Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

ড. আহমদ শরীফ

ড. আহমদ শরীফ (১৯২১-১৯৯৯)

ড. আহমদ শরীফ ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ। তাঁর লেখার প্রধান এলাকা ছিল বাংলাদেশ, বাঙালি সমাজ, বাংলা ভাষা ও সাহিত্য। বাংলাদেশ ও বাঙালি সত্তার স্বরূপ সন্ধানে তিনি ছিলেন আমৃত্যু অনুসন্ধিৎসু। ধর্মান্ধতা, মৌলবাদ, সেনাশাসন, স্বৈরাচার এবং স্বাধীনতার শত্রুদের অপতৎপরতার বিরুদ্ধে তিনি ছিলেন তৎপর। ১৯৭১ এর মার্চে পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত হওয়ার জন্য তিনি কেন্দ্রীয় শহিদ মিনারে পূর্ব বাংলার লেখকদের শপথবাক্য পাঠ করান ।

ড. আহমদ শরীফের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মড. আহমদ শরীফ ১৩ ফেব্রুয়ারি, ১৯২১ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন ।
তাঁর চাচাচট্টগ্রামের মুসলমানদের মধ্যে প্রথম এন্ট্রাস পাশ করা বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন তাঁর চাচা ।
সম্পাদনাতিনি ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক।
পুরস্কার ও সম্মাননাতিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), একুশে পদক (১৯৯১) পান এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি (১৯৯৩) লাভ করেন ।
প্রবন্ধগ্রন্থড. আহমদ শরীফের প্রবন্ধগ্রন্থসমূহের নাম:‘বিচিত চিন্তা” (১৯৫৭, সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান),‘সাহিত্য সংস্কৃতি চিন্তা' (১৯৬৯),‘স্বদেশ অন্বেষা' (১৯৭০),‘জীবনে সমাজে সাহিত্য' (১৯৭০),‘যুগ যন্ত্ৰণা’ (১৯৭৪),'কালিক ভাবনা' (১৯৭৪),‘মধ্যযুগের সাহিত্য সমাজ ও সংস্কৃতির রূপ' (১৯৭৭),‘বাঙালি ও বাঙলা সাহিত্য' (১ম খণ্ড-১৯৭৮, ২য় খণ্ড-১৯৮৩),‘সময় সমাজ মানুষ’ (১৯৯৫),‘স্বদেশ চিন্তা' (১৯৯৭),‘বিশ শতকের বাঙালি' (১৯৯৮),‘সংস্কৃতি’
সম্পাদনা গ্রন্থতাঁর সম্পাদনা গ্রন্থসমূহের নাম:‘লায়লী মজনু’ (১৯৫৭),‘রসুল বিজয়' (১৯৬৪),‘চন্দ্রাবতী' (১৯৬৭),‘সিকান্দারনামা' (১৯৭৭),‘নবী বংশ’ (১৯৭৮),‘রসুল চরিত' (১৯৭৮)।
মৃত্যু২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯ খ্রিস্টাব্দে মারা যান। মৃত্যুর আগে তিনি এক উইল (১৯৯৫) করে নিজের মৃত্যু-উত্তর চক্ষু ও দেহ ‘বাংলাদেশ মেডিকেল কলেজ'কে দান করে যান। এ উইল কমিটির আহবায়ক ছিলেন নাট্যকার মামুনুর রশীদ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা হলেন- [ বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে:০৫]

  • মুহম্মদ শহীদুল্লাহ
  • মুহম্মদ আব্দুল হাই
  • সৈয়দ আলী আহসান
  • আহমদ শরীফ

২. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি ? [ ৩১তম বিসিএস]

  • ১৯৯৭
  • ১৯৯৮
  • ১৯৯৯
  • ২০০০

৩. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:১২]

  • লোকায়ত বাংলা
  • সাম্প্রদায়িকতা
  • বিচিত চিন্তা
  • বিচিত্র কথা

৪. ‘বিচিত চিন্তা’ কী জাতীয় রচনা ? [ জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী : ২১]

  • ছোটগল্প
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • নাটক
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...