১. হার্বাটের ডেমনস্ট্রেশন স্কুল কি জন্য স্থাপিত হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝হার্বাটের ডেমনস্ট্রেশন স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য স্থাপিত হয়।
❐ প্রসিদ্ধ জার্মান শিক্ষাবিদ জন ফ্রেডারিক হার্বার্ট পাঠদানের জন্য পদ্ধতি নির্ধারণ, পাঠ-পরিকল্পনা প্রণয়নের একটি সুনির্ধারিত কাঠামো তৈরি করেন।
এই কাঠামোতে পাঁচটি সোপান অন্তর্ভুক্ত রয়েছে বলে তাঁর পাঠদান পদ্ধতিকে পঞ্চসোপান পদ্ধতি এবং তাঁর উদ্ভাবিত নির্ধারিত ছকের পাঠ-পরিকল্পনাকে পঞ্চসোপান বিশিষ্ট পাঠ-পরিকল্পনা নামে অভিহিত করা হয়।
হার্বার্টের শ্রেণী পাঠদানে শেখা ও শেখানোর কাজকে কয়েকটি স্তরে বা সোপানে বিভক্ত করেছেন। সোপানগুলো যুক্তিনিষ্ঠভাবে পরস্পর বিন্যস্ত। সোপানসমূহ অনুধাবন করে অগ্রসর হতে পারলে শ্রেণীকক্ষে শিখন প্রক্রিয়াকে কার্যকর করে তোলা যায়।
❐ হার্বার্টের শিখন পদ্ধতির পাঁচটি সোপানের নাম হল:
❖ ১. প্রস্তুতি (Preparation )
❖ ২. উপস্থাপন (Presentation)
❖ ৩. তুলনাকরণ ও বিমূর্তকরণ (Comparison and Abstraction)
❖ ৪. সাধারণিকরণ (Generalization)
❖ ৫. অভিযোজন বা প্রয়োগ (Application)
২. Which of the following words can be both masculine and feminine?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Spouse, can be both masculine and feminine.
❐ অর্থাৎ, এটি একটি common gender.
❐ এর অর্থ স্বামী বা স্ত্রী।
❐ প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Gander - কলহংস masculine gender, এর feminine form - goose (রাজহংসী)
খ) Spinster (অবিবাহিতা মহিলা) এর masculine gender Bachelor (অবিবাহিত পুরুষ)
ঘ) Actor (অভিনেতা) masculine gender এর feminine form Actress (অভিনেত্রী)
৩. The adjective of 'hardness' is -
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) ➺সহকারী কর্মকর্তা ☞11.3.23
ব্যাখ্যাঃ
📝The adjective of 'hardness' is - Hard.
❐ Hard - (Adjective) - শক্ত; কঠিন
৪. I have lost the watch, it will _____ be found. Fill in the blanks.
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) ever - আদৌ; যদি
খ) never - কখনো না; কোনোক্রমেই না
গ) any day - যেকোনো দিন
ঘ) always - সর্বদা
▣ সুতরাং, context অনুসারে শূন্যস্থানে never শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
❐ Complete Sentence: I have lost the watch; it will never be found.
❐ Bangla Meaning: আমি ঘড়িটি হারিয়ে ফেলেছি, যেটি আর কখনোই খুঁজে পাওয়া যাবে।
৫. ভিটামিন ‘সি’- এর অপর নাম -
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি রোগ হয়।
❐ ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড।
❐ ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
❐ ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়।
❐ ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
৬. দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত -
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাতকে বলা হয় সংকর।
যেমন :দুটি সংকর জাতের মোরগ- ‘রূপালী’ (সাদা লেগহর্ন মুরগা ফাওমি মুরগি) ও ‘সোনালী’ (আর আই আর মুরগা ফাওমি মুরগি) বাংলাদেশের গ্রামীণ পরিবেশে সুঅভিযোজিত হয়ে আছে।
৭. কাগজের প্রধান রাসায়নিক উপাদান -
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর ~ বিল্ডিং ওভারশিয়ার-৭.১৮
ব্যাখ্যাঃ
📝সেলুলোজের ব্যবহার:
❐ সেলুলোজ কাগজ ও বস্ত্র শিল্পের প্রধান উপাদান,
❐ একে অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়,
❐ একে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়,
❐ আসবাবপত্র ও নির্মাণ সামগ্রী তৈরিতে যান্ত্রিক সাহায্য প্রদানকারী প্রধান উপাদান সেলুলোজ,
❐ কাঠখেকো কীটপতঙ্গের পুষ্টিনালিতে বসবাসকারী এক ধরনের পরজীবী সেলুলোজ নামক উৎসেচক নিঃসৃত করে কাঠ হজমে সাহায্য করে ।
৮. (২৫/২)% এর সমান ভগ্নাংশ কত হবে?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
(২৫/২)%
➾ ২৫/(২ × ১০০)
➾ ১/৮
৯. কোনো সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬,০০০ টাকা হলে, ঐ সম্পত্তির ১/৮ অংশের মূল্যের ৪ গুণ কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
১/২ অংশ সম্পত্তির মূল্য ১৬,০০০ টাকা
১ অংশ সম্পত্তির মূল্য (১৬,০০০ × ২)/১ টাকা
১/৮ অংশ সম্পত্তির মূল্য (১৬,০০০ × ২)/(১ × ৮) টাকা ➾ ৪০০০ টাকা
❐ ১/৮ অংশ সম্পত্তির মূল্যের ৪ গুণ = ৪০০০ × ৪ = ১৬০০০ টাকা
১০. The synonym of 'antagonist' is -
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝Antagonist (noun) - প্রতিদ্বন্দ্বী; বিরোধী ব্যক্তি; প্রতিপক্ষ।
❐ প্রশ্নে উল্লেখির অপশন গুলোর মধ্যে -
ক) Quarrelsome (adjective) ঝগড়াটে; বদরাগী।
খ) Opponent -(noun) প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।
গ) Hyperactive (adjective) (চিকিৎসাশাস্ত্র) (বিশেষত শিশু) অস্বাভাবিকভাবে অতিমাত্রায় সক্রিয়; অত্যুদ্যুক্ত; অতিক্রিয়
ঘ) Belligerent (adjective), (noun) (ব্যক্তি, জাতি ইত্যাদি) যুদ্ধরত; যুধ্যমান
▣ সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -Opponent শব্দটি Antagonist এর সমার্থক অর্থ প্রকাশ করে।
❐ তাই, সঠিক উত্তর - Opponent.
১১. The correct proverb is -
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 পরিবার পরিকল্পনা অধিদপ্তর ➺মেডিকেল টেকনোলজিস্ট ☞21.1.23
ব্যাখ্যাঃ
📝The correct proverb is - Silence is golden.
❐ English Meaning: it's often wise to say nothing.
❐ Bangla Meaning: কিছুই না বলা/ নীরবতা পালন বুদ্ধিমানের কাজ।
১২. মুহম্মদ বিন বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2006➯খ ইউনিট 📖 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়➟2018➯ইউনিট : D
ব্যাখ্যাঃ
📝ত্রয়োদশ শতকে ১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কর্তৃক নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়।
❐ ১২০৪ সালে বখতিয়ার খলজি বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন।
❐ উত্তর আফগানিস্তানের গরমশির (আধুনিক দস্ত-ই-মার্গ) এলাকার বাসিন্দা ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজী তুর্কি জাতির খলজী সম্প্রদায়র্ভুক্ত ছিলেন।
❐ বখতিয়ার খলজী স্বল্প সময়ের জন্য নদীয়ায় অবস্থান করেন এবং পরে তিনি গৌড়ের দিকে যাত্রা করেন।
❐ তিনি ৬০১ হিজরিতে (১২০৫ খ্রি.) বিনা বাধায় গৌড় জয় করেন এবং লখনৌতি নাম দিয়ে সেখানে তাঁর রাজধানী স্থাপন করেন। পূর্বে গৌড়ের নাম ছিল লক্ষণাবতী।
১৩. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় -
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝ইতিহাস খুঁজে জানা যায়, পৃথিবীর সবচেয়ে পুরনো মানচিত্রটি ব্যাবিলনের। এর নাম ইন্ডিগো মুন্ডি।
❐ এটি পাওয়া যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০ সালে বা যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় ৬০০ বছর আগে।
❐ মজার ব্যাপার হল, মানচিত্রটি হাতে আঁকা হয়নি। এটি ছিল একটি পোড়ামাটির ফলক। তবে সবচেয়ে প্রাচীন মানচিত্র হলেও সেটি ছিল শুধুই ব্যাবিলনের মানচিত্র।
❐ প্রথম পৃথিবীর মানচিত্র আঁকার চেষ্টা করেন অ্যানাঙ্গিম্যান্ডার।
❐ তার এ মানচিত্রটিকে আরেকটু উন্নত করেন হেক্টিয়াস অব মিলেটাস।
❐ তিনি এশিয়ার শেষ প্রান্ত ভারতের অবস্থানও দেখিয়েছিলেন। এমনকি মিসরের অবস্থানও ছিল তার মানচিত্রে।
১৪. কাপড়ে কালি পড়লে দাগ সহজে উঠে -
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝জামাকাপড় থেকে কালির দাগ অপসারণের সবচেয়ে সাধারণ এবং সহজ উপায় হলো দাগের জায়গাটি ভিজিয়ে তার উপর অল্প পরিমাণে লবণ দিয়ে দেওয়া।
❐ বেশি পরিমাণে লেবুর রস দিয়েও দাগ দূর করা যায়। এক্ষেত্রে দাগের স্থানে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে ঘসে দাগ তুলে ফেলুন। এরকম কয়েকবার করতে পারেন।
❐ নেলপলিশ তোলার ক্ষেত্রে আমরা সাধারণত যে রিমুভার ব্যবহার করা হয় সেই রিমুভার ব্যবহার করে আপনি কালির দাগ তুলতে পারবেন।
❐ ভুট্টার পেস্টও কালির দাগ অপসারণ করতে ব্যবহার করতে পারেন।
১৫. যা চিরস্থায়ী নয়-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়➟2017➯B ইউনিট 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
ব্যাখ্যাঃ
📝'যা চিরস্থায়ী নয়' = নশ্বর
❐ কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
❐ 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর,
❐ 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর,
❐ 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী,
❐ 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।
১৬. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 22nd BCS General Feb, 2001 📖 ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-১০.১২.১০
ব্যাখ্যাঃ
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ = ৪০০ টাকা
❐ ৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় ২০/৪০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/৪০০ টাকা➾ ৫ টাকা
❐ ∴ ক্ষতির শতকরা হার = ৫%
১৭. ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ান হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(NSI) - ওয়্যারলেস অপারেটর/হিসাবরক্ষক কাম-ক্যাশিয়ার 11-09-2021 📖 ডাক বিভাগ ~মেট্রোপলিটন সার্কেল-২০১৯ ➺মেইল অপারেটর ☞27.5.23
ব্যাখ্যাঃ
❐ ∴ ∠BAD = ∠BCD = ১০০°
আবার,
∠BCD + ∠BCE = ১৮০°
➾ ১০০° + ∠BCE = ১৮০°
➾ ∠BCE = ৮০°
১৮. The man was relieved _____ his pain.
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 24th BCS (Cancelled) Feb, 2003 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2010➯গ ইউনিট
ব্যাখ্যাঃ
📝Relieved to - no longer feeling distressed or anxious; reassured / happy that something unpleasant has not happened or has ended.
❐ অর্থাৎ কোনো অনাকাংখিত বিষয় বা রোগ শোক থেকে মুক্তি বোঝালে relieved এরপর preposition হিসাবে to বসে।
❐ তাই সঠিক উত্তর - to.
১৯. 'Hideously' means-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝'Hideously' - (adverb) কুৎসিতভাবে; বীভৎসভাবে; ভীষণভাবে।
❐ প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে -
ক) quietly - (adverb) - শান্তভাবে; নম্রভা্বে।
খ) fragrantly -(adverb) in a way that smells pleasant
গ) suddenly - (adverb) হঠাৎ, অকস্মাৎ
ঘ) horribly - (adverb) দারুণভাবে; বীভৎসভাবে; ভীষণভাবে; ভয়ানকভাবে।
▣ সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - horribly শব্দটি Hideously এর সমার্থক অর্থ প্রকাশ করে।
❐ তাই, সঠিক উত্তর - horribly
২০. ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ সহকারী রাসায়নিক পরীক্ষক-১২.০২ 📖 যোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের সহকারী কমান্ডেন্ট-০৭.০২.০৭
ব্যাখ্যাঃ
📝১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-র∘্যাডক্লিফ লাইন।
❐ ১৯৪৭ সালের ৩রা জুন মাউন্টব্যাটেন তার ভারত বিভাগ পরিকল্পনা প্রকাশের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণের জন্যে ব্রিটিশ সরকার জুন মাসে স্যার সিরিল জন র∘্যাডক্লিফকে চেয়ারম্যান করে র∘্যাডক্লিফ কমিশন গঠন করে।
এই কমিশনের অধীন বেঙ্গল বাউন্ডারি কমিশন ও পাঞ্জাব বাউন্ডারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে র∘্যাডক্লিফ রোয়েদাদ প্রকাশ করা হয় যার ভিত্তিতে ভারত ভাগ হয়।
২১. ’অবজ্ঞাত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝’অবজ্ঞাত’ বিশেষণটির বিশেষ্য রূপ হলো অবজ্ঞা।
❐ অবজ্ঞা (বিশেষ্য)
১ উপেক্ষা।
২ তাচ্ছিল্য।
৩ ঘৃণা।
৪ অবমাননা; অপমান।
❐ অবজ্ঞাত (বিশেষণ)
অর্থ :(সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
❐ অবজ্ঞেয় (বিশেষ্য)
অর্থ :অবজ্ঞার যোগ্য।
২২. নাটক ও প্রহসনে পার্থক্য-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝নাটক অর্থ অভিনয় উপযোগী রচনা; দৃশ্যকাব্য।
প্রহসন হল সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক ।
❐ তাই বলা যায়, নাটক ও প্রহসনে পার্থক্য হলো ব্যঙ্গবিদ্রূপ।
২৩. a = 3 হলে a^3= কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 28th BCS General Nov, 2008 📖 24th BCS General Aug, 2003
ব্যাখ্যাঃ
a = 3
❐ a³ =3³ = 27
২৪. কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯ 📖 স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী(সিভিল)-৬.১৬
ব্যাখ্যাঃ
সংখ্যাটি = ক
❐ প্রশ্নমতে,
[{(ক + ৭) × ৫} ÷ ৯] - ৩ = ১২
{(ক + ৭) × ৫} ÷ ৯ = ১৫
(ক + ৭) × ৫ = ১৫ × ৯
ক + ৭ = (১৫ × ৯)/৫
ক + ৭ = ২৭
ক = ২৭ - ৭
ক = ২০
২৫. বায়ুমন্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কি?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বশিষ্ট ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার।
যথাঃ
❖ ১. ট্রপোমণ্ডল,
❖ ২. স্ট্রাটোমণ্ডল,
❖ ৩. মেসোমণ্ডল,
❖ ৪. তাপমণ্ডল ও
❖ ৫. এক্সোমণ্ডল।
২৬. সাতটি রঙের সমন্বয়ে সাদা রং হলে, কালো রং কিসে হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝কোনো বস্তু তার নিজস্ব রঙে দেখা যায়, কারণ নির্দিষ্ট রঙের বস্তুটি নিজের রঙ ছাড়া সকল রঙ শোষণ করে এবং নিজের রঙ প্রতিফলিত করে।
তাই বস্তু তার নিজের রঙে দেখা যায়। সাতটি রঙের সমন্বয়ে সাদা রঙ হয়, সব রঙের অনুপস্থিতির জন্য কালো রঙ হয়।
❐ যে বস্তু আলোর সব রঙ প্রতিফলিত করে তা সাদা দেখায়। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কালো দেখায়।
যেমন - আলোর সকল বর্ণ প্রতিফলিত করে বলে বরফ সাদা দেখায়।
❐ আবার, দিনের বেলা সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কিন্তু লাল আলোতে গাছের পাতা কালো বলে মনে হয়। দিনে গাছের সবুজ পাতা সূর্যালোকের সবুজ বাদে সাতটি বর্ণের সবকটিই শোষণ করে ফলে সবুজ দেখায়। কিন্তু সবুজ পাতা লাল আলোকে শোষণ করে নেয় বলে কোনো আলোই প্রতিফলিত হয় না তাই লাল আলোতে সবুজ পাতা কালো দেখায়।
২৭. ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায়?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝ট্রিপল সুপার ফসফেট সারই টিএসপি সার নামে পরিচিত। এতে সর্বাধিক পরিমাণ ফসফেট পাওয়া যায়।
❐ টিএসপি কমপ্লেক্স লিঃ, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম দেশের একমাত্র ফসফেটিক সার কারখানা।
❐ টিএসপি কমপেস্নক্স লিঃ এর স্থাপনা তৎদকালীন পূর্ব-পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা (ইপিআইডিসি’র) সময়ে আরম্ভ হলেও ১৯৭৬ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়।
❐ এ ফ্যাক্টরীর বার্ষিক উত্পাদন ক্ষমতা ১,০০,০০০ মেট্রিক টন।
২৮. ’সবুজ পত্র’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন - প্রমথ চৌধুরী।
❐ ১৯১৪ সালে পত্রিকাটি প্রকাশিত হয়।
❐ বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় এবং তের বছর চলে।
❐ এই পত্রিকার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর গভীর ভাবে জড়িত ছিলেন এবং এই পত্রিকা রবীন্দ্রনাথের চিন্তা এবং ভাষারীতির আধুনিকতা বিকাশে বিশেষ সহায়ক হয়েছিল।
❐ সবুজপত্র মাসিক পত্রিকা ছিল এবং এই পত্রিকার সম্পাদনার মাধ্যমে প্রমথ চৌধুরী প্রভূত খ্যাতি অর্জন করেন।
২৯. ’দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 15th BCS General Apr, 1993 📖 জগন্নাথ বিশ্ববিদ্যালয়➟2014➯খ ইউনিট
ব্যাখ্যাঃ
📝কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
দ্যুলোক নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর যথার্থ সন্ধিবিচ্ছেদ হলোঃ দিব্ + লোক = দ্যুলোক।
এছাড়াও,
ষট্∘ + দশ = ষোড়শ;
পর + পর = পরস্পর;
গো + পদ = গোস্পদ।
৩০. কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝মোতাহের হোসেন চৌধুরী ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন।
▣ তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতির কথা'।
▣ 'সংস্কৃতির কথা' গ্রন্থের বিখ্যাত উক্তিঃ
❐ 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।',
❐ 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'
৩১. কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝আবার তোরা মানুষ হ - হলো অনুজ্ঞাবাচক বাক্য।
❐ অনুজ্ঞাবাচক বাক্য:
যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদি বুঝায় সেই বাক্যকে অনুজ্ঞা বাচক বাক্য বলে।
যেমন - তুমি যাও, সদা সত্য কথা বলবে ইত্যাদি।
৩২. x^2 - 1 - y (y + 2) এর উৎপাদক কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
x² - 1 - y (y + 2)
➾ x² - 1 - y² - 2y
➾ x²- y² - 2y - 1
➾ x² - (y² + 2y.1 + 1²)
➾ x² - (y + 1)²
➾ (x + y + 1)(x - y - 1)
৩৩. বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 জগন্নাথ বিশ্ববিদ্যালয়➟2007➯খ ইউনিট 📖 কুমিল্লা বিশ্ববিদ্যালয়➟2006➯A ইউনিট
ব্যাখ্যাঃ
📝বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (BMTF) গাজীপুরে অবস্থিত।
গাজীপুরে অবস্থিত দর্শনীয় এবং গুরুত্বপুর্ণ স্থানসমূহঃ
জাগ্রত চৌরঙ্গী
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট)
ছায়াবীথি
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
বাংলাদেশ সিকিউরিটি প্রিণ্টিং প্রেস (টাকশাল),
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী,
ভাওয়াল রাজবাড়ী,
কাশিমপুর জমিদারবাড়ী
বীজ প্রত্যয়ন এজেন্সী
বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ১
৩৪. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05 📖 খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/উপখাদ্য পরিদর্শক/উচ্চমান সহকারী/অডিটর/সুপারভাইজার-২৪.০৪.০৯
ব্যাখ্যাঃ
📝ছোট কাটরা হলো পুরাতন ঢাকার একটি মুঘল স্থাপত্য নিদর্শন।
❐ এটি বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার চকবাজারের হাকিম হাবিবুর রহমান লেনে অবস্থিত।
❐ মুঘল সুবাদার শায়েস্তা খান ১৬৬৪ সালের দিকে এটি নির্মাণ করেন।
❐ এটির পাশেই শাহ সুজা নির্মিত বড় কাটরা (১৬৪৪ খ্রি.) অবস্থিত।
৩৫. Would you mind ______ the window?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
❐ Would you mind closing the door?
❐ তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - opening.
❐ সম্পূর্ণ বাক্য - Would you mind openingthe window?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (খুলনা বিভাগ)
Full Stack Web Developer & Content Creator