১. 'Best'-এর Positive degree কোনটি ?
- Better
- Fair
- Well
- Good
ব্যাখ্যা: 'Good' adjective-এর comparison of degree হল Good →better →best. এখানে Good হল Positive. better হল Comparative ও best হল Superlative degree.
২. এল, টি, টি, ই, গেরিলারা কোন্ দেশের ?
- শ্রীলঙ্কা
- লেবানন
- ফিলিস্তিন
- বার্মা
ব্যাখ্যা: এল, টি, টি, ই, গেরিলারা শ্রীলঙ্কার অধিবাসী। এলটিটিই (লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম) শ্রীলঙ্কার একটি তামিল বিদ্রোহী গোষ্ঠী ছিল, যারা শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব অঞ্চলে তামিল ইলাম নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রাম করেছিল। ২০০৯ সালে এরা সামরিকভাবে পরাজিত হয়ে বিলুপ্ত হয় ।
৩. বাংলা উপসর্গ কোনটি ?
- গরু
- পাতি
- ফুল
- উৎ
ব্যাখ্যা: পাতি খাঁটি বাংলা উপসর্গ।
৪. ১ কুইন্টাল = কত ?
- ১০০ গ্রাম
- ১০০০ গ্রাম
- ১০০ কিঃ গ্রাম
- ১০০০ কিঃ গ্রাম
ব্যাখ্যা: ১ কুইন্টাল = ১০০ কিঃ গ্রাম
৫. a³+b³ = কত ?
- (a - b) (a² + ab + b²)
- (a + b) (a² + 2ab + b²)
- (a+b)³ + 3ab(a - b)
- (a+b)³ - 3ab(a + b)
ব্যাখ্যা: a³+b³ এর সূত্র (a+b)³ - 3ab(a + b) .
৬. The jury were divided in their opinion - এখানে 'jury' কোন্ Noun ?
- Collective
- Proper
- Common
- Abstract
ব্যাখ্যা: এখানে 'jury' শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun)। সমষ্টিবাচক বিশেষ্যগুলি একদল মানুষ বা জিনিসকে বোঝায়। 'jury' শব্দটি এমন একদল মানুষকে বোঝায় যারা একটি আইনি সিদ্ধান্ত নিতে একত্রিত হয়। এই কারণে, 'jury' একটি সমষ্টিবাচক বিশেষ্য।
৭. কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ ?
- সম্রাজ্ঞী
- বিধবা
- বেগম
- দাসী
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো: বিধবা। বিধবা একটি নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ হলো সেইসব শব্দ, যেগুলোর কোনো পুংলিঙ্গ রূপ নেই। এরা সবসময় স্ত্রীলিঙ্গ হিসেবেই ব্যবহৃত হয়।
৮. “তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ?” কোন্ উপন্যাস হতে উৎকলিত ?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মেজদিদি'
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা'
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ে 'কপালকুণ্ডলা'
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ'
ব্যাখ্যা: 'কপাল কুণ্ডলা' হল বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস; কিন্তু বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হল দুর্গেশ নন্দিনী। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
৯. = কত ?
ব্যাখ্যা:
=
=
=
=
=
=
১০. ঙ + গ -এর যুক্ত রূপ কোনটি ?
- জ্ঞ
- ঞজ
- ঞ্জ
- ঙ্গ
ব্যাখ্যা: ঙ + গ -এর যুক্ত রূপ ঙ্গ।
১১. বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি কত ?
- ৩৪০°
- ৩৬০°
- ৪০০°
- ৪৪০°
ব্যাখ্যা: বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি ৩৬০°।
১২. দুইটি সংখ্যার গ. সা. গু. ১০ এবং ল. সা. গু. ৬০। একটি সংখ্যা ২০ হলে অপরটি কত ?
- ৩৪
- ৩০
- ৩৬
- ৪৮
ব্যাখ্যা: ধরি, অপর সংখ্যাটি = x
আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু × ল.সা.গু
প্রশ্নমতে ,
২০ × x = ১০ × ৬০
বা, ২০x = ৬০০
বা, x = ৬০০ ÷ ২০
বা, x = ৩০
সুতরাং, অপর সংখ্যাটি ৩০।
আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু × ল.সা.গু
প্রশ্নমতে ,
২০ × x = ১০ × ৬০
বা, ২০x = ৬০০
বা, x = ৬০০ ÷ ২০
বা, x = ৩০
সুতরাং, অপর সংখ্যাটি ৩০।
১৩. নয় কাঁড়া-অকাঁড়া কোন্ সমাস ?
- অব্যয়ীভাব
- কর্মধারয়
- দ্বন্দ্ব
- নঞ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা: নয় কাঁড়া-অকাঁড়া নঞ তৎপুরুষ সমাস। নয় কাঁড়া-অকাঁড়া এর ব্যাসবাক্য হলো কাঁড়া নয় যা- অকাঁড়া। এখানে 'নয়' অব্যয়টি পূর্বপদে বসেছে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাই এটি নঞ তৎপুরুষ সমাস।
১৪. সামন্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি ১১০° হলে অপরটি কত ?
- ৭০°
- ৮০°
- ৯০°
- ১০০°
ব্যাখ্যা: সামন্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°।
একটি কোণ ১১০° হলে অপর কোণটি হবে ১৮০° - ১১০° = ৭০°।
একটি কোণ ১১০° হলে অপর কোণটি হবে ১৮০° - ১১০° = ৭০°।
১৫. a² - 5a - 6-এর উৎপাদক সমূহ কোনটি ?
- (a-3) (a + 2)
- (a-6) (a + 1)
- (a + 6) (a-1)
- (a + 3) (a - 2)
ব্যাখ্যা: a² - 5a - 6
= a² - 6a + a - 6
= a ( a - 6 ) + 1 ( a - 6 )
= ( a - 6 ) ( a + 1 )
= a² - 6a + a - 6
= a ( a - 6 ) + 1 ( a - 6 )
= ( a - 6 ) ( a + 1 )
১৬. We shall be blamed-এর Active voice কোনটি ?
- Everyone shall blame us
- Everyone blames us
- Everyone will blame us
- Everyone is blaming us
ব্যাখ্যা: The correct active voice is: Everyone will blame us.
১৭. 'নিশ্চয়'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- নিশ্চ + য়
- নি+চয়
- নিশ + চয়
- নিঃ + চয়
ব্যাখ্যা: 'নিশ্চয়'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ নিঃ + চয়। এটি বিসর্গ সন্ধির উদাহরণ।
১৮. 'জল পড়ে, পাতা নড়ে' এখানে জল ও পাতা কোন্ কারক-বিভক্তি ?
- কর্তায় প্রথমা
- কর্তায় সপ্তমী
- কর্তায় চতুর্থী
- কর্তায় তৃতীয়া
ব্যাখ্যা: সঠিক উত্তর: কর্তায় প্রথমা। কর্তা কারক: বাক্যের যে পদ ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্তা কারক বলে। এই বাক্যে 'জল' এবং 'পাতা' ক্রিয়া সম্পাদন করছে। প্রথমা বিভক্তি: যখন কোনো বিভক্তি যুক্ত না থাকে, তখন তাকে প্রথমা বা শূন্য বিভক্তি বলে। এই বাক্যে 'জল' ও 'পাতা' শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই। তাই, 'জল পড়ে, পাতা নড়ে' এখানে জল ও পাতা কর্তায় প্রথমা বিভক্তি।
১৯. ‘মুখচোরা’ -এর সঠিক অর্থ কোনটি ?
- লাজুক
- ভীরু
- সংযত
- নিশ্চুপ
ব্যাখ্যা: মুখচোরা’ শব্দের সঠিক অর্থ লাজুক। মুখচোরা শব্দটির অর্থ হলো এমন একজন ব্যক্তি যে সহজে কথা বলতে চায় না বা নিজের অনুভূতি প্রকাশ করে না। এই শব্দটি লাজুক বা কম কথা বলে এমন ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।
২০. ক খ গ ত্রিভুজের বাহুর বেলায় কোনটি সত্য ?
- কখ + খগ = কগ
- কখ + খগ < কগ
- কখ + খগ ≠ কগ
- কখ + খগ > কগ
ব্যাখ্যা: একটি ত্রিভুজের যেকোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। এটি ত্রিভুজের একটি মৌলিক বৈশিষ্ট্য। এখানে, কখ, খগ এবং কগ হলো ত্রিভুজটির তিনটি বাহু। তাই, কখ + খগ > কগ হবে।
২১. প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী কে ?
- কল-কারখানা, যানবাহন
- পশু-পাখি
- কীটপতঙ্গ
- মানুষ
ব্যাখ্যা: প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষ। মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে প্রাকৃতিক পরিবেশ আজ হুমকির মুখে। যেমন: কল-কারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর ; মানুষ নিজেদের প্রয়োজনে বনভূমি ধ্বংস করে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ; অপরিকল্পিত নগরায়নের কারণে জলাভূমি ভরাট হয়ে যায়, যা প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর ; কৃষিকাজ ও শিল্পকারখানায় রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে মাটি ও জল দূষিত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর ; প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব কারণে প্রাকৃতিক পরিবেশ আজ চরম হুমকির সম্মুখীন। তাই, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন করতে হবে।
২২. চার জনের মধ্যে ২,০০০ টাকা ৩:৫:৮:৯ অনুপাতে ভাগ করে দিলে ভাগের অংশসমূহ কত হবে ?
- ২৪০, ৪০০, ৬৪০, ৭২০
- ২৪০, ৩৫০, ৫৪০, ৭৬০
- ৩৫০, ৪০০, ৫৩০, ৭৬০
- ২৫০, ৪৮০, ৬৩০, ৭৮০
ব্যাখ্যা: অনুপাতের যোগফল = ৩ + ৫ + ৮ + ৯ = ২৫
প্রথম জনের অংশ = = ২৪০ টাকা
দ্বিতীয় জনের অংশ = = ৪০০ টাকা
তৃতীয় জনের অংশ = = ৬৪০ টাকা
চতুর্থ জনের অংশ = = ৭২০ টাকা
সুতরাং, চার জনের মধ্যে ভাগের অংশসমূহ যথাক্রমে ২৪০, ৪০০, ৬৪০ এবং ৭২০ টাকা।
প্রথম জনের অংশ = = ২৪০ টাকা
দ্বিতীয় জনের অংশ = = ৪০০ টাকা
তৃতীয় জনের অংশ = = ৬৪০ টাকা
চতুর্থ জনের অংশ = = ৭২০ টাকা
সুতরাং, চার জনের মধ্যে ভাগের অংশসমূহ যথাক্রমে ২৪০, ৪০০, ৬৪০ এবং ৭২০ টাকা।
২৩. 'খেয়া পার করে যে'-এর এক কথায় প্রকাশ কোনটি ?
- মাঝি
- পাটনী
- ঘাঁটাল
- কর্ণধার
ব্যাখ্যা: 'খেয়া পার করে যে'-এর এক কথায় প্রকাশ পাটনী।
২৪. বর্তমান বছরে (১৯৯২) ক'টি থানায় প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ?
- ৬৪
- ৬৮
- ১২০
- ১২৮
ব্যাখ্যা: ১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক 'প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন' গৃহীত হয়। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে সারা দেশের ৬৮টি থানায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়।
২৫. He--here yesterday বাক্যটির শূন্যস্থানে কি হবে ?
- has come
- came
- had come
- was coming
ব্যাখ্যা: বাক্যটির শূন্যস্থানে “came” হবে। কারণ “Yesterday” শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে। তাই, সঠিক বাক্যটি হবে: “He came here yesterday” ।
২৬. হলে ,
- 0
- 1
- 2
- 4
ব্যাখ্যা:
=
=
= 4 - 2 = 2
=
=
= 4 - 2 = 2
২৭. 'কপোল'-এর প্রতিশব্দ কোনটি ?
- গণ্ডদেশ
- কপাল
- চিবুক
- গাল
ব্যাখ্যা: কপোল শব্দের প্রতিশব্দ হলো গণ্ডদেশ বা গাল।
২৮. We asked him to--a doctor. বাক্যটির শূন্যস্থানে কি হবে ?
- call out
- call in
- call for
- call on
ব্যাখ্যা: বাক্যটির শূন্যস্থানে call in বসবে। সঠিক বাক্যটি হবে: We asked him to call in a doctor. call in একটি phrasal verb, যার অর্থ হলো কাউকে ডাকা বা তলব করা, বিশেষ করে কোনো বিশেষজ্ঞকে। সম্পূর্ণ বাক্যটির অর্থ হলো: আমরা তাকে একজন ডাক্তার ডাকার জন্য অনুরোধ করেছিলাম।
২৯. “বিশ্বনবী” কার লেখা ?
- মাওলানা আকরাম খাঁ
- 'কবি গোলাম মোস্তফা
- কাজী নজরুল ইসলাম
- কবি জসিমউদ্দীন
ব্যাখ্যা: “বিশ্বনবী” কবি গোলাম মোস্তফার লেখা। গোলাম মোস্তফার “বিশ্বনবী” একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনচরিত নিয়ে লেখা। এটি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গ্রন্থ।
৩০. বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে ?
- পিকাসো
- র্যাফেল
- মাইকেল এঞ্জেলা
- লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা: বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি। এটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে। এটি তৈরিতে লিওনার্দো ১৫ বছর সময় নিয়েছিলেন।
৩১. ab = কত ?
ব্যাখ্যা: ab এর সূত্র
৩২. ত্রিভুজের বৃহত্তম বাহুসংলগ্ন কোণদ্বয় কোন্ প্রকার কোণ ?
- সূক্ষ্মকোণ
- স্থুলকোণ
- সমকোণ
- সম্পূরক কোণ
ব্যাখ্যা: ত্রিভুজের বৃহত্তম বাহুসংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটি সবচেয়ে বড় কোণ। এবং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। তাই, বৃহত্তম বাহুসংলগ্ন কোণদ্বয় অবশ্যই সূক্ষ্মকোণ হবে, কারণ যদি তারা স্থূলকোণ বা সমকোণ হতো, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হতো না।
৩৩. কোনটি শুদ্ধ ?
- He insisted over going
- He insisted on going
- He insisted to going
- He insisted upon going
ব্যাখ্যা: 'Insist' verb-টি সব সময় On preposition গ্রহণ করে । সুতরাং সঠিক উত্তর : He insisted on going.
৩৪. ৬৪ কোন্ সংখ্যার ৫০% ?
- ৩২
- ৯৬
- ১২৮
- ২৫৬
ব্যাখ্যা: মনে করি, সেই সংখ্যাটি x
প্রশ্নমতে, x এর ৫০% = ৬৪
বা, x এর = ৬৪
বা, ৫০x = ১০০ × ৬৪
বা, x = ১২৮
প্রশ্নমতে, x এর ৫০% = ৬৪
বা, x এর = ৬৪
বা, ৫০x = ১০০ × ৬৪
বা, x = ১২৮
৩৫. “সবুজের অভিযান” রবীন্দ্রনাথের কোন্ কাব্য থেকে সংকলিত ?
- ক্ষণিকা
- বলাকা
- কণিকা
- বীথিকা
ব্যাখ্যা: “সবুজের অভিযান” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বলাকা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
৩৬. প্রথম 'সার্ক' শীর্ষ সম্মেলন কোন দেশ ও নগরীতে অনুষ্ঠিত হয় ?
- বাংলাদেশ, ঢাকা
- নেপাল, কাঠমুণ্ড
- ভারত, বাঙ্গালোর
- পাকিস্তান, করাচী
ব্যাখ্যা: প্রথম সার্ক শীর্ষ সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হয়।
৩৭. কোন্ স্থানে ১৯৭১ সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল ?
- রমনা উদ্যান
- সোহরাওয়ার্দী উদ্যান
- ওসমানী উদ্যান
- চন্দ্রিমা উদ্যান
ব্যাখ্যা: ১৯৭১ সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান)। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, বিকাল ৪:৩১ মিনিটে, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল ঢাকার রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত।
৩৮. = কত ?
- ০.১
- ০.০০১
- ০.০০০১
- ০.০০০০১
ব্যাখ্যা:
= ০.০১ × ০.০১
= ০.০০০১
= ০.০১ × ০.০১
= ০.০০০১
৩৯. “তাহলে তুমি লাঠি খেলতে জান না”- এখানে 'লাঠি' কোন্ কারক ও বিভক্তি ?
- কর্তায় তৃতীয়া
- কর্মে প্রথমা
- করণে তৃতীয়া
- করণে প্রথমা
ব্যাখ্যা: “তাহলে তুমি লাঠি খেলতে জান না”- এখানে 'লাঠি' করণে প্রথমা কারক ও বিভক্তি। বাক্যের ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। এই বাক্যে 'লাঠি' খেলার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি করণ কারক। এখানে লাঠি শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটি প্রথমা বা শূন্য বিভক্তি। করণ কারক নির্ণয় করার সময় মনে রাখতে হবে, ক্রিয়াকে 'কী দিয়ে' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।
৪০. কোন্ উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা নাই কিন্তু ক্লোরোফিল আছে ?
- শৈবাল
- ছত্রাক
- ব্রায়োফাইটা
- টেরিডোফাইটা
ব্যাখ্যা: শৈবাল এমন এক প্রকার উদ্ভিদ যার মূল, কাণ্ড, পাতা কিছুই নেই কিন্তু ক্লোরোফিল আছে। ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না, তাই এরা সালোকসংশ্লেষণ করতে পারে না। ব্রায়োফাইটা উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে এবং এদের কাণ্ড ও পাতা থাকে। টেরিডোফাইটা উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে।
৪১. কোনটি বংশগতির বাহক ?
- প্লাস্টিড
- ক্রোমোজোম
- সাইটোপ্লাজম
- লাইসোজোম
ব্যাখ্যা: ক্রোমোজোম বংশগতির বাহক। কোষের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে এবং এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে।
৪২. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি ?
- সাহেবকুল
- সাহেবান
- সাহেবসমূহ
- সাহেবগুলো
ব্যাখ্যা: 'সাহেব' শব্দের বহুবচন হলো সাহেবান। সাহেব শব্দটি আরবি ভাষা থেকে আগত। এর বাংলা বহুবচন হলো সাহেবান।
৪৩. কোনটি দেশী শব্দ ?
- কেরোসিন
- পাউরুটি
- আদালত
- কুলা
ব্যাখ্যা: কুলা একটি খাঁটি দেশি শব্দ। বাংলা ভাষার নিজস্ব শব্দভাণ্ডারকে দেশি শব্দ বলে। এই শব্দগুলো বাংলার আদিম অধিবাসীদের ভাষা থেকে এসেছে। যেমন: ঢেঁকি, কুলা, ডাব, ডিঙি, টুপর, পেট, চোঙা, ঝাঁটা ইত্যাদি। কেরোসিন: পর্তুগিজ শব্দ। পাউরুটি: পর্তুগিজ শব্দ। আদালত: আরবি শব্দ।
৪৪. The teacher said, “Man is mortal” -এর Indirect narration কোনটি ?
- The teacher said that man is mortal
- The teacher said that man was mortal
- The teacher said man was mortal
- None of the above
ব্যাখ্যা: এটি একটি চিরন্তন সত্য বাক্য, তাই indirect narration-এ tense-এর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র quotation marks উঠে গিয়ে that বসবে। তাই, সঠিক উত্তরটি হলো: The teacher said that man is mortal.
৪৫. ভিটামিন 'এ'-এর অভাবে শিশুর কি রোগ হয় ?
- পোলিও
- রাতকানা
- হাম
- ডিপথেরিয়া
ব্যাখ্যা: ভিটামিন 'এ'-এর অভাবে শিশুর রাতকানা রোগ হয়। রাতকানা রোগে আক্রান্ত ব্যক্তি রাতে বা কম আলোতে দেখতে পায় না।
৪৬. 'নিমকি' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
- নিম + কি
- নিমক + অকি
- নিমক + ই
- নিম + অকি
ব্যাখ্যা: নিমকি শব্দটি নিমক (বিশেষ্য পদ) এবং ই (তদ্ধিত প্রত্যয়) যোগে গঠিত হয়েছে। নিমক শব্দের অর্থ লবণ। এর সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে নিমকি শব্দটি তৈরি হয়েছে, যা একটি বিশেষ প্রকার খাদ্যকে বোঝায়।
৪৭. কোন দেশ ১৯৯২-এর বিশ্ব ক্রিকেট প্রতিযোগিতায় শিরোপা লাভ করেছে ?
- দক্ষিণ আফ্রিকা
- ইংল্যান্ড
- ভারত
- পাকিস্তান
ব্যাখ্যা: ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় পাকিস্তান শিরোপা লাভ করেছে। তবে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল শিরোপা লাভ করে।
৪৮. সে অংকে কাচা-বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ?
- He is weak in Mathematics
- He is bad in Mathematics
- He is backward in Mathematics
- He is raw in Mathematics
ব্যাখ্যা: সঠিক ইংরেজি অনুবাদ: He is weak in Mathematics. যদিও “He is bad in Mathematics” বা “He is backward in Mathematics” ও প্রচলিত, কিন্তু “He is weak in Mathematics” সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
৪৯. “লোকে বলে, বলেরে ঘর-বাড়ি ভালা না আমার” -এ মরমী গানটি কার ?
- লালন ফকির
- হাসন রাজা
- পাগলা কানাই
- ফকির আলমগীর
ব্যাখ্যা: ‘লোকে বলে, বলেরে ঘর-বাড়ি ভালা না আমার’ - এই মরমী গানটি হাসন রাজার লেখা। হাসন রাজা ছিলেন একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তিনি ১৮৫৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯২২ সালে মৃত্যুবরণ করেন। হাসন রাজা তার গানে জীবন, প্রেম, আধ্যাত্মিকতা এবং প্রকৃতির কথা তুলে ধরেছেন। তার গানগুলো আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে। হাসন রাজার কিছু উল্লেখযোগ্য গান:
লোকে বলে, বলেরে ঘর-বাড়ি ভালা না আমার
নিশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে
মরণ কথা স্মরণ হইল না
আমি যাইমুরে যাইমু আল্লার সঙ্গে
রুপ দেখিলাম রে নয়নে, কি রুপ দেখিলাম রে
লোকে বলে, বলেরে ঘর-বাড়ি ভালা না আমার
নিশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে
মরণ কথা স্মরণ হইল না
আমি যাইমুরে যাইমু আল্লার সঙ্গে
রুপ দেখিলাম রে নয়নে, কি রুপ দেখিলাম রে
৫০. হার্ডিঞ্জ ব্রীজ কোন নদীর উপর এবং কোথায় অবস্থিত ?
- ব্রহ্মপুত্র, ময়মনসিংহ
- মেঘনা, ভৈরব বাজার
- পদ্মা, পাকশী
- কর্ণফুলী, চট্টগ্রাম
ব্যাখ্যা: হার্ডিঞ্জ ব্রিজ পদ্মা নদীর উপর অবস্থিত। এটি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে।
৫১. ১.১ × .১১ × .০১১ = কত ?
- ১.৩৩১
- .১৩৩১
- .০১৩৩১
- .০০১৩৩১
ব্যাখ্যা: ১.১ × .১১ × .০১১ = .০০১৩৩১
৫২. কোনটি Noun ?
- Speech
- Speak
- Say
- Tell
ব্যাখ্যা: Speech (বিশেষ্য): বক্তৃতা, ভাষণ, কথা। এটি একটি বস্তু বা ধারণার নাম বোঝাচ্ছে, তাই এটি Noun।
Speak (ক্রিয়া): কথা বলা। এটি একটি কাজ বোঝাচ্ছে, তাই এটি Verb।
Say (ক্রিয়া): বলা। এটিও একটি কাজ বোঝাচ্ছে, তাই এটি Verb।
Tell (ক্রিয়া): বলা, জানানো। এটিও একটি কাজ বোঝাচ্ছে, তাই এটি Verb।
Speak (ক্রিয়া): কথা বলা। এটি একটি কাজ বোঝাচ্ছে, তাই এটি Verb।
Say (ক্রিয়া): বলা। এটিও একটি কাজ বোঝাচ্ছে, তাই এটি Verb।
Tell (ক্রিয়া): বলা, জানানো। এটিও একটি কাজ বোঝাচ্ছে, তাই এটি Verb।
৫৩. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি ?
- অর্থকে অতিক্রম না করিয়া = যথার্থ
- স্ত্রীর সহিত বর্তমান= সস্ত্রীক
- সত্য কথা বলে যে = সত্যবাদী
- যাহা কাঁচা তাহাই মিঠা = কাঁচামিঠা
ব্যাখ্যা: (ক) অব্যয়ীভাব সমাস
(খ) বহুব্রীহি সমাস
(গ) উপপদ তৎপুরুষ সমাস
(ঘ) কর্মধারয় সমাস
(খ) বহুব্রীহি সমাস
(গ) উপপদ তৎপুরুষ সমাস
(ঘ) কর্মধারয় সমাস
৫৪. He learnt the poem -- heart -এর ফাঁকা স্থানে কোনটি বসবে ?
- with
- in
- by
- at
ব্যাখ্যা: সঠিক বাক্যটি হবে: He learnt the poem by heart. “By heart” একটি ইংরেজি phrase, যার অর্থ মুখস্থ করা। কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে “by heart” ব্যবহার করা হয়।
৫৫. 'The rains have set in' বাক্যটির বাংলা অনুবাদ কোনটি ?
- বৃষ্টি পড়া শুরু হয়েছে
- বৃষ্টি পড়ছে
- বৃষ্টি আরম্ভ হয়েছে
- বর্ষা আরম্ভ হয়েছে
ব্যাখ্যা: Set in শব্দের অর্থ শুরু হওয়া বা করা, আরম্ভ করা বা হওয়া।
৫৬. চিনির দাম ১০% কমে যাওয়ায় ৩০০ টাকার চিনি কিনলে ১ কেজি চিনি বেশি পাওয়া যায় । এখন ১ কেজি চিনির দাম কত ?
- ৩০ টাকা
- ৩২ টাকা
- ৩৫ টাকা
- ৩৭ টাকা
ব্যাখ্যা: পূর্বমূল্য ১০০ টাকা হলে,
১০% কমে চিনির বর্তমান মূল্য (১০০-১০) = ৯০ টাকা
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৯০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = টাকা
পূর্বমূল্য ৩০০ টাকা হলে বর্তমান মূল্য = = ২৭০ টাকা
বর্তমানে ১ কেজি চিনির মূল্য = (৩০০ - ২৭০) = ৩০ টাকা
১০% কমে চিনির বর্তমান মূল্য (১০০-১০) = ৯০ টাকা
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৯০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = টাকা
পূর্বমূল্য ৩০০ টাকা হলে বর্তমান মূল্য = = ২৭০ টাকা
বর্তমানে ১ কেজি চিনির মূল্য = (৩০০ - ২৭০) = ৩০ টাকা
৫৭. কোনটি 'এদ্দুর'-এর সন্ধি বিচ্ছেদ ?
- এ + দ্দূর
- এত + দূর
- এৎ + দূর
- এ + দূর
ব্যাখ্যা: 'এদ্দুর'-এর সন্ধি বিচ্ছেদ হলো এত + দূর ।
৫৮. He died -- hunger-এর ফাকা স্থানে কোনটি বসবে ?
- at
- on
- of
- in
ব্যাখ্যা: He died of hunger বাক্যটির শূন্যস্থানে of বসবে। Die of একটি phrase যার অর্থ কোনো রোগে বা কারণে মারা যাওয়া। এখানে, hunger হলো কারণ যার জন্য লোকটি মারা গেছে।
৫৯. কোনটি সবচেয়ে বৃহৎ গ্রহ ?
- পৃথিবী
- শনি
- মঙ্গল
- বৃহস্পতি
ব্যাখ্যা: সৌর জগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি । এটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ।
৬০. কোনটি যৌগ ?
- পানি
- অক্সিজেন
- তামা
- পারদ
ব্যাখ্যা: অক্সিজেন, তামা পারদ এ তিনটি হল মৌল। আর পানি হল যৌগ। এটি অক্সিজেন ও হাইড্রোজেনের যৌগ। পানিতে অক্সিজেন: হাইড্রোজেন = ১ : ২। পানির সংকেত হল H₂O.
৬১. দিবা ও রাত্রি পরস্পর সমান, এরূপ দিন বছরে কতবার আসে ?
- ১ বার
- ২ বার
- ৩ বার
- ৪ বার
ব্যাখ্যা: দিবারাত্রি সমান হয় এমন দিন বছরের ২ বার। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দিবারাত্রি সমান হয় ।
৬২. দহগ্রাম-আঙ্গরপোতা কোন্ জেলার অন্তর্গত ?
- পঞ্চগড়
- রংপুর
- লালমনিরহাট
- ঠাকুরগাঁও
ব্যাখ্যা: দহগ্রাম-আঙ্গরপোতা লালমনিরহাট জেলার অন্তর্গত। দহগ্রাম-আঙ্গরপোতা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। ভৌগোলিক কারণে এটি দহগ্রাম-আঙ্গরপোতা 1 ছিটমহল নামেই বেশি পরিচিত।
৬৩. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত ?
- রিয়াদ
- তায়েফ
- মক্কা
- জেদ্দা
ব্যাখ্যা: ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় জেদ্দায় অবস্থিত। ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি (OIC) হলো ৫৭টি মুসলিম প্রধান রাষ্ট্রের একটি সংস্থা। এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে মুসলমানদের স্বার্থ রক্ষা করা। ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
৬৪. পনের মিলিয়ন = কত ?
- ১৫০০০০০০০
- ১৫০০০০০০
- ১৫০০০০০
- ১৫০০০০
ব্যাখ্যা: পনের মিলিয়ন = ১৫০০০০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ)।
৬৫. কোন্ বাক্যটি শুদ্ধ ?
- I felt his pulse
- I observed his pulse
- I saw his pulse
- I examined his pulse
ব্যাখ্যা: শুদ্ধ বাক্যটি হলো: I felt his pulse. পালস মূলত ধমনীর স্পন্দন যা আঙুলের মাধ্যমে অনুভব করা হয়। এটি কোনো দৃশ্যমান বিষয় নয় যা see , observe বা examine দিয়ে প্রকাশ করা যায়। তাই, I felt his pulse বাক্যটি ব্যাকরণগত এবং ব্যবহারিক উভয় দিক থেকেই শুদ্ধ।
৬৬. “যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে” এই অর্থের বাগধারা কোনটি ?
- দমভারী
- রাশভারী
- লেফাফা দুরস্ত
- কেতাদুরস্ত
ব্যাখ্যা: “যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে” এই অর্থের বাগধারাটি হলো লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ হলো বাইরের চাকচিক্য বা ঠাটবাট বজায় রাখা কিন্তু ভেতরে ফাঁকা। যারা লোক দেখানো কাজ করে বা বাইরের দিক থেকে নিজেদের খুব ভালো দেখায় কিন্তু ভেতরে তেমন কোনো গুণ নেই তাদের ক্ষেত্রে এই বাগধারাটি ব্যবহার করা হয়।
৬৭. পোর্ট সৈয়দ কোথায় ?
- মরক্কো
- ইরাক
- লিবিয়া
- মিশর
ব্যাখ্যা: পোর্ট সৈয়দ মিশরে অবস্থিত। পোর্ট সৈয়দ (Port Said) মিশরের উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। এটি সুয়েজ খালের উত্তর প্রবেশদ্বারে অবস্থিত এবং ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। পোর্ট সৈয়দ একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং মিশরের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
৬৮. কোনটি Auxiliary এবং Principal উভয় Verb রূপে ব্যবহৃত হয় ?
- Have
- Am
- Shall
- Are
ব্যাখ্যা: “Have” auxiliary এবং principal উভয় verb রূপে ব্যবহৃত হয়। “Have” যখন অন্যান্য verb-এর সাথে ব্যবহৃত হয়, তখন এটি perfect tense গঠন করতে সাহায্য করে। যেমন: “I have finished my work.” এখানে “have” একটি auxiliary verb। “Have” যখন একটি বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি মালিকানা অর্থে ব্যবহৃত হয় । যেমন: “I have a car.” এখানে “have” একটি principal verb।
৬৯. 'অকাল কুষ্মাণ্ড' বাগধারাটির অর্থ কোনটি ?
- অকর্মা
- কর্মবিমুখ
- বোকা
- মুর্খ
ব্যাখ্যা: 'অকাল কুষ্মাণ্ড' বাগধারাটির অর্থ অকর্মা। অকাল কুষ্মাণ্ড বলতে বোঝায় এমন একজন ব্যক্তি, যে আসলে কোনো কাজের নয়, অকর্মা বা অপদার্থ। এটি একটি তিরস্কারসূচক বাগধারা।
৭০. I prefer tea - coffee-এর ফাকা স্থানে কোনটি বসবে ?
- over
- in
- to
- on
ব্যাখ্যা: prefer শব্দটি সবসময় 'to' preposition গ্রহণ করে। “Prefer” verb-টি যখন দুইটি জিনিস বা বিষয়ের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়, তখন এর পরে “to” preposition বসে। এখানে, চা এবং কফির মধ্যে তুলনা করা হচ্ছে, তাই “to” ব্যবহার করা হয়েছে।
৭১. “নিশীথ রাতে বাজে বাঁশি” বাক্যে 'নিশীথ' কোন পদ ?
- বিশেষণের বিশেষণ
- বিশেষ্যের বিশেষণ
- বিশেষ্য
- বিশেষণ
ব্যাখ্যা: “নিশীথ রাতে বাজে বাঁশি” বাক্যে 'নিশীথ' পদটি হলো বিশেষ্যের বিশেষণ। এখানে 'নিশীথ' শব্দটি 'রাত' বিশেষ্য পদটিকে বিশেষিত করেছে। তাই এটি বিশেষ্যের বিশেষণ।
৭২. বাংলাদেশের জাতীয় কবি কে ?
- কাজী নজরুল ইসলাম
- জসিম উদ্দিন
- শামসুর রাহমান
- বেনজীর আহমেদ
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, এবং যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার জন্য পরিচিত। নজরুল বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। 1
৭৩. ১৯৯২ সালে কোন্ নগরীতে 'বিশ্ব পরিবেশ উন্নয়ন সম্মেলন' অনুষ্ঠিত হয় ?
- আর্জেন্টিনার বুয়েন্স আয়ারস্
- ব্রাজিলের রিওডি জেনোরি
- অস্ট্রেলিয়ার মেলবোর্ন
- কানাডার মন্ট্রিল
ব্যাখ্যা: ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে 'বিশ্ব পরিবেশ উন্নয়ন সম্মেলন' অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটি ধরিত্রী সম্মেলন বা রিও সম্মেলন নামেও পরিচিত। এটি জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের জন্য ২৭টি নীতিমালা অনুমোদিত হয়।
৭৪. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে ?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাইকেল মধুসুদন দত্ত
- বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। সনেট হলো ১৪ পংক্তির এক ধরনের কবিতা, যা একটি নির্দিষ্ট ছন্দ এবং কাঠামো অনুসরণ করে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটকে একটি নতুন রূপ দেন এবং বাংলা সাহিত্যে এর প্রচলন করেন।
৭৫. গ্রীণ হাউজ ইফেক্ট কি ?
- পৃথিবীর তাপ গ্রহণের পরিমাণ বৃদ্ধি
- পৃথিবীতে সর্বাধিক সূর্যালোক পড়া
- পৃথিবীতে গাছপালা কমে মরুভূমির বিস্তার
- তাপ আটকা পড়ে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
ব্যাখ্যা: গ্রীন হাউস ইফেক্ট হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে বায়ুমণ্ডলের কিছু গ্যাস পৃথিবীর তাপ ধরে রাখে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই গ্যাসগুলোকে গ্রীন হাউস গ্যাস বলা হয়। গ্রীন হাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প। এই গ্যাসগুলো সূর্যের আলো থেকে আসা তাপ শোষণ করে এবং তা বায়ুমণ্ডলে আটকে রাখে। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়।
৭৬. কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে ?
- ফ্রোয়েবল
- ডিউই
- পেস্তালৎসী
- মল্টেসরী
ব্যাখ্যা: কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রোয়েবল। ফ্রোয়েবল (Friedrich Fröbel) একজন জার্মান শিক্ষাবিদ ছিলেন। তিনি ১৮৩৭ সালে জার্মানির ব্ল্যাঙ্কেনবার্গে প্রথম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন। কিন্ডারগার্টেন শব্দটির আক্ষরিক অর্থ হলো ‘শিশুদের বাগান’। ফ্রোয়েবল শিশুদের তুলনা করতেন গাছের চারার সাথে, যাদের সঠিক পরিচর্যার মাধ্যমে সুন্দর ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
৭৭. পারমাণবিক ওজন কোনটির সমান ?
- ইলেকট্রন ও নিউট্রনের ওজনের সমান
- প্রোটনের ইলেকট্রনের ওজনের সমান
- প্রোটন ও নিউট্রনের ওজনের সমান
- প্রোটনের ওজনের সমান
ব্যাখ্যা: পারমাণবিক ওজন প্রোটন ও নিউট্রনের ওজনের সমান। পারমাণবিক ওজন বা ভর মূলত একটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফল। ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের তুলনায় নগণ্য হওয়ায় পারমাণবিক ভর গণনায় ইলেকট্রনের ভরকে উপেক্ষা করা হয়।
৭৮. কোনটি শুদ্ধ ?
- It is a true fact
- It is a fact
- This a fact
- The fact is true
ব্যাখ্যা: শুদ্ধ বাক্যটি হলো: It is a fact.
৭৯. লালমাই পাহাড় কোন্ জেলায় অবস্থিত ?
- সিলেট
- পার্বত্য চট্টগ্রাম
- চট্টগ্রাম
- কুমিল্লা
ব্যাখ্যা: লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। লালমাই পাহাড় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পর্বতশ্রেণী। প্রায় পঁচিশ লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে এই পাহাড় গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। সে হিসেবে এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি এবং মধুপুর ও ভাওয়াল গড়ের সমকালীন। লালমাই পাহাড়ের মাটি লাল রংয়ের। যার কারণে একে লালমাই পাহাড় বলা হয়।
৮০. তাপের একক কোনটি ?
- ক্যালরি
- সেলসিয়াস
- সেন্টিগ্রেট
- ফারেনহাইট
ব্যাখ্যা: তাপের একক হলো ক্যালরি। সেলসিয়াস (°C), সেন্টিগ্রেড (°C) এবং ফারেনহাইট (°F): এগুলো তাপমাত্রার একক, তাপের নয়।
৮১. জাতিসংঘের মহাসচিব বুট্টোস ঘালী কোন্ দেশের নাগরিক ?
- লেবানন
- মিসর
- জাম্বিয়া
- তাঞ্জানিয়া
ব্যাখ্যা: জাতিসংঘের মহাসচিব বুট্টোস ঘালী মিসরের নাগরিক ছিলেন। বুট্টোস ঘালী (Boutros Boutros-Ghali) ১৪ নভেম্বর ১৯২২ সালে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন এবং ১৬ ফেব্রুয়ারি ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক। আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে ১ জানুয়ারি ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন। তার পূর্বে জাতিসংঘের মহাসচিব ছিলেন বান কি মুন।
৮২. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কোনটি ?
- ৮:৩
- ৯:৫
- ১০:৬ বা ৫:৩
- ১১:৭
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত ১০:৬ বা ৫:৩ ।
৮৩. 'অনুরক্ত'-এর বিপরীত শব্দ কোনটি ?
- আসক্ত
- সংসক্ত
- আরক্ত
- বিরক্ত
ব্যাখ্যা: 'অনুরক্ত'-এর বিপরীত শব্দ হলো বিরক্ত। অনুরক্ত অর্থ হলো আসক্ত, আকৃষ্ট বা অনুরাগী হওয়া। অন্যদিকে, বিরক্ত শব্দের অর্থ হলো অরুচি, বিতৃষ্ণা বা অসন্তুষ্ট হওয়া।
৮৪. “সে সাঁতার কাটতে জানে না” - বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ?
- He does not know how to swim.
- He knows not how to swim.
- He cannot swim.
- He does not know to swim.
ব্যাখ্যা: সঠিক ইংরেজি অনুবাদ হলো: He does not know how to swim. He does not know to swim. এটি ব্যাকরণগতভাবে ভুল, কারণ “know” এর পরে “how to” ব্যবহৃত হয়।
৮৫. কোন্ বানানটি শুদ্ধ ?
- উতপাত
- উতপাৎ
- উৎপাৎ
- উৎপাত
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হলো: উৎপাত।
৮৬. Am, is, are, was, were, has, shall ও will কোন প্রকার Verb ?
- Principal
- Auxiliary
- Quasi passive
- Transitive
ব্যাখ্যা: Am, is, are, was, were, has, shall ও will হলো Auxiliary verb। এগুলো সাহায্যকারী ক্রিয়া হিসেবে পরিচিত, যা প্রধান ক্রিয়ার (Principal verb) সাথে যুক্ত হয়ে বিভিন্ন tense, voice, mood ইত্যাদি গঠনে সাহায্য করে।
৮৭. বাংলাদেশের কোন্ নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে ?
- তিস্তা
- যমুনা
- পদ্মা
- ব্রহ্মপুত্র
ব্যাখ্যা: বাংলাদেশের পদ্মা নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কা বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে গঙ্গা নদীর উপর নির্মিত একটি বাঁধ। এর প্রধান উদ্দেশ্য ছিল গঙ্গার পানি হুগলি নদীর দিকে প্রবাহিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা। এই বাঁধের কারণে বাংলাদেশের পদ্মা নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
৮৮. বাংলাদেশের জাতীয় ফল কোনটি ?
- কাঁঠাল
- আম
- লিচু
- আনারস
ব্যাখ্যা: বাংলাদেশের কয়েকটি জাতীয় বিষয়:
জাতীয় ফুল শাপলা
জাতীয় মাছ ইলিশ
জাতীয় পাখি দোয়েল
জাতীয় কবি নজরুল ইসলাম
জাতীয় ফল কাঁঠাল
জাতীয় বৃক্ষ আমগাছ
জাতীয় বন সুন্দরবন
জাতীয় খেলা কাবাডি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
জাতীয় ফুল শাপলা
জাতীয় মাছ ইলিশ
জাতীয় পাখি দোয়েল
জাতীয় কবি নজরুল ইসলাম
জাতীয় ফল কাঁঠাল
জাতীয় বৃক্ষ আমগাছ
জাতীয় বন সুন্দরবন
জাতীয় খেলা কাবাডি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
৮৯. কোনটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
- প্রজাপতি
- কেঁচো
- সাপ
- তেলাপোকা
ব্যাখ্যা: কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। কেঁচোর ত্বক পাতলা এবং ভেজা থাকে, যা অক্সিজেন শোষণ এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণে সাহায্য করে। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে, যা অক্সিজেন বহন করে। অক্সিজেন কেঁচোর ত্বকের মাধ্যমে রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে ত্বকের মাধ্যমে বাইরে নির্গত হয়।
৯০. ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান- কোন ক্ষেত্রে সত্য ?
- শুধু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে
- শুধু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে
- সকল ত্রিভুজের ক্ষেত্রে
- শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
ব্যাখ্যা: ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান - এটি সকল ত্রিভুজের ক্ষেত্রে সত্য। ত্রিভুজ যেকোনো প্রকারের হোক না কেন, তার তিনটি কোণের সমষ্টি সবসময় ১৮০ ডিগ্রি বা দুই সমকোণের সমান হবে।
৯১. I heard the baby--for his food. বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?
- cry
- was crying
- crying
- cried
ব্যাখ্যা: বাক্যে দুটি verb থাকলে এবং দ্বিতীয় verb দ্বারা উদ্দেশ্য না থাকলে দ্বিতীয় verbটির সাথে ing যুক্ত হয়। সুতরাং (গ) সঠিক উত্তর।
৯২. 'বিষাদ সিন্ধু' উপন্যাসটির রচয়িতা কে ?
- দীনবন্ধু মিত্র
- আবুল ফজল
- মীর মশাররফ হোসেন
- সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: 'বিষাদ সিন্ধু' উপন্যাসটির রচয়িতা মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হলো উপন্যাস 'বিষাদ সিন্ধু'। এটি কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। এই উপন্যাসটির তিনটি অংশ রয়েছে: মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিদ বধ পর্ব।
৯৩. ল্যাব্রাডার কি ?
- পর্বতমালা
- মালভূমি
- অন্তরীপ
- স্রোত
ব্যাখ্যা: ল্যাব্রাডর একটি শীতল স্রোত। এটি আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত, যা উত্তর মহাসাগর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এটি কানাডার ল্যাব্রাডর উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়, যেখান থেকে এর নাম এসেছে। এই স্রোতের কারণে, ল্যাব্রাডর উপকূলের জলবায়ু বেশ ঠান্ডা থাকে।
৯৪. “Help the poor” -এর Passive Voice কোনটি ?
- Let the poor be helped
- The poor be helped.
- The poor is helped.
- The poor are helped.
ব্যাখ্যা: Help the poor -এর Passive Voice হলো Let the poor be helped । এখানে, এটি একটি imperative বাক্য, তাই এর passive voice Let দিয়ে শুরু হবে।
৯৫. এক 'এয়র' কোনটির সমান ?
- ১০ বর্গমিটার
- ১০০ বর্গমিটার
- ১০০০ বর্গমিটার
- ১০০০০ বর্গমিটার
ব্যাখ্যা: এক 'এয়র' ১০০ বর্গমিটারের সমান। এয়ার হলো মেট্রিক পদ্ধতিতে ক্ষেত্রফলের একটি একক।
৯৬. কোন্ কোন্ বর্ণের যুক্তরূপ ‘ক্ষ’ ?
- য ও ক
- ক ও ষ
- ষ ও খ
- ক ও খ
ব্যাখ্যা: 'ক্ষ' বর্ণটি ‘ক’ ও ‘ষ’ বর্ণের যুক্তরূপ।
৯৭. তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। পংক্তিটি কোন্ কবিতার অংশ ?
- আসমানী
- দাওয়াত
- কবর
- পল্লীস্মৃতি
ব্যাখ্যা: “তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।” পংক্তিটি জসীম উদ্দীনের “কবর” কবিতার অংশ। “কবর” কবিতাটি জসীম উদ্দীনের একটি বিখ্যাত কবিতা। এটিতে একজন বৃদ্ধ দাদার জীবনের শোক ও বেদনার চিত্র তুলে ধরা হয়েছে। কবিতায় দাদু তার নাতিকে তাদের পারিবারিক কবরস্থানের বর্ণনা দেন এবং তার জীবনের বিভিন্ন দুঃখজনক ঘটনার কথা বলেন। এই পংক্তিটি সেই বেদনাদায়ক অনুভূতির একটি অংশ, যেখানে দাদু তার জীবনের দীর্ঘ সময় ধরে দুঃখের কারণে চোখের জল ফেলেছেন।
৯৮. ৩, ৯ ও ৪-এর চতুর্থ সমানুপাতিক কোনটি ?
- ৯
- ১২
- ১৫
- ১৮
ব্যাখ্যা: ৩, ৯ ও ৪-এর চতুর্থ সমানুপাতিক ১২।
মনে করি, চতুর্থ সমানুপাতিক x।
তাহলে, ৩ : ৯ = ৪ : x
বা,
বা, ৩x = ৩৬
বা, x = ১২
অতএব, ৩, ৯ ও ৪-এর চতুর্থ সমানুপাতিক ১২।
মনে করি, চতুর্থ সমানুপাতিক x।
তাহলে, ৩ : ৯ = ৪ : x
বা,
বা, ৩x = ৩৬
বা, x = ১২
অতএব, ৩, ৯ ও ৪-এর চতুর্থ সমানুপাতিক ১২।
৯৯. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ?
- শেখ মুজিবুর রহমান
- খোন্দকার মোস্তাক আহমদ
- আবদুস সামাদ
- তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১০০. পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের কোন্ জেলায় অবস্থিত ?
- নওগাঁ
- বগুড়া
- জয়পুরহাট
- নবাবগঞ্জ
ব্যাখ্যা: পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে।