Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

সোমেন চন্দ

সোমেন চন্দ (১৯২০-১৯৪২)

গণসাহিত্যের উপর কাজ করা প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদ, বাংলার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ সোমেন চন্দ। তিনি মার্ক্সবাদী রাজনীতি ও সাহিত্যের আন্দোলনের পুরোধা ব্যক্তি এবং ঢাকার ‘প্রগতি লেখক সংঘ' এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি নিষিদ্ধ ঘোষিত ‘কমিউনিস্ট পার্টি'র সার্বক্ষণিক গোপন কর্মী ছিলেন ।

সোমেন চন্দের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মসোমেন চন্দ ২৪মে, ১৯২০ খ্রিস্টাব্দে নরসিংদী জেলার পলাশের বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ।
পূর্ণ নামতাঁর পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ
বিশেষ পরিচিতিতিনি রণেশ দাশগুপ্ত ও অচ্যুত গোস্বামীর বন্ধু ছিলেন। তিনি বাংলা সাহিত্যে প্রথম গণসাহিত্যের উপর কাজ করেন।
সম্পাদনাতিনি ‘প্রগতি লেখক সংঘ' এর মুখপত্র ‘ক্রান্তি ' সম্পাদনা করেন ।
সাহিত্যিক জীবনের সময়কাল১৯৩৯ থেকে ১৯৪২ সাল পর্যন্ত তাঁর সাহিত্যিক জীবনের পরিধি। তাঁর জীবদ্দশায় কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি ।
আয়ুষ্কালবাংলা সাহিত্যের তরুণ উদীয়মান সাহিত্যিক কবি সুকান্ত ভট্টাচার্য, আধুনিক কথাসাহিত্যের স্থপতি সোমেন চন্দ এবং কবি ও কথাশিল্পী খান মোহাম্মদ ফারাবী- এ তিনজনের কেউই ২২ বছরের বেশি জীবিত ছিলেন না ।
পুরস্কার প্রবর্তনকলকাতার বাংলা একাডেমি ‘সোমেন চন্দ পুরস্কার' প্রবর্তন করেন।
গ্রন্থসমূহসোমেন চন্দ রচিত গ্রন্থসমূহ: ‘শিশু তপন’ (১৯৩৭): এটি তাঁর প্রথম গল্প। ‘সাপ্তাহিক লেখা প্রথম গল্প । দেশ' পত্রিকায় এটি প্রকাশিত হয়। ‘সংকেত ও অন্যান্য গল্প' (১৯৪৩), ‘বনস্পতি ও অন্যান গল্প' (১৯৪৪)।
১৯৭৩ সালে ঢাকার ‘ কালিকলম ' প্রকাশ থেকে রণেশ দাশগুপ্তের সম্পাদনায় এই দুটি গ্রন্থের সংযুক্ত রূপ ‘সোমেন চন্দের গল্পগুচ্ছ' প্রকাশিত হয় ।
তাঁর রচিত উপন্যাসের নাম “ বন্যা”।
বিখ্যাত গল্প‘ইঁদুর’: বাংলা ছোটগল্পের ধারায় ‘ইঁদুর’ একটি বিশিষ্ট গল্প। জীবনের পরতে পরতে যে বাস্তবের অনুশীলন প্রতিনিয়ত আমরা চর্চা করি, আমাদের শাণিত বোধ যেখানে আটপৌরে সমাজব্যবস্থার কাছে আনত সেখানে একটি ইঁদুরের সংগ্রাম কাহিনি সেই মানুষের বিরুদ্ধে, এটিই এ গল্পের উপজীব্য। এ গল্পটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ‘ইঁদুর' গল্প পড়েই কথাসাহিত্য রচনার অনুপ্রেরণা লাভ করেন।
‘দাঙ্গা’: এ গল্পটি হিন্দু-মুসলিম দাঙ্গার উপর বাংলা ভাষায় লেখা প্রথম গল্প।
‘সংকেত','বনস্পতি','স্বপ্ন'।
মৃত্যু৮ মার্চ, ১৯৪২ সালে বুদ্ধিজীবী, লেখক সকলে ঢাকা শহরে এক ফ্যাসিবাদ বিরোধী সম্মেলন আহবান করে। সম্মেলন উপলক্ষে ঢাকায় উত্তেজনা বিরাজ করে। এ দিন সকালে উদ্যোক্তাদের অন্যতম তরুণ সাহিত্যিক সোমেন চন্দ ফ্যাসিবাদ সমর্থকদের হাতে নিহত হন (লক্ষ্মীবাজার হৃষিকেশ দাস লেন মোড়ে)।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. 'ইঁদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম--- [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা:১২]

  • আবুল বাশার
  • সোমেন চন্দ
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ইব্রাহীম খাঁ

২. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন ? [ ৩৫তম বিসিএস]

  • আবুল হাসান
  • হুমায়ুন কবির
  • মহাদেব সাহা
  • সোমেন চন্দ
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...