Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

অক্ষয়কুমার দত্ত

অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬)

বাংলা সাহিত্যে প্রাবন্ধিক হিসেবে সমধিক খ্যাত অক্ষয়কুমার দত্ত ছিলেন প্রথম বাঙালি বিজ্ঞানমনস্ক লেখক, সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও আদি ব্রাহ্মসমাজের প্রধান কর্মপুরুষ । তিনি ১৮৩৮ সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়তায় ‘সংবাদ প্রভাকর' পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করেন।

অক্ষয়কুমার দত্তের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মঅক্ষয়কুমার দত্ত ১৫ জুলাই, ১৮২০ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নবদ্বীপের চুপী গ্রামে জন্মগ্রহণ করেন।
পত্রিকা সম্পাদনাতিনি ছিলেন ‘তত্ত্ববোধিনী' (১৮৪৩) পত্রিকার সম্পাদক। এ পত্রিকাটি ছিল ব্রাহ্ম সমাজের মুখপত্র এবং এর উদ্দেশ্য ছিল ব্রাহ্মসমাজের মাহাত্ম্য প্রচার । তিনি ‘দিগদর্শন' (১৮৪২) নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন ।
প্রথম রচনাতিনি মাত্র ১৪ বছর বয়সে ‘অনঙ্গমোহন' নামে কাব্য রচনা করেন । এটি তাঁর প্রথম রচনা ।
তাঁর নাতিকবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর নাতি ।
বাগান তৈরিতিনি বিভিন্ন দেশ থেকে দুর্লভ বৃক্ষচারা সংগ্রহ করে বালিগ্রামের নিজ বাসভবনে ‘শোভনোদ্যান' নামে একটি বাগান তৈরি করেন ।
সাহিত্যকর্মঅক্ষয়কুমার দত্তের সাহিত্যকর্মসমূহ হল: ‘ভূগোল' (১৮৪১), বাহ্যবস্তুর সহিত মানবপ্রকৃতির সম্বন্ধ বিচার' (১ম খণ্ড- ১৮৫২, ২য়- খণ্ড ১৮৫৩), ‘চারুপাঠ' (১ম খণ্ড- ১৮৫২, ২য় খণ্ড- ১৮৫৪, ৩য় খণ্ড- ১৮৫৯), ‘ধর্মনীতি’ (১৮৫৫), ‘পদার্থবিদ্যা’ (১৮৫৬), ‘ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়' (১ম খণ্ড- ১৮৭০, ২য় খণ্ড- ১৮৮৩)।
মৃত্যু১৮ মে, ১৮৮৬ সালে তিনি মারা যান ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. অক্ষয়কুমার দত্তের জন্মস্থান কোথায় ? [ কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক : ০৭ ]

  • নবদ্বীপ
  • চন্দ্রদ্বীপ
  • পাহাড়দ্বীপ
  • আসাম

২. কে অক্ষয়কুমার দত্তের দৌহিত্র ? [ খাদ্য পরিদর্শক : ০০]

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • মধুসূদন দত্ত
  • জগদীশচন্দ্র বসু
  • রামমোহন রায়

৩. অক্ষয়কুমার দত্ত বিভিন্ন দেশ থেকে দুর্লভ বৃক্ষচারা সংগ্রহ করে নিজ বাসভবনে একটি বাগান তৈরি করেন, যার নাম দেন- [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১ ]

  • শোভনোদ্যান
  • ছায়ানোদ্যান
  • বনসাই উদ্যোন
  • নব উদ্যোন

৪. প্রথম বাঙালি বিজ্ঞানমনস্ক লেখক ও সমাজসংস্কারক ছিলেন- [ সমাজসেবা অফিসার : ০৬]

  • জগদীশ চন্দ্র বসু
  • অক্ষয়কুমার দত্ত
  • রামমোহন রায়
  • রামরাম বসু

৫. ব্রাহ্মসমাজের মুখপত্র হিসেবে খ্যাত “তত্ত্ববোধিনী” পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [২৬ তম বিসিএস ]

  • ঈশ্বর চন্দ্র গুপ্ত
  • অক্ষয়কুমার দত্ত
  • রামমোহন রায়
  • রামরাম বসু

৬. ’The Constitution of Man’ গ্রন্থের রচয়িতা কে ? [ জনশক্তি,কর্মসংস্থান ওপ্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক : ১১ ]

  • রামমোহন রায়
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • অক্ষয়কুমার দত্ত
  • জগদীশ চন্দ্র বসু

৭. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [ সাব-রেজিস্টার : ০১]

  • দীনবন্ধু মিত্র
  • অক্ষয়কুমার দত্ত
  • প্যারীচাঁদ মিত্র
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...