সঠিকভাবে Article ব্যবহারের ৮০টি সহজ নিয়ম ও শর্টকাট টেকনিক
Article ব্যবহারের শর্টকাট টেকনিক
📚 The এর ব্যবহার-
চন্দ্র সূর্য গ্রহ তারা,
যত আছে বিশ্ব ধারা
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ,
সাগর নদী পর্বতে দিন,
রাস্তায় সিনেমার হলে বসে,
টাইটানিকের জন্যে কাঁদে,
ধর্ম গ্রন্থ সম্প্রদায়,
জাতি কবি পত্রিকায়,
প্রথম দ্বিতীয় হও যদি,
সুন্দর হবে নিরবধি,
পৃথিবীতে একটি আছে যত,
আরো হবে বিশ্ববিখ্যাত ,
কবিতার ব্যাখ্যা: চন্দ্র- The Moon, সূর্য- The Sun, গ্রহ- The Jupiter, তারা- The Star, যত আছে বিশ্ব ধারা- The World, The Jamuna, The Fountain. পূর্ব- The East, পশ্চিম- The West, উত্তর- The North, দক্ষিণ- The South, সাগর- The Red Sea, নদী- The Amazan, The Padma, পর্বতে- The Himalayas, দিন- The 24th October, রাস্তায়- The Bangabandhu Road, সিনেমার হলে বসে- The Monihar ( বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হলের নাম মনিহার), টাইটানিকের জন্যে কাঁদে- The Titanic (অন্যান্য জাহাজের নামের পূর্বে the বসবে), ধর্ম- The Muslims, গ্রন্থ- The Holy Quran, সম্প্রদায়- The Brahman, জাতি- The Indian, কবি- The Rabindranath Tagore, পত্রিকায়- The Daily Star, The Amir, প্রথম দ্বিতীয় হও যদি- The First, The Second, সুন্দর হবে নিরবধি- The Beautiful X, পৃথিবীতে একটি আছে যত- The Tajmahal, আরো হবে বিশ্ববিখ্যাত- The Piramid, The Cox’s Bazar Sea Beach
📚 যেসব স্থানে Article বসে না –(The)
কবিতার word গুলোর পূর্বে কোন article বসে না।
তরল খাদ্যে ক্ষুদ্র কণা থাকে যদি
অদৃশ্য গ্যাসে হবে রোগব্যাধি
প্রাকৃতিক বস্তু আর খেলাধূলা
ভাষা নিয়ে পাঠ্যবিষয়ে নয় অবহেলা
হ্রদের বুকে নৌকা চলে, বাস চলে না
শুক্রবার ছাড়া মুনাফিক আল্লাহ ডাকে না
বিস্তারিত ব্যাখ্যা: তরল বস্তু (tea, soup,oil), খাদ্য (bread, meat etc), ক্ষুদ্র কনা( sand, rice, flour), অদৃশ্য (information, advice), গ্যাস (oxygen, hydrogen etc) , রোগব্যধি (malaria, cancer, AIDS) প্রাকৃতিক বস্তু (sunshine, darkness), খেলাধুলা (football, cricket,chess) ভাষা( bangla, French etc), পাঠ্য বিষয় (physics, history, chemistry), হ্রদের- superior lake, নৌকা- boat, বাস- Bus, Train, শুক্রবার- Friday, Saturday.. আল্লাহ- Allah, God,
এছাড়াও Uncountable noun – bread, wood, oil, rice, etc. এরপূর্বে the বস না. যেসব noun এর কোন plural form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেসব word এর পূর্বেও the article বসে না।
A/An এর ব্যবহার
যে কোন বস্তু যদি একটি বুঝায় তাহলে তার পূর্বেই a অথবা an বসে, consonant এর আগে a বসে এবং vowel এর পূর্বে an বসে. যেমন a dog, a pen, a bird, an apple, an egg.
1- শুধু মাত্র Singular এবং অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় “a” যেমন a pen, a bird, an apple,
3- Singular countable noun এর প্রথম বর্ণ যদি vowel হয় (a, e, i, o, u)দ্বারা শুরু হয়,তাহলে an বসে, যেমনঃ an ant, an egg, an idiot.
4- প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে, যেমন an M.A (M:এম-AM), an LLB (L:এল-AL), an SDO (S: এস-AS) etc.
5- H দ্বারা শুরু হওয়া শব্দে “h” উচ্চারিত না হয়ে vowel sound উচ্চারিত হলে, যেমন an hour(আওয়ার), an heir(এয়ার), an honest(অনিষ্ট) O এর উচ্চারণ যদি অ এর মতো হয় তবে a হবে
Not Article (A/AN) অর্থাৎ যেখানে a/an article বসে না
1- Uncountable noun এর পূর্বে a/an article হয় না। water, milk, sugar.
2- Abstract noun এর পূর্বে a/an article হয় না। iron, gold.
3- Plural noun এর পূর্বে a/an article হয় না। birds, men.
▣ 1➭কোনো শব্দের প্রথম অক্ষর যদি Vowel হয় তবে তার পূর্বে সাধারণত an বসবে এবং Consonant হলে a বসবে। Example:
Sazia is a student.
Mr. Islam is an engineer.
▣ 2➭ “h’-এর বাংলা উচ্চারণ হ’ । কিন্তু h-এর উচ্চারণ ‘হ’ এর মতো না হয়ে যদি ‘অ’ কিংবা ‘আ’-এর মতো হয় তবে তার পূর্বে an বসবে। যেমন: honest (অনেষ্ট), hour (আওয়ার), heir (এয়র), honourable (অনারাল) ইত্যাদির পূর্বে an বসবে। Example: He is an honest man. I shall come an hour later.
▣ 3➭ শুরুতে Vowel থাকা সত্ত্বেও কোনো Noun-এর শুরুর উচ্চারণ ‘ইউ’ বা ‘ওয়া’ এর মতো হলে তার পূর্বে A’ বসে। Example: I saw a ewe.
He is a university | ইউনিভারসিটি] student.
It is a useful [ইউজফুল] thing.
It is a unique [ইউনিক picture, She is a one-eyed [ওয়ান-আইড] woman.
Mr. Hallbrook is a European.
▣ 4➭ কিছু সংক্ষিপ্ত শব্দ (Abbreviated words)-এর প্রথম অক্ষরের উচ্চারণ করতে গেলে শব্দের শুরুতে যদি কোনাে vowel-এর উচ্চারণ এসে যায়, তবে সেক্ষেত্রেও ‘An’ বসে। Example:
He is an MP (এমপি) (Member of Parliament) ,
She is an MA [এমএ ]. (MA=Masters of Arts) ;
অনুরুপভাবে, an MBBS, an MEd, an FRCS, an X-ray machine ইত্যাদি।
▣ 5➭ এক জাতীয় বােঝাতে singular common noun-এর পূর্বে indefinite article (a/an) বসে।
A dog is a faithful animal.
An ant is industrious. এভাবে singular common noun-এর পূর্বে ব্যবহৃত a/an কে ‘Generalising A বা An’ বলে।
▣ 6➭ নির্দিষ্ট কোনাে ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একজন ব্যক্তি বা একটি বস্তুকে বােঝায় এমন noun-এর পূর্বে indefinite article (a, an) বসে। যেমন:
He bought an ice-cream.
I live in a tiny room.
▣ 7➭ The same (একই), a certain (কোনাে এক) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun-এর পূর্বে a/an বলে। যেমন:
Criminals are of a (the same) character.
They are men of a (the same) profession.
There lived a (a certain) king.
▣ 8➭কখনও কখনও Preposition অর্থে a ব্যবহৃত হয়, তখন সেই ‘a’ কে Disguised Preposition বলে। যেমন: The king went a (on) hunting.
▣ 9➭ Plural Noun-এর পূর্বে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে a বসে। যেমন:
He earns a lot of money.
There is a little water in the glass.
There are a few apples on the table.
He lived a great many years.
King Solomon had a great deal of money.
▣ 10➭ সংখ্যাব্যাক expression যেমন: couple, dozen, score (20), hundred, thousand, million এর পূর্বে a বসে। যেমনঃ
He earns a hundred taka a day.
They sold ‘a dozen’ of pens.
At least a million of people attended the meeting.
▣ 11➭ Exclamation বােঝাতে what, how, such ইত্যাদির পরে a বা an বসে। যেমন:
Such a long queue!
What a pretty girl!
How nice a bird! ইত্যাদি।
▣ 12➭ কিছু কিছু Phrase-এর পূর্বে a/an বসে। যেমন:
In a body,
in a hurry,
in a nutshell,
in a fix,
in a temper,
to take an interest.
Example: The laborers met their factory owner in a body.
▣ 13➭Singular common noun- এর পূর্বে such, mere, quite, many, rather, but, more, not ব্যবহৃত হলে সে noun- এর পূর্বে a/an বসে। যেমন:
Gulliver’s Travels is quite an interesting book.
Mr. Khan is rather a gentleman.
You are but a child.
Not a rickshaw is seen on the road.
Many a boy was present in the meeting.
▣ 14➭ Adjective-এর পূর্বে so, too ইত্যাদি থাকলে সে Adjective-এর পর a/an বসে। যেমন: This is too serious a matter for him to overlook.
Iron is so useful a metal.
The horse is so faithful an animal.
▣ 15➭তুলনা অর্থে Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয় তখন তাদের পূর্বে a/an বসে। যেমন:
Nelson Mandela is an Abraham Lincoln in his ideals.
I see you are a Wordsworth.
▣ 16➭ Abstract Noun যখন Common Noun-রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a/an বসে। যেমন: Helen was a beauty.
▣ 17➭ অপরিচিত ব্যক্তির নামের পূর্বে ব্যবহৃত Mr/Mrs/Miss-এর পূর্বে a বসে। যেমন:
A Mr. Rahman called at my office;
A Mrs. Shamima sought his help.
▣ 18➭ বিশেষণের Superlative degree-এর ‘most’ শব্দটি ‘very বা rarely’ (খুব বিরল) অর্থে ব্যবহৃত হলে তার পূর্বে ‘a’ বসে। Example:
It is a most interesting story. (a most = very/rarely) ;
This is a most beautiful building. (a most = very/rarely) ।
📚 Omission of A/An
▣ 19➭খাবারের (Meals) পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে Adjective বসলে a/an বসে।
Incorrect: We have a breakfast at 7 am.
Correct: We have breakfast at 7 am.
Incorrect: We had good breakfast yesterday.
Correct: We had a good breakfast yesterday.
▣ 20➭ Plural Noun-এর পূর্বে a/an বসে না। যেমন:
Roses are beautiful. ;
Horses are useful ।
▣ 21➭ Uncountable Noun হিসেবে গণ্য advice, information, news, baggage, luggage ইত্যাদি এর পূর্বে a/an বসে না। যেমন:
My teacher gave me good advice.
The police failed to get correct information regarding the murder.
▣ 22➭ water, milk, oil, ink, hydrogen, tea, paper ইত্যাদি uncountable material noun-এর পূর্বে a/an বসে না। যেমন:
We write on paper.
We take tea.
Milk is nutritious.
তবে Uncountable Material Noun-এর সঙ্গে কিছু measure words (পরিমাপ করা যায় এমন শব্দ) যােগ করা হলে তাদের পূর্বে a/an বসে। যেমন: Give me a glass of water,
▣ 23➭ Abstract Noun-এর পূর্বে a/an বসে না। যেমন: Kindness is a great virtue.
📚Uses of Definite Article: The
▣ 24➭ নির্দিষ্ট করে বােঝায় এমন Common Noun-এর Singular ও Plural উভয় Number-এর পূর্বে The বসে। যেমন: The boys are playing. The girl is reading
এক্ষেত্রে ব্যবহৃত the কে “Defining The” বলে।
▣ 25➭ এক জাতীয় সকলকে বােঝাতে Singular Common Noun-এর পূর্বে the বসে। যেমন: The cow is a useful animal. The rose is a nice flower. এ অর্থে ব্যবহৃত the কে “Generalising The” বলে। এ অর্থে The-এর পরিবর্তে প্রদত্ত Common Noun-টির Plural ব্যবহার করা যায় । The horse is a faithful animal or A horse is a faithful animal. or, Horses are faithful animals. মানবজাতি বােঝাতে Man ও Woman এর পূর্বে the বসে না।
Incorrect: The man is mortal.
Correct: Man is mortal.
▣ 26➭ নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণি, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে The বসে। যেমন: The Andamans, The Himalayas, The Pacific Coat
কিন্তু একটি মাত্র পর্বত ও দ্বীপ বােঝালে তার পূর্বে The বসে না। যেমন: Sandwip, Hatia, Mount Everest.
▣ 27➭ ধর্মগ্রন্থ, পত্রিকা ও মহাকাব্যের নামের পূর্বে The বসে। যেমন:
The Holy Quran, The Observer, the Illiad,
▣ 28➭একক বস্তু যেমন: পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি শব্দের পূর্বে The বসে। যেমন: The sun, the earth, the moon, the polestar. এক্ষেত্রে ব্যবহৃত the-কে Familiar ‘The’ বলে।
▣ 29➭ বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগােলিক নামের পূর্বে The বসে। যেমন: The U.S.A. The Punjab, the U.S.S.R
▣ 30: তারিখের নামের পূর্বে ‘The’ বসে। যেমন: The 10th of November, the 26 March. কিন্তু 10 November, 26 March-এভাবে লিখলে ‘the’ হয় না।
▣ 31➭ Possessive Adjective-এর পরিবর্তে Common Noun-এর ক্ষেত্রে The ব্যবহৃত হয়। যেমন:
He struck me on the (my) head.
The teacher pulled the boy by the (his) ear.
▣ 32➭ জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে The বসে। যেমন:
The English, the Bangladeshis, the rich, the poor, the pious, the Muslims.
Note: জাতি ও সম্প্রদায় Plural Common Noun হয় এবং তার পরে Plural Verb ব্যবহৃত হয়।
▣ 33➭মরুভূমির নামের পূর্বে the বসে।
Example: The Sahara, The Antarctic Desert, The Arabian Desert, etc.
▣ 34➭ বিখ্যাত ভবন, অট্টালিকা বা স্থাপনার পূর্বে the বসে।
Example:
The Sangshad Bhaban,
The Jamuna Multi-Purpose Bridge,
The Taj Mahal (or, The Taj),
The Twin Towers,
The Eiffel Tower,
The Empire State Building, The Great Wall of China, etc.
▣ 35➭অনির্দিষ্ট Singular Noun-এর পূর্বে আমরা প্রথম বাক্যে ‘aan’ ব্যবহার করি কিন্তু Plural.Noun হলে তার পূর্বে কোনো article ব্যবহার করি না। কিন্তু পরবর্তী বাক্যসমূহে (দ্বিতীয়, তৃতীয়,… বাক্য) ঐ অনির্দিষ্ট Noun টি নির্দিষ্ট হয়ে যায় এবং তখন তার পূর্বে the বসে। অর্থাৎ নির্দিষ্ট noun এর পূর্বে ‘the’ বসে।
Example:
Yesterday I saw a bird in my garden.
The bird looked very beautiful.
▣ 36➭ কোনো রাস্তার নামের সাথে ‘Road’ শব্দটি থাকলে, তার পূর্বে the বসে।
Example:
The Nawabpur Road in Dhaka,
The Mymensingh Road,
The Abul Khairat Road, etc.
▣ 37➭ Morning, noon, afternoon, evening, night ইত্যাদির পূর্বে in থাকলে পূর্বে the বসে।
কিন্তু এসব Noun-এর পূর্বে ‘in’ না থেকে ‘at’ থাকলে সেক্ষেত্রে ‘the’ বসে না ।।
Example:
He has left for Dhaka in the morning. (Or, He has left for haka at morning.)
I shall meet you in the evening. (Or, I shall meet you at evening.)
▣ 38➭Superlative Degree-র Adjective-এর পূর্বে the বসে। যেমন:
He is the best boy in the class.
▣ 39➭দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে Adjective-এর Comparative Degree-র পূর্বে The বসে। যেমন: Ruba is the better of the two girls.
▣ 40➭যত তত বোঝাতে Adverb রূপে ব্যবহৃত Comparative Degree-র পূর্বে the বসে। যেমন: The sooner, the better. The more the merrier.
▣ 41➭যে Noun দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় সেই সব Noun-এর পূর্বে the বসে। যেমন: He joined the army. They serve in the navy.
▣ 42➭ Ordinal Number যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে the বসে। যেমন: Edward the seventh. George the sixth.
Note: ordinal number যখন Roman figure দ্বারা লেখা হয় তখন ordinal number-এর পূর্বে the লিখতে হয় না। কিন্তু পড়ার সময় the পড়তে হয়। যেমন: Omar II (Omar the second)
▣ 43➭ কোনো Abstract quality বোঝাতে উক্ত adjective-এর পূর্বে the বসে। যেমন:
People love the beauty;
None but the brave deserve the fair.
▣ 44➭ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে Abstract Noun-এর পূর্বে the বসে। যেমন:
The courage of Richard is known to all.
The kindness of Muhsin in well-known.
▣ 45➭Common Noun বা Adjective যখন Abstract Idea বোঝায় তখন উক্ত Common Noun বা Adjective-এর পূর্বে the বসে। যেমন: The mother (motherly affection) rose in her. The fox (cunningness) was found in him.
▣ 46➭একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে the বসে। যেমন: Nazrul is the Shelley of Bengal.
▣ 47➭ Material Noun-এর পূর্বে the বসে না। তবে কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে Material Noun এর পূর্বে the বসে। যেমন:
The perfume of Saudi Arabia is famous.
The rice of Barishal is famous.
▣ 48➭প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে the বসে। যেমন:
Ibrahim Lodi was defeated in the battle of Panipath.
▣ 49➭Proper Noun-এর পূর্বে Adjective থাকলে উক্ত Adjecitve-এর পূর্বে the বসে। যেমন: The great Omar was the second Caliph of Islam,
▣ 50➭ Singular designation (পদবি/উপাধি) এর পূর্বে the বসে। যেমন:
The President, the Prime Minister, the Headmaster.
▣ 51➭কোনো Noun যখন Superlative-এর গুরুত্ব বোঝায় তখন তার পূর্বে the বসে। যেমন: 5 Michael Jackson is the singer of the day. Humayun Ahmed is the novelist of the day.
▣ 52➭ Plural পরিবারের নামের পূর্বে the বসে। যেমন: The Mughals, The Pathans, The Khans.
▣ 53: ➭ কোনো Adjective, Adjective Phrase বা Adjective Clause দ্বারা কোনো Common Noun কে নির্দিষ্ট করা হলে তার পূর্বে the বসে। যেমন: The man who came here yesterday is my friend. The man in white dress is known to me.
▣ 54➭ সংখ্যা প্রকাশক যে word একটা unit অর্থে বসে তার পূর্বে the বসে। যেমন:
He sells mangoes by the hundred.
The man buys eggs by the score.
Note: By the dozens, by the scores, by the hundreds বলা ভুল।
▣ 55➭ Proper Noun-এর পরে কোনো epithet (গুণবাচক শব্দ) যুক্ত হলে সেই epithet এর পূর্বে the বসে। যেমন: Alexander the Great was a brave warrior.
▣ 56: Musical instruments-এর পূর্বে The বসে।
He plays the piano.
Do you know how to play the violin?
▣ 57➭ Choir, orchestra এবং pop group এর পূর্বে the বসে। The Miles, The Nagar Baul.
▣ 58➭ দুই বা ততোধিক অবিবাহিত বোনের নিকট লিখিত চিঠির ওপর একত্রে সম্বােধন করলে তার পূর্বে the বসে। Structure:
The Misses + Surname:
The Misses Khan,
▣ 59➭ কিছু Phrase-এর পূর্বে the বসে। যেমন:
He is on the bank of ruin.
I am in the wrong.
▣ 60➭কতিপয় Collective Noun-এর পূর্বে the বসে। যেমন: The elite, the peasantry, the audience, the police, the people, the public, the majority, the minority, the army ইত্যাদি।
▣ 61➭ Adjective-যুক্ত কতিপয় Proper Noun বা Noun + Preposition + Proper Noun-এর পূর্বে the বসে। The national zoo at Mirpur. The National Science Museum. The fort of Lalbag.
📚Omission of Article
▣ 62➭ বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না । কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে। The Agnibina of Nazrul or Nazrul’s Agnibina.
▣ 63➭Bed, mosque, church, hospital, prison, school, college, university, court ইত্যাদি স্থানগুলো যদি সাধারণ অর্থে (primary purpose) ব্যবহৃত হয় তখন এদের পূর্বে the বসে না । After I leave school, I want to go to college (as a student). Mr. Rahim is in prison for a murder (as a prisoner). Mr. Karim goes to mosque on Friday (normally a Muslim goes to mosque). কিন্তু উপরোক্ত স্থানগুলো যখন বিশেষ উদ্দেশ্যে পরিদর্শন করা হয় তখন এদের পূর্বে the বসে। যেমন: Mr. Khan went to the school to meet his son’s teacher (not as a pupil). Mr. Rahim went to the prison to see Karim. (as a visitor, not as a prisoner.)
▣ 64➭Home-এর পূর্বে যদি description word বা phrase না থাকে তাহলে তার পূর্বে the বসে না । যেমন:
We went home. ;
He is at home.
কিন্তু home শব্দটির পূর্বে description word বা Phrase ব্যবহৃত হলে home এর পূর্বে the বসে। We arrived at the bride’s home. For some four or five years this was the home for the queen.
▣ 65➭ঋতুর নামের পূর্বে the বসালেও চলে না বসালেও চলে। যেমন: The rain has set in. It dews in winter
▣ 66➭রাস্তা, অ্যাভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না। যেমন:
In the morning I go to Bahadurshah Park.
He bought a shop in Park Street.
▣ 67➭ সাধারণত Proper, Abstract, Material ও Plural Common Noun-এর পূর্বে the বসে না। Dhaka is a populous city.
Forgiveness is a great virtue.
Iron is a useful metal.
Cows give us milk.
কিন্তু Plural Common Noun নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে the বসে। যেমন:
The women in the hall are all in red sharee. ;
The flowers in his garden (not flowers in general) are fine.
Note: Proper Noun-এর পূর্বে পদবি বাচক শব্দ থাকলে তার পূর্বে the বসে। যেমন:
The poet Nazrul is our pride.
caliph Omar was a great ruler.
Abstract Noun দ্বারা গুণ না বুঝিয়ে এ গুণ বিশিষ্ট ব্যক্তি বোঝালে অথবা ঐ গুণের ধরন বোঝালে উক্ত Abstract Noun-এর পূর্বে the বসে এবং তার Plural-ও হতে পারে। যেমন:
Nazrul is the glory of Bangladesh.
The crimes committed by the rulers are unpardonable.
▣ 68➭Proper Noun-এর পূর্বে Common Noun বসে যদি তা Adjective-রূপে কাজ করে তবে তার পূর্বে Article বসে না। যেমন: Principal Jalaluddin was a man of strict principles.
▣ 69➭ Pronominal Adjective ও Numeral Adjective যখন কোন Common Noun- কে qualify করে তখন উক্ত Common Noun-এর পূর্বে the বসে না। যেমন:
This is my book ;
Each boy has a separate room.
▣ 70➭ Rank (পদবি)/ Profession (পেশা) জাতীয় Common Noun যখন কোনো Proper Noun-এর Apposition-রূপে ব্যবহৃত হয়। তখন তার পূর্বে the বসে না । যেমন: Dr. Enamul Haque, Vice-Chancellor of Jahangir Nagar University, was a scholar.
▣ 71➭ সম্বােধন পদরূপে ব্যবহৃত Common Noun-এর পূর্বে the বসে না। যেমন: Boys, you are the future leaders of the country.
▣ 72➭ভাষার নামের পূর্বে the বসে না। যেমন: Englsih is an international language.
কিন্তু ভাষার পর language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহূত হয়। যেমন:
The English language is very interesting to learn.
▣ 73➭হ্রদের নামের পূর্বে the বসে না। যেমন: Lake Superior, Lake Baikal, Lake Caspian.
▣ 74➭ দিন বা মাসের নামের পূর্বে the বসে না। যেমন: January is the first month of the year.
▣ 75➭ রোগের নামের পূর্বে the বসে না। যেমন: COVID-19 has broken out in the world. ব্যতিক্রম: The gout, the measles, the mumps.
▣ 76➭ Factitive verb: nominate, elect, select, make, appoint, crown, choose প্রভৃতি Verb গুলোর Complement-এর পূর্বে article বসে না। যেমন:
We made him chairman.
They elected me captain.
কিন্তু Complement-টি নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে the বসে। যেমন:
We made him the captain of the team.
▣ 77➭Allah or God-এর নামের পূর্বে article বসে না। যেমন: Allah has created this earth.
▣ 78➭ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এবং পােশাক-পরিচ্ছদ ইত্যাদির পূর্বে the বসে না। কারণ তারা Possessive Adjective । যেমন:
Raise your left hand.
He took off his shirt.
▣ 79 খেলার নামের পূর্বে the বসে না। He plays football.
▣ 80➭ Possessive Case-এর পরে কোনো Noun থাকলে তার পূর্বে the বসে না। যেমন: It is my book,
▣ 81➭ ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে article বসে না। যেমন: by bus, by train, by launch, by air, by sea, by water, by river ইত্যাদি।
▣ 82➭ Phrase-এ ব্যবহৃত কোনো কোনো singular common noun-এর পূর্বে article বসে না। যেমন: learn by heart, take offense ইত্যাদি। He went there on foot. A beggar begs from door to door.
📚Repetition of Articles
▣ 83➭দুই বা ততোধিক Adjective যদি একই Noun-কে qualify করে তখন প্রথম Noun-টির পূর্বে article বসে। যেমন: He has a red and white horse. (লাল সাদা একটি ঘােড়া) কিন্তু দুই বা ততোধিক Adjective যদি একই Noun কে qualify না করে ভিন্ন ভিন্ন Noun-কে qualify করে, তাহলে প্রত্যেকটি Noun- এর পূর্বে a/an বসে। যেমন: I have a red horse and a white horse. (আমার দুটি ঘােড়া আছে, একটি লাল এবং একটি সাদা।)
▣ 84➭ দুটি Noun ‘and’ দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম Noun-টির পূর্বে the বসে। কিন্তু যদি Noun দুটি দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে উভয় Noun-এর পূর্বে the বসে এবং তখন Verb Plural হয়। যেমন:
The Headmaster and secretary is present in the meeting. (একই ব্যক্তি)
The Headmaster and the secretary are present in the meeting. (ভিন্ন ব্যক্তি)
▣ 85➭ Singular Noun-এর পূর্বে দুই বা ততোধিক Ajdective-থাকলে ইহাদের প্রত্যেকটির পূর্বে the বসে। কিন্তু Noun-টি Plural হলে শুধু প্রথম Adjective-টির পূর্বে the বসে।
I have read the fourth and the fifth chapter of the book.
I have completed the first and second lessons of the book.
▣ 86: A) অনেক সময় article প্রয়ােগে অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন: few বলতে প্রায় কিছুই বোঝায় না। a few বলতে অল্প সংখ্যক বোঝায় এবং the few বলতে খুব অল্প সংখ্যক তবে সবগুলো বোঝায়।
I have few books. (বই নাই বললেই চলে)
I have a few books. (অল্প সংখ্যক বই)
I have the few books (অল্প সংখ্যক বই তবে তার সবগুলো)।
B) আর little বলতে প্রায় কিছুই (পরিমাণ) বোঝায় না। a little বলতে সামান্য পরিমাণ বোঝায় এবং the little বলতে সামান্য পরিমাণ তবে তার সবটুকু বোঝায়।
I have little rice. (চাল নাই বললে চলে)
I have a little rice. (সামান্য চাল)
Thave the little rice. (সামান্য চাল তবে সবটুকু)
▣ 87➭ তুলনা বোঝাতে দুটি Noun যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তাহলে প্রথম Noun-টির পূর্বে article বসে। কিন্তু Noun দুটি যদি দুটি ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে, তবে প্রত্যেকটি object-এর পূর্বে article বসে। যেমন:
She is a better singer than dancer. (এক ব্যক্তি)
She is a better singer than a dancer. (ভিন্ন ব্যক্তি)।
📚Articles-এর সঠিক প্রয়োেগ সম্পর্কিত কিছু টিপস
Articles-বিষয়ক কয়েকটি লক্ষণীয় বাক্য
I have a blue and a red pen. (two pens)
I have a blue and red pen. (one pen)
I have few relatives in this town. (সংখ্যা এত কম যে নেই বললেই চলে।)
I have a few friends here. (অল্প সংখ্যক)
He has read [রেড] the few books he got. (অল্প সংখ্যক কিন্তু তার সবগুলো।)
There is little water in this glass. (এত অল্প পরিমাণ যে নেই বললেই চলে।)
There is a little water in the pot. (অল্প পরিমাণ)
The child drank the little milk his mother gave him. (অল্প পরিমাণ তবে তার সবটুকু।)