বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ
❐ বাংলা ভাষায় বর্ণমালা ➺ ১টি
❐ বাংলা ভাষায় মোট বর্ণ ➺ ৫০টি
❐ বাংলা ভাষায় মৌলিক ধ্বনি ➺ ৩৭ টি
❐ বাংলা ভাষায় বর্ণ ➺ ২ ধরনের (স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ)
❐ স্বরবর্ণ ➺ ১১টি (স্বরধ্বনি ৭টি)
❐ মৌলিক স্বরধ্বনি ➺ ৭টি (অ, আ, ই, উ, এ, ও, অ্যা)
❐ ব্যঞ্জন বর্ণ ➺ ৩৯টি (ব্যঞ্জন ধ্বনি ৩০টি)
❐ মৌলিক ব্যঞ্জনধ্বনি ➺ ৩০টি
❐ হ্রস্বস্বর ➺ ৪টি -অ, ই, উ, ঋ
❐ দীর্ঘস্বর ➺ ৭টি- আ, ঈ, উ, এ, ঐ, ও, ঔ
❐ যৌগিক স্বরবর্ণ/যৌগিক স্বরজ্ঞাপক ➺ ২টি (ঐ, ঔ)
❐ যৌগিক স্বরধ্বনি/দ্বিস্বর/যুগ্মস্বর/সান্ধ্যস্বর ➺ ২৫টি
❐ অর্ধস্বর ধ্বনি ➺ ৪টি (ই, উ, এ, ও)
❐ সম্মুখ স্বরধ্বনি ➺ ৩টি (ই, এ, অ্যা)
❐ পশ্চাৎ স্বরধ্বনি ➺ ৩টি (উ, ও, অ)
❐ কেন্দ্রীয় স্বরধ্বনি ➺ ১টি (আ)
❐ উচ্চ -স্বরধ্বনি ➺ ২টি (ই, উ)
❐ উচ্চমধ্য স্বরধ্বনি ➺ ২টি (এ, ও)
❐ নিম্নমধ্য স্বরধ্বনি ➺ ২টি (অ্যা, অ)
❐ নিম্ন - স্বরধ্বনি ➺ ১টি (আ)
❐ সংবৃত স্বরধ্বনি ➺ ২টি (ই, উ)
❐ অর্ধসংবৃত স্বরধ্বনি ➺ ২টি (এ, ও)
❐ অর্ধবিবৃত স্বরধ্বনি ➺ ২টি (অ্যা, অ)
❐ বিবৃত স্বরধ্বনি ➺ ১টি (আ)
❐ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার ➺ ১০টি
❐ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হয়না ➺ ১টি (অ)
❐ স্বরবর্ণের পূর্ণরূপ আছে ➺ ১১টি
❐ ব্যঞ্জবর্ণের সংক্ষিপ্ত রূপ ➺ ফলা (৬টি ➺ ম, ন, র, ব, য, ল)
❐ পূর্ণমাত্রার বর্ণ বাকি মোট ➺ ৩২টি
❐ পূর্ণমাত্রার স্বরবর্ণ ➺ ৬টি অ,আ,ই,ঈ,উ,ঊ)
❐ পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ ➺ ২৬টি - ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য়)
❐ অর্ধমাত্রার বর্ণ মোট ➺ ৮টি (ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ)
❐ অর্ধমাত্রার স্বরবর্ণ ➺ ১টি - ঋ
❐ অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ ➺ ৭টি - খ,গ,ণ,থ,ধ,প,শ
❐ মাত্রাহীন বর্ণ ➺ ১০টি (এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ९, ০২, ০৪, ০)
❐ মাত্রাহীন স্বরবর্ণ ➺ ৪টি -এ,ঐ,ও,ঔ
❐ মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ ➺ ৬টি - ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ
❐ পূর্ণমাত্রার স্বরবর্ণ ➺ ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ)
❐ বর্গীয় বর্ণ মোট ➺ ২৫টি (ক -ম পর্যন্ত)
❐ স্পর্শ ব্যঞ্জন ➺ ১৬/২০/২৫ টি
❐ অন্তঃস্থ বর্ণ ➺ ৪টি (য, র, ল, ব)
❐ শিসধ্বনি ➺ ২টি (শ, স)
❐ নাসিক্য বা আনুনাসিক ধ্বনি ➺ ৩টি (ঙ, ন, ম)
❐ নাসিক্য বর্ণ ➺ ৭টি (ঙ, ঞ, ণ, ন, ম, ০২, ০)
❐ উষ্ম বর্ণ ➺ ৪টি (শ, ষ, স, হ)
❐ শিস বর্ণ ➺ ৩টি (শ, ষ, স)
❐ পার্শ্বিক ধ্বনি ➺ ১টি (ল)
❐ কম্পনজাত ধ্বনি ➺ ১টি (র)
❐ তরল ধ্বনি ➺ ২টি (র, ল)
❐ তাড়নজাত/ তাড়িত ধ্বনি বা বর্ণ ➺ ২টি (ড়, ঢ়)
❐ পরাশ্রয়ী বর্ণ ➺ ৩টি (০৭, ০৪, ০)