💥 বাংলা সাহিত্যের যুগ
🍁 বাংলা সাহিত্যের যুগকে কয়ভাগে ভাগ করা যায়? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ ৩ ভাগে
❐ বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? [পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০২০] ➺ ৩ টি ।
💥 প্রাচীন যুগ
🍁 বাংলা ভাষার প্রাচীন নিদর্শন – [দুর্নীতি দমন ব্যুরো এর সহকারী উপ-পরিদর্শক-2004] ➺ চর্যাপদ ।
❐ চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? [বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে:-২০০৫] ➺ সহজিয়া বৌদ্ধ ।
❐ চর্যাপদ আবিষ্কার করেন – [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-2005] ➺ হরপ্রসাদ শাস্ত্রী
❐ 'আপনা মাংসে হরিণা বৈরী' লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-2006] ➺চর্যাপদ
❐ চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান -সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২০০৮। ] ➺ নেপালের রাজ দরবারের গ্রন্থাগার
❐ 'চর্যাপদ' কোথায় আবিষ্কার হয়? [৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-2008] ➺ নেপালের রাজগ্রন্থাগার
❐ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? [২৮ তম বিসিএস] ➺ নেপালের রাজগ্রন্থশালা থেকে
❐ চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ ২৩ নং পদ
❐ "চর্যাপদ" কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক-২০০৯] ➺ নেপাল
❐ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার-২০১০] ➺ চর্যাপদ
❐ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার-২০১০] ➺ পাল
❐ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ “চর্যাপদ”-এর রচনাকাল- [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১০] ➺ সপ্তম থেকে দ্বাদশ শতক
❐ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা – [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ সাড়ে ৪৬ টি
❐ বাংলা সাহিত্যের আদি নিদর্শন ‘চর্যাপদ' কে আবিষ্কার করেন? [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
❐ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? [৩০ তম বিসিএস] ➺ ১৯০৭
❐ বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি? [৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১০] ➺ চর্যাপদ
❐ কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক-২০১১] ] ➺ মুনিদত্ত
❐ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? [খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক-২০১১] ➺ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
❐ চর্যাপদ এক প্রকার-বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১২] ➺ গান
❐ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১২] ➺ চর্যাপদ
❐ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ বঙ্গ-কামরূপী
❐ চর্যাপদ কোন ছন্দে লেখা? [৩৩ তম বিসিএস] ➺ মাত্রাবৃত্ত
❐ বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? [৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১২] ➺ শ্রী হরপ্রসাদ শাস্ত্রী
❐ চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? [পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৩] ➺ সহজিয়া বোদ্ধ
❐ “চর্যাপদ” এর পুঁথি আবিস্কৃত হয়- [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ ১৯০৭ সালে
❐ চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? [সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার-২] ➺ বঙ্গীয় সাহিত্য পরিষদ
❐ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন – [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (মিসিসিপি)-২০১৩] ➺ চর্যাপদ
❐ কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-১৪.০২.২০১৪] ➺ মুনিদত্ত
❐ চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী- বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪] ➺ কাহ্ন পা
❐ প্রাচীনতম গ্রন্থ কোনটি? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা)-২০১৫] ➺ চর্যাপদ
❐ চর্যাপদের আদি কবি- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫] ➺ লুইপা
❐ 'চর্যাপদে' কার পদ সবচেয়ে বেশি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট-২০১৫] ➺ কাহ্নপা
❐ চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? [শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়' উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ ২৪ জন
❐ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? [৩৫ তম বিসিএস] ➺ কাহ্নপা
❐ “চর্যাপদ” কোন ছন্দে লেখা? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর-২০১৬] ➺ · মাত্রাবৃত্ত
❐ 'টালত মোর ঘর নাহি পড়বেশী' হাড়ীতে ভাত নাহি নিতি আবেশী' । চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে? [ডাক বিভাগের পোস্টাল অপারেটর-] ➺ ২০১৬] ➺ দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
❐ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? [৩৭ তম বিসিএস] ➺ · Buddhist Mystic Songs
❐ চর্যাপদের পদগুলো মূলত – [স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ গান ৷
❐ চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ বৌদ্ধধর্ম ।
❐ কাহ্নপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ চর্যাপদ
❐ “সন্ধ্যাভাষা” কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? [৩৮ তম বিসিএস] ➺ চর্যাপদ
❐ চর্যাপদের গান সংখ্যা কতগুলো? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৮] ➺ ৫১টি।
❐ ‘চর্যাপদ’ মূলত – [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ সাধন সম্পর্কিত গীত ।
❐ চর্যাপদ হলো -[Bangladesh bank; officer (general) - 2018] ➺ সাধন সংগীত
❐ কোন জন ‘চর্যাপদ' এর পদকর্তা? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর-২০১৮] ➺ শবরপা ।
❐ চর্যাপদে কোন ধর্মের কথা বলা আছে? [বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সিকিউরিটি অফিসার-২০১৯] ➺ বৌদ্ধধর্ম ।
❐ চর্যাপদের পদকর্তা কত জন? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হিসাবরক্ষক-২০১৯] ➺ ২৩/২৪।
❐ ‘আপনা মাংসে হরিণা বৈরী' কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? [সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক)-২০২১] ➺ চর্যাপদ (ভুসুকুপা)
❐ চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? [জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২০২১] ➺ ধর্ম চর্চা
❐ চর্যাপদের অধ্যাত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষেরা সর্বোত্তম সমস্বয় ঘটেছে যার মাধ্যমে -[সমন্বিত ৭ ব্যাংক ও ১টি আর্থিক এর সিনিয়র অফিসার-২০২১] ➺ · সমাজচিত্র
❐ চর্যাপদের ভাষাকে ‘আলো -আঁধারি’ বলে অভিহিত করেছেন কে? [কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক (সাধারণ) -২০২১] ➺ হরপ্রাসাদ শাস্ত্রী
❐ চর্যাপদ কে সম্পাদন করেন? [মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর ক্যাশিয়ার/স্টোর কিপার-২০২১] ➺ হরপ্রসাদ শাস্ত্রী
❐ ‘চর্যাপদ’ কোন যুগের কাব্য? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তা-২০২১] ➺ প্রাচীন যুগ
❐ চর্যাপদের টীকাকারের নাম কী? [৪১ তম বিসিএস-২০২১] ➺ মুনিদত্ত
❐ কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে? [৪২ তম বিসিএস-২০২১] ➺ চর্যাপদ
❐ ‘সন্ধ্যাভাষা’ অনুষঙ্গটি কোন সাহিত্যেধারা সঙ্গে সংশ্লিষ্ট? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী ইঞ্জিনিয়ার-২০২২] ➺ চর্যাপদ ।
❐ চর্যাপদের ভাষা [ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ঔষধ তত্ত্বধায়ক-২০২২] ➺ সান্ধ্য ভাষা ।
❐ চর্যাপদ হলো মূলত – [বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষণ কর্মকর্তা-২০২২] ➺ গানের সংকলন ।
❐ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলেছেন কে? [১৫ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০২২] ➺ হরপ্রসাদ শাস্ত্রী
❐ চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? [পোস্টমাস্টার জেনারেলের, উত্তরাঞ্চল, রাজশাহী-6203; উচ্চমান সহকারী-২০২২] ➺ সাড়ে ছেচল্লিশটি
❐ চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন? [বাংলাদেশ ব্যাংক অফিসার-২০২২] ➺ কীর্তিচন্দ্ৰ
❐ চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন - [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর সিনিয়র স্টাফ নার্স-২০২৩] ➺ সুনীতি কুমার চট্টোপাধ্যায়
❐ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? [ভূমি মন্ত্রণালয় এর নিরীক্ষক-২০২৩] ➺ পাল
❐ চর্যাপদের কবি কারা? [সংসদ সচিবালয় এর ব্যাক্তিগত কর্মকর্তা (নন ক্যাডার)-২০২৩] ➺ লুই পা, ভুসুক পা, শবর পা
❐ চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২৩ ] ➺ ২৩ নং পদ (চর্যাপদের পদ সংখ্যা ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে ৫০টি এবং সুকুমার সেনের মতে ৫১টি। চর্যাপদের সাড়ে ৪৬ টি পদ পাওয়া গেছে। ২৪, ২৫ ও ৪৮ নম্বর পদ গুলো পাওয়া যায়নি। ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া যায়
❐ চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২৩] ➺ আদিযুগ
❐ চর্যাপদ কি? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক (অর্থ)-২০২৩] ➺ কাব্যধর্মী
❐ মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি? [বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ'র মোটরযান পরিদর্শক-২০২৩] ➺ চর্যাপদ
❐ চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি? [বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর Assistant Manager (Production Control) - ২০২৩] ➺ ৬টি
❐ নিচের কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন? [বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর Assistant Manager (Production Control) - ২০২৩] ➺ সরহপা (শবরপা/ভুসুকুপা/লুইপা)
❐ চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে? [৪৫ তম বিসিএস] ➺ প্রবোধচন্দ্র বাগচী
❐ চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর হিসাব সহকারী/কার্যসহকারী/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২৪] ➺ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
❐ বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন? [সাধারণ বীমা কর্পোরেশন এর সহকারী ব্যবস্থাপক-২০২৪] ➺ সহজযানী
❐ চর্যাপদের কবিরা ছিলেন-[৪৬ তম বিসিএস] ➺ সহজযানী বৌদ্ধ
❐ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' এর আবিষ্কারক – [১৭তম বিসিএস] ➺ হরপ্রসাদ শাস্ত্রী
❐ প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি? [স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী-২০০৪] ➺ চর্যাপদ ।
❐ বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় -[বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০২৩] ➺ চর্যাপদে
❐ চর্যাপদের প্রাপ্তি স্থান কোনটি? [বাংলাদেশ নির্বাচন কমিশন এর ডাটা এন্ট্রি অপারেটর-২০২৩] ➺ নেপাল
❐ 'চর্যাচর্যবিনিশ্চয়' এর অর্থ কী? [৩৭ তম বিসিএস] ➺ কোনটি আচরণীয়, আর কোনটি নয়
❐ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? [৩৫ তম বিসিএস] ➺ দোহাকোষ
❐ 'রুখের তন্তুলি কুমীরে খাই' এর অর্থ কী? [৪৩ তম বিসিএস] ➺ গাছের তেঁতুল কুমিরে খায়
❐ উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? [৪০ তম বিসিএস] ➺ · রমনীপাদ
❐ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? [রেলপথ মন্ত্রণালয় এর কম্পিউটার অপারেটর-২০২১] ➺ ভুসুকুপা
❐ চর্যাপদের ভাষাকে ‘আলো -আঁধারি’ বলে অভিহিত করেছেন কে? [কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক (সাধারণ)-২০২১] ➺ · হরপ্রাসাদ শাস্ত্রী
❐ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী? [৪৩ তম বিসিএস] ➺ মহামহোপাধ্যায়
❐ হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন- [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ তিব্বত, নেপাল
❐ হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ লুই পা
❐ কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর লেখা প্রবন্ধ? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর জেলা ক্রিড়া অফিসার-২০২৩] ➺ তৈল (বাবু/অতি অল্প হইল/শরৎ)
❐ 'তৈল' প্রবন্ধটি লিখেছেন-[৪৬ তম বিসিএস] ➺ হরপ্রসাদ শাস্ত্রী
❐ 'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা- [জাতীয় রাজস্ব পেতের সহকারী রাজস্ব বা কর্তা-২০১২] ➺ হরপ্রসাদ শাস্ত্রী
❐ নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? [সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠক:০৫] ➺ · বাংলা ও অসমিয়া
❐ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? [পিএসসি'র সহকারী পরিচালক:৯৮] ➺ ইংরেজি সাহিত্যের ইতিহাস
❐ চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? [বাংলাদেশ রেলওয়ে সহ-কমান্ডেট:০০] ➺ ১০০০ বছর