Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বিশ্ব ঐতিহ্য ও বাংলাদেশ

 

  • বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে : ইউনেস্কো (UNESCO)
  • প্রথম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় : ১৯৭৮ সালে
  • বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি। যথা- ক) পাহাড়পুর বৌদ্ধবিহার খ) ষাট গম্বুজ মসজিদ। গ) সুন্দরবন
  • পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় : ১৯৮৫ সালে
  • ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় : ১৯৮৫ সালে
  • সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় : ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে
  • সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় : ৭৯৮তম
  • রামসার সাইট ২টি : সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওড়
  • ইউনেস্কো ৬ ডিসেম্বর ১৯৯৭ সুন্দরবনের ১৩৯৫ বর্গ কিমি বা ১,৩৯,৫০০ হেক্টর এলাকাকে 'World heritage' হিসেবে ঘোষণা করে। সুন্দরবনের মোট আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার, যা দেশের সবচেয়ে বড় টাইডাল বন। এটি UNESCO ঘোষিত ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য এলাকা। অন্যদিকে ২১ মে ১৯৯২ সুন্দরবন ৫৬০তম 'রামসার সাইট' হিসেবে স্বীকৃতি লাভ করে। ৪ ফেব্রুয়ারি ১৯৯৯ সুন্দরবনকে বণ্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
  • বাংলাদেশে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে তিনটি। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার ও খুলনা অঞ্চলের সুন্দরবন হলো বিশ্ব ঐতিহ্যের অংশ।
  • 'টাঙ্গুয়ার হাওর' সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা জুড়ে বিস্তৃত। এ হাওরের আয়তন প্রায় ৬,৯১২ একর। এটি বাংলাদেশের দুটি 'রামসার সাইট'-এর একটি।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...