৫]
- শাহাদাৎ হোসেন
- ইব্রাহীম খাঁ
- দ্বিজেন্দ্রলাল রায়
- আকবর উদ্দীন
৯৯. ঐতিহাসিক নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ডাকঘর
- সধবার একাদশী
- নুরজাহান
- রাবণবধ
১০০. রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করে ডি এল রায় কোন নাটকটি রচনা করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- পাষাণী
- সীতা
- আনন্দ বিদায়
- দুর্গাদাস
১০১. মধুসূদন কার অনুরোধে 'একেই কি বলে সভ্যতা' ও 'বুড় শালিকের ঘাড়ে রোঁ' প্রহসন দুটি রচনা করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- রামনারায়ণ তর্করত্নের
- জমিদার সিংহ ভ্রাতাদের
- রামরাম বসুর
- বেলগাছিয়ার এক বৃদ্ধার
১০২. বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য রামনারায়ণ তর্করত্ন কোন নাটকটি রচনা করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কুলীনকুলসর্বস্ব
- বেণী-সংহার
- রত্নাবলী
- উভয় সংকট
১০৩. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ঢাকা
- কলকাতা
- লন্ডন
- মুর্শিদাবাদ
১০৪. ‘আলীবাবা’ নাটকটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- দ্বিজেলন্দ্রলাল রায়
- সিকান্দার আবু জাফর
- শচীন্দ্রনাথ সেনগুপ্ত
- ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
১০৫. নাটকের কাব্যধর্ম প্রকাশ পেলে তাকে বলে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নাট্যকাব্য
- কাব্যনাট্য
- নাটক
- কাব্য
১০৬. ‘মৃচ্ছকটিক’ নাটকের রচয়িতার নাম কী ? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ০৫ ]
- ভারত
- মন্মায় রায়
- শুদ্রক
- ডি এল রায়
১০৭. বিজন ভট্টাচার্য রচিত নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নবান্ন
- জনপদ
- অবরোধ
- তিনটিই
১০৮. 'কবর' কোন শ্রেণীর নাটক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ছোটগল্প
- বড়গল্প
- কাহিনী কাব্য
- নাটক
১০৯. Famous writter of Bengli drama /বিখ্যাত বাঙালি নাট্যকার ছিলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- Nurul Momen
- Abu Ishak
- Mustaba Ali
- Abu Zafar Obaidulla
১১০. কোনটি নাটক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কর্তার ইচ্ছায় কর্ম
- গড্ডলিকা
- পল্লী সমাজ
- সাজাহান
১১১. কোন ঘটনার প্রেক্ষিতে 'ইন্ডিগো কমিশন' গঠিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- লঙ সাহেবকে জরিমানা করার জন্য
- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রেক্ষিতে
- নীলদর্পণ নাটক প্রকাশের প্রেক্ষিতে
- নীল চাষের উদ্যোগ প্রেক্ষিতে
১১২. ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে ? [ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ০৫ ]
- মুনীর চৌধুরী
- তুলসী লাহিড়ী
- বিজন ভট্টাচার্য
- আব্দুল্লাহ আল-মামুন
১১৩. 'শর্মিষ্ঠা' নাটকটি কোন ঘটনা অবলম্বনে রচিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রামায়ণ
- মহাভারত
- শ্রীকৃষ্ণকীর্তন
- গ্রিক পুরাণ
১১৪. নিচের কোনটি নাটক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সিরাজ উদ্ দৌলা
- সোজন বাদিয়ার ঘাট
- সাঁঝের মায়া
- সংশপ্তক
১১৫. 'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য রেভারেন্ড লঙ সাহেবকে কত টাকা জরিমানা করা হয়েছিল ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- পাঁচশত টাকা
- এক হাজার টাকা
- একশত টাকা
- দশ টাকা
১১৬. ‘বঙ্গের প্রতাপাদিত্য’ এর নাট্যকার- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- প্রমথ চৌধুরী
- মানিক বন্দ্যোপাধ্যায়
- ক্ষিরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
- সুধীন্দ্রনাথ দত্ত
১১৭. বাঙালি কর্তৃক অভিনীত প্রথম নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ভদ্রার্জুন
- কীর্তিবিলাস
- The Disguise
- Love is the best Doctor
১১৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৮ ]
- গিরিশচন্দ্র ঘোষ
- দ্বিজেন্দ্রলাল রায়
- নূরুল মোমেন
- মুনীর চৌধুরী
১১৯. শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শাহজাহান
- নূরজাহান
- সিরাজদ্দৌলা
- দেবাসুর