বাংলাদেশের যত প্রথম ...


 

বাংলাদেশের যত প্রথম

  • প্রথম রাষ্ট্রপতি ≔ শেখ মুজিবুর রহমান
  • প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ≔ সৈয়দ নজরুল ইসলাম
  • জনগণের প্রত্যক্ষভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি ≔ জিয়াউর রহমান
  • প্রথম প্রধানমন্ত্রী ≔ তাজউদ্দিন আহমেদ
  • প্রথম পররাষ্ট্রমন্ত্রী ≔ খন্দকার মোস্তাক আহমদ
  • প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ≔ এ. এইচ. এম কামরুজ্জামান
  • প্রথম অর্থমন্ত্রী ≔ ক্যাপ্টেন মনসুর আলী
  • প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ≔ সাহাবুদ্দীন আহমদ
  • গণপরিষদের প্রথম স্পিকার ≔ শাহ আব্দুল হামিদ
  • জাতীয় সংসদের প্রথম স্পিকার ≔ মোহাম্মদ উল্লাহ
  • জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ≔ মোঃ বেলায়েত উল্লাহ
  • জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা ≔ শেখ মুজিবুর রহমান
  • জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা ≔ আসাদুজ্জামান খান
  • জাতীয় সংসদের প্রথম চীফ হুইপ ≔ শাহ মোয়াজ্জেম হোসাইন
  • প্রথম এ্যাটর্নি জেনারেল ≔ এম.এইচ. খন্দকার
  • প্রথম প্রধান বিচারপতি ≔ এ.এস.এম. সায়েম
  • প্রথম প্রধান নির্বাচন কমিশনার ≔ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
  • সরকারি কর্মকমিশনের প্রথম চেয়ারম্যান ≔ ড. এ কিউ এম বজলুল করিম
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ≔ এ.এন. হামিদুল্লাহ
  • প্রথম সেনাবাহিনীর প্রধান ≔ এম. এ. জি. ওসমানী
  • প্রথম আই.জি.পি ≔ এম. এ. খালেক
  • দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান ≔ বিচারপতি সুলতান হোসেন খান
  • প্রথম কর ন্যায়পাল ≔খায়রুজ্জামান চৌধুরী
  • প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত ≔ শরবিন্দু শেখর চাকমা
  • প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ≔ আ.স.ম আব্দুর রব
  • ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ≔ ব্যারিস্টার আবুল হাসনাত
  • ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ≔ মোহম্মদ হানিফ
  • ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ≔ ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট মি. স্কিনার
  • ঢাকা পৌরসভার প্রথম দেশীয় চেয়ারম্যান ≔ খাজা মোহাম্মদ আজগর
  • ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ≔ রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি. ≔ স্যার পি.জে. হার্টস
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপমহাদেশের প্রথম ভি.সি. ≔ স্যার এফ. রহমান

অধ্যায়: বাংলাদেশের যত মহিলা প্রথম MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১২)

১. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেষ্ট জয় করেন ? [৩৫তম বি.সি.এস ]

  • ওয়াসফিয়া নাজনীন
  • মুসা ইব্রাহিম
  • এম.এ. মুহিত
  • নিশাত মজুমদার

২. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ ২০১৭/ রাজশাহী বিশ্ববিদ্যালয়, লাইব্রেরী লাইন্সঃ ০৮-০৯/থানা নির্বাচন অফিসারঃ ০৪ ]

  • তাহমিনা হক ডলি
  • জাকিয়া আকতার
  • সুরাইয়া বেগম
  • মাহমুদা হক চৌধুরী

৩. বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে ? [পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬/ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

  • শিরিন শারমিন
  • সুলতানা কামাল
  • নাসরিন আহমেদ
  • সাজেদা চৌধুরী

৪. বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ডি ইউনিট (বিকাল) ২০১৮-১৯/ ঢাবি ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৫-০৬ ]

  • সুরাইয়া রহমান
  • তারামন বিবি
  • রাবেয়া ভূঁঞা
  • নাজমুন আরা সুলতানা

৫. বাংলাদেশ হাইকোর্টের প্রথম মহিলা বিচারক কে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা . ঘ ইউনিটঃ ০৭-০৮ ]

  • তাহমিনা বেগম
  • আনিসা হামিদ
  • নাজমুন আরা সুলতানা
  • জাকিয়া সুলতানা

৬. বাংলাদেশের প্রথম ‘অল উইমেন্স ফ্লাইট' এর ক্যাপ্টেন- [জাতীয় সংসদে সচিবালয়ে সহকারী গবেষণা অফিসারঃ ০৬ ]

  • শাহানা
  • তানিয়া
  • সেতারা
  • শাহনেয়াজ

৭. উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৭-০৮ ]

  • ডা. ফিরোজা বেগম
  • ডা. মমতাজ বেগম
  • ডা. জোহরা বেগম কাজী
  • ডা. মঞ্জিলা ময়মুন

৮. বাংলাদেশের পুলিশের প্রথম নারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন- [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (আইন) : ০৭-০৮ ]

  • শমী কায়সার
  • আয়েশা খাতুন
  • কোহিনুর বেগম
  • এলিজা শারমিন

৯. প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম- [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিট : ০৯-১০ ]

  • ড. নীলিমা ইবরাহীম
  • ড. সুফিয়া আহমেদ
  • ড. শায়লা হাসান
  • ড. খালেদা খানম

১০. বাংলাদেশের ‘সোর্ড অব অনার' পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৫-০৬ ]

  • রাজীয়া সুলতানা
  • তারামন বিবি
  • মারজিয়া ইসলাম
  • রহিমা বেগম

১১. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান ? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০২-০৩ ]

  • জাহানারা ইমাম
  • তারামন বিবি
  • ক্যাপ্টেন সেতারা বেগম
  • পাইলট ফারিয়া লারা

১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী- [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৯-১০ ]

  • লীলা নাগ
  • ইলা মিত্র
  • সুলতা ঘোষ
  • ফজিলাতুন্নেসা

১. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন ? [৪৩তম বিসিএস ]

  • আনিসুল হক
  • সাঈদ খোকন
  • সাদেক হোসেন খোকা
  • মোহাম্মদ হানিফ

২. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন— [কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পদ (কর্মচারী)-২১ ]

  • সৈয়দ নজরুল ইসলাম
  • তাজউদ্দীন আহমেদ
  • ক্যাপ্টেন মনসুর আলী
  • শাহ আব্দুল হামিদ

৩. কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ? [রাজশাহী বিশ্ববিদ্যালয় (এ ইউনিট) জোড় ২০১৫-১৬ ]

  • জনাব শাহজাহান সিরাজ
  • ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী
  • তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ. স. ম. আবদুর রব
  • তৎকালীন ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখন

৪. প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৩-০৪ ]

  • শেখ মুজিবুর রহমান
  • সৈয়দ নজরুল ইসলাম
  • খন্দকার মোশতাক আহমদ
  • জিয়াউর রহমান

৫. বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৭-০৮/ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (লোকপ্রশাসন বিভাগ): ০২-০৩ ]

  • মুহাম্মদ হাবিবুর রহমান
  • সাহাবুদ্দীন আহমদ
  • লতিফুর রহমান
  • ইয়াজ উদ্দিন আহমদ

৬. বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ খুলনা/ঢাকা বিশ্ববিদ্যালয়, ও ইউনিটঃ ০৩-০৪ ]

  • শামসুল হুদা চৌধুরী
  • আব্দুল মালেক উকিল
  • মোহাম্মদ উল্লাহ
  • শাহ আব্দুল হামিদ

৭. স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন ? [থানা সহকারী শিক্ষা অফিসারঃ ৯৫ ]

  • মোহাম্মদ উল্লাহ
  • আব্দুল মালেক উকিল
  • সামসুল হুদা চৌধুরী
  • শাহ আব্দুল হামিদ

৮. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ? [ ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১০/আমদানি রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার ২০০৭/ সমাজসেবা অধিদপ্তরে ইনস্ট্রাক্টরঃ ০৫]

  • দেবেশ ভট্টাচার্য
  • আবু সাঈদ চৌধুরী
  • এএসএম সায়েম
  • মোস্তফা কামাল

৯. বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার- [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০৯/ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৬-০৭ ]

  • বিচারপতি সাদেক
  • এম ইদ্রিস
  • এটিএম মাসউদ
  • বিচারপতি সাত্তার

১০. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম- [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, (ঘ ইউনিট): ১৪-১৫ /প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২- সিলেট/ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিট : ০৩-০৪ ]

  • এ.এন. হামিদুল্লাহ
  • এ.কে.এন. আহমদ
  • নূরুল ইসলাম
  • এস.বি চৌধুরী


১১. দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান- [ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট: ০৮-০৯ ]

  • বিচারপতি সুলতান হোসেন
  • হাসান মশহুদ চৌধুরী
  • বিচারপতি হাবিবুর রহমান
  • প্রফেসর মনিরুজ্জামান মিয়া
Premium By Raushan Design With Shroff Templates
Link copied to clipboard.