ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ( ১৮৮৫ - ১৯৬৯ )
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ১০ জুলাই, ১৮৮৫ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। আকিকাকৃত নাম মুহম্মদ ইব্রাহিম । পরবর্তীতে তাঁর মা হুরুন্নেসা সে নাম পরিবর্তন করে রাখেন মুহম্মদ শহীদুল্লাহ্ ।
- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট মর্তুজা বশীর ( ১৯৩২-২০২০ ) তার ছেলে ।
- তিনি ‘ আঙুর’ (১৯২০- শিশু পত্রিকা), ‘দি পিস' (১৯২৩- ইংরেজি মাসিক পত্রিকা), ‘ বঙ্গভূমিক’ (১৯৩৭ - মাসিক সাহিত্য পত্রিকা), “তকবীর’ (১৯৪৭- পাক্ষিক পত্রিকা) পত্রিকা সম্পাদনা করতেন এবং ‘আল এসলাম' (১৯১৫) পত্রিকার সহসম্পাদক ছিলেন।
- তিনি ১৯ জানুয়ারি, ১৯২৬ সালে ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ' কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা সভার সভাপতি ছিলেন ।
- তিনি মোট ২৬টি ভাষা আয়ত্ত করেছিলেন, এর মধ্যে ১৮টি ভাষায় ছিল তার অগাধ পাণ্ডিত্য ।
- তিনি ১ জুলাই, ১৯৬০ সালে ‘পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান' প্রকল্পের সম্পাদক হিসেবে বাংলা একাডেমিতে যোগদান করেন এবং ১৯৬৩ সালে ‘পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান' এর কাজ সম্পন্ন করেন ।
- তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘ইমেরিটাস অধ্যাপক' পদ লাভ করেন।
- তিনি ১৩ জুলাই, ১৯৬৯ খ্রিস্টাব্দে মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। ঐ বছরই ‘ঢাকা হল’ এর নাম পরিবর্তন করে “শহীদুল্লাহ হল' নাম রাখা হয়।
ড. মুহম্মদ শহীদুল্লাহর কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ২ জুন, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র (৪ সেপ্টেম্বর, ১৯১১) সম্পাদক (১৯১১-১৫)। ১৯৬৩ সালে বাংলা একাডেমি কর্তৃক ‘বাংলা পঞ্জিকা তারিখ বিন্যাস' কমিটির সভাপতি, বাংলা একাডেমি'র ইসলামি বিশ্বকোষ প্রকল্পের (১৯৬৪) সম্পাদক এবং পাকিস্তান এশিয়াটিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন । তিনি প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ ও অধ্যাপক আবুল কাশেম সহযোগে মিরপুর বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অবসর গ্রহণ করে বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৫৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং কলা অনুষদের ডিন ছিলেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহর গবেষণামূলক গ্রন্থগুলো কী কী ?
ড. মুহম্মদ শহীদুল্লাহর গবেষণামূলক গ্রন্থগুলো:
‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (১৯৬৫): এটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত। এটি বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধান । বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
Buddhist Mystic Songs (১৯৬০): এটি ‘চর্যাপদ’ বিষয়ক গবেষণা গ্রন্থ।
‘সিদ্ধা কানুপার গীত ও দোহা' (১৯২৬),
‘ভাষা ও সাহিত্য’ (১৯৩১),
‘বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫),
‘বাংলা ব্যাকরণ' (১৯৫৮),
‘বৌদ্ধ মর্মবাদীর গান’ (১৯৬০),
‘বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫)।
ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত সাহিত্যকর্মসমূহ কী কী ?
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সাহিত্যকর্মসমূহ:
প্রবন্ধ: ‘ইকবাল’ (১৯৪৫), ‘Essays on Islam' (১৯৪৫), ‘আমাদের সমস্যা' (১৯৪৯),‘বাংলা আদব কি তারিখ’ (১৯৫৭), ‘Traditional Culture in East Pakistan' (১৯৬৩ সালে তিনি এটি মুহম্মদ আবদুল হাই সহযোগে রচনা করেন)।
অনুবাদ গ্রন্থ: ‘দীওয়ানে হাফিজ' (১৯৩৮), ‘মহানবী’ (১৯৪০), ‘অমিয়শতক' (১৯৪০), ‘বাণী শিকওয়াহ’ (১৯৪২), ‘জওয়াব-ই-শিকওয়াহ' (১৯৪২), ‘রুবাইয়াত-ই-ওমর খ্যায়াম' (১৯৪২), ‘বাইঅতনামা' (১৯৪৮),‘বিদ্যাপতি শতক’ (১৯৫৪), ‘কুরআন প্রসঙ্গ' (১৯৬২), ‘মহররম শরীফ' (১৯৬২), ‘অমর কাব্য’ (১৯৬৩), ‘ইসলাম প্রসঙ্গ' (১৯৬৩)।
সম্পাদিত গ্রন্থ: ‘পদ্মাবতী' (১৯৫০), 'প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী' (১৯৫২)।
গল্পগ্রন্থ: ‘রকমারি’ (১৯৩১), ‘গল্প সঞ্চয়ণ' [এটি সৈয়দ আলী আহসান সহযোগে রচিত]
শিশুতোষ গ্রন্থ : ‘ছোটদের রসুলুল্লাহ' (১৯৬২), ‘সেকালের রূপকথা’ (১৯৬৫), ‘শেষ নবীর সন্ধানে' ।
ড. মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তিসমূহ কী কী ?
১. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোন আদর্শের কথা নয়, এটি বাস্তব কথা । '
২. ‘যে দেশে গুণের সমাদর নেই, সে দেশে গুণীজন জন্মাতে পারে না।'
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ বইটি রচনা করেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রাজা রামমোহন রায়
- মুরারীমোহন সেন
- সুকুমার সেন
- নরেন বিশ্বাস
২. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী ? [ ৩৭তম বিসিএস ]
- Buddhist Mystic Songs
- চর্যাগীতিকা
- চর্যাগীতিকোষ
- হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
৩. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা ? [ ২৪তম বিসিএস ]
- মুহম্মদ শহীদুল্লাহ
- মুহামম্দ আব্দুল হাই
- মুনীর চৌধুরী
- মোফাজ্জল হোসেন চৌধুরী
৪. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা ? [৩৭তম বিসিএস ]
- বঙ্গভাষা ও সাহিত্য
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
- বাংলা সাহিত্যের কথা
৫. ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কবি
- ঐতিহাসিক
- সমাজ সংস্কারক
- ভাষাতত্ত্ববিদ
৬. ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি ? [ সহকারী তথ্য অফিসার : ০৫]
- ১৮৮৫-১৯৬৯
- ১৮৭৫-১৯৬৯
- ১৮৮৪-১৯৬৯
- ১৮৮৫-১৯৭০
৭. ‘বাংলা ভাষার অভিধান’ সম্পাদনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমীতে কোন সালে যোগদান করেন ? [ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ৯৫]
- ১৯৪৯ সালে
- ১৯৬০ সালে
- ১৯৫০ সালে
- ১৯৫৮ সালে
৮. ড. মুহম্মদ শহীদুল্লাহর শিশুতোষ গ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শেষ নবীর সন্ধানে
- রকমারি
- বাংলা আদব কি তারিখ
- প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী
৯. ড.মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি ? [ জেলা দুর্নীতি দমন অফিসার : ৯৪]
- ১৯৬৪ সালের ১ মে
- ১৯৬৬ সালের ১ জুলাই
- ১৯৬৯ সালের ১৩ জুলাই
- ১৯৭০ সালের ১৩ জুলাই
১০. 'আঞ্চলিক ভাষার অভিধান' ও 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থদ্বয়ের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সুকুমার সেন
- অসিতকুমার
- মুহম্মদ শহীদুল্লাহ
- সুনীতিকুমার
১১. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে- [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ৯৯]
- শেক্সপিয়ার
- আলবার্টো মোরোভিয়া
- চেখভ
- মুহম্মদ শহীদুল্লাহ
১২. কে বহু ভাষাবিদ পন্ডিত ও গবেষক ছিলেন ? [ পরিবারকল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী:১৩]
- জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- বিখ্যাত ব্যকরণবিদ পাণিনি
১৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ---- [ ১২তম (বিশেষ) বিসিএস ]
- ভাষাতত্ত্ববিদ
- সাহিত্যের ইতিহাস রচয়িতা
- ইসলাম প্রচারক
- সমাজ সংস্কারক
১৪. বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে- [ প্রাথমিক প্রধান শিক্ষক : ৯৩ ]
- সুকুমার সেন
- ড. মুহম্মদ এনামুল হক
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৫. ' বাণী শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা): ১২]
- আবুল কালাম শামসুদ্দীন
- কাজী আবদুল ওদুদ
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ইব্রাহীম খাঁ
১৬. 'চলিষ্ণু অভিধান' কাকে বলা হয় ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৬ ]
- রামনারায়ণ তর্করত্ন
- হরপ্রসাদ শাস্ত্রী
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মুহম্মদ শহীদুল্লাহ
১৭. ‘বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)’ গ্রন্থটি রচনা করেন- [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৫ ]
- মুহম্মদ আবদুল হাই
- মুহম্মদ শহীদুল্লাহ
- সৈয়দ আলী আহসান
- ড. এনামূল হক
১৮. ড. মু. শহীদুল্লাহ রচিত গ্রন্থ- [ জনতা ব্যাংক এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১০]
- বাংলা ভাষার ইতিহাস
- বাঙ্গালা ভাষার পুরাবৃত্ত
- বাংলা ভাষার ইতিবৃত্ত
- বাঙ্গালা ভাষার কথা
১৯. 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন ? [ ৯ম বিজেএস(সহকারী জজ):১৪ ]
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্
- মুহম্মদ আবদুল হাই
- আনোয়ার পাশা
- মুনীর চৌধুরী
২০. ড. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন ? [আইসিবি ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১ ]
- ১৯৪৯
- ১৯৫৯
- ১৯৬৯
- ১৯৩৯
২১. বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা করেন কে ? [ ২৪তম বিসিএস (বাতিল) ]
- মুহম্মদ শহীদুল্লাহ
- মুহম্মদ এনামুল হক
- মুহম্মদ মনসুর উদ্দিন
- মুহম্মদ আবদুল হাই
২২. নিচের কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর রচনা নয় ? [ গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক: ২৩]
- বাংলা ব্যাকরণ
- পথ্য প্রদান
- বাংলা সাহিত্যের কথা
- ভাষা ও সাহিত্য
২৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর উপাধি কোনটি ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদ: ২৩]
- ভাষাবিজ্ঞানী
- সাহিত্য বিশারদ
- সাহিত্য রত্ন
- কাব্য সুধাকর