Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ!

 💥 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

🍁 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা - [পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদের নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ প্রভাবতী সম্ভাষণ ।

❐ শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন - [পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদের নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম – [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

❐ 'প্রভাবতী সম্ভাষণ' কার রচনা? [২১ তম বিসিএস] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ? [২৩ তম বিসিএস] ➺ কমেডি অব এররস

❐ দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জুতো ছুঁড়ে মেরেছিলেন? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার-২০০৩] ➺ নীলদর্পণ ।

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন – [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা ২০০৩] ➺ ১৮২০ সালে ।

❐ বাংলা গদ্যের জনক কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004 ] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ?। নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক-২০০৪] ➺ কমেডি অব এররস।

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?। অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪] ➺ ভ্রান্তিবিলাস ।

❐ বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? তিথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে সহকারী তথ্য অফিসার-২০০৫] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

❐ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ বেতাল পঞ্চবিংশতি ।

❐ .“শকুন্তলা” কার লেখা গ্রন্থ? [বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার-২০০৭] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' এর পারিবারিক পদবি কোনটি? [Bangladesh Bank Assistant Director-2008] ➺ বন্দ্যোপাধ্যায়

❐ বিধবাবিবাহ রহিতকরণ বিষয়ে কে কলমযুদ্ধ শুরু করেন? [অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৯] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বিদ্যাসাগর' উপাধি দেয় - [৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-2009] ➺ সংস্কৃত কলেজ

❐ বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- [৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১০] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ প্রভাবতী সম্ভাষণ

❐ যতি চিহ্নের ব্যবহার কে উদ্ভাবন করেন? [বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষা-২০১১] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চির স্মরণীয়? [৩৪ তম বিসিএস] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন - [৯ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৩] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক হিসেবে খ্যাত সাহিত্যিকের নামঃ [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BARD) এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১৫] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ 'প্রভাবতী সম্ভাষণ' কে রচনা করেছেন? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট-২০১৫] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? [৩৫ তম বিসিএস] ➺ আত্মচরিত

❐ . .‘বেতাল পঞ্চবিংশতি' কার রচিত গ্রন্থ? ['জনপ্রশাসন মন্ত্রণালয়'র সহকারী পরিচালক-২০১৬] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১৬] ➺ ১৯ শতক

❐ বাংলা গদ্যের ‘যথার্থ শিল্পী’ বল হয় কাকে? [স্থানীয় সরকারী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ।

❐ ‘বর্ণ-পরিচয়’ গ্রন্থের লেখক কে? [ডাক, টেলি োগাযোগযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭]] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

❐ ‘ভ্রান্তিবিলাস' কার লেখা? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? [প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়েল উপসহকারী পরিচালক-২০১৭] ➺ অতি অল্প হইল ।

❐ বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৮] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

❐ বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৮] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থটি হচ্ছে – [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ ভ্রান্তিবিলাস ।

❐ কোন জন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর-২০১৮] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

❐ আধুনিক বাংলা গদ্যের জনক কে? [পিএসসি পিটিআই এর শিক্ষক-২০১৯] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ? [যুব উন্নয়ন অধিদপ্তর এর ক্রেডিট সুপারভাইজার-২০১৯] ➺ কমেডি অব এররস।

❐ বাংলা সাধু ভাষার জনক কে? [১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়-২)-২০১৯] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন? [মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২১] ➺ বীরসিংহ

❐ বাংলা গদ্যরীতির জনক কে? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল-২০২১] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? [৪৩ তম বিসিএস] ➺ বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

❐ বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন? [প্রাণিসম্পদ অধিদপ্তর এর ল্যাবরেটরী টেকনিশিয়ান-২০২৩] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাঙ্গাত্মক রচনা কোনটি? [ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর মাঠ সংগঠক-২০২৩] ➺ ব্রজবিলাস

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে 'বিদ্যাসাগর' উপাধি দেয়া হয়? [ভূমি মন্ত্রণালয় এর নিরীক্ষক-২০২৩] ➺ ১৮৩৯

❐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? [সাধারণ বীমা কর্পোরেশন এর উচ্চমান সহকারী-২০২৩] ➺ ব্যাকরণ কৌমুদী

❐ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? [৪৫ তম বিসিএস] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা- [৪৬ তম বিসিএস] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে 'বিদ্যাসাগর 'উপাধি লাভ করেন? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ- ২০০৭] ➺ সংস্কৃত কলেজ

❐ কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? [অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ বেতাল পঞ্চবিংশতি

❐ নিচের কোন গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে? [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক-২০১১] ➺ বেতাল পঞ্চবিংশতি

❐ বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ-২০০৭] ➺ ১৮৪৭ সালে ।

❐ বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছেন – [প্রবাসী কল্যাণ ব্যাংক জেনারেল অফিসার: ২১] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক – [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৮] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা–২০০৪] ➺ বর্ণ পরিচয়

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...