💥 মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ
🍁 ‘আগুনের পরশমনি' উপন্যাসের উপজীব্য বিষয় কি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা)-2001] ➺ মুক্তিযুদ্ধ
❐ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? [২০ তম বিসিএস] ➺ আগুনের পরশমণি
❐ 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত? [বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর প্রাণরসায়নবিদ-২০২৩] ➺ মুক্তিযুদ্ধ
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস – [শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৫] ➺ রাইফেল রোটি আওরাত ।
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২০০৮] ➺ জলাংগী
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি? সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (20-09-2012)] ➺ জলাঙ্গী
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [২৮ তম বিসিএস] ➺ জাহান্নাম হইতে বিদায়
❐ 'জাহান্নাম হতে বিদায়' উপন্যাসটি লেখক কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১] ➺ শওকত ওসমান
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [৩৪ তম বিসিএস] ➺ হাঙর নদী গ্রেনেড
❐ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১৬] ➺ উপমহাদেশ/নিষিদ্ধ লেবানন
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? (নাক রেজিষ্টার নিয়োগ পরীক্ষা-২০১৬] ➺ নিষিদ্ধ লোবান
❐ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? [১১ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১৭] ➺ কাঁদো নদী কাঁদো (দুই সৈনিক/রাইফেল রোটি আওরাত/নেকড়ে অরণ্য)
❐ কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ দুই সৈনিক।
❐ ‘মুক্তিযুদ্ধ’ ভিত্তিক উপন্যাস কোনটি? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান- 2017 ] ➺ জোছনা ও জননীর গল্প ।
❐ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উন্যাস নয় কোনটি? [প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়েল উপসহকারী পরিচালক-২০১৭] ➺ নীল ময়ূরের যৌবন (সেলিনা হোসেন)
❐ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৮] ➺ হাঙর নদী গ্রেনেড।
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ নেকড়ে অরণ্য ।
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্যামল ছায়া’র রচয়িতা কে? [বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ)-২০১৮] ➺ হুমায়ূন আহমেদ ।
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা- [৩৯ তম বিসিএস]?] ➺ হুমায়ূন আহমেদ
❐ মুক্তিযুদ্ধভিত্তিক রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি? [পিটিটিআই ইন্সট্রাক্টর-২০১৯] ➺ জলাঙ্গী
❐ হুমায়ূন আহমেদের 'শ্যামলা ছায়া ' উপন্যাসের পটভূমি হচ্ছে--। [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ বাংলাদেশের মুক্তিযুদ্ধ
❐ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? [৪০ তম বিসিএস] ➺ একটি কালো মেয়ের কথা
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [সমন্বিত ৪ ব্যাংক এর সহকারী প্রোগ্রামার-২০২০] ➺ জীবন আমার বোন
❐ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? [হিসাব-মহানিয়ন্ত্রক (সিজিএ), অডিটর - ২০২০] ➺ কাবিলের বোন।
❐ মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত' কার লেখা? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর ফিল্ড অফিসার-২০২১] ➺ আনোয়ার পাশা
❐ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত' এর রচয়িতা কে? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী-২০২১] ➺ আনোয়ার পাশা
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? [খাদ্য অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২১ রাইফেল রোটি আওরাত
❐ মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ‘নিষিদ্ধ লোবান’ কার লেখা? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ডাটা এন্ট্রি অপারেটর-২০২১] ➺ সৈয়দ শামসুল হক
❐ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘হাঙ্গর নদী গ্রেনেড” কে লিখেছেন? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২১] ➺ সেলিনা হোসেন
❐ হুমায়ন আহমেদ এর ‘জোৎস্না ও জননীর গল্প' উপন্যাস কী বিষয় অবলম্বনে রচিত? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকতা-২০২১] ➺ মুক্তিযুদ্ধ
❐ তারাশঙ্কর বন্দোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয় । উপন্যাসটির নাম কী? [৪১ তম বিসিএস-২০২১] ➺ ১৯৭১
❐ শওকত ওসমানের রচনা নয় কোনটি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী প্রকৌশলী-২০১৬] ➺ পিঙ্গল আকাশ (পিতল পিঞ্জর/জলাংগী/দুই সৈনিক)
❐ 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' কোন ধরনের গ্রন্থ? [বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ'র মোটরযান পরিদর্শক-২০২৩] ➺ উপন্যাস
❐ মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? [৪২ তম বিসিএস-২০২১] ➺ জীবন ও রাজনৈতিক বাস্তবতা
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২২] ➺ জীবন ও রাজনৈতিক বাস্তবতা ।
❐ বাংলাদেশের বর্তমানে রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস ‘তামস’ এর রচয়িতা কে? [সিজিডিএফ এর অডিটর- 2022] ➺ বরেন চক্রবর্তী ।
❐ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা? [ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ঔষধ তত্ত্বধায়ক-২০২২] ➺ হাঙ্গর নদী গ্রেনেড।
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি? [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ শেষের কবিতা (হাঙর নদীর গ্রেনেড/স্টপ জেনোসাইড/জোছনা ও জননীর গল্প)
❐ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? [বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট-২০২২] ➺ জনক ও জননীর গল্প ।
❐ শওকত আলীর ‘যাত্রা’ উপন্যাসের কাহিনী হলো- [ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার-২০২২] ➺ মুক্তিযুদ্ধ
❐ কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস? [বাংলাদেশ টেলিভিশন'র উপ-সহকারী প্রকৌশলী-২০২৩] ➺ দেয়াল
❐ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? [মেডিকেল ভর্তি পরীক্ষা: ২৩] ➺ মা
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মা' রচনা করেন - [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর সিনিয়র স্টাফ নার্স-২০২৩] ➺ আনিসুল হক
❐ রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো : [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর জুনিয়র ইন্সট্রাক্টর-২০২৩] ➺ মুক্তিযুদ্ধ
❐ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [Bangladesh Oll, Gas And Mineral Corporation এর উপ সহকারি প্রকৌশলী (মেকানিক্যাল)- ২০২৪] ➺ সূর্যের দিন
❐ ‘আমার বন্ধু রাশেদ' উপন্যাসের রচয়িতা কে? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ-২০১৭] ➺ মুহাম্মদ জাফর ইকবাল ।
❐ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? [প্রবাসী কল্যাণ ব্যাংক এর ক্যাশ অফিসার:২১] ➺ আরেক ফালগুন (হাঙর নদীর গ্রেনেড/আগুনের পরশমণি/রাইফেল রোটি আওরাত)
❐ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? [চবি বি ইউনিট:২০-২১] ➺ বিষাদ সিন্ধু (রক্তের অক্ষর/শ্যামল ছায়া/রাইফেল রোটি আওরাত)
❐ শওকত ওসমানের মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে যে রচনায় – [প্রবাসী কল্যাণ ব্যাংক এর জেনারেল অফিসার: ২১] ➺ জাহান্নাম হইতে বিদায়
❐ 'বায়ান্ন গলির এক গলি' কার রচনা- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫] ➺ রাবেয়া খাতুন
❐ “আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০১২] ➺ এম.আর. আখতার মুকুল
❐ ‘এ গোল্ডেন এজ' উপন্যাসটির রচয়িতা – [ঢাবি ঘ ইউনিট: ০৭-০৮] ➺ তাহমিনা আনাম
❐ মুক্তিযুদ্ধের একটি নাটক – [শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ কী চাহ শঙ্খচিল ।
❐ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক? [বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক-২০২২ যে অরণ্যে আলো নেই
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক – [বাংলাদেশ রেলওয়ের এর সহকারী কমান্ডেন্ট-20071 পায়ের আওয়াজ পাওয়া যায়
❐ “পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের প্রেক্ষাপট- [বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার-২০০৭] ➺ মুক্তিযুদ্ধের শেষ
❐ “পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের মৌল বিষয় কি? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ মুক্তিযুদ্ধ
❐ 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার কে? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৬] ➺ সৈয়দ শামসুল হক
❐ সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? [সাব-রেজিস্ট্রার-২০০৩] ➺ পায়ের আওয়াজ পাওয়া যায়।
❐ কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক নাটক? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ পায়ের আওয়াজ পাওয়া যায় —
❐ 'পায়ের আওয়াজ পাওয়া যায়' - কোন জাতীয় রচনা? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রগ্রামার-২০১৩] ➺ নাটক
❐ 'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা? [জনপ্রশাসন মন্ত্রণালয়'র প্রশাসনিক কর্মকর্তা-২০১৬] ➺ নাটক
❐ জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটি কে রচনা করেছেন? | সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (কংস)] ➺ সেলিম আল দীন।
❐ ‘স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে?।৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১৩] ➺ মমতাজউদ্দীন আহমদ
❐ ‘তরঙ্গভঙ্গ' নাটকটির রচয়িতা কে? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ সৈয়দ ওয়ালীউল্লাহ ।
❐ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়? [জনপ্রশাসন মন্ত্রণালয়'র প্রশাসনিক কর্মকর্তা-২০১৬] ➺ ইবলিশ (পায়ের আওয়াজ পাওয়া যায়/নরকে লাল গোলাপ/বর্ণচোরা
❐ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বর্ণচোরা’ এর রচয়িতা কে? [সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের সহকারী শিক্ষক: ২৩] ➺ মমতাজ উদ্দীন আহমেদ
❐ মুক্তিযুদ্ধভিত্তিক রচনা নয় কোনটি? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ)-২০১৮] ➺ কবর (নিষিদ্ধ লোবান/দুই সৈনিক/জীবন আমার বোন)
❐ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় কোনটি? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তা-২০২১] ➺ নুরুলদীনের সারাজীবন (পায়ের আওয়াজ পাওয়া যায়/এই দেশে এই বেশে/ঘুম নেই)
❐ মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবনবৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? [সিজিডিএফ এর অডিটর-২০২২] ➺ পঙ্কজ বিভাস ।
❐ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ? [দুর্নীতি দমন কমিশন (সহকারী পরিচালক)-২০২০] ➺ যখন উদ্যত সঙ্গীন ।
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-২০১৯] ➺ নিজবাসভূমে ।
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? [বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৫] ➺ বাসন ।
❐ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? [৩৮ তম বিসিএস] ➺ বন্দী শিবির থেকে
❐ মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর-২০১৮] ➺ বন্দী শিবির থেকে ।
❐ মুক্তিযুদ্ধভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক-২০১৮] ➺ বন্দী শিবির থেকে।
❐ ‘স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [দুর্নীতি দমন কমিশন (সহকারী পরিচালক)-২০২০] ➺ বন্দী শিবির থেকে।
❐ ‘মুক্তিযুদ্ধ-৭১' কার লেখা? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২০০৬] ➺ এম. আর আখতার মুকুল ।
❐ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার; তারিখঃ ২২.০৯.২০০৬] ➺ বিদ্রোহে বাঙালী।
❐ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) এর সহকারী পরিচালক; তারিখঃ ০৮.১২.২০০৬] ➺ আমি বীরাঙ্গনা বলছি। (নীলিমা ইব্রাহিম)
❐ 'ফেরারী ডায়েরী' কোন পটভূমিকায় রচিত? [জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২০২১] ➺ মুক্তিযুদ্ধের
❐ নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা-২০১০] ➺ ফেরারী ডাইরী
❐ একাত্তরের দিনগুলো' স্মৃতিকথার গ্রন্থকার কে? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০০৬] ➺ জাহানারা ইমাম ।
❐ 'একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008] ➺ স্মৃতিকথা
❐ মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? [৩২ তম বিসিএস] ➺ একাত্তরের দিনগুলি
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি' কে রচনা করেছেন? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর জুনিয়র অফিসার-২০১৯] ➺ জাহানারা ইমাম ।
❐ মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? [৩২ তম বিসিএস] ➺ একাত্তরের দিনগুলি
❐ নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? [৩৫ তম বিসিএস] ➺ সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
❐ মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের দিনগুলি' এর রচয়িতা কে? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৬] ➺ জাহানারা ইমাম
❐ মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী প্রকৌশলী-২০১৬] ➺ খাঁচায়
❐ নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? [সাধারণ বীমা কর্পোরেশন এর জুনিয়র অফিসার-২০১৯] ➺ আগুনপাখি ৷
❐ মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ‘বুকের ভেতর আগুন' এর রচয়িতা কে? [বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর Assistant Manager (Production Control)-2023] ➺ জাহানারা ইমাম
❐ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর এয়ারপোর্ট ফায়ার লিডার-২০২৪] ➺ বিদ্রোহী বাঙ্গালী (দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়)
❐ মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী A story of My Time গ্রন্থের লেখক কে? [সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা এর স্বাস্থ্য সহকারী-২০২৪] ➺ মনজুরুল হক
❐ দ্যা লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে সহকারী তথ্য অফিসার-২০০৫] ➺ · সুখওয়ান্ত সিং ।
❐ 'একাত্তরের বিজয়গাঁথা' কার লেখা? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অপারেটর-২০২৪] ➺ মেজর রফিকুল ইসলাম
❐ 'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রগ্রামার-২০১৩] ➺ রফিকুল ইসলাম (বীর উত্তম)
❐ ‘একাত্তরের ডায়েরী' গ্রন্থের রচয়িতা কে? [ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২২] ➺ সুফিয়া কামাল ।
❐ নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? [বাংলাদেশ টেলিভিশন এর প্রযোজক: ০৬] ➺ বিরহ বিলাপ (একাত্তরের দিনগুলি/আমি বীরাঙ্গনা বলছি/বকুলপুরের স্বাধীনতা)
❐ মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ ‘আমার কিছু কথা” এর লেখক কে? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক: ০৯] ➺ আব্দুল গাফফার চৌধুরী
❐ ‘একাত্তরের বর্ণমালা' কার লেখা?।যুব উন্নয়ন অধিদপ্তর এর ক্রেডিট সুপারভাইজার-২০১৯] ➺ এম আর আখতার মুকুল ।
❐ ‘A search for Identity' বইটি কার লেখা? [থানা শিক্ষা অফিসার: ৯৯] ➺ মেজর আব্দুল জলিল
❐ ‘একাত্তরের দিনগুলি' নামের বইয়ের লেখক- [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহকারী প্রোগ্রামার-২০২০] ➺ জাহানারা ইমাম
❐ কোনটি সঠিক? [অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
❐ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলোর পাশে উল্লেখিত লেখকের নাম কোনটি সঠিক নয়? [বিএসসি ইন নার্সিং কোর্স-২০২২] ➺ একাত্তরের চিঠি-আনিসুল হক (জ্যোৎস্না ও জননীর গল্প-হুমায়ূন আহমেদ/একাত্তরের ডায়েরী-বেগম সুফিয়া কামাল/একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম)
❐ আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ)-২০১৮] ➺ একাত্তরের মুক্তিযুদ্ধ।
❐ কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ? [খাদ্য অধিদপ্তর এর স্প্রেম্যান-২০২২] ➺ নামহীন গোত্রহীন (হাসান আজিজুল হক)
❐ 'মুক্তিযুদ্ধের গল্প' এর লেখক কে? [মোংলা বন্দর কর্তৃপক্ষ এর জুনিয়র আউটডোর এসিস্টেন্ট-২০২৩] ➺ মনিহায়দার/শামসুর রহমান/রফিক আহমদ/হাসিনা আহমেদ
❐ গল্প সংকলন ‘মুক্তিযুদ্ধের গল্প’ রচনা করেছেন- [রাবি সমাজকর্ম: ০৭-০৮] ➺ রাবেয়া খাতুন
❐ ‘একাত্তরের যীশু' গল্পের রচয়িতা কে? [সিজিডিএফ (ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট) এর জুনিয়র অডিটর-২০২২] ➺ শাহরিয়ার কবির।
❐ শামসুর রাহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ তুমি বলেছিলে ।
❐ মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা "সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা কে? [৭ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১১] ➺ এলেন গিন্সবার্গ
❐ ‘স্বাধীনতা’ এ শব্দটি কীভাবে আমাদের হলো - কবিতাংশটি কোন কবির রচনা? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার-২০১৮] ➺ নির্মলেন্দু গুণ ।
❐ মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন? [ঢবি ঘ ইউনিট: ০৫- 0৬] ➺ অ্যালেন গিনসবার্গ
❐ 'একাত্তরের চিঠি' কী জাতীয় রচনা? [বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪] ➺ মুক্তিযুদ্ধের পত্র সংকলন
❐ 'মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণের দলিলপত্র' কে সম্পাদনা করেন? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২০০৭] ➺ হাসান হাফিজুর রহমান
❐ কার উদ্যোগে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ' বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত] ➺ কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-২০০৬] ➺ জিয়াউর রহমান/আতাউল গণি ওসমানী
❐ বাংলাদেশের (ষোল খন্ডের) মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন? [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর-২০১১] ➺ হাসান হাফিজুর রহমান
❐ “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন [তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার- ২০১৩] ➺ হাসান হাফিজুর রহমান
❐ ‘মা গো ভাবনা কেন’/আমরা তোমার শান্তিপ্রিয়' মুক্তিযুদ্ধ বিষয়ক গানটির রচয়িতা কে? [পররাষ্ট্র মন্ত্রণালয় এর সহকারী সাইফার-২০২২] ➺ গৌরিপ্রসন্ন মজুমদার ।
❐ জীবনঢুলী কি? [৩৫তম বিসিএস] ➺ একটি চলচ্চিত্রের নাম
❐ ‘ওরা এগারজন’ চলচ্চিত্রের মুখ্য উপজীব্য ও পটভূমি হলো – [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
❐ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসার-২০১৬] ➺ গেরিলা
❐ “আগুনের পরশমণি” চলচ্চিত্র পটভূমি কি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর-২০১৬] ➺ মুক্তিযুদ্ধ
❐ স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত)-২০১৭] ➺ ওরা ১১ জন।
❐ নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-২০১৯] ➺ নীল আকাশের নীচে (গেরিলা/ আগুনের পরশমনি/ওরা ১১ জন)
❐ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র – [বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এর এরোড্রাম কর্মকর্তা-২০২১] ➺ · Stop genocide
❐ মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি ‘ওরা এগারজন' এর পরিচালক কে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ চাষী নজরুল ইসলাম ।
❐ ‘স্টপ জেনোসাইড' প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু – [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (৩য় ধাপ-৪০২১-০২)-২০২২] ➺ মুক্তিযুদ্ধ
❐ স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ রক্তাক্ত বাংলা ।