Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

'সংবাদপত্র' থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ!

 💥 সংবাদপত্র

🍁 ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? [সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ অক্ষয়কুমার দত্ত।

❐ বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশকাল – [পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-২০০১] ➺ ১৮৭২।

❐ 'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন – [১৩ তম বিসিএস] ➺ মোজাম্মেল হক

❐ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম – [১৫তম বিসিএস] ➺ উত্তরাধিকার

❐ 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন – [১৫তম বিসিএস] ➺ সিকান্দার আবু জাফর

❐ 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৬তম বিসিএস] ➺ মোহাম্মদ নাসিরুদ্দীন

❐ 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।' এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো?] ➺ শিখা [১৬তম বিসিএস]

❐ 'তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয় – [১৭তম বিসিএস] ➺ ১৮৪৩ সালে

❐ সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যের কি হিসেবে পরিচিত?] ➺ বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা । নর্সংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার-২০০৩] ➺

❐ ধূমকেতু পত্রিকার সম্পাদনা করেছেন – [ডাক ও টেলি] ➺ কাজী নজরুল ইসলাম । মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৩]

❐ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম – [দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক-২০০৩] ➺ আঙুর।

❐ সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ)- ২০০৩] ➺ ১৯৪৭ সালে ।

❐ মাসিক সওগাত পত্রিকা ইংরেজী কোন সালে প্রথম প্রকাশিত হয়? [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ)- 2003] ➺ ১৯১৮ সালে ।

❐ সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? [২৪ তম বিসিএস (বাতিল)] ➺ সমকাল

❐ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত 'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা? [২৪ তম বিসিএস] ➺ পত্রিকা

❐ ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল কোন পত্রিকা? [প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা-২০০৪] ➺ শিখা ৷

❐ নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ প্রগতি

❐ চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [নর্বাচন কমিশন সচিবালয়ে জেলা নির্বাচন অফিসার ও সহকারী সচিব-২০০৪] ➺ হুমায়ুন কবির ।

❐ রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৪] ➺ ধূমকেতু ।

❐ ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৪] ➺ শিখা ৷

❐ 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? [২৫ তম বিসিএস] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে - [বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৫] ➺ দিকদর্শন ।

❐ ড. মুহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকা – [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক-২০০৫] ➺ আঙুর ।

❐ কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? [২৭ তম বিসিএস] ➺ কল্লোল

❐ 6.ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? [২৭ তম বিসিএস] ➺ ক্রান্তি

❐ “সবুজ পত্র” পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা বিভাগ)-২০০৫] ➺ ১৯১৪ ।

❐ শের এ বাংলা এ. কে. ফজলুল হকের পরিচালনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয় । পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিন ট্রেন ফিসার ও পার্সোনাল অফিসার-২০০৬] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ রবীন্দ্রনাথের সময়ে প্রকাশিত ‘সবুজপত্র’ নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২০০৬] ➺ প্রমথ চৌধুরী ।

❐ কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ সুধাকর ।

❐ শ্রীরামপুর মিশন থেকে প্রথম মাসিক সংবাদ পত্র – [বন অধিদপ্তর এর বিভিন্ন পদ-২০২২] ➺ দিগদর্শন ।

❐ শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক; তারিখ-২০০৬] ➺ সমাচার দর্পন ।

❐ দেশবার্তা নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয়? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক; তারিখ-২০০৬] ➺ টেক্সাস ।

❐ 'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল - [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2006] ➺ ১৮১৮ খ্রিষ্টাব্দ

❐ “সমাচার দর্পণ" পত্রিকা প্রথম কে বের করেন? [সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (চট্টগ্রাম বিভাগ) ২০০৬] ➺ জন ক্লার্ক মার্শম্যান

❐ ‘সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন – [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত ।

❐ “সুধাকর” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন- [বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার-২০০৭] ➺ শেখ আব্দুর রহিম

❐ নিচের কোনটি একটি পত্রিকার নাম? [পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক ও রিসার্স অফিসার-২০০৭] ➺ সবুজপত্র

❐ সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকা- [নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮] ➺ সমকাল

❐ কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা – [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (সিলেট বিভাগ)-২০০৭] ➺ ধূমকেতু ।

❐ থিয়েটার পত্রিকার সম্পাদক কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008] ➺ রামেন্দু মজুমদার

❐ নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008] ➺ ডা. লুৎফর রহমান

❐ শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম- [শ্রম পরিদপ্তরে অসংখ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ কোহিনুর

❐ বাংলা সাহিত্যে কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? | এম ৩. কমসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক-২০০৯] ➺ সবুজপত্র

❐ বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০] ➺ সবুজপত্র

❐ ১৯২৩ সালে প্রকাশিত পত্রিকা কোনটি? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা-২০১০] ➺ কল্লোল

❐ 'কল্লোল' পত্রিকার প্রকাশকাল – [ আর জন থ আদারের উপসহকারী প্রকৌশলী-২০১০] ➺ ১৯২৩

❐ 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন – ০ তম বিসিএস] ➺ সঞ্জয় ভট্টাচার্য

❐ বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১১] ➺ সুন্দরম

❐ বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন অডিটর-২০১১] ➺ ১৮২৯ সালে

❐ 'সমকাল' পত্রিকা প্রকাশিত হয়- [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১] ➺ ঢাকা থেকে

❐ “সংবাদ প্রভাকর” পত্রিকার সম্পাদক - [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০১২] ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত

❐ কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয়- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ ১৯২৩ সালে

❐ “ভারতী” পত্রিকা কে সম্পাদনা করতেন? সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (20-09-2012) ] ➺ স্বর্ণকুমারী দেবী

❐ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয়? [৩৩ তম বিসিএস] ➺ ১৯২৩ সালে

❐ মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম -[তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩] ➺ সওগাত

❐ “কোহিনুর” পত্রিকাটি সম্পাদনা করেন কে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবারকল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী-২০১৩] ➺ মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

❐ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকাবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম - [৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১৩] ➺ বাসন্তিকা

❐ প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম - [৯ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৩] ➺ সবুজপত্র

❐ বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম - [Bangladesh Bank Assistant Director-2014] ➺ কবিতা

❐ কালি ও কলম কী? [১১ তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৪] ➺ পত্রিকা

❐ 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন? [৩৫ তম বিসিএস] ➺ জন ক্লার্ক মার্শম্যান

❐ “লাঙ্গল” পত্রিকাটি কে সম্পাদনা করতেন? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর-২০১৬] ➺ কাজী নজরুল ইসলাম

❐ কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - [ঢাবি খ ইপনা লাঙ্গল

❐ কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়? [থানা নির্বাচন অফিসার: ০৪] ➺ লোকায়ত

❐ ‘সমকাল' পত্রিকা প্রকাশিত হয় [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক:২০১১] ➺ পাটনা থেকে

❐ 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে? [সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-২০১৬] ➺ প্রমথ চৌধুরী

❐ 'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? [৩৬ তম বিসিএস] ➺ জ্ঞানান্বেষণ

❐ হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম – [৩৬ তম বিসিএস] ➺ গ্রামবার্তা প্রকাশিকা

❐ ‘গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশ করেছিলেন? [ঢাবি ঘ ইউনিট: ০৬-০৭] ➺ কাঙ্গাল হরিনাথ

❐ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? [৩৭ তম বিসিএস] ➺ হাসান হাফিজুর রহমান

❐ 'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [৩৭ তম বিসিএস] ➺ দীনেশরঞ্জন দাশ

❐ বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা –—বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার-২০১৭] ➺ দিগদর্শন ।

❐ বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ সংবাদ প্রভাকর ।

❐ ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন – [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৭] ➺ জন ক্লার্ক মার্শম্যান্

❐ ‘বেগম' পত্রিকার সম্পাদক কে? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ-২০১৭] ➺ নূরজাহান বেগম ।

❐ বাংলাদেশে (বিভাগোত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি? [পিএসসি'র সহকারী পরিচালক: ০৪] ➺ নূরজাহান বেগম

❐ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি? [নার্সিং ও মিডওয়াইফারি আদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৮] ➺ সংবাদ প্রভাকর।

❐ বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে? । ভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ)-২০১৮] ➺ সংবাদ প্রভাকর।

❐ ‘কবিতা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [বাংলা। সে ভাব উপসহকারী প্রকৌশলী (ব্রিজ)-২০১৮] ➺ বুদ্ধদেব বসু ।

❐ আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? ংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী-২০১৯] ➺ দৈনিক গণকণ্ঠ

❐ ‘শিখা’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ ১৯২৭ সালে।

❐ ‘বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - [১৩ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১৯] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

❐ কাজী নজরুজল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি – [বাংলাদেশ ব্যাংক এর অফিসার (সাধারণ)-২০১৯] ➺ বিজলী

❐ 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? [৪০ তম বিসিএস] ➺ কৃষ্ণচন্দ্র মজুমদার

❐ 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? [১৬তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৯] ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত

❐ ‘নবনূর’ পত্রিকার সম্পাদক ছিলেন – [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর থানা পরিসংখ্যাবিদ -২০২০] ➺ সৈয়দ এমদাদ আলী ।

❐ প্রথম বাংলা পত্রিকা কোনটি? [পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০২০] ➺ দিকদর্শন ।

❐ ‘তত্ত্ববোধিনী' পত্রিকার প্রকাশকাল কবে? [বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (সহকারী পরিচালক)-২০২০] ➺ ১৮৪৩ সালে।

❐ ‘শিখা পত্রিকা' কোন সংগঠনের সঙ্গে যুক্ত? [সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক)-২০২১] ➺ মুসলিম সাহিত্য পরিষদ

❐ মোহাম্মদ নাসির উদ্দীন কোন পত্রিকা সম্পানা করেছিলেন? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-(NSI) Assistant Director, Research officer & Assistant Programmer-2021] ➺ সওগাত

❐ নিচের পত্রিকাগুলোর মধ্যে যেটি ব্যতিক্রমধর্মী - [সমন্বিত ৭ ব্যাংক ও ১টি আর্থিক এর সিনিয়র অফিসার-২০২১] ➺ সীমান্ত (প্রগতি/কালিকলম/পূর্বাশা)

❐ ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল – [খাদ্য অধিদপ্তর এর উচ্চমান সহকারী-২০২১] ➺ জয় বাংলা

❐ ‘গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? [৪১ তম বিসিএস ] ➺ কুষ্টিয়ার কুমারখালী

❐ মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? [২৭ তম বিসিএস] ➺ ১৯২৭

❐ সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী? [৪৩ তম বিসিএ ] ➺ শনিবারের চিঠি

❐ ‘কন্ঠস্বর’ সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন —পানিতে ৯ ব্যাংক-২০২২] ➺ আবদুল্লাহ আবু সাইদ

❐ ‘সাহিত্যিকী' পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়? সমন্বিত ৯ ব্যাংক-২০২২] ➺ রাজশাহী বিশ্ববিদ্যালয়

❐ ‘সমকাল’ সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ সিকান্দার আবু জাফর।

❐ 'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক - [পিএসসি এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০২২] ➺ কাজী নজরুল ইসলাম

❐ ‘শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা? [বাংলাদেশ ব্যাংক অফিসার-২০২২] ➺ হাস্যরসাত্মক

❐ নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? [৪৪ তম বিসিএস] ➺ শনিবারের চিঠি

❐ নিচের কোন পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরী হয়েছিল? [সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ)-২০২৩] ➺ কল্লোল

❐ 'গুলিস্তা' পত্রিকার সম্পাদক কে ছিলেন? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর কার্যসহকারী-২০২৩] ➺ এস ওয়াজেদ আলী

❐ নিম্নের কোন পত্রিকার প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? [কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার (সাধারণ/ক্যাশ)-২০২৩] ➺ ধূমকেতু

❐ কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে কোন পত্রিকার অবদান রয়েছে? [বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD)-২০২৩] ➺ মোসলেম ভারত

❐ 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক - [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর Home Economist (নিপোর্ট)-২০২৪] ➺ সুফিয়া কামাল

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪] ➺ দিগদর্শন ।

❐ কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৪] ➺ সমকাল ।

❐ বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? [২৮ তম বিসিএস] ➺ দিকদর্শন

❐ “সবুজপত্র” কি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (গামা)-২০১৪] ➺ সাময়িকপত্র ।

❐ প্রমথ চৌধুরী সম্পাদিক সাময়িকপত্র কোনটি? [প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মনণালয়েল উপসহকারী পরিচালক-২০১৭] ➺ সবুজপত্র ।

❐ কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়? [১৪তম বিসিএ ঈশ্বরচন্দ্র গুপ্ত

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা–২০০৪] ➺ সমাচার দর্পণ

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?। ম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৫] ➺ সংবাদ প্রভাকর ।

❐ বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? [ সকলেরি মাধ্যমিক দ্বিত লয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১] ➺ আজাদী

❐ ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতি বিষয় নিচের কোন সংবাদপত্রে আলোচনা হত? [বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এ Assistant Manager (Production Control)-2023] ➺ সবকটি (সুধাকর/মিহির/হাফেজ)

❐ কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর কম্পিউটার অপারেটর-২০২১] ➺ নবযুগ

❐ ‘দৈনিক নবযগ' এর ১৯২০ সালের প্রথম ও প্রধান সম্পাদক কে ছিলেন? [বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ৯৫] ➺ মুজাফফর আহমদ

❐ ‘গ্রামবার্তা প্রকাশিকা' এর সংবাদদাতা হিসেবে কাজ করতেন [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাব রক্ষক-২০২১] ➺ মীর মশাররফ হোসেন

❐ কম্পিউটারে বাংলায় কম্পোজ করা প্রথম পত্রিকা কোনটি? [ডাক বিভাগের উচ্চমান সহকারী-২২] ➺ আনন্দপত্র

❐ সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি ছিল? [চবি বি ইউনিট: ২১-২২] ➺ মাসিক ] ➺ •

❐ ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘প্রগতি’র অন্যতম সম্পাদক ছিলেন – [প্রবাসী কল্যাণ ব্যাংক এর জেনারেল অফিসার:২১] ➺ বুদ্ধদেব বসু

❐ মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল – [বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৫] ➺ শিখা ।

❐ বাংলা ভাষায় কোন পত্রিকাটি অন্যগুলোর পূর্বে প্রকাশিত হয়? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)- ২০১৯] ➺ দিকদর্শন (সমাজদর্পণ/বঙ্গদর্শন/আযদর্শন)

❐ প্রমথ চৌধুরীর ‘বীরবলী’ রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে? [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ০৬] ➺ সবুজপত্র

❐ কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধূমকেতু' কতসালে প্রথম প্রকাশিত হয়? – [ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা: ০৫-০৬] ➺ ১৯২২

❐ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি? [চবি খ ইউনিট: ০৫-০৬] ➺ ধান শালিকের দেশ

❐ নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসাবে পরিচিত? [সমাজসেবা অধিদপ্তরের সমাজ সংগঠক: ০৫] ➺ ধান শালিকের দেশ

❐ বাংলাদেশ ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ➺ গুরুচরণ রায় সম্পাদিত ‘রংপুর বার্তাবহ” (১৮৪৭)।

❐ ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ➺ কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত 'ঢাকা প্রকাশ (১৮৬১)।)

❐ ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম কী? [কারি পরিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক)-২০২১] ➺ জেমস্ অগাস্টাস হিকি সম্পাদিত ‘বেঙ্গল গেজেট (১৭৮

❐ বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি? ➺ জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত 'দিগদর্শন' (১৮১৮)

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ➺ জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত 'সমাচার দর্পণ' (১৮১৮)। এটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়।

❐ বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ➺ গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত 'বাঙ্গাল গেজেট' (১৮১৮)।

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত 'সংবাদ প্রভাকর' । সাপ্তাহিক হিসেবে ১৮৩১ সালে এবং দৈনিক হিসেবে ১৮৩৯ সালে প্রকাশিত হয় ।

❐ মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? ➺ শেখ আলিমুল্লাহ সম্পাদিত 'সমাচার সভারাজেন্দ্র (১৮৩১)।

❐ বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ➺ গুরুচরণ রায় সম্পাদিত ‘রংপুর বার্তাবহ” (১৮৪৭)।

❐ ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ➺ কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত 'ঢাকা প্রকাশ (১৮৬১)।)

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...