'মহাকাব্য' থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ!


 💥 মহাকাব্য

🍁 পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে? [সমন্বিত ৮ ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার জেনারেল-২০২৩] ➺ ৪টি (ইলিয়ড, ওডেসি, মহাভারত, রামায়ণ)

❐ নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন - [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

❐ জসীমউদদীনের প্রথম মহাকাব্য –[দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক-২০০৩] ➺ মহাভারত ।

❐ কোনটি মহাকাব্য? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত)-২০১৭] ➺ মহাশ্মশান ৷

❐ কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? [সাব-রেজিস্ট্রার-২০০৩] ➺ মহাকাব্য ।

❐ কোন গ্রন্থটি মহাকাব্য? [২৬ তম বিসিএস] ➺ বৃত্রসংহার

❐ মহাকাব্য নয় – [ঢাবি খ ইউনিট: ০৮-০৯] ➺ জুলিয়াস সিজার (ইলিয়াড /ইনিড/গিলগামেশ )

❐ মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য – [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-2005] ➺ কায়কোবাদ

❐ ‘শাহনামা’ কোথাকার মহাকাব্য? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ পারস্য ।

❐ 'মহাশ্মশান' মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-2006] ➺ ১৭৬১

❐ 'রৈবতক', কুরুক্ষেত্র,' প্রভাস এই ত্রয়ী মহাকাব্য কার রচনা? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ-২০০৭] ➺ · নবীনচন্দ্র সেন

❐ 'মহাশ্মশান' মহাকাব্যটি কার রচিত? [Bangladesh Bank Assistant Director-2008] ➺ কায়কোবাদ

❐ 'বৃত্রসংহার' মহাকাব্যের রচয়িতা কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009] ➺ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

❐ মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য:-এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেয়া? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক- ২০১০] ➺ রামায়ণ

❐ কোনটি “মহাকাব্য”? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০] ➺ প্যারাডাইস লস্ট

❐ বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য রচনা করেছেন - [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী-২০১০] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ নিচের কোনটি একটি মহাকাব্য? [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক-২০১১] ➺ মেঘনাবধ

❐ কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর হিসাবরক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ-২০১১] ➺ মেঘনাদ বধ

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পার্সপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ মেঘনাদবধ কাব্য

❐ মহাকাব্য রচরিতা নন। [খাদ্য অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০১৩] ➺ বিহারীলাল চক্রবর্তী

❐ ইনিড কে লিখেছেন? [ঢাবি খ ইউনিট: ০৩-০৪] ➺ ভার্জিল

❐ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা-২০১৫] ➺ মেঘনাদবধ

❐ কোনটি মহাকাব্য? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত)-২০১৭] ➺ মহাশ্মশান ।

❐ মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাবধ কাব্য' কী ধরনের রচনা? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার-২০১৮] ➺ মহাকাব্য ।

❐ কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার-২০১৮] ➺ মহাশ্মশান ৷

❐ ‘Epic' এর বাংলা পরিভাষা – [দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বিভাগীয় সহকারী-২০১৯] ➺ মহাকাব্য ।

❐ কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (সহকারী ব্যবস্থাপক)-২০২০] ➺ মহাকাব্য ।

❐ মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-(NSI) Assistant Director, Research officer & Assistant Programmer-2021] ➺ জাহান্নাম হইতে বিদায়

❐ মেঘনাদবধ মহাকাব্যটি প্রকাশিত হয় – [ ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ঔষধ তত্ত্বধায়ক-২০২২] ➺ ১৮৬১।

❐ ‘মেঘনাদবধ’ কোন আঙ্গিকের সাহিত্যকর্ম? [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ মহাকাব্য ।

❐ প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন? | বিরান কশেন সচিবালয়ে জেলা নির্বাচন অফিসার ও সহকারী সচিব-২০০৪] ➺ চন্দ্রাবতী ।] ➺

❐ মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’র উৎস কী? [বাংলাদেশ রেলওয়ে এর পয়েন্টসম্যান-২০২২] ➺ রামায়ণ

❐ সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন – [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব-২০০৫] ➺ কৃত্তিবাস ওঝা ।

❐ রামায়ণের রচয়িতা – [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর)-২০১৭] ➺ রত্নাকর দস্যু।

❐ রামায়ণের রচয়িতা কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ বাল্মীকি ।

❐ রামায়ণের অনুবাদক নয় কে? [প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়েল উপসহকারী পরিচালক-২০১৭] ➺ কবীন্দ্র পরমেশ্বর।

❐ 'শাহনামা' এর লেখক কে? [১৮তম বিসিএস] ➺ কবি ফেরদৌসী

❐ 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার? [২৬ তম বিসিএস] ➺ ফেরদৌসী

❐ ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন – [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার-২০১৭] ➺ মোজাম্মেল হক

❐ ‘শাহনামা’ কোন ভাষায় রচিত? [নন-ক্যাডার বাছাই পরীক্ষা-২০১৭] ➺ ফারসি

❐ ‘মেঘনাদবধ কাব্য’ এর কাহিনী কোথা থেকে গৃহীত? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ রামায়ণ ।

❐ ‘মেঘনাদবধ কাব্যে, যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল? [পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা-২০০৬] ·] ➺ বীর নীল ।

❐ মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ ৯টি।

❐ "মেঘনাদবধ' কাব্যের রচয়িতা কে? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-20091] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009] ➺ মেঘনাদবধ

❐ মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” কোন ছন্দে রচিত? [জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর/এপ্রেইজার/প্রিভেন্টিভ অফিসার/গোয়েন্দা কর্মকর্তা-২০১০] ➺ অমিত্রাক্ষর ছন্দ

❐ কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর হিসাবরক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ-২০১১] ➺ মেঘনাদ বধ

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পার্সপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ মেঘনাদবধ কাব্য

❐ এত ক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। 'অরিন্দম' কে? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪] ➺ মেঘনাদ

❐ “মেঘনাদবধ কাব্য” কার লেখা? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা)-২০১৫] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা-২০১৫] ➺ মেঘনাদবধ

❐ মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য' ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ রাজনারায়ণ বসু।

Premium By Raushan Design With Shroff Templates
Link copied to clipboard.