Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বাংলাদেশের চলচ্চিত্র

 বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। অবিভক্ত বাংলার অংশ হিসেবে ১৯১৩ সালে 'মীর কাশিম' নির্মাণের মাধ্যমে এই অঞ্চলে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পূর্বে, পূর্ব পাকিস্তানে ঢাকা কেন্দ্রিক 'ঢালিউড' নামে একটি স্বতন্ত্র চলচ্চিত্র শিল্প গড়ে ওঠে। 'জাগো হুয়া সাবের', 'সুতরাং', 'নয়নতারা' 'বেহুলা', 'লাল সালু' 'কসাই' , 'মৃত্যুক্ষুধা' , 'জীবন থেকে জীবনে' , 'চাষীর মেয়ে'-এর মতো অসাধারণ সৃষ্টি এই সময়ের উল্লেখযোগ্য চলচ্চিত্র। স্বাধীনতার পর, বাংলাদেশের চলচ্চিত্র নতুন দিগন্ত স্পর্শ করে। 'সূর্য দীঘল বাড়ি', 'জীবনঢুলী', 'গেরিলা' 'যোদ্ধা' 'মাটির ময়না' 'চন্দ্রগ্রহণ' , 'হাজার বছর ধরে' , 'নোয়াখালীর মাঝি' , 'আমার বউ' , 'অন্যরকম ভালোবাসা' , 'চোখের বালি' , 'নীল আকাশের চাঁদনী' এর মতো চলচ্চিত্র মুক্তি পায়। বর্তমানে, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও, 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার', 'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব', 'চ্যানেল আই সেরা সিনেমা পুরস্কার', 'বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি' 'বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি' 'বাংলাদেশ ফিল্ম অ্যাসোসিয়েশন' 'বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিষদ'-এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে এর অগ্রগতি ও উন্নয়নে কাজ করা হচ্ছে।

চলচ্চিত্র তথ্যকণিকা

  • সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় : ১৮৯৫ সালে
  • সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন : লুমিয়ার ব্রাদার্স (যুক্তরাষ্ট্র)
  • উপমহাদেশের চলচ্চিত্রের জনক : হীরালাল সেন
  • প্রথম মুসলমান বাঙালী চলচ্চিত্রকার : কাজী নজরুল ইসলাম
  • বাংলাদেশের চলচ্চিত্রের জনক : আবদুল জব্বার খান
  • বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার : জহির রায়হান
  • উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র : ১৯০৩ সালে নির্মিত 'আলী বাবা চল্লিশ চোর' । পরিচালক - হীরালাল সেন
  • উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র : ১৯৩১ সালে নির্মিত 'জামাই ষষ্ঠী' । পরিচালক- অমরেন্দ্রনাথ চৌধুরী
  • বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র : ১৯৫৬ সালে নির্মিত 'মুখ ও মুখোশ' । পরিচালক-আবদুল জব্বার খান এবং এর সংগীত পরিচালক ছিলেন সমর দাস।
  • কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র : 'মাটির ময়না' । পরিচালক- তারেক মাসুদ
  • অষ্কার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম বাংলাদেশী চলচ্চিত্র : 'মাটির ময়না' (২০০২ সালে)
  • আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : 'আগামী’ । পরিচালক- মোরশেদুল ইসলাম
  • ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'সিনেমা অব দ্য ওয়ার্ল্ড' হয় : 'শঙ্খনীল কারাগার' । পরিচালক-হুমায়ূন আহমদ
  • ওয়েবসাইটে প্রদর্শিত প্রথম বাংলা চলচ্চিত্র : 'ভেজা বিড়াল' পরিচালক - শহীদুল ইসলাম খোকন
  • বিশ্বের প্রথম চলচ্চিত্র উৎসবের নাম : ভেনিস চলচ্চিত্র উৎসব, ১৯৩২ সালে
  • বাংলাদেশে প্রথম চলচ্চিত্র উৎসব হয় : ১৯৮১ সালে (ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব)
  • বাংলাদেশে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব হয় : ১৯৮৮ সালে
  • বাংলাদেশের প্রথম সিনেমা হল : পিকচার হাউস
  • কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন : ধ্রুব
  • তারেক মাসুদ নির্মিত স্বল্পদের্ঘ্য চলচ্চিত্র : আদম সুরত
  • বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র : বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি নির্মাণের জন্য মনোনীত করা হয়। ভারতের প্রখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বনেগালকে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি
  • রেহেনা মরিয়ম নূর : ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর। এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এটি একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প। ২০২১ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'আঁ সাতে রিগা' বিভাগে এই সিনেমাটি মনোনয়ন পেয়েছিল।
  • বঙ্গবন্ধু ফিল্ম সিটি : গাজীপুরে অবস্থিত।

'ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র

চলচ্চিত্রপরিচালকসাল
জীবন থেকে নেয়াজহির রায়হান১৯৭০
বাঙলা ( আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘ওংকার’ অবলম্বনে নির্মিত )শহীদুল ইসলাম খোকন২০০৬
ফাগুন হাওয়ায়তৌকির আহমেদ২০১৯

মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

চলচ্চিত্রপরিচালকসাল
ওরা ১১ জনচাষী নজরুল ইসলাম১৯৭২
সংগ্রামচাষী নজরুল ইসলাম১৯৭৩
হাঙ্গর নদী গ্রেনেডচাষী নজরুল ইসলাম১৯৯৭
ধ্রুবতারাচাষী নজরুল ইসলাম২০০৬
বাঘা বাঙালিআনন্দ১৯৭২
কার হাসি কে হাসেআনন্দ১৯৭৪
আবার তোরা মানুষ হখান আতাউর রহমান১৯৭৩
এখনও অনেক রাতখান আতাউর রহমান১৯৯৭
ধীরে বহে মেঘনাআলমগীর কবির১৯৭৩
রূপালী সৈকতআলমগীর কবির 
নদীর নাম মধুমতিতানভীর মোকাম্মেল১৯৯০
রাবেয়াতানভীর মোকাম্মেল২০০৮
আগুনের পরশমণিহুমায়ূন আহমদ১৯৯৫
শ্যামল ছায়াহুমায়ূন আহমদ২০০৪
রক্তাক্ত বাংলামমতাজ আলী১৯৭২
অরুণোদয়ের অগ্নিসাক্ষীসুভাষদত্ত১৯৭২
জয়বাংলাফখরুল আলম১৯৭২
আলোর মিছিলমিতা১৯৭৪
বাংলার ২৪ বছরমোহাম্মদ আলী১৯৭৪
মেঘের অনেক রংহারুনুর রশিদ১৯৭৬
কলমীলতাশহীদুল হক খান১৯৮১
বাঁধনহারাএ.জে. মিন্টু১৯৮১
চিৎকারমতিন রহমান১৯৮১
মাটির ময়নাতারেক মাসুদ২০০২
খেলাঘরমোরশেদুল ইসলাম২০০৬
জয়যাত্রাতৌকির আহমেদ২০০৪
মেহেরজানরুবাইয়াত হোসেন২০১০
খন্ডগল্পবদরুল আলম সৌদ২০১১
আমার বন্ধু রাশেদমোরশেদুল ইসলাম২০১১
গেরিলানাসিরউদ্দীন ইউসুফ২০১১
পিতামাসুদ আখন্দ২০১২
আত্মদানশাহজাহান চৌধুরী২০১২
কারিগরআনোয়ার সাদাত২০১২
খন্ডগল্প ৭১বদরুল অনাম সৌদ২০১২
জীবনঢুলীতানভীর মোকাম্মেল২০১৩
৭১ এর গেরিলামিজানুর রহমান শামীম২০১৩
মেঘমাল্লারজাহিদুর রহিম অঞ্জন২০১৪
অনুক্রোমগোলাম মোস্তফা শিমুল২০১৪
হৃদয়ে ৭১সাদেক সিদ্দিকী২০১৪
৭১ এর মা জননীশাহ আলম কিরণ২০১৪
যুদ্ধশিশুমৃত্যুঞ্জয় দেবব্রত২০১৪
৭১ এর সংগ্রামমনসুর আলী২০১৫
একাত্তরের ক্ষুদিরামএান্নান হীরা২০১৫
এইতো প্রেমসোহেল আরমান২০১৫
শোভনের স্বাধীনতামানিক মানবিক২০১৫
অনিল বাগচীর একদিনমোরশেদুল ইসলাম২০১৫
লাল-সবুজের সুরমুশফিকুর রহমান গুলজার২০১৬
ভুবন মাঝিফকরুল আরেফিন খান২০১৬
পোস্টমাস্টার ৭১আরিফ খান২০১৮

⮚ 'ওরা ১১ জন' ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত (চাষী নজরুল ইসলামের) মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এ ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ দেখানো হয়েছে।

মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

চলচ্চিত্রপরিচালক
হুলিয়াতানভীর মোকাম্মেল
স্মৃতি-৭১তানভীর মোকাম্মেল
জীবনঢুলীতানভীর মোকাম্মেল
আগামীমোরশেদুল ইসলাম
সূচনামোরশেদুল ইসলাম
প্রত্যাবর্তনমোস্তফা কামাল
ধূসর যাত্রাআবু সাইয়িদ
আবর্তনআবু সাইয়িদ
একাত্তরের যীশুনাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু (১৯৯৩)
চাক্কিএনায়েত করিম বাবুল
দূরন্তখান আখতার হোসেন
বখাটেহাবিবুল ইসলাম হাবিব

মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র

চলচ্চিত্রপরিচালক 
স্টপ জেনোসাইড (Stop Genocide)জহির রায়হান 
এ স্টেট ইজ বর্নজহির রায়হান 
লিবারেশন ফাইটার্সআলমগীর কবির 
একসাগর রক্তের বিনিময়েআলমগীর কবির 
মুক্তির গানতারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ (১৯৯৫) 
মুক্তির কথাতারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ (১৯৯৯) 
নাইন মানথ টু ফ্রীডমএস সুকুদেব 
ইনোসেন্ট মিলিয়নসবাবুল চৌধুরী 
রিফিউজি-৭১বিনয় রায় 

অন্যান্য বিখ্যাত চলচ্চিত্র

চলচ্চিত্রপরিচালক
স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র 'চাকা'মোরশেদুল ইসলাম
শিশুতোষ চলচ্চিত্র 'দীপু নাম্বার টু'মোরশেদুল ইসলাম
সূর্য দীঘল বাড়িশেখ নিয়ামত শাকের
পদ্মা নদীর মাঝিগৌতম ঘোষ
পলাশী হতে ধানমন্ডিআব্দুল গাফফার চৌধুরী
স্কুলিংতৌকির আহমেদ

অস্কারে বাংলাদেশী চলচ্চিত্র

চলচ্চিত্রপরিচালকযততমসাল
মাটির ময়নাতারেক মাসুদ৭৫তম২০০২
শ্যামল ছায়াহুমায়ূন আহমদ৭৮তম২০০৫
নিরন্তরআবু সায়ীদ৭৯তম২০০৬
স্বপ্নডানায়গোলাম রাব্বানী বিপ্লব৮০তম২০০৭
আহাএনামুল করিম নির্ঝর৮১তম২০০৮
বৃত্তের বাইরেগোলাম রাব্বানী বিপ্লব৮২তম২০০৯
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারমোস্তফা সারোয়ার ফারুকী৮৩তম২০১০
ঘেটুপুত্র কমলাহুমায়ূন আহমদ৮৫তম২০১২
টেলিভিশনমোস্তফা সারোয়ার ফারুকী৮৬তম২০১৩
জোনাকির আলোখালিদ মাহমুদ (মিঠু)৮৭তম২০১৪
জালালের গল্পআবু শাহেদ ইমন৮৮তম২০১৫
অজ্ঞাতনামাতৌকির আহমেদ৮৯তম২০১৬
খাঁচাআকরাম খান৯০তম২০১৭
ডুবমোস্তফা সরয়ার ফারুকী৯১ তম২০১৮

২০০৩, ২০০৪ ও ২০১১ সালে বাংলাদেশ অংশগ্রহণ করেনি।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...