১. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম -
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [১ম পর্যায়] ২৪. ০৫.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖The New Development Bank, formerly referred to as the BRICS Development Bank, is a multilateral development bank established by the BRICS states. According to the Agreement on the NDB, "the Bank shall support public or private projects through loans, guarantees, equity participation and other financial instruments.
স্পেশাল ব্যাখ্যাঃ
📖BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্তেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের ৭ জুলাই NDB এর বোর্ড অব গভর্নরদের প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
২. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [১ম পর্যায়] ২৪. ০৫.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖টেকসই উন্নয়ন অভীষ্ট মোট ১৭ টি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
৩. ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি ?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [২ম পর্যায়] ৩১. ০৫.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
স্পেশাল ব্যাখ্যাঃ
📖৩১ জানুয়ারি, ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য তাদের সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা - ২৭টি দেশ।
৪. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত-
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [২ম পর্যায়] ৩১. ০৫.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖কোন দেশের শিক্ষা ব্যাবস্থা সবথেকে ভালো, এটা তো চট করে ফিতে দিয়ে মেপে বলা যাবে না।
তবে পিসা'র (Programme for International Student Assenssment) মূল্যায়ন অনুযায়ী ফিনল্যান্ড এর শিক্ষা ব্যাবস্থাকে অন্যতম সেরা তো বলাই যায়।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖ফিনল্যান্ডের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত। ২য় স্থানে অবস্থিত সুইজারল্যান্ড। এবং ৩য় স্থানে আছে বেলজিয়ামের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
৫. কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [২ম পর্যায়] ৩১. ০৫.১৯ 📖 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়➟2014➯C ইউনিট 📖 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়➟2013➯E ইউনিট
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖নেপালের সাথে সমুদ্রসীমা নেই।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।
কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে - নেপাল, আফগানিস্তান, ভুটান, রুয়ান্ডা, জিম্বাবুয়ে ইত্যাদি।
৬. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [২ম পর্যায়] ৩১. ০৫.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖স্কাউটের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ব্যাডেন পাওয়েল। তিনি 1 আগস্ট, 1907 সালে বয়স্কাউট প্রতিষ্ঠা করেন। বিশ্ব স্কাউট সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। বর্তমানে এর সদস্য সংখ্যা 169 টি (ইরাক - সর্বশেষ)।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন ব্যাডেন পাওয়েল। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে প্রথম বয়েজ স্কাউট প্রতিষ্ঠা করেন।
❏ তার উদ্যোগেই ১৯২০ সালে ইংল্যান্ডে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
❏ আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯২২ সালে।
❏ The Boy Scouts International Bureau পরবর্তীতে World Scout Bureau ১৯২০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
❏ বিশ্ব স্কাউট সংস্থা সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
❏ ব্যাডেন পাওয়েল এবং তার বোন এগনেসের ব্যাডেন পাওয়েলের মাধ্যমে ১৯১০ সালে গার্লস গাইড প্রোগ্রাম শুরু হয়।
❏ ১৯২৮ সালে World Association of Girl Guides and Girl Scouts হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয়।
৭. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী -শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলঙ্কা)
স্পেশাল ব্যাখ্যাঃ
📖শ্রিমাভো বন্দরনায়েকে ১৯৬০ সালে নির্বাচনে জিতে শ্রীলংকার প্রধানমন্ত্রী হন। তিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৬৫ সালে ক্ষমতা ত্যাগ করার পরে ১৯৭০-৭৭ এবং ১৯৯৪ - ২০০০ মেয়াদে আরো দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
৮. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖১৯৮৯ সালে জাতিসংঘ শিশু সনদ পাস করে । পরবর্তীতে ১৯৯০ সালের ২৬ জানুয়ারি সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯০ সালের ২৬ জানুয়ারি। ওইদিন ৬১ টি দেশ স্বাক্ষর করে এই সনদে। প্রায় সাত মাস পর, ১৯৯০ সালের ২রা সেপ্টেম্বর এটা কার্যকর হয়।
৯. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড। এটির প্রতিষ্ঠাকাল ১৮২৯ সাল।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland Yard)। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী। এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে। এ সংস্থাটি লন্ডন শহরে পুলিশি কার্যক্রম পরিচালনা করে। সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছে সংস্থাটি। এছাড়া কূটনীতিক ও ভিআইপি-দের সুরক্ষা প্রদানের মতো রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় স্কটল্যান্ড ইয়ার্ড।
এমআই-৬ (MI6) ব্রিটেনের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এটির অফিশিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। MI6 ১৯০৯ সালে গঠিত হয়। এর ছয়টি সেকশনের জন্যে এটি এমআই-৬ নামে পরিচিতি লাভ করে।
এমআই-৫(MI5) ব্রিটেনের আরেকটি গোয়েন্দা সংস্থা যা ব্রিটেনের অভ্যন্তরে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করে।
১০. প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖২ ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖২ ফেব্রুয়ারী - জাতীয় জনসংখ্যা দিবস
১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস
১১. কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোন বিষয়কে ইউনেস্কো World Heritage Register - এর তালিকাভুক্ত করে?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
স্পেশাল ব্যাখ্যাঃ
📖ইউনেস্কোর মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টার প্রোগ্রামে এর মাধ্যমে বিশ্ব জুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এ তালিকা প্রণয়ন করে ইউনেস্কো।
২০১৬ সালে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা হয়। ২০১৭ সালে ইউনেস্কো কর্তৃক এর অনুমোদন হয়। ভাষণটি পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত। তবে, অডিও এবং ভিডিও কপি অক্ষত রয়েছে।
১২. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
স্পেশাল ব্যাখ্যাঃ
📖জাতিসংঘ সাধারণ পরিষদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে অর্থাৎ পনেরো বছরে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
১৩. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিক্স দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক
অতীতে ব্যাঙ্কটি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নামে পরিচিত ছিল।
এর সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই।
এনডিবি চুক্তির মতে "ব্যাংক ঋণ, গ্যারান্টী, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।" তাছাড়া, এনডিবি "আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য আর্থিক সংস্থার সাথে সহযোগিতা করবে এবং ব্যাঙ্ক দ্বারা সমর্থিত প্রকল্পগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে
স্পেশাল ব্যাখ্যাঃ
📖BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্তেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের ৭ জুলাই NDB এর বোর্ড অব গভর্নরসের প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে। প্রথম প্রেসিডেন্ট ভারতের কে ভি কামাথ। NDB তে ব্রিকসের ৫টি দেশের সমান অংশীদারিত্ব বিদ্যমান।
১৪. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।
ইউফ্রেটিস নদীর উৎপত্তি তুরস্কে ।
বাংলাদেশের বৃহত্তম নদের নাম ব্রহ্মপুত্র ।
হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)। তিব্বতের মালভূমির উত্স থেকে পূর্ব চীন সাগরে এর মুখ পর্যন্ত নদীটি ১০ টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।
১৫. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖ভূমধ্যসাগর (ইংরেজি: Mediterranean Sea) ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর।
এটি জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত এবং উত্তরে দক্ষিণ ইউরোপ ও অ্যানাটোলিয়া, দক্ষিণে উত্তর আফ্রিকা, পূর্বে লেভ্যান্ট এর দ্বারা প্রায় পুরোপুরি আবদ্ধ।
যদিও সাগরটিকে মাঝে মাঝে আটলান্টিক মহাসাগরের অংশ হিসেবে বিবেচনা করা হয়।ভূতাত্ত্বিক প্রমাণ নির্দেশ করে যে ভূমধ্যসাগর প্রায় ৫৯ লক্ষ বছর আগে আটলান্টিক মহাসাগরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং ৫৩ লক্ষ বছর আগে যানক্লিন বন্যায় পুনরায় পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আংশিক বা সম্পূর্নভাবে প্রায় ৬ লক্ষ বছর ধরে শুষ্ক ছিল।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা (মরক্কো) ও ইউরোপ (স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
১৬. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖1972 সাল থেকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে ।
8 জুন বিশ্ব সমুদ্র দিবস ।
20 জুন বিশ্ব শরণার্থী দিবস ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস
২০ জুন - বিশ্ব শরণার্থী দিবস
১৭. 'আইসিসি ক্রিকেট বিশ্বকাপ -২০১৯' এর খেলোয়াড় 'উইলিয়ামসন' কোন দেশের খেলোয়ার?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖উইলিয়ামসন : Williamson; জন্ম: ৮ আগস্ট, ১৯৯০) বে অব প্লেন্টি এলাকার তৌরাঙ্গায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় টেস্ট ক্রিকেটার।
বর্তমানে তিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
কেন উইলিয়ামসন ২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে অংশ নিয়েছেন।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖কেন উইলিয়ামসন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন। তার নৈপুণ্য এবং দক্ষ নেতৃত্বে নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠে। তবে তাদেরকে সুপার-ওভারে পরাজিত করে স্বাগতিক ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে প্রথমবারের মত।
১৮. ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖ইউনেস্কো 21 ফেব্রুয়ারির শহীদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয় 17 নভেম্বর 1999 সালে । 2000 সালের 21 ফেব্রুয়ারিতে বিশ্বের 188 টি দেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এর ফলে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
২০. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে । ইউফ্রেটিস নদীর উৎপত্তি তুরস্কে । বাংলাদেশের বৃহত্তম নদের নাম ব্রহ্মপুত্র । হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)। তিব্বতের মালভূমির উৎস থেকে পূর্ব চীন সাগরে এর মুখ পর্যন্ত নদীটি ১০ টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।
২১. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনের একটি পুলিশ বাহিনীর নাম । এটি 1829 সালে প্রতিষ্ঠিত হয় ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland Yard)। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী। এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে। এ সংস্থাটি লন্ডন শহরে পুলিশি কার্যক্রম পরিচালনা করে। সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছে সংস্থাটি। এছাড়া কূটনীতিক ও ভিআইপি-দের সুরক্ষা প্রদানের মতো রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় স্কটল্যান্ড ইয়ার্ড।
এমআই-৬ (MI6) ব্রিটেনের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এটির অফিশিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। MI6 ১৯০৯ সালে গঠিত হয়। এর ছয়টি সেকশনের জন্যে এটি এমআই-৬ নামে পরিচিতি লাভ করে।
এমআই-৫(MI5) ব্রিটেনের আরেকটি গোয়েন্দা সংস্থা যা ব্রিটেনের অভ্যন্তরে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করে।
২২. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
স্পেশাল ব্যাখ্যাঃ
📖জাতিসংঘ সাধারণ পরিষদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে অর্থাৎ পনেরো বছরে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
২৩. নিউ ডেভেপপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖New Development Bank প্রতিষ্ঠার জন্য 2014 সালে চুক্তি স্বাক্ষরিত হয় এবং 2016 সালে কার্যক্রম শুরু করে । NDB- এর সদস্য মূলত BRICS- এর পাঁচটি দেশ । এর সদর দপ্তর সাংহাই চীন । WB, IMF- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । ইউরোপীয় অর্থনৈতিক ইউনিয়নের সদর দপ্তর মস্কোতে অবস্থিত ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্তেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের ৭ জুলাই NDB এর বোর্ড অব গভর্নরসের প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে। প্রথম প্রেসিডেন্ট ভারতের কে ভি কামাথ। NDB তে ব্রিকসের ৫টি দেশের সমান অংশীদারিত্ব বিদ্যমান।
২৪. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖1972 সাল থেকে 5 জুন 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে পালিত হচ্ছে ।
8 জুন বিশ্ব সমুদ্র দিবস ।
20 জুন বিশ্ব শরণার্থী দিবস ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস
২০ জুন - বিশ্ব শরণার্থী দিবস
২৫. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ -২০১৯ এর খেলোয়াড় 'উইলিয়ামসন' কোন দেশের খেলোয়াড়?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖উইলিয়ামসন (ইংরেজি: Williamson; জন্ম: ৮ আগস্ট, ১৯৯০) বে অব প্লেন্টি এলাকার তৌরাঙ্গায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় টেস্ট ক্রিকেটার।
বর্তমানে তিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
কেন উইলিয়ামসন ২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে অংশ নিয়েছেন
স্পেশাল ব্যাখ্যাঃ
📖কেন উইলিয়ামসন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন। তার নৈপুণ্য এবং দক্ষ নেতৃত্বে নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠে। তবে তাদেরকে সুপার-ওভারে পরাজিত করে স্বাগতিক ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে প্রথমবারের মত।
২৬. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ সংস্থা আন্তর্জাতিক আদালত । 24 অক্টোবর, 1945 সালে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় । এর সদরদপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত । আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা 15 জন ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ, নেদারল্যান্ডস। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
২৭. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯ 📖 20th BCS General Dec, 1998 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং । ইয়াংসিকিয়াং-এর দৈর্ঘ্য ৬৩৮০ কিমি, অবস্থানঃ চীন ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)।
তিব্বতের মালভূমির উৎস থেকে পূর্ব চীন সাগরে এর মুখ পর্যন্ত নদীটি ১০ টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।
২৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ – ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ ➝ ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন।
তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।
২৯. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖মিশরীয় হায়ারোগ্লিফিক বা মিশরীয় চিত্রলিপি (প্রাচীন গ্রিক: τὰ ἱερογλυφικά [γράμματα], ইংরেজি: Hieroglyphic) বা বহুবচনে মিশরীয় হায়ারোগ্লিফিক্স হলো মিশরীয় লিপিবিশেষ। প্রাচীন মিশরে তিন ধরনের লিপি প্রচলিত ছিলো: হায়ারোগ্লিফিক (মিশরীয়), হায়রাটিক এবং ডেমোটিক। তিনটি লিপির নামই গ্রিকদের দেয়া। হায়ারোগ্লিফিক লিপির প্রতীককে বলা হয় "হায়ারোগ্লিফ"।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖সভ্যতায় মিশরীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার আবিষ্কার।
প্রথমদিকে মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর।
আনুমানিক ৫০০০ বছর পূর্বে মিশরীয়রা ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
বর্ণমালা ব্যতীত মিশরীয়রা নলখাগড়া থেকে প্যাপিরাস নামক কাগজ উদ্ভাবন করে যা থেকে পেপার শব্দের উৎপত্তি হয়।
৩০. কোন দেশের অধিবাসীরা 'ডাচ' নামে পরিচিত?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
০
ব্যাখ্যাঃ
🔖ডাচ বলা হয় নেদারল্যান্ডের অধিবাসীদের ।
৩১. IMF .
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖The International Monetary Fund (IMF) is an organization of 189 countries, working to foster global monetary cooperation, secure financial stability, facilitate international trade, promote high employment and sustainable economic growth, and reduce poverty around the world.
স্পেশাল ব্যাখ্যাঃ
📖IMF এর পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ব্রেটন উডস্▫ সম্মেলনে বিশ্বব্যাংকের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যার নাম IMF।
⤇ IMF - এর প্রাথমিক লক্ষ্য ছিলো - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।
⤇ বর্তমানে, এটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন এবং সদস্যদের বাণিজ্য ঘাটতি দূরীকরণে সম্পদ ও পুঁজি (resources) ব্যবহারে পরামর্শ দান ইত্যাদি কাজ করে থাকে।
❖➣ এক নজরে IMF -
IMF - গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭ সাল
সদস্য - ১৮৯টি দেশ (সর্বশেষ সদস্য - নাউরু)
সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র
৩২. কোন দেশটি Schengen ভুক্ত নয়?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖সেনজেনভুক্ত দেশগুলো হলো-অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি;
যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স ও পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়।
এর উদ্দেশ্য ইউরোপ জুড়ে ভিসা ও সীমানামুক্ত অবাধ চলাচল নিশ্চিত করা।
চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ মার্চ।
বর্তমানে শেনজেনভুক্ত ২৬টি দেশের নামঃ
Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Italy, Latvia, Liechtenstein, Lithuania, Luxembourg, Malta, Netherlands, Norway, Poland, Portugal, Slovakia, Slovenia, Spain, Sweden, and Switzerland.
৩৩. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖৮ সেপ্টেম্বর ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয় ১৭ নভেম্বর, ১৯৬৫ সালে।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖জাতিসংঘের শিক্ষা বিষয়ক সহযোগী সংস্থা ইউনেস্কো ১৯৬৬ সাল থেকে ৮ সেপ্টেম্বর “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” পালন করে আসছে।
তথ্য
৩৪. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত ?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯
আন্তর্জাতিক বিষয়াবলি
ব্যাখ্যাঃ
🔖আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইংরেজি: International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা। ধান এর জাত, উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধান এর জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র।
স্পেশাল ব্যাখ্যাঃ
📖আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা।
সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত।