বাংলা একাডেমি
১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এদেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বিশ শতকের প্রথমদিকে বাঙালি মুসলমান মধ্যবিত্ত শ্রেণির বিকাশ সূচিত হয়। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানরা ছিল জ্ঞান- বিজ্ঞান ও শিক্ষা-দীক্ষায় অনগ্রসর। এ অবস্থা অতিক্রম করার প্রয়াসে লেখক-পণ্ডিত-গবেষকদের দৃষ্টি পড়ে বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির প্রতি। ১৯২৫ সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার গবেষণা ও সাহিত্যচর্চার প্রস্তাব করেন। বিভাগোত্তরকালে ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে মূল সভাপতির অভিভাষণে শহীদুল্লাহ একটি একাডেমি গড়ার কথা বলেন। পরবর্তীতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির গবেষণা ও চর্চার কেন্দ্ররূপে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়। অবশেষে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত- ১৯০৬) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় যা উদ্বোধন করেন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ।
বাংলা ভাষা বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি। এটি ৪টি বিভাগ নিয়ে গঠিত। এটিকে বলা হয় ‘জাতির মননের প্রতীক' । বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে। বাংলা একাডেমি শব্দের বানান 'একাডেমী' থেকে ‘একাডেমি’তে রূপান্তরিত হয় ১৫ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দে। ‘The Bengali Academy Act-1957' আইনে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় । বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্ধমান হাউস। বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৬০ সাল থেকে ‘বাংলা একাডেমি পুরস্কার' চালু করা হয় । বাংলা একাডেমি'র বানান অভিধানের সম্পাদক জামিল চৌধুরী।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা ৬টি যথা:
| বাংলা একাডেমি'র পত্রিকার নাম | পত্রিকার বিষয় | বাংলা একাডেমি'র প্রথম ও বর্তমান... |
|---|---|---|
| বাংলা একাডেমি পত্রিকা (ত্রৈমাসিক) | গবেষণামূলক | প্রথম সভাপতি : মওলানা আকরম খাঁ |
| উত্তরাধিকার (মাসিক) | সৃজনশীল সাহিত্য | প্রথম পরিচালক : ড. মুহাম্মদ এনামুল হক |
| ধান শালিকের দেশ (ত্রৈমাসিক) | কিশোর সাহিত্য | প্রথম মহাপরিচালক : ড. মাযহারুল ইসলাম |
| বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা (ষাণ্মাষিক) | বিজ্ঞান বিষয়ক | প্রথম মহিলা মহাপরিচালক : ড. নীলিমা ইব্রাহিম |
| বার্তা (মাসিক) | মুখপত্র | বর্তমান সভাপতি : ড. আনিসুজ্জামান |
| বাংলা একাডেমি জার্নাল (ষান্মাষিক) | বর্তমান মহাপরিচালক : হাবিবুল্লাহ সিরাজী |
এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। বাংলা একাডেমির প্রাঙ্গণে প্রথম বই মেলা অনুষ্ঠিত হয়- ১৯৭২ সালে। ১৯৮৪ সালে বইমেলার নামকরণ করা হয়েছে ‘অমর একুশে গ্রন্থমেলা’। বাংলা একাডেমির মূল মিলনায়তনটির নাম - শামসুর রহমান ।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল ? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর : ১৯]
- University of Dhaka (ঢাকা বিশবিদ্যালয়)
- Bangla Academy (বাংলা একাডেমী)
- Asiatic Society (এশিয়াটিক সোসাইটি)
- Nazrul Institute (নজরুল ইনস্টিটিউটি)
২. বাংলা ভাষা বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান-- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- এশিয়াটিক সোসাইটি
- বাংলা একাডেমি
- ভাষা ইন্সটিটিউট
- কোনটিই নয়
৩. ‘বাংলা একাডেমী’ কোন বছর প্রতিষ্ঠিত হয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৩৫২ বঙ্গাব্দ
- ১৩৫৫ বঙ্গাব্দ
- ১৯৫২ খ্রিষ্টাব্দ
- ১৯৫৫ খ্রিষ্টাব্দ
৪. বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন ? [ ২৯ তম / ২৬ তম / ১৬ তম বিসিএস]
- ১৬ ডিসেম্বর, ১৯৭০
- ৩ ডিসেম্বর, ১৯৫৫
- ২১ ফেব্রুয়ারি, ১৯৭১
- ১৬ ডিসেম্বর, ১৯৭২
৫. বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি ছিল ? [ ২২ তম বিসিএস]
- বর্ধমান হাউজ
- বাংলা ভবন
- আহসান মঞ্জিল
- চামেলি হাউজ
৬. কোন বিষয়ের উপর বাংলা একাডেমী প্রতি বছর পুরষ্কার প্রদান করে ? [ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব : ০৫ ]
- শিক্ষা
- সাংবাদিকতা
- সাহিত্য
- শিল্পকলা
৭. ‘বাংলা একাডেমী’ পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয় ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ঢাকা বিভাগ) : ০৮]
- ১৯৬০ সাল
- ১৯৬১ সালে
- ১৯৬২ সালে
- ১৯৬৪ সালে
৮. বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমানে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি করেছে ? [ ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা : ০৬]
- শিল্পকলা একাডেমী
- শিশু একাডেমী
- এশিয়াটিক সোসাইটি
- বাংলা একাডেমী
৯. একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬]
- শিল্পকলা একাডেমি
- গ্রন্থগার অধিদপ্তর
- শিক্ষা অধিদপ্তর
- বাংলা একাডেমি
১০. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন ? [২৬ তম বিসিএস ]
- অধ্যাপক মযহারুল ইসলাম
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- কাজী মোতাহার হোসেন
- ড. এনামুল হক
১১. ‘বর্ধমান হাউজ’ কোথায় অবস্থিত ? [১৭তম শিক্ষক নিবন্ধন : ২২ ]
- ঢাকা
- কলকাতা
- পশ্চিমবঙ্গ
- কুষ্টিয়া