Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বাংলা সাহিত্যের 'কাব্যগ্রন্থ' থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৩০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর!

 🍁 বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা – [১২তম বিসিএস] ➺ গীতি কবিতা

❐ উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি – [সহকারী পরিসংখ্যান কর্মকর্তা (২য় শ্রেণী): ৯৮] ➺ বিহারীলাল

❐ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? [১২তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৫] ➺ কাব্য

❐ ‘প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগন্থের রচয়িতা – [পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-২০০১] ➺ শামসুর রাহমান ।

❐ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ - [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ অগ্নিবীণা।

❐ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- ২০০১।] ➺ সোনালী কাবিন

❐ রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি? [Bangladesh Bank Officer-2001] ➺ গীতাঞ্জলি

❐ 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা – [১০ম বিসিএস] ➺ প্রলয়োল্লাস

❐ মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য – [১২তম বিসিএস] ➺ ইউসুফ জুলেখা

❐ জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ – [১৩ তম বিসিএস] ➺ ধূসর পাণ্ডুলিপি

❐ 'আমীর হামজা' কাব্য রচনা করেন কে? [১৪তম বিসিএস] ➺ ফকির গরীবুল্লাহ/সৈয়দ হামজা

❐ কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? [১৬তম বিসিএস] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' এর আবিষ্কারক – [১৭তম বিসিএস] ➺ হরপ্রসাদ শাস্ত্রী

❐ কোনটি কাব্যগ্রন্থ? [২০ তম বিসিএস] ➺ শেষ লেখা

❐ কোনটি কাব্যগ্রন্থ? [২১ তম বিসিএস] ➺ কয়েকটি কবিতা

❐ 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন? [২২ তম বিসিএস] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে? [২২ তম বিসিএস] ➺ ফররুখ আহমদ

❐ ‘সাঝের মায়া’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2002 (ঢাকা বিভাগ) ] ➺ বেগম সুফিয়া কামাল

❐ রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার-২০০৩] ➺ শেষের কবিতা ।

❐ দি ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছেন – [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৩] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৩] ➺ রক্তরাগ (সিন্ধু হিল্লোল/ছায়ানট/অগ্নিবীনা)

❐ বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত? [দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক-২০০৩] ➺ অগ্নিবীণা।

❐ মীর মশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, গ্রেড-২,-২০০৩] ➺ কাব্যগ্রন্থ।

❐ সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা –[সাব-রেজিস্ট্রার-২০০৩] ➺ দৌলত কাজী।

❐ The Captive Lady কাব্যগ্রন্থের রচয়িতা – [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ)-২০০৩] ➺ Mycale Moddusudon dotto

❐ সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক – [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ)-২০০৩] ➺ কবি আল মাহমুদ ।

❐ সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন? [২৪ তম বিসিএস (বাতিল)] ➺ কাজী নজরুল ইসলাম

❐ জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [২৪ তম বিসিএস] ➺ রাখালী

❐ 'মা যে জননী কান্দে' কোন ধরনের রচনা? [২৪ তম বিসিএস] ➺ কাব্য

❐ সিরাজাম মুনীরা কাব্যগ্রন্থের রচয়িতা কে? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ-২০০৪।] ➺ ফররুখ আহমদ ৷

❐ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪] ➺ অগ্নিবীণা।

❐ রবীন্দ্রনাথ কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন? [সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ ১৮৭৮

❐ রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি? [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৪] ➺ বীরঙ্গনা

❐ বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [দুর্নীতি দমন ব্যুরো এর সহকারী উপ-পরিদর্শক-2004] ➺ অগ্নিবীণা ।

❐ কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক-২০০৪] ➺ রাখালী।

❐ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ – [দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক-২০০৪] ➺ অগ্নিবীণা।

❐ নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৪] ➺ দোলনচাঁপা ।

❐ নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা–২০০৪] ➺ হাজার বছর ধরে (কথা ও কাহিনী, রাত্রি শেষ, চোখের চাতক

❐ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ' অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়? [২৫ তম বিসিএস] ➺ আনন্দময়ীর আগমনে

❐ কোনটি ঠিক? [বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৫] ➺ সিন্ধু হিন্দোল (কাব্য) ।

❐ মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? [বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৫] ➺ বাসন।

❐ সোনালী কাবিন কোন কবির কাব্যগ্রন্থ? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার-২০০৫] ] ➺ আল মাহমুদ ।

❐ রাখালী কাব্য কার লেখা? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার-২০০৫] ➺ জসীমউদ্দীন

❐ কোনটি কাব্যগ্রন্থ? [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব-২০০৫] ➺ বেলা অবেলা কালবেলা ।

❐ নিচের কোনটি অনুবাদ কাব্য? [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে সহকারী তথ্য অফিসার-২০০৫] ➺ মহাপৃথিবী ৷

❐ প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা – [আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং)-২০০৫] ➺ শামসুর রাহমান ।

❐ মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-20051] ➺ শ্রীকৃষ্ণকীর্তন

❐ অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-2005] ➺ তিলোত্তমাসম্ভব কাব্য

❐ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০০৬] ➺ ফাল্গুনী।

❐ কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২০০৬] ➺ মৃত্যুক্ষুধা।

❐ ’এত কাল নদীকূলে; যাহা লয়েছিনু ভুলে; সকলি দিলাম তুলে থরে বিথরে; এখন আমারে লহ করুণা করে' – উদ্ধৃত চরণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২০০৬] ➺ সোনার তরী ।

❐ ‘নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থটি কার লেখা? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২০০৬] ➺ কবি জসীমউদ্দীন।

❐ কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ মাটির মায়া ।

❐ ‘অনল প্রবাহ’ কাব্যটি কার? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক; তারিখ-২০০৬] ➺ ইসমাইল হোসেন সিরাজী ।

❐ ‘তিলোত্তমা' কাব্যটি কার রচিত? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক; তারিখ-২০০৬] ➺ মধুসূদন দত্ত।

❐ ‘ময়নামতীর চর' কোন ধরনের রচনা? [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার; তারিখঃ ২২.০৯.২০০৬] ➺ কাব্য।

❐ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় – [গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৬] ➺ রক্তকরবী।

❐ 'নসীরা নামা' কাব্য কার রচনা? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2006] ➺ কবি মরদন

❐ 'মেঘদূত' কাব্য কার রচনা? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2006] ➺ মহাকবি কালিদাস

❐ রবীন্দ্রনাথের প্রথম কাব্য- [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-20061] ➺ কবিকাহিনী (প্রকাশিত বনফুল)

❐ কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য- [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-20061] ➺ সিন্ধু-হিন্দোল

❐ 'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2006] ➺ গীতিকাব্য

❐ কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ-২০০৭] ➺ বিরহ বিলাপ ।

❐ 'চিন্তাতরঙ্গিনী' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ-২০০৭] ➺ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

❐ 'ময়নামতির চর' কাব্যটি কে লিখেছেন? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ-২০০৭] ➺ বন্দে আলী মিয়া ।

❐ জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ-২০০৭] ➺ ঝরা পালক ।

❐ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ-২০০৭] ➺ বনফুল।

❐ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ নকশী কাঁথার মাঠ

❐ ‘ছাড়পত্র’ কাব্যটি কার রচনা? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ সুকান্ত ভট্টাচার্য ।

❐ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'পূরবী' কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? [অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরি স্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ ভিক্টোরিয়া ওকামপো

❐ নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা- ২০০৭] ➺ কবিতার কথা (দিবারাত্রির কাব্য, হাঁসুলী বাঁকের উপকথা, পথের পাঁচালী)

❐ কোন দু 'টি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২০০৭] ➺ বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডলিপি

❐ আল-মাহমুদ এর কাব্য নয় – [বাংলাদেশ রেলওয়ের এর সহকারী কমান্ডে] ➺ হেমলকের পেয়ালা (কালের কলস, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া)

❐ 'আমি কিংবদন্তীর কথা বলছি' একটি – [পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক ও রিসার্স অফিসার-২০০৭] ➺ কাব্যগ্রন্থ

❐ মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটি লিখেছেন ।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ-২০০৭] ➺ আহসান হাবীব

❐ আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ-২০০৭] ➺ পাখির কাছে ফুলের কাছে

❐ আমি ভালো আছি, তুমি? কাব্যটি কে রচনা করেছেন? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ-২০০৭] ➺ দাউদ হায়দার

❐ কোনটি কাব্যগ্রন্থ নয়? [নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮] ➺ শেষের কবিতা

❐ শামসুর রাহমানের কাব্য- [নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮] ➺ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে

❐ মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে? [নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮] ➺ বডু চন্ডীদাস

❐ জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম-[সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২০০৮] ➺ ধূসর পাণ্ডুলিপি

❐ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-[সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২০০৮] ➺ প্রলয়শিখা

❐ আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি? [Bangladesh Bank Assistant Director-2008] ] ➺ (আশার বসতি/ছায়াহরিণ/সারাদুপুর/দুই হাতে দুই আদিম পাথার

❐ নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? [Bangladesh Bank Assistant Director-2008] ➺ নৌকাডুবি (সোনারতরী, চিত্রা, বলাকা, মানসী )

❐ সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [২৮ তম বিসিএস] ➺ ফররুখ আহমদ

❐ ‘ফণিমনসা’ কাব্যর রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (রাজশাহী বিভাগ)—২০০৮] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ বৃন্দাবন দাস

❐ বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার জনক কে? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ মধুসূদন দত্ত

❐ ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? [২৯ তম বিসিএস] ➺ সাত সাগরের মাঝি

❐ আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009] ➺ মেঘনাদবধ

❐ "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য কে রচনা করেন? [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের উপজেল। পাস্ট মাস্টার-২০১০] ➺ বড়ু চণ্ডীদাস

❐ কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১০] ➺ -] ➺ বন্দীর বন্দনা (বুদ্ধদেব বসু) (শামসুর রাহমানের কাব্যগ্রনথ - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)/রৌদ্র করোটিতে (১৯৬৩)/বিধ্বস্ত নিলীমা (১৯৬৭)/নিরালোকে দিব্যরথ (১৯৬৮)/নিজ বাসভূমে (১৯৭০)/বন্দী শিবির থেকে (১৯৭২)/দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩)/ফিরিয়ে নাও ঘাতক কাঁটা (১৯৭৪)/ বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭)/প্রতিদিন ঘরহীন ঘরে (১৯৭৮))

❐ কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১০] ➺ বেলা শেষের গান (সত্যেন্দ্রনাথ দত্ত)

❐ “বাংলাদেশ স্বপ্ন দ্যাখে” কার রচিত কাব্যগ্রন্থ? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১০] ➺ শামসুর রাহমান

❐ কোনটি আধুনিক যুগের কাব্য? [সমাজসেবা অধিদপ্তরে] ➺ সারদা মঙ্গল বা অফিসার-২০১০]

❐ শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ ইউসুফ জোলেখা

❐ “রাজা যায় রাজা আসে” কাব্যগ্রন্থের রচয়িতা – [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ আবুল হাসান

❐ কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ? [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ বাংলার মাটি বাংলার জল

❐ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ বেলা শেষের গান

❐ “পদ্মাবতী” কাব্য রচনা করেন - [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ আলাওল

❐ কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ বলাকা

❐ বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক - [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ মধুসূদন দত্ত

❐ ‘অন্নদামঙ্গল' কাব্য কে রচনা করেন? [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ] ➺ ভারতচন্দ্র রায়গুনাকর

❐ মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ পদ্মাবতী

❐ ‘সাঁঝের মায়া' কাব্যগ্রন্থটির রচয়িতা - [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ সুফিয়া কামাল

❐ কবি জীবনাননন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ ধূসর পাণ্ডুলিপি

❐ সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০ (ইছামতি)] ➺ শাহ মুহম্মদ গরীবুল্লাহ ।

❐ আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? [সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০ (ইছামতি)] ➺ সাতনরী হার ।

❐ দোলনচাঁপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন? সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০ (কপোতাক্ষ)] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ শিবমন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০ (কপোতাক্ষ)] ➺ কায়কোবাদ ।

❐ শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি? সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০ (করতোয়া)|] ➺ বাংলাদেশ স্বপ্ন দেখে ।

❐ ‘বনি আদম” কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০ (করতোয়া)।] ➺ গোলাম মোস্তফা ।

❐ কোনটি শামসুর রাহমানের কাব্য? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০] ➺ রৌদ্র করোটিতে

❐ 'কালের কলস' কাব্য গ্রন্থের রচয়িতা কে? [খাদ্য অধিদপ্তরের অধীন বাদ্য উপখাদ্য পরিদর্শক-২০১১] ➺ আল মাহমুদ

❐ “সারা দুপুর” কাব্যটির রচয়িতা কে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ আহসান হাবীব

❐ মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য? [৩১ তম বিসিএস] ➺ পত্রকাব্য

❐ আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য? [৩১ তম বিসিএস] ➺ নীতিকাব্য

❐ ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (গোলাপ)-২০১১] ➺ আহসান হাবীব ।

❐ মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ কাহিনীকাব্য

❐ 'মেঘ বলে চৈত্রে যাব' কাব্যগ্রন্থের কবি- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ আহসান হাবীব

❐ কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১২] ➺ ছায়ানট

❐ ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের কবি কে? সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (20-09-2012)] ➺ শহীদ কাদরী

❐ শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা)-২০১২] ➺ কায়কোবাদ ।

❐ সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা)-২০১২] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ ‘সাত নরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ড্যাফোডিল)-২০১২] ➺ আবু জাফর ওবায়দুল্লাহ ।

❐ ‘রূপসী বাংলা' কাব্যগ্রন্থ কার লেখা? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-প্রকল্প কর্মকর্তা-২০১৩] ➺ জীবনানন্দ দাশ

❐ আল মাহমুদের কাব্য কোনটি? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ লোক লোকান্তর

❐ জসীমউদ্দিনের কাব্য গ্রন্থ কোনটি? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ মা যে জননী কান্দে

❐ কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ পুবের হাওয়া

❐ জসীমউদ্দীন রচিত শিশুতোষ কাব্য- [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ এক পয়সার বাঁশী

❐ “বঘতিয়ারের ঘোড়া” কোন শ্রেণীর রচনা? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ কাব্য

❐ “নকশী কাঁথা” কোন কবির কাব্য কে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবারকল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী-২০১৩] ➺ জসীমউদ্দিন

❐ জুলেখার মন' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (যমুনা)-২০১৩] ➺ মোহাম্মদ মাহফুজউল্লাহ

❐ ‘আমার প্রেম আমার প্রতিনিধি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (মেঘনা)-২০১৩] ➺ আবুল হাসান ।

❐ ‘বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (পদ্মা)-২০১৩] ➺ মাযহারুল ইসলাম ।

❐ ‘বিষের বাঁশি’ কাজী নজরুল রচিত একটি – [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (বুড়িগঙ্গা)-২০১৩] ➺ কাব্য।

❐ হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য -[Bangladesh Bank Assistant Director-2014] ➺ পুবের হাওয়া

❐ কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? [১১ তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৪] ➺ অর্কেস্ট্রো (ঝরা পালক/সাতটি তারার তিমির/মহাপৃথিবী

❐ জসীমউদদীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (আলফা)-২০১৪] ➺ নকশী কাঁথার মাঠ ।

❐ রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা)-২০১৫] ➺ গীতাঞ্জলি

❐ “মেঘনাদবধ কাব্য” কার লেখা? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা)-২০১৫] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫] ➺ মাটির মায়া (মাটির কান্না, হাসু, এক পয়সার বাঁশি)

❐ কোনটি কাব্যগ্রন্থ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী-২০১৫] ➺ কয়েকটি কবিতা (সমর সেন)

❐ 'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক-২০১৫] ➺ সোনার তরী

❐ 'সোনার তরী' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট-২০১৫] ➺ সোনালী কাবিন

❐ কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? [শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়' উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ দোলনচাঁপা

❐ ‘মহা পৃথিবী’ কাব্যগ্রন্থ কার লেখা? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (১৭ জেলা)-২০১৫] ➺ জীবনানন্দ দাশ ৷

❐ 'নকশী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২০১৬] ➺ কাহিনী কাব্য

❐ কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ্য কোনটি? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১৬] ➺ মায়া কাজাল

❐ রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসার-২০১৬] ➺ শেষ লেখা

❐ কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০১৬] ➺ চক্রবাক

❐ নারী 'কবিতাটি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০১৬] ➺ সাম্যবাদী '

❐ 'ছবি ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত? [বাংলাদেশ রেলওয়ে এর উপসহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৬] ➺ বলাকা

❐ 'নিরালোকে দিব্যরথ' কাব্যগ্রন্থটি কার লেখা? [বাংলাদেশ রেলওয়ে এর উপসহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৬] ➺ শামসুর রহমান

❐ মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য? [সাধারণ পুলের আওতায় বিশিষ্ট মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা- 2016] ➺ ইউসুফ জুলেখা

❐ 'সোনালী কাবিন' কোন শ্রেণির রচনা? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী কৌশলী-২০১৬] ➺ কাব্যগ্রন্থ

❐ 'তোহফা' কাব্যটি কে রচনা করেন? [৩৬ তম বিসিএস] ➺ আলাওল

❐ রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে? [৩৭ তম বিসিএস] ➺ ১৯১০

❐ কোনটি জসীমউদদীনের কাব্য নয়? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা-২০১৭] ➺ মানসী (রবীন্দ্রনাথ)।

❐ জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? [স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ মহাপৃথিবী ৷

❐ আমি কিংবদন্তীর কথা বলছি' একটি – [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার-২০১৭] ➺ কাব্যগ্রন্থ।

❐ ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ অন্নদামঙ্গল ।

❐ ‘রাত্রিশেষ’ কী ধরনের রচনা? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ কাব্য।

❐ মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য' ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ রাজনারায়ণ বসু ।

❐ কাজী নজরুল ইসলাম ‘অগ্নিবীণা' কাব্য কাকে উৎসর্গ করেন? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ বারীন্দ্রকুমার ঘোষ ।

❐ কোন কাব্যটি শামসুর রাহমানের রচনা নয়? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ সোনালী কাবিন ।

❐ ‘বীরাঙ্গনা কাব্য' কার রচনা? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ ‘বন্দী শিবির থেকে' কাব্যটি কার লেখা? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ শামসুর রাহমান ।

❐ মুক্তিযুদ্ধভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক-২০১৮] ➺ বন্দী শিবির থেকে ।

❐ ‘মহাশ্মশান’ কাব্য কে রচনা করেন? [স্বরাষ্ট মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন কারা অধিদপ্তরের ‘ডিপ্লোমা নার্স-২০১৭] ➺ কায়কোবাদ

❐ কোনটি কাব্যগ্রন্থ নির্দেশ করুন? [বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) এর গেইটকিপার-২০১৭] ➺ সাত সাগরের মাঝি

❐ “চন্দ্রাবতী” কী? [৩৮ তম বিসিএস] ➺ কাব্য

❐ ‘মুজিব-লেলিন-ইন্দিরা' কাব্যগ্রন্থের লেখক কে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০১৮] ➺ নির্মলেন্দু গুণ ।

❐ কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ চক্রবাক।

❐ ‘সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিট্রিবিউশন কোম্পানি লি. এর সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস)-২০১৮] ➺ জীবনানন্দ দাশ ৷

❐ ‘জীবন বন্দনা' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? [বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পদ-২০১৮] ➺ সন্ধ্যা।

❐ সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য -[Sonali Bank Ltd. Senior Officer-2018] ➺ বেণু-বীণা

❐ ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি? [১২ জন বিজেএস (সহকারী) প্রাথমিক পরীক্ষা-২০১৮] ➺ মুহুর্তের কবিতা ।

❐ 'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা – [১২ তম বিজেএস (সহকারী) প্রাথমিক পরীক্ষা-২০১৮] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর-২০১৮] ➺ সোনার তরী।

❐ ‘তিরিশ বসন্তের ফুল' কাব্যগ্রন্থটির রচয়িতা: [সমাজসেবা অধিদপ্তরের হাউজ পেরেন্ট কাম টিচার-২০১৮] ➺ আশরাফ সিদ্দিকী ।

❐ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ কোনটি? [Assit. Programmer Sonali Bank / Rubali Bank / BD Krishi Bank-2018] ➺ অনল প্রবাহ

❐ ‘তিলোত্তমাসম্ভব' কাব্য গ্রন্থের রচয়িতা কে? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর সহকারী ব্যবস্থাপক-২০১৮] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ ‘কালের কলস' কোন ধরনের রচনা? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক-২০১৯] ➺ কাব্য।

❐ শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে -[পিটিটিআই ইন্সট্রাক্টর-২০১৯] ➺ নিরালোকে দিব্যরথ

❐ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [পিটিটিআই ইন্সট্রাক্টর-২০১৯] ] ➺ কবিকাহিনী

❐ ‘আশায় বসতি' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর জুনিয়র অডিটর-২০১৯] ➺ আহসান হাবীব ।

❐ ‘দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অ্যাসিসটেন্ট কমপ্লেইন সুপারভাইজার-২০১৯] ➺ সিন্ধুহিন্দোল।

❐ 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কী? [বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী-২০১৯] ➺ মোহররম

❐ ‘চাষাভূষার কাব্য' কার রচনা? [সাধারণ বীমা কর্পোরেশন এর জুনিয়র অফিসার-২০১৯] ➺ নির্মলেন্দু গুণ ৷

❐ বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর Assistant Engineer (Civil)-২০১৯] ➺ তিলোত্তমা সম্ভব কাব্য

❐ মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-২০১৯] ➺ নিজবাসভূমে।

❐ 'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন] [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ সৈয়দ হামজা

❐ মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ চণ্ডীমঙ্গল

❐ ‘বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থটির রচয়িতা – [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ শামসুর রাহমান ।

❐ আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ রাত্রিশেষ। (তাঁর রচিত আরও কয়েকটি কাব্য - ছায়াহরিণ, সারাদুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর) 198. কবি জসীম উদদীন রচিত বিখ্যাত 'রূপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর সহকারী পরিচালক-২০১৯] ➺ নকশী কাঁথার মাঠ |

❐ সপ্তাদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ পদ্মাবতী।

❐ ‘বনলতা সেন' কোন কবির কাব্যগ্রনেথর নাম? পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ জীবনানন্দ দাশ ।

❐ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর-২০১৯] ➺ ঝরা পালক (বনফুল, শ্যামলী, পূরবী)।

❐ ‘ঝরা পালক' কাব্যগ্রন্থ কে রচনা করেছেন? [দুর্নীতি দমন কমিশন এর ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-২০১৯] ➺ জীবনানন্দ দাশ ।

❐ আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চতুর্থ ধাপ-২৮১৫-০১)-২০১৯] ➺ রূপসী বাংলা ।

❐ ‘স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [দুর্নীতি দমন কমিশন (সহকারী পরিচালক)-২০২০] ➺ বন্দী শিবির থেকে ।

❐ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ? [দুর্নীতি দমন কমিশন (সহকারী পরিচালক)-২০২০] ➺ যখন উদ্যত সঙ্গীন I

❐ ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' উক্তিটি কোন কাব্য গ্রন্থের? [বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (এস আই বি/ আর সি)-২০২০] ➺ অন্নদামঙ্গল

❐ কোনটি কাব্যগ্রন্থ? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (সহকারী প্রসিকিউটর)-২০২০] ➺ শেষ লেখা ।

❐ নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহকারী প্রোগ্রামার-২০২০] ] ➺ কঙ্কাবতী (সাম্যবাদী/বিষের বাঁশি/চক্রবাক )

❐ জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? [নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর এর মিডওয়াইফ-২০২০] ➺ রূপসী বাংলা

❐ "দু" হাতে দুই আদিম পাথর' কার কাব্যগ্রন্থ? [সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর সহকারী প্রোগ্রামার-২০২১] ➺ আহসান হাবীব

❐ ‘মানসী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (কম্পিউটার অপারেটর)-২০২১] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর প্রদর্শক (সকল বিষয়)-২০২১] ➺ পুনশ্চ

❐ রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ? [জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২০২১] ➺ কাব্যগ্রন্থ

❐ 'নসীরানামা' কাব্য কার রচনা? [জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২০২১] ➺ কবি মরদন

❐ 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর ওয়্যারলেস অপারেটর/হিসাবরক্ষক কাম-ক্যাশিয়ার-২০২১] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়? [বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর সিনিয়র ইন্সট্রাক্টর-২০২১] ➺ চোখের বালি (মানস/সোনার তরী/গীতাঞ্জলি)

❐ "চিত্রা " রবীন্দ্রনাথের একটি –[বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এর এরোড্রাম কর্মকর্তা-২০২১] ➺ কাব্যগ্রন্থ

❐ "গীতাঞ্জলি" কি ধরনের রচনা? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অপারেটর-২০২১] ➺ কাব্যগ্রন্থ

❐ “শোকার্ত তরবারী” কাব্যগ্রন্তের রচয়িতা কে? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- (NSI) Assistant Director, Research officer & Assistant Programmer-2023] ➺ হাসান হাফিজুর রহমান

❐ 'মা যে জননী কান্দে' কোন ধরনের রচনা? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উচ্চমান সহকারী-২০২১] ➺ কাব্য

❐ কবি নজরুল ইসলাম রচিত নীচের কোন গ্রন্থটি কাব্যগ্রন্থ নয়? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাব রক্ষক-২০২১] ➺ মধুমালা (নাটক)

❐ ‘১৪০০ সাল’, উর্বশী, স্বর্গ হইতে বিদায় – এ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাব রক্ষক- ২০২১] ➺ চিত্রা

❐ ‘সোজন বাদিয়ার ঘাট' কোন জাতীয় রচনা? [ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী এর সুইচ বোর্ড এটেন্ডেট-২০২১] ➺ কাব্যগ্রন্থ

❐ কাজী নজরুল ইসলামের গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি কাব্যগ্রন্থ নয়? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২১] ➺ ঝিলিমিলি

❐ পল্লীকবি জসীম উদদীন রচিত ‘পল্লী জননী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ২০২১] ➺ রাখালী

❐ ‘কান্ডারী হুঁশিয়ার' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ডাটা এন্ট্রি অপারেটর-২০২১] ➺ সর্বহারা

❐ কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ডাটা এন্ট্রি অপারেটর-২০২১] ➺ কুহেলিকা

❐ ‘সাত সাগরের মাঝি' মূহুর্তের কবিতা, নৌফেল ও হাতেম' কাব্যগ্রন্থগুলো কার লেখা? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ডাটা এন্ট্রি অপারেটর-২০২১] ➺ ফররুখ আহমদ

❐ পল্লীকবি জসীম উদদীন রচিত কাব্যগ্রন্থ কোনটি? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২১] ➺ রাখালী

❐ ‘বড়ু চন্দ্রীদাশের কাব্য' গ্রন্থের সম্পাদক –[বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২০২১] ➺ মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা

❐ রবীন্দ্রনাথের ‘মেঘদূত’ কোন কাব্যগ্রন্থে প্রকাশিত? [বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২০২১] ➺ মানসী

❐ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? [মৎস্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ এর সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-২০২১] ➺ ছায়ানট

❐ 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থের কবি কে? [৪৩ তম বিসিএস] ➺ শঙ্খ ঘোষ

❐ ‘জাতের নামে বজ্জাতি সব জাতি-জাতিয়াত খেলছে জুয়া' এই লাইনটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে রয়েছে? [সিজিডিএফ এর অডিটর- 2022] ➺ বিষের বাঁশী।

❐ ‘আকাশনীলা' কাব্য কার লেখা? [সমন্বিত ৮ ব্যাংক এর অফিসার-২০২২] ➺ জীবনানন্দ দাশ

❐ ‘শেষ প্রশ্ন’ উপন্যাস হলে ‘শেষ লেখা' কী? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী ইঞ্জিনিয়ার-২০২২] ➺ কাব্যগ্রন্থ।

❐ বলাকা' কাব্য লিখেছেন? [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ কোনটি আহসান হাবীবের কাব্যগ্রন্থ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ রাত্রিশেষ।

❐ 'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [সমন্বিত ৫ ব্যাংক এর অফিসার (ক্যাশ)-২০২২] ➺ আহসান হাবীব

❐ ‘আমি কিংবদন্তীর কথা বলছি' কাব্যটি কার লেখা? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২২] ➺ আবু জাফর ওবায়দুল্লাহ ।

❐ ‘মেঘদূত’ কাব্যটি কার লেখা? [বিভিন্ন মন্ত্রণালয় এর সহকারী ম্যানটেনেন্স প্রকৌশলী-২০২২] ➺ কালিদাস ।

❐ বাংলাদেশের ‘জাতীয় সংগীত’ রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে? [বাংলাদেশ কৃষি উন্নয়ন কপর্পারেশন (বিএডিসি) এর উপসহকারী প্রকৌশলী-২০২২] ➺ গীতবিতান।

❐ কোনটি কাব্যগ্রন্থ নয়? [ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার-২০২২] ➺ দিবারাত্রির কাব্য (সাধের আসন/শূন্যপুরাণ/প্রেমাংশুর রক্ত চাই)

❐ কোন কাব্যগুচ্ছগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের? [ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার-২০২২] ➺ মানষী, ক্ষণিকা, বলাকা

❐ ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের কবি কে? [বাংলাদেশ রেলওয়ে এর পয়েন্টসম্যান-২০২২] ➺ শহীদ কাদরী

❐ ‘সোজন বাদিয়ার ঘাট' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-২০২২] ➺ জসীমউদ্দীন

❐ কাজী নজরুল ইসলামের বিদ্রোহমূলক কাব্য -[পিএসসি এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০২২] ➺ অগ্নিবীণা

❐ রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে? [বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এর ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট ও ক্যাশিয়ার-২০২২] ➺ নিজেই/ডব্লিউ বি ইয়েটস

❐ নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? [৪৪ তম বিসিএস] ➺ অগ্নিবীণা

❐ ‘ব্যক্ত প্রেম’ ও গুপ্ত প্রেম; কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [৪৪ তম বিসিএস] ➺ মানসী

❐ কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? [বাংলাদেশ টেলিভিশন'র উপ-সহকারী প্রকৌশলী-২০২৩] ➺ প্রলয়-শিখা

❐ ‘ধূসর পান্ডুলিপি' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [বাংলাদেশ টেলিভিশন'র উপ-সহকারী প্রকৌশলী-২০২৩] ➺ জীবনানন্দ দাশ

❐ অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? [কারা অধিদপ্তর'র কারারক্ষী ও মহিলা কারারক্ষী-২০২৩] ➺ কাজী নজরুল ইসলাম

❐ মেঘ বলে চৈত্রে যাবো কি জাতীয় রচনা? [সমন্বিত ৮ ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার জেনারেল-২০২৩] ➺ কাব্যগ্রন্থ

❐ নিচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের রচনা নয়? [১৬ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০২৩] ➺ উত্তর ফাল্গুনী (মহাপৃথিবী, ঝরাপালক, বনলতা সেন}

❐ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর জুনিয়র ইন্সট্রাক্টর-২০২৩] ➺ নিজ বাসভূমে (ঝরা পালক, মহাপৃথিবী, সাতটি তারার তিমির)

❐ বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [স্বাস্থ্য অধিদপ্তর এর মেডিকেল টেকনিশিয়ান-২০২৩] ➺ সন্ধ্যা

❐ ‘গতিবাদের প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল? কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ইন্সট্রাক্টর-২০২৩] ➺ বলাকা

❐ কোনটি কাব্যগ্রন্থ নয়? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর সাঁটলিপিকার-২০২৩] ➺ ➟ দিবারাত্রির কাব্য (সাধের আসন, পুনশ্চ, প্রেমাংশুর রক্ত চাই)

❐ নিচের কোনটি কবি আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ? [পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী এর পোস্টাল অপারেটর-২০২৩] ➺ পাখির কাছে ফুলের কাছে

❐ কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি 'লাঙল' পত্রিকায় প্রকাশিত হয়? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড অফিসার-২০২৩] ➺ সাম্যবাদী

❐ ‘তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড অফিসার-২০২৩] ➺ সাঁঝের মায়া

❐ ‘স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড স্টাফ-২০২৩] ➺ বন্দী শিবির থেকে

❐ 'বন্ধু বিয়োগ' কাব্যটির রচয়িতা কে? [পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম এর পোস্টাল অপারেটর-২০২৩] ➺ বিহারীলাল চক্রবর্তী

❐ কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) এর প্রটোকল অফিসার-২০২৩] ➺ রক্তরাগ

❐ 'অগ্নিবীণা' কাব্য প্রকাশিত হয় কত সালে? [বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ'র মোটরযান পরিদর্শক-২০২৩] ➺ ১৯২২

❐ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী- ২০২৩] ➺ ঝরাপালক (বনফুল/পূরবী/শ্যামলী)

❐ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী-২০২৩] ➺ ছায়ানট

❐ 'ব্রজাঙ্গনা' কাব্য কোন কবির রচনা? [বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এর বিভিন্ন পদ-২০২৩] ➺ মধুসূদনের

❐ কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে কোন পত্রিকার অবদান রয়েছে? [বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD)-২০২৩] ➺ মোসলেম ভারত

❐ নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্য? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার-২০২৩] ➺ সবগুলো (অগ্নিবীণা, চক্রবাক, সিন্ধু হিন্দোল)

❐ 'বন্দী শিবির থেকে'- কাব্য গ্রন্থটির কবি - [প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সহকারী কাস্টোডিয়ান/গবেষণা সহকারী-২০২৩] ➺ শামসুর রাহমান

❐ কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? [৪৫ তম বিসিএস] ➺ রসুল বিজয়

❐ “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে? [৪৫ তম বিসিএস] ➺ শামসুর রাহমান

❐ "উদাত্ত পৃথিবী” কাব্য গ্রন্থের রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(২য় ধাপ)-২০২৪] ➺ সুফিয়া কামাল

❐ কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? [বাংলাদেশ রেলওয়ে এর বুকিং সহকারী-২০২৪] ➺ চক্রবাক (চিত্রা/সেঁজুতি/সোনারতরী)

❐ 'চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(৩য় ধাপ) -২০২৪)] ➺ বিষ্ণু দে

❐ সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক কে? [ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২৪] ➺ কাজী নজরুল ইসলাম

❐ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? [রাষ্ট্রপতির কার্যালয় এর সহকারী প্রটোকল অফিসার-২০২৪] ➺ সাঁঝের মায়া

❐ 'পাঞ্জেরী' কবিতাটি ফররুখ আহমদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এর Warehouse / Yard Superintendent-২০২৪] ➺ সাত সাগরের মাঝি

❐ কোনটি রবি ঠাকুরের কাব্যগ্রন্থ? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সিনিয়র স্টাফ নার্স-২০২৪] ➺ নৈবেদ্য

❐ 'আমি জন্মগ্রহণ করিনি' কাব্য গ্রন্থের কবি কে? [ডাক অধিদপ্তর এর উপজেলা পোস্টমাস্টার-২০২৪] ➺ সৈয়দ শামসুল হক

❐ 'হরতাল' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [বাংলাদেশ রেলওয়ে এর সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২)-২০২৪] ➺ সুকান্ত ভট্টাচার্য

❐ রবীন্দ্রনাথের কোন্ কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০২৪] ➺ বলাকা

❐ 'ঝিঙেফুল' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? [কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (CPGCBL) এর উপ-সহকারী প্রকৌশলী- ২০২৪] ➺ কাব্যগ্রন্থ

❐ আল মাহমুদের সোনালি কাবিন একটি-[ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর উপ সহকারী পরিচালক-২০২৪] ➺ কাব্যগ্রন্থ

❐ 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি? [৪৬ তম বিসিএস] ➺ আবুল হাসান

❐ কোন দু'জন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি-ফারসি শব্দ ব্যবহার করেন? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- ২০০৭] ➺ মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম

❐ বাংলা সাহিত্যের সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন – [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (ভলগা)-২০১৩] ➺ মোহিতলাল মজুমদার ।

❐ ‘নিরঞ্জনের রুষ্মা' কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ? [বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর Assistant Manager (Production Control)- ২০২৩] ➺ শূন্যপুরাণ

❐ ‘গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? [৪৫ তম বিসিএস] ➺ লক্ষ্মণ সেনের

❐ নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? [৪৫ তম বিসিএস] ➺ সৈয়দ নূরুদ্দীন

❐ 'দশরথের প্রতি কৈকেয়ী' কোন কাব্যের অন্তর্গত? [ডাক অধিদপ্তর এর উপজেলা পোস্টমাস্টার-২০২৪] ➺ বীরাঙ্গনা

❐ 'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা কে? [পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী-২০২৪] ➺ ময়ূরভট্ট] ➺ "নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা -[৪৬ তম বিসিএস] ➺ বিষ্ণু দে

❐ ১৯ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে? [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ সুরেন্দ্রনাথ মজুমদার ।

❐ ১৯ শতকের মুসলিম মহিলা কবির নাম – [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী।

❐ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? [১৩ তম বিসিএস] ➺ সাত সাগরের মাঝি (ফররুখ আহমদ)

❐ "দেওয়ানা মদিনা" কোন কাব্যের অন্তর্গত? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ ময়মনসিংহ গীতিকা

❐ "স্পেন বিজয়" কাব্যের রচয়িতা কে? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ ইসমাইল হোসেন সিরাজী

❐ বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ মনসা বিজয়

❐ লায়লী মজনু কাব্যের রচয়িতা – [উপজেলা নানা শিক্ষা অফিসার-২০১০] ➺ দৌলত উজির বাহরাম খান

❐ “তন্বী” কাব্যের কবি কে? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ সুধীন্দ্ৰনাথ দত্ত

❐ 'রসুল বিজয়' কাব্যের রচয়িতা কে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট-২০১৫] ➺ শেখ চাঁদ

❐ দৌলত উজীর বাহরাম খানের কাব্যের নাম কি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী প্রকৌশলী-২০১৬] ➺ লায়লী মজনু

❐ ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ রূপসী বাংলা ।

❐ ‘পূরবী’ কাব্যের রচয়িতা কে? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের? [মৎস্য অধিদপ্তরের হিসাবরক্ষক (ক্যাটাগরি-২)-২০১৮] ➺ ইরান।

❐ রোমান্টিক কাব্যের কবি নয় কে? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক-২০১৯] ➺ শেখ ফয়জুল্লাহ (কোরেশী মাগন ঠাকুর, দোনা গাজী চৌধুরী, শাহ বারিদ খান)।

❐ ‘পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে? [৪১ তম বিসিএস-২০২১] ➺ সৈয়দ শামসুল হক

❐ ‘চক্রবাক’ কাব্যের রচয়িতা – [ ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ঔষধ তত্ত্বধায়ক-২০২২] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [সংসদ সচিবালয় এর ব্যাক্তিগত কর্মকর্তা (নন ক্যাডার)-২০২৩] ➺ বনফুল

❐ ‘আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? [চবি বি ইউনিট:২১-২২] ➺ ভাষা আন্দোলন

❐ 'আবোল-তাবোল' কার লেখা? [২১ তম বিসিএস] ➺ সুকুমার রায়

❐ ঐতিহাসিক গাথাকাব্য ‘পলাশীর যুদ্ধ' এর রচয়িতা কে? [বাংলাদেশ সুপ্রীম কোর্ট (আপীল বিভাগ) প্রটোকল অফিসার-২৩] ➺ নবীনচন্দ্র সেন

❐ ‘জন্মই আমার আজন্ম পাপ’ ও ‘নারকীয় ভুবনের কবিতা' গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? [কর্মসংস্থান ব্যাংক:২০০১] ➺ দাউদ হায়দার

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...