Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (১৮৮৮-১৯৪০)

বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরীর রচনার মূল উপজীব্য ছিল ইসলামি দর্শন ও সংস্কৃতি। তিনি হিন্দু- মুসলিম সম্প্রীতির জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য কারাভোগ করেন। বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানদের মাতৃভাষা বাংলা না উর্দু এ বিতর্কে তিনি বাংলা ভাষার পক্ষে মত দেন। তিনি আজীবন চিরকুমার ছিলেন।

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরীর সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মমোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী ১৮ কার্তিক, ১২৯৫ বঙ্গাব্দ (১৮৮৮) রাজবাড়ী জেলার (তৎকালীন ফরিদপুর) পাংশার মাগুরাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।
সম্পাদনাতিনি ‘কোহিনুর' (১৮৯৮) পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর বড় ভাই রওশন আলী (কোহিনুর পত্রিকার সম্পাদক) অসুস্থ হয়ে পড়লে তিনি এটির দায়িত্বভার গ্রহণ করেন। এটি মাসিক সাহিত্য পত্রিকা যা কুষ্টিয়া থেকে প্রকাশিত হয় ৷

তিনি ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি' (৪ সেপ্টেম্বর, ১৯১১) প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ব্যক্তি। কবি গোলাম মোস্তফা সহযোগে এ সমিতির মাসিকপত্র ‘সাহিত্যিক’ (১৯২৬) এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।
গ্রন্থতাঁর রচিত গ্রন্থগুলো:

‘মানব মুকুট' (১৯২২): এটি হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে রচিত জীবনচরিত।
‘নূরনবী' (১৯১৮): এ গ্রন্থটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসাবাণী সংযোজিত হয়েছে।
‘ধর্মের কাহিনী’ (১৯১৪),
‘শান্তিধারা’ (১৯১৯)।
মৃত্যুতিনি ১৫ ডিসেম্বর, ১৯৪০ সালে দীর্ঘদিন ক্ষয়রোগে ভুগে মারা যান ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত ? [ ২৪তম বিসিএস]

  • মোস্তফা চরিত
  • নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
  • বিশ্বনবী
  • মানব-মুকুট

২. ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী (গ্রেড-২) : ০৪]

  • মোহাম্মদ আকরাম খাঁ
  • এয়াকুব আলী চৌধুরী
  • এস. ওয়াজেদ আলী
  • মোহাম্মদ ওয়াজেদ আলী

৩. ”কোহিনুর” পত্রিকাটি সম্পাদনা করেন কে ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী : ১৩]

  • এস ওয়াজেদ আলী
  • মোহাম্মদ আব্দুল হাই
  • মাহবুবুল আলম
  • মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী 
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...