Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বিষ্ণু দে

বিষ্ণু দে (১৯০৯-১৯৮২)

প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও চিত্রসমালোচক বিষ্ণু দে ছিলেন কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য মিথের সাথে মার্কসীয় তত্ত্বকে সাহিত্যে উপস্থাপন করেছেন বলে তাকে ‘মার্কসিস্ট' কবি বলা হয়। তিরিশের কাব্যধারায় বিষ্ণুদের মধ্যেই প্রথম রাবিন্দ্রিক কাব্যবলয় অতিক্রমের সার্থক প্রয়াস লক্ষ করা যায়। তিনি মার্কসীয় তত্ত্বকে জীবনাবেগ ও শিল্পসম্মত করে উপস্থাপনার ক্ষেত্রে সাফল্য অর্জন করেন।

বিষ্ণু দের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মবিষ্ণু দে ১৮ জুলাই, ১৯০৯ সালে কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেন।
সম্পাদনাতিনি সুধীন্দ্রনাথ দত্তের ‘ পরিচয়’ (১৯৩১) পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন। তিনি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় ‘ সাহিত্যপত্র’ (১৯৪৮) নামে পত্রিকা প্রকাশ করেন। এছাড়াও ‘ নিরুক্তা’ নামেও একটি পত্রিকা সম্পাদনা করেন।
পুরস্কার' ও সম্মাননাতিনি ‘সাহিত্য আকাদেমী পুরস্কার' (১৯৫৫) এবং ‘স্মৃতিসত্তা ভবিষ্যৎ' কাব্যগ্রন্থের জন্য ‘জ্ঞানপীঠ’ (১৯৭২) পুরস্কার পান।
কাব্যগ্রন্থবিষ্ণু দে'র কাব্যগ্রন্থগুলো:

‘উর্বশী ও আর্টেমিস' (১৯৩৩): সনাতন রোমান্টিকতার বিরোধী বিষ্ণু দে'র প্রথম কাব্যগ্রন্থ এটি। তিনি ঐতিহ্য সচেতন ছিলেন বলে দেশি ও বিদেশি মিথের প্রয়োগের মাধ্যমে আর্টেমিসের চিত্রকল্পের সাথে উর্বশীর চিত্রকল্পের পাশাপাশি স্থান দিয়েছেন।

চোরাবালি ’ (১৯৩৭),
‘সাতভাই চম্পা' (১৯৪৪),
‘সন্দ্বীপের চর' (১৯৪৭),
‘নাম রেখেছি কোমল গান্ধার' (১৯৫০),
তুমি শুধু পঁচিশে বৈশাখ' (১৯৫৮),
স্মৃতিসত্তা ভবিষ্যৎ' (১৯৬৩),
‘সেই অন্ধকার চাই' (১৯৬৭),
“রবিকরোজ্জ্বল নিজদেশে” (১৯৭৩),
‘দিবানিশি” (১৯৭৬),
‘চিত্ররূপমত্ত পৃথিবীর’ (১৯৭৬),
‘উত্তরে থাকো মৌন’ (১৯৭৭),
‘আমার হৃদয়ে বাঁচো' (১৯৮২)।
অন্যান্য সাহিত্যকর্মবিষ্ণু দে'র অন্যান্য সাহিত্যকর্ম:

প্রবন্ধ:

‘রুচি ও প্রগতি' (১৯৪৬),
‘সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২),
‘এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য' (১৯৬৮),
সাধারণের রুচি’ (১৯৭৫)।

অনুবাদ : ‘এলিয়টের কবিতা' (১৯৫০)।

স্মৃতিচারণমূলক গ্রন্থ : ‘এই জীবন’।
মৃত্যুতিনি ৩ ডিসেম্বর, ১৯৮২ সালে মৃত্যুবরণ করেন ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. কাকে মার্কসিস্ট কবি বলা হয় ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১৫]

  • বিষ্ণু দে
  • যতীন্দ্রমোহন বাগচী
  • জাহানারা ইমাম
  • প্রমথ চৌধুরী

২. “সাহিত্যপত্র” পত্রিকাটির প্রকাশক কে ? [ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ০২]

  • প্রমথ চৌধুরী
  • কৃষ্ণচন্দ্র মজুমদার
  • বিষ্ণু দে
  • বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

৩. “উর্বশী ও আর্টেমিস” কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও পার্সোনাল অফিসার : ০৪]

  • বিষ্ণু দে
  • সুফিয়া কামাল
  • অমিয় চক্রবর্তী
  • নির্মলেন্দু গুণ

৪. “চোরাবালি” কাব্যগ্রন্থটি রচনা করেন- [ মাধ্যমিক সহকারী শিক্ষক :০৬]

  • শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • হুমায়ুন আহমদ
  • বিষ্ণু দে

 

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...