১. পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর হলে ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?
- ৭০ বছর
- ৮০ বছর
- ৯০ বছর
- ১০০ বছর
ব্যাখ্যা: পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর।
৫ বছর পর (পিতা + তিনপুত্র = ৪ জন) তাদের বয়স বৃদ্ধি পাবে ( ৪ × ৫)= ২০ বছর,
তখন তাদের বয়সের সমষ্টি হবে = (৬০ + ২০) = ৮০ বছর
৫ বছর পর (পিতা + তিনপুত্র = ৪ জন) তাদের বয়স বৃদ্ধি পাবে ( ৪ × ৫)= ২০ বছর,
তখন তাদের বয়সের সমষ্টি হবে = (৬০ + ২০) = ৮০ বছর
২. প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ?
- উন্নত কারিকুলাম
- উন্নত মানের পাঠ্যপুস্তক
- নিয়মিত বিদ্যালয় পরিদর্শন
- উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক
ব্যাখ্যা: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অন্যান্য বিষয়গুলোর গুরুত্বও কম নয়। তবে, একজন উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকই পারেন শিশুদের সঠিকভাবে জ্ঞান দান করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করতে। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা শিশুদের মনস্তত্ত্ব বোঝেন এবং তাদের বয়স ও চাহিদা অনুযায়ী পাঠদান করতে পারেন। তাই, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৩. a + b = - c হলে c = কত ?
- a + b
- - (a + b)
- (b - a)
- a + b + c
ব্যাখ্যা: দেয়া আছে,
a + b = - c
বা, a + b + c = 0
বা, c = - a - b
বা, c = - (a + b)
a + b = - c
বা, a + b + c = 0
বা, c = - a - b
বা, c = - (a + b)
৪. বাংলাদেশে সালের মধ্যে 'সবার জন্য শিক্ষা নিশ্চিত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে ?
- ১৯৯৫ সালের মধ্যে
- ২০০০ সালের মধ্যে
- ২০১০ সালের মধ্যে
- ২০২০ সালের মধ্যে
ব্যাখ্যা: মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অনুযায়ী ২০১৫ সালের মধ্যে 'সবার জন্য শিক্ষা নিশ্চিত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৫. a - {- (a + 1)} = কত ?
- a
- a + 1
- a - 1
- 1
ব্যাখ্যা: a - {a - (a + 1)}
= a - {a - a - 1}
= a - { - 1}
= a + 1
= a - {a - a - 1}
= a - { - 1}
= a + 1
৬. আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি ?
- শিক্ষা উপকরণের অভাব
- বিদ্যালয়ের আসবাবপত্রের অভাব
- শিক্ষক স্বল্পতা
- ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া
ব্যাখ্যা: আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা হলো ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া।
৭. প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয় কত তারিখে ?
- ২ জানুয়ারি, ১৯৯০
- ৪ জানুয়ারি, ১৯৯১
- ১ জানুয়ারি, ১৯৯২
- ৩ জানুয়ারি, ১৯৯৩
ব্যাখ্যা: ১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক 'প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন' গৃহীত হয়। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে সারা দেশের ৬৮টি থানায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়।
৮. ক ও খ-এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দিতে হবে যেন খ, ক-এর টাকার দ্বিগুণ বেশি পায়। ক কত টাকা পাবে ?
- ৪৫ টাকা
- ৬০ টাকা
- ৯০ টাকা
- ১৩৪ টাকা
ব্যাখ্যা: ধরি
ক = x টাকা
খ = ২x টাকা
শর্তমতে, x + ২x = ১৮০
বা, ৩x = ১৮০
বা, x = ৬০
সুতরাং ক ৬০ টাকা পাবে
ক = x টাকা
খ = ২x টাকা
শর্তমতে, x + ২x = ১৮০
বা, ৩x = ১৮০
বা, x = ৬০
সুতরাং ক ৬০ টাকা পাবে
৯. প্রাথমিক স্কুল শিক্ষক পদের শতকরা কত ভাগ মহিলাদেরকে 'নিয়োগ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে ?
- ৪০%
- ৫০%
- ৬০%
- ৭০%
ব্যাখ্যা: প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০% পদ মহিলাদের জন্য সংরক্ষিত। তবে বর্তমানে সকল নিয়োগের ক্ষেত্রে ৯৩ শতাংশ মেধা , ৫% মুক্তিযুদ্ধ কোটা , ১% প্রতিবন্ধী কোটা ও ১% উপজাতি কোটায় নিয়োগ কার্যক্রম চলবে ।
১০. 'শিক্ষার বিনিময়ে খাদ্য' বলতে কোনটি বোঝায় ?
- স্কুলে যাঁরা শিক্ষাদান করেন তাঁদেরকে খাদ্য প্রদান
- শিশুদেরকে কে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদেরকে খাদ্যশস্য প্রদান
- স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে দুপুরে আহার সরবরাহ করা
- যে সকল এলাকায় শিক্ষিতের হার বৃদ্ধি পাবে সে সকল এলাকায় খাদ্য বিতরণ
ব্যাখ্যা: ২৮ সেপ্টেম্বর ২০০২ শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি'র পরিবর্তে 'প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প' চালু করা হয়। বর্তমানে এ প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীর অভিভাবকগণ এক সন্তানের জন্য ১০০ টাকা এবং একাধিক সন্তানের জন্য ১২৫ টাকা হারে বৃত্তি পান।
১১. শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোনটি ?
- পাঠ্যপুস্তক
- চার্ট ও মডেল
- ব্ল্যাক বোর্ড
- আধুনিক লিখন সামগ্রী
ব্যাখ্যা: শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হলো পাঠ্যপুস্তক। শিশুদের পাঠদানের জন্য অন্যান্য শিক্ষা উপকরণগুলো গুরুত্বও অনেক। তবে, শিশুদের পাঠদানের মূল ভিত্তি হলো পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকের মাধ্যমেই শিশুরা জ্ঞান অর্জন করে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করে। তাই, শিশুদের পাঠদানের জন্য পাঠ্যপুস্তক সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।
১২. যে পরিমাণ খাদ্য ১০ জন লোকের ৫০ দিন চলে, ঐপরিমাণ খাদ্য ৫০ জন লোকের কত দিন চলবে ?
- ১০ দিন
- ২০ দিন
- ৩০ দিন
- ৫০ দিন
ব্যাখ্যা: ১০ জন লোকের খাদ্য চলে ৫০ দিন
১ জন লোকের খাদ্য চলবে (৫০ × ১০) দিন
৫০ জন লোকের খাদ্য চলবে = ১০ দিন
১ জন লোকের খাদ্য চলবে (৫০ × ১০) দিন
৫০ জন লোকের খাদ্য চলবে = ১০ দিন
১৩. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবী কি ?
- চেয়ারম্যান
- মহাপরিচালক
- সচিব
- পরিচালক
ব্যাখ্যা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবী হলো মহাপরিচালক। বর্তমান মহাপরিচালক হলেন মোঃ আব্দুস সামাদ ।
১৪. ৫০ পয়সার ৫০ দিনের সুদ ৫০ পয়সা হলে দৈনিক সুদের হার কত ?
- ১ পয়সা
- .১ পয়সা
- .০১ পয়সা
- ১০ পয়সা
ব্যাখ্যা: ৫০ পয়সার ৫০ দিনের সুদ ৫০ পয়সা
তাহলে ১ দিনের সুদ ১ পয়সা
তাহলে ১ দিনের সুদ ১ পয়সা
১৫. a = 3 হলে a³ কত হবে ?
- 6
- 9
- 12
- 27
ব্যাখ্যা: a³ = 3³ = 3×3×3 = 27
১৬. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত ?
- a×a মিটার
- a বর্গমিটার
- a² বর্গমিটার
- a² মিটার
ব্যাখ্যা: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল a² বর্গমিটার।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:
ক্ষেত্রফল = বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য
এখানে, বাহুর দৈর্ঘ্য = a মিটার
সুতরাং, ক্ষেত্রফল = a × a = a² বর্গমিটার।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:
ক্ষেত্রফল = বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য
এখানে, বাহুর দৈর্ঘ্য = a মিটার
সুতরাং, ক্ষেত্রফল = a × a = a² বর্গমিটার।
১৭. Indirect speech এ কোনটি সঠিক ?
- The teacher said to the boys, `The earth is round'.
- The teacher asked to the boys that the earth was round.
- The teacher said to the boys that the earth is round.
- The teacher told the boys that the earth is round.
ব্যাখ্যা: সঠিক indirect speech হলো: The teacher told the boys that the earth is round. যখন একটি সার্বজনীন সত্য (universal truth) বলা হয়, যেমন পৃথিবী গোলাকার , তখন indirect speech-এও tense পরিবর্তন হয় না। তাই is অপরিবর্তিত থাকবে।
১৮. একটি দ্রব্য ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
- ৪০ পয়সা
- ৫০ পয়সা
- ৬০ পয়সা
- ৭০ পয়সা
ব্যাখ্যা: ধরি, ক্রয়মূল্য ১০০ পয়সা।
২০% লাভে বিক্রয়মূল্য = ১২০ পয়সা।
প্রশ্নমতে,
১২০ পয়সা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য ১০০ পয়সা।
১ পয়সা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = পয়সা।
৬০ পয়সা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = পয়সা = ৫০ পয়সা।
অতএব, দ্রব্যটির ক্রয়মূল্য ৫০ পয়সা।
২০% লাভে বিক্রয়মূল্য = ১২০ পয়সা।
প্রশ্নমতে,
১২০ পয়সা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য ১০০ পয়সা।
১ পয়সা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = পয়সা।
৬০ পয়সা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = পয়সা = ৫০ পয়সা।
অতএব, দ্রব্যটির ক্রয়মূল্য ৫০ পয়সা।
১৯. ৫০০ টাকার ৫% কত ?
- ২০ টাকা
- ২৫ টাকা
- ৩০ টাকা
- ৩৫ টাকা
ব্যাখ্যা: ৫০০ টাকার ৫%
=
= ২৫ টাকা।
=
= ২৫ টাকা।
২০. a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত ?
- 2
- 3
- 4
- 5
ব্যাখ্যা: আমরা জানি,
ab =
=
=
=
=
= 4
ab =
=
=
=
=
= 4
২১. ১ ঘণ্টা ৪০ মিনিট ৫ ঘণ্টার কত অংশ ?
ব্যাখ্যা: ৫ ঘণ্টা = (৫ × ৬০) মি. = ৩০০ মি.
১ ঘণ্টা ৪০ মি. = (৬০+৪০) মি. = ১০০ মি.
অংশ
১ ঘণ্টা ৪০ মি. = (৬০+৪০) মি. = ১০০ মি.
অংশ
২২. 'Salt' কোন Noun ?
- Proper noun
- Common noun
- Material noun
- Collective noun
ব্যাখ্যা: 'Salt' হলো Material noun। Material noun হলো সেই বিশেষ্য যা কোনো পদার্থের উপাদান বা কাঁচামাল বোঝায়। যা গণনা করা যায় না, শুধু পরিমাণ করা যায়। যেমন: salt (লবণ), water (জল), gold (সোনা), ইত্যাদি।
২৩. A bed of roses' idiom-টির অর্থ-
- A bed full of roses
- A comfortable bedroom
- A life only of joy and happiness
- A soft rosy bed
ব্যাখ্যা: A bed of roses idiom-টির অর্থ হলো: A life only of joy and happiness. এটি এমন একটি পরিস্থিতি বা জীবনকে বোঝায় যা সম্পূর্ণ আনন্দ ও সুখে পরিপূর্ণ, যেখানে কোনো কষ্ট বা সমস্যা নেই।
২৪. সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করুন: A friend--need is a friend indeed.
- to
- at
- of
- in
ব্যাখ্যা: এখানে 'in' preposition টি উপযুক্ত, যার অর্থ হলো প্রয়োজনের সময়। তাই, সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ায়: “প্রয়োজনের বন্ধু প্রকৃত বন্ধু” ।
২৫. কোন Tense ? `I have received your letter.'
- Simple present
- Past continuous
- Present perfect
- Past perfect
ব্যাখ্যা: `I have received your letter.' বাক্যটি Present perfect tense-এ আছে।
২৬. Lucy সম্পর্কে কবিতা কোন কবি রচনা করেন ?
- S. T. Coleridge
- P. B. Shelley
- William Wordsworth
- Lord Byron
ব্যাখ্যা: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসি সম্পর্কে কবিতা রচনা করেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (১৭৭০-১৮৫০) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি। তিনি লুসি বিষয়ক পাঁচটি কবিতা রচনা করেন, যা “লুসি পয়েমস” নামে পরিচিত। এই কবিতাগুলোতে লুসি নামের এক অল্পবয়স্ক মেয়ের জীবনের সরলতা, সৌন্দর্য এবং প্রকৃতির সাথে তার গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে। কবিতাগুলো ওয়ার্ডসওয়ার্থের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত হয়।
২৭. সমারসেট মম এ নামের ইংরেজি সঠিক বানান কোনটি ?
- Somerset Maugham
- Somerset Mom
- Somerset Mauhm
- Somerset Maghm
ব্যাখ্যা: সমারসেট মমের ইংরেজি সঠিক বানান হলো: Somerset Maugham। উইলিয়াম সমারসেট মম (W. Somerset Maugham) (২৫ জানুয়ারি ১৮৭৪ - ১৬ ডিসেম্বর ১৯৬৫) ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোটগল্প লেখক। বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল বিক্রিত সাহিত্যিকদের তিনি অন্যতম।
২৮. কোন বানানটি শুদ্ধ ?
- separate
- seperate
- saparate
- saparete
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো: separate।
২৯. A Passage to India বইটির লেখক কে ?
- E. M. Forster
- Charles Dickens
- Rudy ard Kipling
- James Joyce
ব্যাখ্যা: “এ প্যাসেজ টু ইন্ডিয়া” বইটির লেখক হলেন ই. এম. ফরস্টার (E. M. Forster)। এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়েছিল এবং ২০ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজি উপন্যাস হিসেবে বিবেচিত হয়। উপন্যাসটি ব্রিটিশ রাজ এবং ১৯২০ সালের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে রচিত।
৩০. সঠিক Sentence কোনটি ?
- Will you mind to go there?
- Would you mind going there?
- Will you mind there?
- Would you mind to go there?
ব্যাখ্যা: বাক্যে would you mind থাকলে verb-এর সাথে ing যুক্ত হয়। সে হিসাবে সঠিক উত্তর (খ)।
৩১. Comedy of Errors নাটকটি কে লিখেছেন ?
- Ben Jonson
- G. B. Shaw
- William Shakespeare
- T. S. Eliot
ব্যাখ্যা: “কমেডি অফ এররস” নাটকটি উইলিয়াম শেক্সপিয়র লিখেছেন। উইলিয়াম শেক্সপিয়র (১৫৬৪-১৬১৬) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা। তিনি ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত হন। “কমেডি অফ এররস” তার প্রথম দিকের কাজগুলোর মধ্যে একটি এবং এটি একটি হাস্যরসাত্মক নাটক।
৩২. Shakespeare কোন সালে জন্মগ্রহণ করেন ?
- ১৫৬৪ খ্রি.
- ১৭৭৩ খ্রি.
- ১৮০৯ খ্রি.
- ১৯২৩ খ্রি.
ব্যাখ্যা: উইলিয়াম শেক্সপিয়ার ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেন। উইলিয়াম শেক্সপিয়ারের জন্মের সঠিক তারিখটি জানা যায় না। তবে প্রথাগতভাবে তার জন্ম তারিখ ধরা হয় ১৫৬৪ সালের ২৩শে এপ্রিল। তিনি ইংল্যান্ডের স্ট্রাটফোর্ড-আপঅন-অ্যাভনে জন্মগ্রহণ করেন।
৩৩. Beauty শব্দটির Verb form কি ?
- Beauty
- Beautiful
- Beautify
- Beautifully
ব্যাখ্যা: “Beauty” শব্দটির verb form হলো “Beautify” ।
৩৪. কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে ?
- সাপ
- কেঁচো
- ব্যাঙ
- আরশোলা
ব্যাখ্যা: ব্যাঙ শীতকালে শীতনিদ্রা যাপন করে কারণ: এরা শীতল রক্তবিশিষ্ট প্রাণী, তাই এদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে ওঠানামা করে। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া এদের জন্য প্রাণঘাতী হতে পারে। শীতকালে ঠান্ডা আবহাওয়ায় এদের শরীরের কার্যকলাপ কমে যায় এবং খাদ্য খোঁজা কঠিন হয়ে পড়ে। তাই তারা মাটি বা পানির নিচে গর্ত খুঁড়ে লুকিয়ে থাকে।
৩৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল-
- ১৯৪৪ থেকে ১৯৪৫ সাল
- ১৯২৪ থেকে ১৯২৯ সাল
- ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল
- ১৯২০ থেকে ১৯৩০ সাল
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক যুদ্ধ। এটি ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল, যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল এবং ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর শেষ হয়েছিল, যখন জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল।
৩৬. ডিয়াগো ম্যারাডোনা কে ?
- একজন চিত্রনায়ক
- একজন ব্যবসায়ী
- একজন ফুটবল খেলোয়াড়
- একজন সাহিত্যিক
ব্যাখ্যা: দিয়েগো ম্যারাডোনা ছিলেন একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তাকে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়।
৩৭. Beautiful কোন Parts of speech ?
- Noun
- Verb
- Adjective
- Adverb
ব্যাখ্যা: “Beautiful” শব্দটি Adjective (বিশেষণ)। বিশেষণ হলো সেই শব্দ যা কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। “Beautiful” শব্দটি কোনো কিছুর সৌন্দর্যকে বর্ণনা করে, তাই এটি বিশেষণ।
৩৮. সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করুন ? A drowning man catches--a straw
- to
- at
- for
- on
ব্যাখ্যা: সম্পূর্ণ বাক্যটি হবে: A drowning man catches for a straw. এই বাক্যাংশটির অর্থ হলো “ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে।” এটি একটি প্রবাদ বাক্য, যা বোঝায় যে, চরম বিপদের মুখে মানুষ সামান্য সাহায্যের জন্যও মরিয়া হয়ে ওঠে।
৩৯. মেয়েটি হাসিতে হাসিতে ঘরে ঢুকিল'-বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কী ?
- The girl laughingly entered the room
- The girl laughing entered the room
- The girl entered the room laughing
- The girl laughed and entered the room
ব্যাখ্যা: সঠিক ইংরেজি অনুবাদ হলো: The girl entered the room laughing. “Laughing” শব্দটি এখানে present participle হিসেবে ব্যবহৃত হয়েছে, যা “entered” ক্রিয়ার সাথে যুক্ত হয়ে একই সাথে দুটি কাজ (হাসা এবং ঘরে ঢোকা) বোঝাচ্ছে। “Laughingly” শব্দটি একটি adverb, যা “entered” ক্রিয়ার ধরন বোঝাচ্ছে। তবে, এই বাক্যে “laughing” ব্যবহার করাই বেশি স্বাভাবিক। “The girl laughed and entered the room” বাক্যটি দুটি পৃথক কাজকে বোঝাচ্ছে, যা মূল বাক্যের অর্থ থেকে কিছুটা ভিন্ন।
৪০. IMF-এর পূর্ণরূপ কোনটি ?
- International Monetary Foundation
- International Medical Fund
- International Monetary Fund
- International Muslim Fedaration
ব্যাখ্যা: IMF-এর পূর্ণরূপ হলো International Monetary Fund.
৪১. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি ?
- পাকিস্তান
- জাপান ও ফিলিপাইন
- মায়ানমার ও ভারত
- ইন্দোনেশিয়া ও মায়ানমার
ব্যাখ্যা: জাপান ও ফিলিপাইন দ্বীপের সমষ্টি। জাপান: জাপান চারটি প্রধান দ্বীপ এবং অসংখ্য ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। প্রধান চারটি দ্বীপ হল হোক্কাইডো, হনশু, শিকোকু এবং কিউশু। ফিলিপাইন: ফিলিপাইন ৭,১০০ টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
৪২. ইউফ্রেটিস নদীর অন্য নাম কী ?
- ফোরাত
- নীল নদ
- দজলা
- টাইগ্রিস
ব্যাখ্যা: ইউফ্রেটিস নদীর অন্য নাম ফোরাত।
৪৩. সমান তাপমাত্রা দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফুটে কেন ?
- পানির তাপগ্রহিতা বেশি বলে
- দুধের তাপগ্রহিতা বেশি বলে
- দুধ পানির চেয়ে ঘন বলে
- পানি বর্ণহীন দুধ সাদা বলে
ব্যাখ্যা: প্রচলিত উত্তর: দুধের তাপগ্রহিতা বেশি বলে । কিন্তু দুধ পানি অপেক্ষা আগে ফুটে যাওয়ার প্রধান কারণ হলো পানির চেয়ে দুধের তাপগ্রহিতা কম। তাপগ্রহিতা: তাপগ্রহিতা বলতে কোনো বস্তুর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে বোঝায়। পানির তাপগ্রহিতা দুধের চেয়ে বেশি। অর্থাৎ, পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়াতে দুধের চেয়ে বেশি তাপের প্রয়োজন হয়। তাই, সমান তাপমাত্রা দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফুটে যায়।
৪৪. কোন বিমান শব্দের চেয়ে বেশি দ্রুত গতিতে চলে ?
- বোয়িং ৭০৭
- সুপারসনিক বিমান
- জেট বিমান
- মিরেজ
ব্যাখ্যা: সুপারসনিক বিমান শব্দের চেয়ে বেশি দ্রুত গতিতে চলে। সুপারসনিক বিমান হলো সেই বিমান যা শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে পারে। শব্দের গতি প্রতি সেকেন্ডে প্রায় ৩৪৩ মিটার বা প্রতি ঘণ্টায় ১,২৩৫ কিলোমিটার। সুপারসনিক বিমানগুলো সাধারণত সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে কিছু যাত্রীবাহী সুপারসনিক বিমানও তৈরি করা হয়েছে।
৪৫. কোনটি সৌদি আরবের রাজধানী ?
- রিয়াদ
- জেদ্দা
- মক্কা
- মদিনা
ব্যাখ্যা: সৌদি আরবের রাজধানী রিয়াদ।
৪৬. ঢাকায় সর্বপ্রথম কোন সালে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
- ১২০৬ খ্রি.
- ১৩১০ খ্রি.
- ১৫২৬ খ্রি.
- ১৬১০ খ্রি.
ব্যাখ্যা: ইসলাম খান ১৬১০ সালে সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা চারবার রাজধানীর মর্যাদা লাভ করে । ১৬১০ সালে ইসলাম খান চিশতী ঢাকাকে সুবে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। ১৬৫০ সালে শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেন। যার ফলে ঢাকা রাজধানীর মর্যাদা হারায়। ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকাকে রাজধানীর মর্যাদা ফিরিয়ে দেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে পূর্ব বাংলা ও আসামের রাজধানী করা হয়। কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে আবার ঢাকার রাজধানীর মর্যাদা হারায়। আবার ও ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়।
৪৭. ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম-
- কে এ এল
- লুফথানসা
- গারুদা
- এরোফ্লট
ব্যাখ্যা: * কে, এ, এল - কোরিয়া
* লুফথানসা - জার্মানি
* গারুদা - ইন্দোনেশিয়া
* এরোফ্লট - রাশিয়া
* ইবিরিয়া - স্পেন
* অলিম্পিক এয়ার ওয়েজ - গ্রিস
* বারিজ - ব্রাজিল
* লুফথানসা - জার্মানি
* গারুদা - ইন্দোনেশিয়া
* এরোফ্লট - রাশিয়া
* ইবিরিয়া - স্পেন
* অলিম্পিক এয়ার ওয়েজ - গ্রিস
* বারিজ - ব্রাজিল
৪৮. পক্ প্রণালী কোন্ কোন্ দেশের মধ্যে অবস্থিত ?
- ভারত ও পাকিস্তান
- ভারত ও বাংলাদেশ
- নেপাল ও বাংলাদেশ
- ভারত ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা: পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। পক প্রণালী (Palk Strait) হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ। এটি বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরকে সংযুক্ত করে। এই প্রণালীটি ভারতীয় রাজ্য তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উত্তর অংশের মধ্যে অবস্থিত।
৪৯. বাংলাদেশের সর্বদক্ষিণের শহর-
- সুনামগঞ্জ
- কক্সবাজার
- টেকনাফ
- ঠাকুরগাঁও
ব্যাখ্যা: বাংলাদেশের সর্ব দক্ষিণের শহর টেকনাফ। টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। টেকনাফ উপজেলার পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে নাফ নদ; এই নাফ নদের থেকেই এই অঞ্চলটির নামকরণ হয়েছে। টেকনাফের বহু পর্যটক আকর্ষনীয় স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে টেকনাফের সমুদ্র সৈকত, নে-টং বা দেবতার পাহাড়, মাথিনের কূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশ সৈন্যদের তৈরী করা বাংকার ইত্যাদি। কক্সবাজার সমুদ্র সৈকতের তুলনায় টেকনাফ সমুদ্র সৈকতের পানি অধিক পরিষ্কার। টেকনাফ উপজেলায় ভ্রমণ করতে গেলে পর্যটকগণ মাথিনের কূপ দর্শন করতে কখনই ভুল করেন না।
৫০. জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর প্রধান কার্যালয় কোথায় ?
- লন্ডনে
- নিউইয়র্কে
- ভিয়েনায়
- টোকিওতে
ব্যাখ্যা: জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর প্রধান কার্যালয় নিউইয়র্ক শহরে অবস্থিত।
৫১. আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি ?
- ঠাণ্ডা পানি ও বরফ দেয়া
- ডেটল বা চুনের পানি দেয়া
- পানি দিয়ে ধুয়ে ফেলা
- এসপিরিন বড়ি খেতে দেয়া
ব্যাখ্যা: আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা হল ঠাণ্ডা পানি ও বরফ দেয়া।
৫২. এক কোটিতে কত মিলিয়ন ?
- ১ মিলিয়ন
- ১০ মিলিয়ন
- ১০০ মিলিয়ন
- ১০০০ মিলিয়ন
ব্যাখ্যা: এক কোটিতে ১০ মিলিয়ন।
৫৩. 'রয়টার্স' একটি-
- সংবাদপত্র
- সংবাদ সংস্থা
- ক্লাব
- কাব্য
ব্যাখ্যা: রয়টার্স-যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা, এটি প্রতিষ্ঠিত হয় ১৮৫১ সালে। প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার্স।
৫৪. 'আল আকসা' মসজিদ অবস্থিত নিম্নলিখিত শহরটিতে-
- কায়রো
- বাগদাদ
- তেহরান
- জেরুজালেম
ব্যাখ্যা: 'আল আকসা' মসজিদ জেরুজালেম শহরে অবস্থিত। আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। এটি একটি প্রাচীন মসজিদ, যা হযরত সুলাইমান (আঃ) নির্মাণ করেন। মুসলমানদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।
৫৫. কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন কে ?
- কায়কোবাদ
- আলাওল
- ভাই গিরিশচন্দ্র সেন
- দৌলত কাজী
ব্যাখ্যা: ভাই গিরিশচন্দ্র সেন কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন। গিরিশচন্দ্র সেন (১৮৩৪ - ১৯১০) ছিলেন একজন বাঙালি ধর্মবেত্তা, অনুবাদক ও বহুভাষাবিদ। তিনি “ভাই গিরিশচন্দ্র সেন” নামেই বেশি পরিচিত। ১৮৮১-১৮৮৬ সালের মধ্যে ছয় খণ্ডে তিনি পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদ সম্পন্ন করেন। তিনি মৌলভী উপাধিও পেয়েছিলেন। গিরিশচন্দ্র সেনের আগে, ১৮০৮ সালে মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া পবিত্র কুরআন শরীফের আংশিক অনুবাদ করেছিলেন। এরপর, ১৮৩৬ সালে মৌলভী নাঈমুদ্দীন পবিত্র কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন। তবে, গিরিশচন্দ্র সেন তাঁর অনুবাদটিকে পুস্তক আকারে প্রকাশ করেন। তাই, বাংলা ভাষাভাষী জনসাধারণের নিকট প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কুরআন প্রকাশের কৃতিত্ব ভাই গিরিশচন্দ্র সেনকেই দেওয়া হয়।
৫৬. ক্লিওপেট্রা কোন দেশের রাণী ছিলেন ?
- মিশর
- রোম
- লেবানন
- গ্রীস
ব্যাখ্যা: ক্লিওপেট্রা মিশরের রাণী ছিলেন। ক্লিওপেট্রা সপ্তম ফিলোপেটর (খ্রিস্টপূর্ব ৬৯ - খ্রিস্টপূর্ব ৩০) ছিলেন প্রাচীন মিশরের টলেমীয় রাজবংশের শেষ সক্রিয় শাসক। তিনি টলেমি দ্বাদশ আউলেটেসের কন্যা ছিলেন। ক্লিওপেট্রা তার বুদ্ধিমত্তা, সৌন্দর্য এবং রাজনৈতিক প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। তিনি জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির মতো রোমান শাসকদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তাদের সমর্থন নিয়ে মিশরকে স্বাধীন রাখার চেষ্টা করেছিলেন।
৫৭. জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
- চট্টগ্রামে
- সাভারে
- গাজীপুরে
- ঢাকায়
ব্যাখ্যা: জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) বাংলাদেশের একটি পাবলিক কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯২ সালে সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি সারা দেশের অধিভুক্ত কলেজ ও পেশাগত প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রদান করে। 1 ঢাকার উপকণ্ঠে গাজীপুরে এর প্রধান কার্যালয় অবস্থিত।
৫৮. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় তার নাম-
- সিউল
- মন্ট্রিল
- বার্সিলোনা
- এথেন্স
ব্যাখ্যা: ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক গেমস স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হয়। ১৯৯২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস, আনুষ্ঠানিকভাবে XXV অলিম্পিয়াড নামে পরিচিত। এটি ২৫শে জুলাই থেকে ৯ই আগস্ট, ১৯৯২ পর্যন্ত স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হয়েছিল। এই গেমসটি স্পেনের রাজা হুয়ান কার্লোস উদ্বোধন করেছিলেন।
৫৯. ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবল যে দৈশে অনুষ্ঠিত হয় তার নাম-
- আর্জেন্টিনা
- ব্রাজিল
- যুক্তরাষ্ট্র
- ইতালি
ব্যাখ্যা: ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। ১৯৯৪ ফিফা বিশ্বকাপ ছিল ফিফা বিশ্বকাপের ১৫তম আসর। এটি ১৭ জুন থেকে ১৭ জুলাই ১৯৯৪ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। ফিফা বিশ্বকাপের এই আসরটি ছিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপ।
৬০. কোন বিজ্ঞানী রোগজীবাণ তত্ত্ব উদ্ভাবন করেন ?
- লুই পাস্তুর
- প্রিস্টলি
- ডারউইন
- ল্যাভয়সিয়ে
ব্যাখ্যা: লুই পাস্তুর - রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন
জে. বি. প্রিস্টলি- অক্সিজেন (ল্যাভয়সিয়েও অক্সিজেনের আবিষ্কারক)
হেনরি ক্যাভেন্ডিস - হাইড্রোজেন
ডারউইন - বিবর্তনবাদ তত্ত্বের প্রতিষ্ঠাতা
জে. বি. প্রিস্টলি- অক্সিজেন (ল্যাভয়সিয়েও অক্সিজেনের আবিষ্কারক)
হেনরি ক্যাভেন্ডিস - হাইড্রোজেন
ডারউইন - বিবর্তনবাদ তত্ত্বের প্রতিষ্ঠাতা
৬১. 'কবর' নাটকটির রচয়িতা কে ?
- শহীদুল্লাহ কায়সার
- আবুল মনসুর আহমদ
- মুনীর চৌধুরী
- জসীমউদ্দিন
ব্যাখ্যা: কবর' নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে পাকিস্তান সরকারের হাতে বন্দী হন। বন্দী থাকা অবস্থায় তিনি তার বিখ্যাত নাটক 'কবর' রচনা করেন (১৯৫৩)। এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত একটি প্রতীকী নাটক। মুনীর চৌধুরী তাঁর এই নাটকের মাধ্যমে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও ভাষা আন্দোলনের চেতনাকে তুলে ধরেছেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী সহযোগী আলবদর বাহিনীর হাতে তিনি নিহত হন।
৬২. বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে ?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাইকেল মধুসূদন দত্ত
- দীনবন্ধু মিত্র
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) ছিলেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। তিনি ইতালীয় কবি পেত্রার্কের সনেট দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলা ভাষায় সনেট রচনা শুরু করেন। ১৮৬৫ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে তিনি প্রথম বাংলা সনেট রচনা করেন। ১৮৬৬ সালে তাঁর 'চতুর্দশপদী কবিতাবলী' নামক সনেট সংকলন প্রকাশিত হয়। সনেট হলো ১৪ পঙক্তির একটি বিশেষ কবিতা, যাতে ভাবের একটি সুসংহত প্রকাশ থাকে। সনেটের দুটি অংশ থাকে: প্রথম আট পঙক্তিকে অষ্টক (অক্টেভ) এবং শেষ ছয় পঙক্তিকে ষষ্টক (সেস্টেট) বলে।
৬৩. মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে ?
- দৌলত উজীর বাহরাম খান
- শাহ মুহম্মদ সগীর
- সাবিরিদ খান
- দৌলত কাজী
ব্যাখ্যা: মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি হলেন শাহ মুহম্মদ সগীর। শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৩-১৪ শতকের কবি ছিলেন। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ-জুলেখা কাব্য রচনা করেন। ধারণা করা হয়, তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন।
৬৪. 'মঙ্গল কাব্য' সমূহের বিষয়বস্তু মূলত-
- মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
- লোকসংগীত
- ধর্ম বিষয়ক আখ্যান
- পীর পাঁচালী
ব্যাখ্যা: মঙ্গলকাব্যের প্রধান বিষয়বস্তু ছিল ধর্ম বিষয়ক আখ্যান। তবে এর পাশাপাশি মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনাও পাওয়া যায়। মঙ্গলকাব্য মূলত দেব-দেবীর গুণকীর্তন ও মাহাত্ম্য প্রচারের জন্য রচিত। এই কাব্যের মূল উদ্দেশ্য ছিল দেব-দেবীর পূজা প্রচার করা এবং তাদের ক্রোধ থেকে রক্ষা পাওয়া।
৬৫. 'রাইফেল রুটি আওরাত' গ্রন্থটি কে রচনা করেন ?
- শওকত ওসমান
- আবুল ফজল
- সানাউল হক
- আনোয়ার পাশা
ব্যাখ্যা: শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা রচিত একটি বিখ্যাত উপন্যাস রাইফেল রুটি আওরাত। তার অন্যান্য উপন্যাস হল- নীড় সন্ধানী, নিষুতি রাতের গাথা। আনোয়ার পাশা (১৫ এপ্রিল ১৯২৮ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশী কবি, কথাসাহিত্যিক ও অধ্যাপক। তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী আলবদর বাহিনীর হাতে নিহত হন।
৬৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
- সোনার তরী
- গীতাঞ্জলি
- রক্তকরবী
- চোখের বালি
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি মূলত একটি কাব্যগ্রন্থ। তবে, রবীন্দ্রনাথ নিজেই এর ইংরেজি অনুবাদ করেন এবং ১৯১২ সালে 'Song Offerings' নামে এটি প্রকাশিত হয়। এই ইংরেজি অনুবাদটির জন্যই তিনি নোবেল পুরস্কার পান।
৬৭. কোন শব্দটি বিশেষণ পদ ?
- জীবন
- জীবনী
- জীবিকা
- জীবাণু
ব্যাখ্যা: এখানে 'জীবনী' শব্দটি বিশেষণ পদ। জীবন: এটি একটি বিশেষ্য পদ, যা কোনো প্রাণীর অস্তিত্ব বা জীবনকাল বোঝায়। জীবিকা: এটিও একটি বিশেষ্য পদ, যা জীবন ধারণের উপায় বা পেশা বোঝায়। জীবাণু: এটিও একটি বিশেষ্য পদ, যা ক্ষুদ্র অণুজীব বোঝায়।
৬৮. 'চাচা কাহিনী'-এর লেখক কে ?
- সৈয়দ শামছুল হক
- শওকত ওসমান
- সৈয়দ মুজতবা আলী
- ফররুখ আহমদ
ব্যাখ্যা: 'চাচা কাহিনী' এর লেখক সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ভ্রমণকাহিনির রচয়িতা, রম্যরচয়িতা এবং শিক্ষাবিদ। তিনি তাঁর বিশেষ রচনাশৈলীর জন্য পাঠক সমাজে বিশেষভাবে পরিচিত। তাঁর রচিত গ্রন্থগুলো হলো: দেশে বিদেশে , শবনম , পঞ্চতন্ত্র , চাচা কাহিনী , তুলনাহীন , শহর ইয়ার , রাজা উজির । তাঁর লেখাগুলোতে পাণ্ডিত্য এবং রসবোধের পরিচয় পাওয়া যায়। তিনি বহু ভাষায় অভিজ্ঞ ছিলেন। তাঁর রচনাগুলোতে বিভিন্ন ভাষার সংমিশ্রণ দেখা যায়।
৬৯. বাংলাদেশের প্রাথমিক স্তরে শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সসীমা কত ?
- ৫ থেকে ১০ বছর
- ৬ থেকে ১১ বছর
- যেকোন বয়সের শিশু
- ওপরের কোনটাই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের প্রাথমিক স্তরে শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সসীমা হলো ৬ থেকে ১১ বছর। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক এবং সরকারি নীতিমালা অনুযায়ী ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বিনামূল্যে নিশ্চিত করা হয়েছে।
৭০. 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি ?
- সততা
- সদাচার
- নিষ্ঠা
- সংযম
ব্যাখ্যা: 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ হলো 'সদাচার'। অন্যান্য শব্দগুলোর অর্থ: সততা: সত্যনিষ্ঠা, সাধুতা , নিষ্ঠা: একাগ্রতা, মনোযোগ , সংযম: ইন্দ্রিয় দমন, আত্মনিয়ন্ত্রণ ।
৭১. যা পূর্বে ছিল এখন তা নেই- এককথায় কী হবে ?
- অপূর্ব
- অদৃষ্টপূর্ব
- অভূতপূর্ব
- ভূতপূর্ব
ব্যাখ্যা: যা পূর্বে ছিল এখন তা নেই- এককথায় হবে 'ভূতপূর্ব'। ভূতপূর্ব শব্দটির অর্থ হলো যা আগে ছিল কিন্তু বর্তমানে নেই। অপূর্ব: যা আগে দেখা যায়নি বা শোনা যায়নি। অদৃষ্টপূর্ব: যা আগে দেখা যায়নি। অভূতপূর্ব: যা আগে ঘটেনি।
৭২. 'গোঁফ খেজুরে'- এ বার্গবিধির অর্থ কী ?
- আরামপ্রিয়
- উদাসীন
- নিতান্ত অলস
- পরমুখাপেক্ষী
ব্যাখ্যা: 'গোঁফ খেজুরে'- এ বাগবিধিটির অর্থ 'নিতান্ত অলস'।
৭৩. বাংলা বানানরীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানান শুদ্ধ ?
- হাতি/হাতী
- নারি/নারী
- জাতি/জাতী
- দাদি/দাদী
ব্যাখ্যা: প্রশ্নটি সঠিক নয় । বর্তমান বাংলা বানানরীতি অনুযায়ী ক, গ, ঘ শুদ্ধ এবং (খ) এর নারী শুদ্ধ এবং নারি ভুল।
৭৪. ১৫০% এর সমান ভগ্নাংশটি কত ?
ব্যাখ্যা: ১৫০% = =
৭৫. কে শতকরায় প্রকাশ করলে কত হয় ?
- ৪০%
- ৫০%
- ৬০%
- ৮০%
ব্যাখ্যা: × ১০০ = ৮০%
৭৬. একটি বিদ্যালয়ে ছাত্রসংখ্যা ১০% বৃদ্ধি পাওয়ায় ৩০০ জন বৃদ্ধি পেল। ঐ বিদ্যালয়ের ছাত্রসংখ্যা কত ছিল ?
- ৩০০০ জন
- ৩৫০০ জন
- ৪০০০ জন
- ৬০০০ জন
ব্যাখ্যা: ১০% = ৩০০ জন
১% = ৩০০ ÷ ১০ = ৩০ জন
১০০% = ৩০ × ১০০ = ৩০০০ জন
১% = ৩০০ ÷ ১০ = ৩০ জন
১০০% = ৩০ × ১০০ = ৩০০০ জন
৭৭. কোন লেখক বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত ?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গিরীশচন্দ্র ঘোষ
- রামমোহন রায়
- প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। বাংলা গদ্যের বিকাশে তাঁর অবদান অসামান্য। তিনি বাংলা লিপি সংস্কার করে তাকে সহজবোধ্য করে তোলেন। তাঁর রচিত 'বেতাল পঞ্চবিংশতি', 'শকুন্তলা', 'সীতার বনবাস' প্রভৃতি গ্রন্থ বাংলা গদ্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন।
৭৮. প্রাথমিক স্তরে ইংরেজি পড়ানো হয় কোন শ্রেণী থেকে ?
- প্রথম শ্রেণী থেকে
- দ্বিতীয় শ্রেণী থেকে
- তৃতীয় শ্রেণী থেকে
- চতুর্থ শ্রেণী থেকে
ব্যাখ্যা: প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে ইংরেজি পড়ানো হয়। বাংলাদেশে প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষা প্রথম শ্রেণী থেকে শুরু হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তক প্রণয়ন করে।
৭৯. 'জানবার ইচ্ছা'-এ বাকাটির বাক্যসংকোচন কি ?
- জিগীষা
- জিজ্ঞাসা
- জিঘাংসা
- জুগুন্সা
ব্যাখ্যা: জানবার ইচ্ছা'-এ বাক্যটির বাক্যসংকোচন হলো জিজ্ঞাসা। জিগীষা: জয় করার ইচ্ছা । জিঘাংসা: হত্যা করার ইচ্ছা । জুগুপ্সা: ঘৃণা করার ইচ্ছা ।
৮০. শুদ্ধ বাক্য-
- Rahim is as tall as me
- Rahim is as tall as mine
- Rahim is as tall as I
- Rahim is tall as me
ব্যাখ্যা:
৮১. .০০১ এর বর্গমূল কত ?
- .১
- .০১
- .০০১
- কোনটিই নয়
ব্যাখ্যা: √০.০০১ = ০.০৩১৬।
৮২. ১ টাকার ২০০% কত ?
- ২০০.০০ টাকা
- ২০.০০ টাকা
- ২.০০ টাকা
- .২০ টাকা
ব্যাখ্যা: ১ টাকার ২০০% মানে ১ টাকার দ্বিগুণ । ১ টাকার দ্বিগুণ ২ টাকা ।
৮৩. এক কিলোগ্রাম চালের দাম ৮.৫০ টাকা হলে এক কুইন্টাল চালের দাম কত ?
- ৮৫০ টাকা
- ৮৫ টাকা
- ১২২৫ টাকা
- ৬৭৫ টাকা
ব্যাখ্যা: ১ কুইন্টাল = ১০০ কেজি
১ কেজি চালের দাম = ৮.৫০ টাকা
১০০ কেজি চালের দাম = ৮.৫০ × ১০০ = ৮৫০ টাকা
১ কেজি চালের দাম = ৮.৫০ টাকা
১০০ কেজি চালের দাম = ৮.৫০ × ১০০ = ৮৫০ টাকা
৮৪. দুটি সংখ্যার গুণফল ৪৫০। একটি সংখ্যার দ্বিগুণ ৩০ এলে অপরটি কত ?
- ২৫
- ৩০
- ৩৫
- ৪৫
ব্যাখ্যা: একটি সংখ্যার দ্বিগুণ ৩০
∴ সংখ্যাটি হল (৩০÷২) = ১৫
অপর সংখ্যাটি হল (৪৫০÷১৫) = ৩০
∴ সংখ্যাটি হল (৩০÷২) = ১৫
অপর সংখ্যাটি হল (৪৫০÷১৫) = ৩০
৮৫. ৩০টি আম এবং ৩৬টি লিচু সর্বোচ্চ কত জন বালকের মধ্যে 'সমানভাবে ভাগ করা যেতে পারে ?
- ৩ জন
- ৫ জন
- ৬ জন
- ৯ জন
ব্যাখ্যা: ৩০ ও ৩৬ এর গ, সা, গু হল নির্ণেয় বালকের সংখ্যা ।
এখানে ৩০ ও ৩৬ এর গ, সা, গু হল ৬ ।
তাই নির্ণেয় বালকের সংখ্যা ৬ জন ।
এখানে ৩০ ও ৩৬ এর গ, সা, গু হল ৬ ।
তাই নির্ণেয় বালকের সংখ্যা ৬ জন ।
৮৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কত জন ?
- ৭ জন
- ৬ জন
- ৫ জন
- ৩ জন
ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫টি ও অস্থায়ী সদস্য ১০টি। মোট সদস্য ১৫টি ।
৮৭. বাংলাদেশের বীরত্ব পুরস্কারের মধ্যে কোনটি সবচেয়ে বড় ?
- বীর উত্তম
- বীর প্রতীক
- বীরশ্রেষ্ঠ
- বীর বিক্রম
ব্যাখ্যা: বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে সবচেয়ে বড় হলো বীরশ্রেষ্ঠ । বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধিগুলো হলো: বীর শ্রেষ্ঠ (সর্বোচ্চ) , বীর উত্তম , বীর বিক্রম , বীর প্রতীক (সর্বনিম্ন) । মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এই উপাধিগুলো প্রদান করা হয়।
৮৮. কোন সালে 'সিমলা চুক্তি' স্বাক্ষরিত হয় ?
- ১৯৬২ সালে
- ১৯৭০ সালে
- ১৯৭২ সালে
- ১৯৭৪ সালে
ব্যাখ্যা: সিমলা চুক্তি ১৯৭২ সালে স্বাক্ষরিত হয়। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি। ১৯৭১ সালের যুদ্ধের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এবং শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা করতে সম্মত হয়।
৮৯. Paradise Lost কে রচনা করেন ?
- William Wordsworth
- Lord Tennyson
- John Milton
- P.B.Shelley
ব্যাখ্যা: Paradise Lost রচনা করেন জন মিল্টন। জন মিল্টন ছিলেন একজন ইংরেজ কবি। তিনি ১৬০৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৬৭৪ সালে মৃত্যুবরণ করেন। তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত হন। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে Paradise Lost অন্যতম। Paradise Lost একটি মহাকাব্য। এটি বাইবেলের কাহিনী অবলম্বনে রচিত। এই মহাকাব্যে আদম এবং ইভের স্বর্গ থেকে পতন এবং শয়তানের বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে। জন মিল্টন তার জীবদ্দশায় অনেক উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রচনা করেছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে: Paradise Regained , Samson Agonistes , Lycidas.
৯০. Cold- এর antonym কী ?
- Hard
- Hot
- Swift
- Strong
ব্যাখ্যা: Cold-এর antonym হলো Hot।
৯১. 'He read the book'-এর Passive voice কী ?
- The book was being read by him
- The book had been read by him
- The book was read by him
- The book had been reading by him
ব্যাখ্যা: 'He read the book'-এর Passive voice হবে: The book was read by him.
৯২. কোনটি শুদ্ধ ?
- সৌজন্যতা
- সৌজন্নতা
- সৌজন্য
- সৌজন্বতা
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হলো: সৌজন্য।
৯৩. 'রূপসী বাংলা'র কবি কে ?
- জসীমউদ্দীন
- জীবনানন্দ দাশ
- কালিদাস রায়
- সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: জসীমউদ্দীন - পল্লী কবি
জীবনানন্দ দাশ- রূপসী বাংলার কবি, নির্জনতার কবি
সত্যেন্দ্রনাথ দত্ত - ছন্দের যাদুকর।
জীবনানন্দ দাশ- রূপসী বাংলার কবি, নির্জনতার কবি
সত্যেন্দ্রনাথ দত্ত - ছন্দের যাদুকর।
৯৪. 'অনল প্রবাহ' রচনা করেন-
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
- মোজাম্মেল হক
- এয়াকুব আলী চৌধুরী
- মুনিরুজ্জামান ইসলামাবাদী
ব্যাখ্যা: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী 'অনল প্রবাহ' রচনা করেন । সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) ছিলেন একজন বাঙালি কবি ও লেখক। তিনি উনিশ ও বিশ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের অন্যতম প্রবক্তা ছিলেন। তিনি মুসলিমদের জন্য বিজ্ঞান সাধনা, মাতৃভাষা চর্চা, নারীদের শিক্ষার পক্ষে লেখালেখি করেন। তার ‘অনল প্রবাহ’ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তাকে কারাবন্দী করা হয়। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত ‘অনল প্রবাহ’ কাব্যের কবিতাগুলোর বিষয়বস্তু ছিল মুসলিমদের দুরবস্থা ও অধঃপতনের বর্ণনার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।
৯৫. বাংলাদেশের জাতীয় ফল কী ?
- কলা
- আনারস
- কাঁঠাল
- আম
ব্যাখ্যা: কাঁঠাল (Artocarpus heterophyllus) বাংলাদেশের জাতীয় ফল।
বাংলাদেশের কয়েকটি জাতীয় বিষয়:
জাতীয় ফুল শাপলা
জাতীয় মাছ ইলিশ
জাতীয় পাখি দোয়েল
জাতীয় কবি নজরুল ইসলাম
জাতীয় ফল কাঁঠাল
জাতীয় বৃক্ষ আমগাছ
জাতীয় বন সুন্দরবন
জাতীয় খেলা কাবাডি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
বাংলাদেশের কয়েকটি জাতীয় বিষয়:
জাতীয় ফুল শাপলা
জাতীয় মাছ ইলিশ
জাতীয় পাখি দোয়েল
জাতীয় কবি নজরুল ইসলাম
জাতীয় ফল কাঁঠাল
জাতীয় বৃক্ষ আমগাছ
জাতীয় বন সুন্দরবন
জাতীয় খেলা কাবাডি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
৯৬. সুবর্ণজয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয় ?
- ২৫ বছর
- ৫০ বছর
- ৬০ বছর
- ৭৫ বছর
ব্যাখ্যা: * হীরক জয়ন্তী - ৬০ বছর পূর্তিতে
* সুবর্ণ জয়ন্তী - ৫০ বছর পূর্তিতে
* রজত জয়ন্তী - ২৫ বছর পূর্তিতে
* সুবর্ণ জয়ন্তী - ৫০ বছর পূর্তিতে
* রজত জয়ন্তী - ২৫ বছর পূর্তিতে
৯৭. ডায়াবেটিস চিকিৎসায় কোন হরমোন ব্যবহৃত হয় ?
- এনড্রোজেন
- এসট্রোজেন
- থাইরক্সিন
- ইনসুলিন
ব্যাখ্যা: ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিন হরমোন ব্যবহৃত হয়। ইনসুলিন একটি হরমোন যা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের দেহে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না বা তাদের শরীর ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। যার ফলে তাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।
৯৮. বিষের বাঁশী কে রচনা করেন ?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জসীমউদ্দীন
- কাজী নজরুল ইসলাম
- বন্দে আলী মিয়া
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম 'বিষের বাঁশী' রচনা করেন। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক এবং যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার জন্য পরিচিত। তার সাহিত্যকর্মের বিশাল পরিধি জুড়ে রয়েছে কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং শিশুতোষ রচনা। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো 'অগ্নিবীণা', 'বিষের বাঁশী', 'দোলনচাঁপা', 'ভাঙার গান', 'চক্রবাক', 'সন্ধ্যা', 'বুলবুল' এবং 'ফনিমনসা'। নজরুলের উপন্যাসগুলোর মধ্যে 'বাঁধনহারা', 'মৃত্যুক্ষুধা' এবং 'কুহেলিকা' বিশেষ ভাবে উল্লেখযোগ্য। তার নাটকগুলোর মধ্যে 'আলেয়া', 'ঝিলিমিলি' এবং 'পুতুলের বিয়ে' অন্যতম। তিনি 'যুগবাণী' এবং 'দুর্দিনের যাত্রী'র মতো গুরুত্বপূর্ণ প্রবন্ধও রচনা করেছেন। সঙ্গীত জগতে নজরুলের অবদান অপরিসীম। তিনি প্রায় ৩০০০ এর অধিক গান রচনা করেছেন, যা 'নজরুল গীতি' নামে পরিচিত। শিশুদের জন্য তিনি অনেক ছড়া ও কবিতা লিখেছেন, যা আজও অত্যন্ত জনপ্রিয়। তার রচনাগুলোতে বিদ্রোহী চেতনা, দেশপ্রেম এবং মানবতাবাদের প্রকাশ ঘটেছে।
৯৯. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী ?
- চর্যাপদ
- বৈষ্ণব পদাবলী
- বাউল সঙ্গীত
- পাঁচালী সঙ্গীত
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এটি মূলত বৌদ্ধ সহজিয়াগণ কর্তৃক রচিত গানের সংকলন। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে এই মূল্যবান সাহিত্যকর্মটি আবিষ্কার করেন। চর্যাপদের ভাষা বাংলা ভাষার আদি রূপ ধারণ করে, যা তৎকালীন সমাজের চিত্র তুলে ধরে। এই গ্রন্থে মূলত গানের সংকলন থাকলেও, এর মাধ্যমে প্রাচীন বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও ভাষাগত অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। চর্যাপদের বিশেষত্ব হলো, এটি বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের ইতিহাস জানতে সাহায্য করে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
১০০. 'হালে পানি পাওয়া' অর্থ কি ?
- বিপদে পতিত হওয়া
- বিপদমুক্ত হওয়া
- বিপদাপন্ন হওয়া
- বিপদে ধৈর্য্য ধারণ করা
ব্যাখ্যা: 'হালে পানি পাওয়া' অর্থ হলো বিপদমুক্ত হওয়া। এটি একটি বাংলা বাগধারা। এই বাগধারাটি দ্বারা কোনো বিপদ বা সংকট থেকে মুক্তি পাওয়াকে বোঝায়। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পায়, তখন এই বাগধারাটি ব্যবহার করা হয়।