১. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
- পালি হতে
- মাগধী প্রাকৃত হতে
- হিন্দি হতে
- সংস্কৃত হতে
ব্যাখ্যা: বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এই ভাষাটি দক্ষিণ এশিয়ার বঙ্গ নামক অঞ্চলের স্থানীয় ভাষা। এই ভাষার লিপি হলো বাংলা লিপি। বাংলা ভাষার বিকাশের ইতিহাস ১৩০০ বছর পুরনো। চর্যাপদ এ ভাষার আদি নিদর্শন। অষ্টম শতক থেকে বাংলায় রচিত সাহিত্যের বিশাল ভাণ্ডারের মধ্য দিয়ে অষ্টাদশ শতকের শেষে এসে বাংলা ভাষা তার বর্তমান রূপ পরিগ্রহণ করে। বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস নিয়ে বিভিন্ন ভাষাবিদ বিভিন্ন মত প্রকাশ করেছেন। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো, বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে। মাগধী প্রাকৃত ছিল প্রাচীন ভারতের একটি ভাষা। এই ভাষা থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষার উদ্ভব হয়েছে, যার মধ্যে বাংলা অন্যতম।
২. ছন্দের যাদুকর-
- আবদুল কাদির
- বিষ্ণু দে
- সত্যেন্দ্রনাথ দত্ত
- বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: আব্দুল কাদির - ছান্দসিক কবি
বিষ্ণু দে - মার্কসিস্ট কবি
সত্যেন্দ্রনাথ দত্ত - ছন্দের যাদুকর
বিষ্ণু দে - মার্কসিস্ট কবি
সত্যেন্দ্রনাথ দত্ত - ছন্দের যাদুকর
৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
- ভাষাতত্ত্ববিদ
- সাহিত্যের ইতিহাস রচয়িতা
- ইসলাম প্রচারক
- সমাজ সংস্কারক
ব্যাখ্যা: ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন ভাষাতত্ত্ববিদ। তিনি ভাষাতত্ত্বের পাশাপাশি বাংলা সাহিত্যের ইতিহাস রচনা, ইসলাম প্রচার এবং সমাজ সংস্কারের মতো কাজও করেছেন। তবে তিনি ভাষাতত্ত্ববিদ হিসেবেই বেশি পরিচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি ছিলেন একজন বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তি। তিনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি, সংস্কৃতসহ অনেকগুলো ভাষা জানতেন। তিনি ভাষাতত্ত্বের ওপর অনেক গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তার গবেষণার মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার অভিধান ইত্যাদি।
৪. 'Lorna Doone' is-
- a drama by Shakespeare
- a poem by Tennyson
- a novel by Blackmore
- an allegory by Bunyan
ব্যাখ্যা: “Lorna Doone” is a novel by R. D. Blackmore.
৫. The waste Land is-
- a drama
- a poem
- a novel
- an essay
ব্যাখ্যা: “The Waste Land” is a poem by T.S. Eliot.
৬. William Hazlitt is-
- a novelist
- a dramatist
- a poet
- an essayist
ব্যাখ্যা: William Hazlitt is primarily known as an essayist and literary critic.
৭. এক মাইলে কত কিলোমিটার ?
- ০.৬১ কিঃ মিঃ
- ১.৬১ কিঃ মিঃ
- ১.৬৬ কিঃ মিঃ
- ১.৬৯ কিঃ মিঃ
ব্যাখ্যা: এক মাইলে ১.৬০৯৩৪ কিলোমিটার।
৮. দুইটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ১২ ও ৬০। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত ?
- ২৪
- ৪৮
- ৬০
- ৭২
ব্যাখ্যা: আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = গ. সা. গু. × ল. সা. গু.
ধরি, অপর সংখ্যাটি 'ক'।
তাহলে, ১২ × ক = ১২ × ৬০
বা, ক =
বা, ক = ৬০
সুতরাং, অপর সংখ্যাটি ৬০।
ধরি, অপর সংখ্যাটি 'ক'।
তাহলে, ১২ × ক = ১২ × ৬০
বা, ক =
বা, ক = ৬০
সুতরাং, অপর সংখ্যাটি ৬০।
৯.
- ১
ব্যাখ্যা:
=
=
=
=
=
=
১০. কোন উদ্ভিদটি একবীজপত্রী ?
- ইক্ষু
- আম
- কাঁঠাল
- ছোলা
ব্যাখ্যা: ইক্ষু একটি একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ হলো সেইসব উদ্ভিদ যাদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। অর্থাৎ, বীজ থেকে চারা উৎপন্ন হলে একটি মাত্র পাতা গজায়। যেমনঃ ধান, গম, ভুট্টা, বাঁশ, খেজুর, নারকেল, পেঁয়াজ, রসুন ইত্যাদি। অন্যদিকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে। অর্থাৎ, বীজ থেকে চারা উৎপন্ন হলে দুটি পাতা গজায়। যেমনঃ আম, কাঁঠাল, ছোলা, সরিষা, শিম, মটরশুঁটি, কুমড়া, লাউ, বেগুন ইত্যাদি।
১১. কোনটি অমেরুদণ্ডী প্রাণী ?
- টিকটিকি
- কেঁচো
- সাপ
- ব্যাঙ
ব্যাখ্যা: কেঁচো একটি অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী হলো সেইসব প্রাণী যাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই। যেমন: কেঁচো, প্রজাপতি, শামুক, তারা মাছ, জেলিফিশ ইত্যাদি। অন্যদিকে, মেরুদণ্ডী প্রাণী হলো সেইসব প্রাণী যাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে। যেমন: মানুষ, টিকটিকি, সাপ, ব্যাঙ, মাছ, পাখি ইত্যাদি।
১২. কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন ?
- শশাংক
- বর্মন
- ভাস্কর
- দেবগুপ্ত
ব্যাখ্যা: গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক । শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের সার্বভৌম রাজা। গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি ও বাংলা অঞ্চলে একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা ছিলেন তিনি। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদকে একত্র করে সুবিশাল গৌড় রাজ্য গড়ে তোলেন।
১৩. কার নির্দেশে 'গ্রান্ড ট্রাঙ্ক রোড' তৈরি করা হয় ?
- মাহমুদ শাহ্
- আলাউদ্দিন শাহ্
- সুলতান শাহ্
- শের শাহ্
ব্যাখ্যা: শের শাহের নির্দেশে 'গ্রান্ড ট্রাঙ্ক রোড' তৈরি করা হয় । গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (Grand Trunk Road) দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ। এটি শেরশাহ সুরি ১৫৪০ থেকে ১৫৪৫ সালের মধ্যে নির্মাণ করেন। এই সড়কটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিস্তৃত।
১৪. ৬ দফা কর্মসূচি কোন্ সালে ঘোষণা করা হয় ?
- ১৯৬৭ সালে
- ১৯৬৪ সালে
- ১৯৬৬ সালে
- ১৯৬৩ সালে
ব্যাখ্যা: সিমলা প্রস্তাবের ভিত্তিতে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান প্রথম লাহোরে বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে ব্যক্ত করেন ।
১৫. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
- ইতালি
- স্পেন
- তুরস্ক
- গ্রিস
ব্যাখ্যা: ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। ট্রয় নগরী বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক স্থানে অবস্থিত। ট্রয়ের তুর্কি নাম ত্রুভা। অর্থাৎ, আধুনিক হিসারলিক-ই সেই প্রাচীন ট্রয় নগরী। এর ভৌগোলিক অবস্থান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কালে প্রদেশের সমুদ্র সৈকতের নিকটে এবং আইডা পর্বতের নিচে দার্দানেলিসের দক্ষিণ পশ্চিমে।
১৬. কুর্দিদের বাস যে দেশে-
- ইরানে
- ইরাকে
- তুরস্কে
- উপরের সবগুলো
ব্যাখ্যা: কুর্দিরা মূলত মধ্যপ্রাচ্যের একটি জাতিগোষ্ঠী, যারা ঐতিহাসিকভাবে কুর্দিস্তান নামে পরিচিত অঞ্চলে বসবাস করে। কুর্দিস্তান অঞ্চলটি বর্তমানে ইরান, ইরাক, তুরস্ক এবং সিরিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত। তাই, কুর্দিদের বাস এই চারটি দেশেই। তাই, সঠিক উত্তর হলো “উপরের সবগুলো” ।
১৭. বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়-
- ১৯৪২ সালে
- ১৯৪৪ সালে
- ১৯৪৫ সালে
- ১৯৪৮ সালে
ব্যাখ্যা: বিশ্ব ব্যাংক ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক গোষ্ঠীর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্বব্যাংক গোষ্ঠীর মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন।
১৮. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- কাজী নজরুল ইসলাম
- আবুল কালাম শামসুদ্দিন
- খান মুহাম্মদ মঈনুদ্দিন
- মোহাম্মদ নাসিরুদ্দিন
ব্যাখ্যা: 'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন। 'সওগাত' পত্রিকাটি মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় ১৯১৮ সালের নভেম্বর/ডিসেম্বরে (১৩২৫ বঙ্গাব্দ, অগ্রহায়ণে) কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। ১৯২১ সালের মার্চ-এপ্রিল (১৩২৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা চালু ছিল।
১৯. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি-
- সৈয়দ হামজা
- ভোলা ময়রা
- এ্যান্টনী ফিরিঙ্গী
- ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যা: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ। তারপর সৈয়দ হামজা। সৈয়দ হামজা ফকির গরীবুল্লাহর শিষ্য ছিলেন ।
২০. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'র রচয়িতা-
- শামসুর রাহমান
- হাসান হাফিজুর রহমান
- আলতাফ মাহমুদ
- আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: আবদুল গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা। আবদুল গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশের বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান সাংবাদিক ও লেখক। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র শহীদ হন। এসময় ঢাকা কলেজের ছাত্র আবদুল গাফফার চৌধুরী আহত ছাত্রদের দেখতে ঢাকা মেডিকেল কলেজে যান। সেখানে তিনি একটি রক্তমাখা লাশ দেখতে পান। এই ঘটনায় তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, তৎক্ষণাৎ তিনি 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটিতে সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই বেশি জনপ্রিয়তা লাভ করে। ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম আলতাফ মাহমুদের সুরে গানটি গাওয়া হয়, এবং এটি বর্তমানে গানটির প্রাতিষ্ঠানিক সুর।
২১. “Child is father of man” is taken from the writings of-
- P. B. Shelley
- S. T. Coleridge
- W. Wordsworth
- A. C.Swinburne
ব্যাখ্যা: “Child is father of man” is taken from the writings of William Wordsworth.
২২. 'Blank verse' is a kind of verse-
- having no rhyming end
- having blanks in the verse
- having no significance
- having no rhythmic flow
ব্যাখ্যা: “Blank verse” is a kind of verse having no rhyming end. “ব্ল্যাঙ্ক ভার্স” বা অমিত্রাক্ষর ছন্দ হলো এমন এক ধরনের কবিতা, যার পঙ্ক্তিগুলোর শেষে মিল থাকে না, কিন্তু একটি নির্দিষ্ট ছন্দোময়তা বজায় থাকে। এই ছন্দে সাধারণত প্রতি পঙ্ক্তিতে ১০টি সিলেবল থাকে এবং প্রতি জোড়া সিলেবলের মধ্যে দ্বিতীয় সিলেবলটির উপর জোর পড়ে। এই গঠনকে ইয়াম্বিক পেন্টামিটার (iambic pentameter) বলা হয়।
২৩. Accommodation-
- Noun
- Preposition
- Adjective
- Adverb
ব্যাখ্যা: “Accommodation” is a noun. কোন শব্দের শেষে tion থাকলে সেটি Noun হয় ।
২৪. ক ও খ-এর বেতনের অনুপাত ৭: ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি পেলে খ-এর বেতন কত ?
- ৯০০ টাকা
- ১,০০০ টাকা
- ১,১০০ টাকা
- ১,৬০০ টাকা
ব্যাখ্যা: ধরি, ক-এর বেতন ৭ক টাকা এবং খ-এর বেতন ৫ক টাকা।
প্রশ্নমতে, ৭ক - ৫ক = ৪০০ টাকা
বা, ২ক = ৪০০ টাকা
বা, ক = ২০০ টাকা
অতএব, খ-এর বেতন ৫ক = ৫ × ২০০ = ১,০০০ টাকা।
সুতরাং, খ-এর বেতন ১,০০০ টাকা।
প্রশ্নমতে, ৭ক - ৫ক = ৪০০ টাকা
বা, ২ক = ৪০০ টাকা
বা, ক = ২০০ টাকা
অতএব, খ-এর বেতন ৫ক = ৫ × ২০০ = ১,০০০ টাকা।
সুতরাং, খ-এর বেতন ১,০০০ টাকা।
২৫. ১০০০ কিলোগ্রাম = কত ?
- ১০ কুইন্টাল
- ১০০ ডেকাগ্রাম
- ১০০ মেট্রিক টন
- ১০,০০০ গ্রাম
ব্যাখ্যা: ১০০০ কিলোগ্রাম = ১০ কুইন্টাল। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম । ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
২৬. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১ এয়র, উহার দৈর্ঘ্য ১২.৫ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত ?
- ৪ মিটার
- ৬ মিটার
- ৮ মিটার
- ১০ মিটার
ব্যাখ্যা: এক এয়র= ১০০ বর্গ মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
= ১০০ ÷ ১২.৫ মিটার
= ৮ মিটার।
আয়তক্ষেত্রের প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
= ১০০ ÷ ১২.৫ মিটার
= ৮ মিটার।
২৭. নাইট্রোজেন গ্যাস থেকে কোন্ সার প্রস্তুত করা হয় ?
- টি. এস. পি
- সবুজ সার
- মিউরেট অব পটাশ
- ইউরিয়া
ব্যাখ্যা: নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। ইউরিয়া একটি নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার। এটি মাটিতে মিশে গিয়ে গাছপালাকে নাইট্রোজেন সরবরাহ করে। নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য একটি অপরিহার্য উপাদান।
২৮. কোন্ বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকে কি বলে ?
- ভর
- বল
- ওজন
- মাধ্যাকর্ষণ
ব্যাখ্যা: কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তা হলো মাধ্যাকর্ষণ শক্তি । পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিই বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। মাধ্যাকর্ষণ শক্তির কারণেই গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে।
২৯. প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?
- ২৭শে মার্চ, ১৯৭১
- ১৭ই এপ্রিল, ১৯৭১
- ২রা মার্চ, ১৯৭১
- ১লা মার্চ, ১৯৭১
ব্যাখ্যা: বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ২রা মার্চ। ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আ স ম আবদুর রব। এই জাতীয় পতাকাটি প্রথম তৈরি করা হয়েছিল ১৯৭০ সালের ৬ জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ২৩ মার্চ ১৯৭১ সালে ধানমন্ডিতে তার নিজ বাসভবনে। বিদেশের মাটিতে সর্বপ্রথম অর্থাৎ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল।
৩০. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার-
- কামরুল হাসান
- হাশেম খান
- জয়নুল আবেদীন
- রনবী
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়।
৩১. জাতীয় সংহতি ও বিপ্লব দিবস-
- ২১শে ফেব্রুয়ারি
- ১৪ই ডিসেম্বর
- ৭ই নভেম্বর
- ৭ই মার্চ
ব্যাখ্যা: জাতীয় সংহতি ও বিপ্লব দিবস ৭ই নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তৎকালীন রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। এই দিনটিকে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হিসেবে পালন করা হয়।
৩২. জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা-
- ৬টি
- ৫টি
- ৪টি
- ২টি
ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫টি। এরা হলো: চীন , ফ্রান্স , রাশিয়া , যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র । এই ৫টি দেশের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।
৩৩. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়-
- ১৯০৪ সালে
- ১৯১৪ সালে
- ১৯১৩ সালে
- ১৯১৫ সালে
ব্যাখ্যা: প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ২৮ জুলাই ১৯১৪ সালে এবং শেষ হয় ১১ নভেম্বর ১৯১৮ সালে। তবে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ১৯১৯ সালের ২৮ জুন ১ম ভার্সাই চুক্তির মাধ্যমে।
৩৪. পৃথিবীতে সবচেয়ে বেশি লোক বাস করে-
- ভারতে
- আমেরিকায়
- চীনে
- রাশিয়ায়
ব্যাখ্যা: পৃথিবীতে সবচেয়ে বেশি লোক বাস করে ভারতে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে, জাতিসংঘের অনুমান অনুযায়ী, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে। ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। আর চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। অর্থাৎ, চীনের চেয়ে ভারতের জনসংখ্যা এখন ২৯ লাখ বেশি। তাই, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক বাস করে ভারতে।
৩৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো-
- গাজী মিয়া
- পরশুরাম
- নীললোহিত
- ভানুসিংহ ঠাকুর
ব্যাখ্যা: গাজী মিয়া- মীর মশাররফ হোসেন
পরশুরাম- রাজশেখর বসু
নীল লোহিত- সুনীল গঙ্গোপাধ্যায়
ভানুসিংহ ঠাকুর- রবীন্দ্রনাথ ঠাকুর
পরশুরাম- রাজশেখর বসু
নীল লোহিত- সুনীল গঙ্গোপাধ্যায়
ভানুসিংহ ঠাকুর- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬. কোন্ কবি গিয়াস উদ্দীন আযম শাহের রাজকর্মচারী ছিলেন ?
- ঈশ্বরগুপ্ত
- শাহ্ মুহম্মদ সগীর
- সৈয়দ হামজা
- জয়েন উদ্দিন
ব্যাখ্যা: শাহ মুহম্মদ সগীর কবি গিয়াস উদ্দীন আযম শাহের রাজকর্মচারী ছিলেন। শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ত্রয়োদশ অথবা চতুর্দশ শতাব্দীতে বর্তমান ছিলেন বলে ধারণা করা হয়। মধ্যযুগের মুসলিম কবিদের মধ্যে প্রাচীন কবি হিসেবে তিনি বিশেষ ভাবে পরিচিত। শাহ মুহম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) 'ইউসুফ-জোলেখা' কাব্য রচনা করেন।
৩৭. নিচের পংক্তিটি কার রচনা-
“আলি এঁ কালি এঁ বাট রুন্ধেলা।
তা দেখি কাহ্ন বিমনা ভইলা।”
- কাহ্নপাদ
- চাটিল পাদ
- শান্তি পাদ
- ভুসুকু পাদ
ব্যাখ্যা: এই পংক্তিটি কাহ্নপাদের রচনা। কাহ্নপাদ ছিলেন চর্যাপদের একজন অন্যতম প্রধান কবি। চর্যাপদে তার ১৩টি পদ পাওয়া যায়। তিনি কৃষ্ণাচার্য, কৃষ্ণপাদ ও কৃষ্ণবজ্র নামেও পরিচিত ছিলেন। তিনি ওড়িশার এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন বলে জানা যায়।
৩৮. 'May Allah help you'- What kind of sentence is this ?
- Assertive
- Imperative
- Optative
- Exclamatory
ব্যাখ্যা: “May Allah help you” is an optative sentence.
৩৯. What you (to do) last night ?
- You did
- did you do
- had you done
- did you
ব্যাখ্যা: The correct answer is did you do. The full sentence should be: “What did you do last night ?” “last night” indicates a past action.
৪০. Does he read book ?
- Does books read by him ?
- Books are read by him?
- Are books read by him?
- Is books read by him?
ব্যাখ্যা: The most appropriate passive voice transformation of “Does he read books?” is: Are books read by him ?
৪১. ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে ?
- ১৮ দিন
- ৩০ দিন
- ৩৫ দিন
- ৬০ দিন
ব্যাখ্যা: ৬০ জন লোক একটি কাজ করে ১৮ দিনে।
১ জন লোক সেই কাজটি করবে (১৮ × ৬০) দিনে।
সুতরাং, ৩৬ জন লোক কাজটি করবে (১৮ × ৬০)÷ ৩৬ দিনে = ৩০ দিনে।
১ জন লোক সেই কাজটি করবে (১৮ × ৬০) দিনে।
সুতরাং, ৩৬ জন লোক কাজটি করবে (১৮ × ৬০)÷ ৩৬ দিনে = ৩০ দিনে।
৪২. ২৫ টাকার কলমের মূল্য বৃদ্ধি পেয়ে ৩৭.৫ টাকা হলে শতকরা কত বৃদ্ধি পেল ?
- ২৫%
- ৫০%
- ৭৫%
- ১০০%
ব্যাখ্যা: (৩৭.৫ - ২৫) = ১২.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে
২৫ টাকায় বৃদ্ধি পেয়েছে = ১২.৫০ টাকা
১ টাকায় বৃদ্ধি পেয়েছে = টাকা
১০০ টাকায় বৃদ্ধি পেয়েছে = টাকা = ৫০ টাকা
২৫ টাকায় বৃদ্ধি পেয়েছে = ১২.৫০ টাকা
১ টাকায় বৃদ্ধি পেয়েছে = টাকা
১০০ টাকায় বৃদ্ধি পেয়েছে = টাকা = ৫০ টাকা
৪৩. ২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% হার সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
- ৩ টাকা
- ৪ টাকা
- ২ টাকা
- ১ টাকা
ব্যাখ্যা: ১০০ টাকার ২% হারে ৩ বছরের সুদ = (১০০ × ২ × ৩)/১০০ = ৬ টাকা।
১০০ টাকার ৩% হারে ৩ বছরের সুদ = (১০০ × ৩ × ৩)/১০০ = ৯ টাকা।
সুতরাং, সুদ বেশি হবে (৯ - ৬) টাকা = ৩ টাকা।
১০০ টাকার ৩% হারে ৩ বছরের সুদ = (১০০ × ৩ × ৩)/১০০ = ৯ টাকা।
সুতরাং, সুদ বেশি হবে (৯ - ৬) টাকা = ৩ টাকা।
৪৪. পৃথিবীর মণ্ডল তিনটির নাম-
- অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল
- বায়ুমণ্ডল, বারিমণ্ডল, কেন্দ্রমণ্ডল
- অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, বারিমণ্ডল
- অশ্মমণ্ডল, বারিমণ্ডল, বায়ুমণ্ডল
ব্যাখ্যা: পৃথিবীর মণ্ডল তিনটি হল: অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ।
৪৫. পৃথিবী মহাকাশের একটি-
- নীহারিকা
- জ্যোতিষ্ক
- নক্ষত্র
- উপগ্রহ
ব্যাখ্যা: পৃথিবী মহাকাশের একটি জ্যোতিষ্ক। মহাকাশে যা কিছু আলো দেয় বা অন্যের আলোতে আলোকিত হয়, তাই জ্যোতিষ্ক। সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা ইত্যাদি সবই জ্যোতিষ্ক।
৪৬. বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য-
- ৪৭১২ কি. মি.
- ৪৮০০ কি. মি.
- ৪৮৫৬ কি. মি.
- ৪৯১৪ কি. মি.
ব্যাখ্যা: মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী বাংলাদেশের মোট সীমান্ত ৪৭১২ কি: মি:। আর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ রাইফেল এর সূত্রানুযায়ী বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কি:মি:।
৪৭. পদ্মা নদীর উৎপত্তি-
- হিমালয় পর্বতে
- লুসাই পাহাড়ে
- হিমালয়ের মানস সরোবরে
- কোনটিই নয়
ব্যাখ্যা: পদ্মা নদীর উৎপত্তি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহে। পদ্মা নদীর দৈর্ঘ্য ২৫৯৭ কিলোমিটার। এটি বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
৪৮. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ-
- কয়লা
- তৈল
- প্রাকৃতিক গ্যাস
- চুনাপাথর
ব্যাখ্যা: বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। এটি দেশের জ্বালানি চাহিদার একটি প্রধান উৎস। প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদন, শিল্প এবং গৃহস্থালীর কাজে ব্যবহৃত হয়।
৪৯. বিশ্ব জনসংখ্যা দিবস-
- ৫ই জুন
- ৪ঠা জুলাই
- ১১ই জুলাই
- ১৬ই অক্টোবর
ব্যাখ্যা: ৫ জুন - পরিবেশ দিবস
৪ জুলাই - বাস্তিল দিবস
১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস
১৬ অক্টোবর - বিশ্ব খাদ্য দিবস
৪ জুলাই - বাস্তিল দিবস
১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস
১৬ অক্টোবর - বিশ্ব খাদ্য দিবস
৫০. যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ক্রীতদাস প্রথা বিলোপ করেন-
- আইসেন হাওয়ার
- আব্রাহাম লিঙ্কন
- জর্জ ওয়াশিংটন
- রুজভেল্ট
ব্যাখ্যা: আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বাতিল করেন।
৫১. 'আল আকসা' মসজিদটি অবস্থিত-
- সৌদি আরবে
- ইরাকে
- তুরস্কে
- জেরুজালেমে
ব্যাখ্যা: 'আল আকসা' মসজিদটি জেরুজালেমে অবস্থিত। আল-আকসা মসজিদ বা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের ৩য় পবিত্রতম মসজিদ।
৫২. সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার পান-
- ১৯৮০ সালে
- ১৯৮১ সালে
- ১৯৭৬ সালে
- ১৯৮৩ সালে
ব্যাখ্যা: ফররুখ আহমদ সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮০ সালে স্বাধীনতা দিবস পুরস্কার পান। ফররুখ আহমদ বিংশ শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত হন। তিনি মুসলিম রেনেসাঁর কবি হিসেবেও পরিচিত। তাঁর কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। আধুনিকতার সব লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত।
৫৩. খাঁটি বাংলা উপসর্গ কোনটি ?
- আম
- রাম
- সম
- নিম
ব্যাখ্যা: খাঁটি বাংলা উপসর্গ হলো রাম । খাঁটি বাংলা উপসর্গ ২১টি যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
৫৪. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি ?
- কারক
- বিভক্তি
- যতি
- প্রকৃতি
ব্যাখ্যা: যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। প্রত্যয় দুই প্রকার- ১. নাম প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। ২. ক্রিয়া প্রত্যয় বা কৃৎ প্রত্যয়।
৫৫. He said, “Thanks, my friends.” The indirect form is-
- He told his friends thanks
- He said thanked to his friends.
- He thanked his friends
- He said to his friends thanks
ব্যাখ্যা: The correct indirect form is: He thanked his friends.
৫৬. He does not hanker - money.
- after
- with
- in
- none
ব্যাখ্যা: সঠিক প্রিপোজিশনটি হলো “after”। সম্পূর্ণ বাক্যটি হবে: “He does not hanker after money.” “Hanker after” এর অর্থ হলো কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা বা লোভ করা। তাই, বাক্যটির অর্থ দাঁড়ায় “সে টাকার জন্য লোভ করে না”।
৫৭. Rimi was debarred--appearing at the examintion.
- from
- with
- to
- in
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো: from. সম্পূর্ণ বাক্যটি হবে: “Rimi was debarred from appearing at the examination.” বাংলায় এর অর্থ হলো: রিমি পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়েছিল। “Debarred from” একটি phrase যার অর্থ কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া বা বাধা দেওয়া।
৫৮. একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হল। বালকের সংখ্যা কত ?
- ১০ জন
- ১০০ জন
- ২৫ জন
- ৩৫ জন
ব্যাখ্যা: ধরি, বালকের সংখ্যা = x
প্রত্যেকে চাঁদা দেয় = x টাকা
মোট চাঁদা = x × x = x² টাকা
প্রশ্নমতে, x² = ১০০
বা, x = √১০০
বা, x = ১০
সুতরাং, বালকের সংখ্যা ১০ জন।
প্রত্যেকে চাঁদা দেয় = x টাকা
মোট চাঁদা = x × x = x² টাকা
প্রশ্নমতে, x² = ১০০
বা, x = √১০০
বা, x = ১০
সুতরাং, বালকের সংখ্যা ১০ জন।
৫৯. ৭৩, ৭৫, ৭৭, ৭৯ ও ৮১-এর গড় কত ?
- ৭৫
- ৭৬
- ৭৭
- ৭৮
ব্যাখ্যা: সংখ্যাগুলোর যোগফল = ৭৩ + ৭৫ + ৭৭ + ৭৯ + ৮১ = ৩৮৫
সংখ্যাগুলোর সংখ্যা = ৫
গড় = ৩৮৫ ÷ ৫ = ৭৭
সংখ্যাগুলোর সংখ্যা = ৫
গড় = ৩৮৫ ÷ ৫ = ৭৭
৬০. টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
- ৫০%
- ৩৩%
- ৩০%
- ৩১%
ব্যাখ্যা: ৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা হলে, ১টি আমের ক্রয়মূল্য টাকা
২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা হলে, ১টি আমের বিক্রয়মূল্য টাকা
লাভ =
যেহেতু লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের উপর হিসাব করা হয় । তাই বলতে পারি ,
টাকায় লাভ হয় = টাকা
১ টাকায় লাভ হয় = টাকা
১০০ টাকায় লাভ হয় = = ৫০ টাকা
২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা হলে, ১টি আমের বিক্রয়মূল্য টাকা
লাভ =
যেহেতু লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের উপর হিসাব করা হয় । তাই বলতে পারি ,
টাকায় লাভ হয় = টাকা
১ টাকায় লাভ হয় = টাকা
১০০ টাকায় লাভ হয় = = ৫০ টাকা
৬১. গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে ?
- উত্তাপ অনেক বেড়ে যাদের
- নিম্নভূমি নিমজ্জিত হবে
- সাইক্লোনের প্রবণতা বাড়বে
- বৃষ্টিপাত কমে যাবে
ব্যাখ্যা: গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হওয়া। গ্রিনহাউজ এফেক্টের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। এই বরফ গলা পানির কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের একটি বড় অংশ নিম্নভূমি হওয়ায়, সমুদ্রের উচ্চতা বাড়ার কারণে সেই অঞ্চলগুলো নিমজ্জিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
৬২. কোন্ উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয় ?
- চা
- ধান
- ভুট্টা
- গম
ব্যাখ্যা: চা উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়। চা গাছ ছায়াযুক্ত স্থানে ভালো জন্মায়। প্রত্যক্ষ সূর্যালোক চা গাছের পাতার ক্ষতি করতে পারে এবং এর গুণমান হ্রাস করতে পারে। তাই, চা চাষের জন্য ছায়াযুক্ত পরিবেশ প্রয়োজন।
৬৩. ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে-
- ৫ম শ্রেণী পর্যন্ত
- ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত
- ৭ম শ্রেণী পর্যন্ত
- ৮ম শ্রেণী পর্যন্ত
ব্যাখ্যা: ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বর্তমানে ৫ম শ্রেণী পর্যন্ত চালু আছে। তবে সরকার এই সীমা বাড়ানোর পরিকল্পনা করছে।
৬৪. বাজারে চালু কোন্ কোন্ নোটে অর্থ সচিবের স্বাক্ষর আছে-
- ১ টাকা ও ৫ টাকার নোটে
- ১ টাকা ও ২ টাকার নোটে
- ১ টাকা ও ১০ টাকার নোটে
- ৫ টাকা ও ১০ টাকার নোটে
ব্যাখ্যা: ১ ও ২ টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর আর সব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর স্বাক্ষর থাকে।
৬৫. রাষ্ট্র গঠনে শ্রেষ্ঠতম উপাদান কোনটি ?
- জনসমষ্টি
- ভূখণ্ড
- সরকার
- সার্বভৌমত্ব
ব্যাখ্যা: রাষ্ট্র গঠনের জন্য চারটি মৌলিক উপাদান অপরিহার্য। এগুলো হলো: জনসমষ্টি , ভূখণ্ড , সরকার , সার্বভৌমত্ব । তবে, এই চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। কারণ, সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সেই চূড়ান্ত ক্ষমতা, যার মাধ্যমে রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সার্বভৌমত্ব না থাকলে কোনো রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাই, রাষ্ট্র গঠনে সার্বভৌমত্বকে শ্রেষ্ঠতম উপাদান বলা যায়।
৬৬. রেডক্রস প্রতিষ্ঠিত হয়-
- ১৮৬২ সালে
- ১৮৬৩ সালে
- ১৮৬৪ সালে
- ১৮৬৫ সালে
ব্যাখ্যা: রেডক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। রেডক্রস একটি আন্তর্জাতিক মানবিক প্রতিষ্ঠান, যা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করে। বাংলাদেশে রেডক্রসের যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে।
৬৭. লোক সংখ্যানুসারে পৃথিবী সবচেয়ে বড় শহর কোনটি ?
- বেইজিং
- নিউইয়র্ক
- লন্ডন
- টোকিও
ব্যাখ্যা: লোকসংখ্যার বিচারে পৃথিবীর সবচেয়ে বড় শহর হলো টোকিও। জাপানের রাজধানী টোকিও শুধু জাপান নয়, পুরো বিশ্বের অন্যতম বৃহত্তম শহর। এখানে প্রায় ৩ কোটি ৭২ লাখ মানুষ বসবাস করে। টোকিও শহরটি ১৩,৪৫২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রতি কিলোমিটারে গড়ে ২,৬৪২ জন মানুষ বাস করে।
৬৮. সাফ গেমস্ অনুষ্ঠিত হয়-
- ২ বছর পর
- ৪ বছর পর
- ৩ বছর পর
- প্রতিবছর
ব্যাখ্যা: সাফ গেমস বা দক্ষিণ এশীয় গেমস সাধারণত ২ বছর পর পর অনুষ্ঠিত হয়। তবে, বিভিন্ন কারণে এই সময়সূচীর পরিবর্তন হতে পারে। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে।
৬৯. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ?
- ফল
- ফলা
- ফলাই
- ফলের
ব্যাখ্যা: ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়।
৭০. শুদ্ধ বানান কোনটি ?
- মুমূর্ষূ
- মুমূর্ষু
- মূমূর্ষূ
- মূমুর্ষ
ব্যাখ্যা: শুদ্ধ বানান হলো মুমূর্ষু।
৭১. তৎসম শব্দ বলতে কি বুঝায় ?
- তদ্ভব শব্দ
- দ্বিরুক্তি
- সংস্কৃত শব্দ
- কৃদন্ত শব্দ
ব্যাখ্যা: তৎসম শব্দ বলতে সংস্কৃত শব্দ বোঝায়। তৎসম শব্দের অর্থ: তৎ (তার) + সম (সমান)। অর্থাৎ, সংস্কৃত ভাষার যে সকল শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হয়েছে, সেগুলোকে তৎসম শব্দ বলে। যেমন: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র ইত্যাদি।
৭২. Choose the correct sentence.
- Let him and you be witnesses.
- Let you and him be witnesses.
- Let you and he be witnesses.
- Let you and he witnesses.
ব্যাখ্যা: The correct sentence is: Let him and you be witnesses. আনুষ্ঠানিক ইংরেজিতে, যখন একটি তালিকায় সর্বনাম ব্যবহার করা হয়, বিশেষ করে “let” এর সাথে, তখন তৃতীয়-পুরুষ সর্বনাম (him/her/them) দ্বিতীয়-পুরুষ সর্বনামের (you) আগে আসে।
৭৩. Articles : Honesty is --- best policy.
- the
- on
- a
- an
ব্যাখ্যা: The correct article is the.
৭৪. Harbinger-এর বিপরীত-
- Mountain
- Follower
- Fymbal
- Fird
ব্যাখ্যা: Harbinger শব্দের বিপরীত হলো Follower। Harbinger: অগ্রদূত, পূর্বাভাস, বার্তাবাহক। Follower: অনুসারী, অনুসরণকারী।
৭৫. একটি সংখ্যার a গুণিতক ও অপর একটি সংখ্যার b গুণিতকের সমষ্টিকে বীজগণিতীয় প্রতীকে প্রকাশ করলে হবে-
- ax + by
- (a+x) (b+y)
- ab + xy
- abx
ব্যাখ্যা: মনে করি, একটি সংখ্যা x
অপর সংখ্যা y
x এর a গুণিতক হল ax
y এর b গুণিতক হল by
তাদের সমষ্টি হবে ax + by
অপর সংখ্যা y
x এর a গুণিতক হল ax
y এর b গুণিতক হল by
তাদের সমষ্টি হবে ax + by
৭৬. (a + b - c)(b + c - a) = ?
ব্যাখ্যা: (a + b - c)(b + c - a)
= {b + (a - c)} {b - (a - c)}
= b² - (a - c)²
= b² - (a² - 2ac + c²)
= b² - a² + 2ac - c²
= b² - c² - a² + 2ac
= {b + (a - c)} {b - (a - c)}
= b² - (a - c)²
= b² - (a² - 2ac + c²)
= b² - a² + 2ac - c²
= b² - c² - a² + 2ac
৭৭. - এর একটি উৎপাদক ( x - z ) হলে অপরটি-
- ( x - 2y + z )
- ( x - 2y - z )
- ( x + 2y + z )
- ( x + 2y - z )
ব্যাখ্যা:
=
=
=
= ( x - y + y - z ) ( x - y - y + z )
= ( x - z ) ( x - 2y + z )
একটি (x-z) হলে অপরটি (x - 2y + z)
=
=
=
= ( x - y + y - z ) ( x - y - y + z )
= ( x - z ) ( x - 2y + z )
একটি (x-z) হলে অপরটি (x - 2y + z)
৭৮. মহাস্থানগড় অবস্থিত-
- রাজশাহীতে
- কুমিল্লায়
- সোনারগাঁয়ে
- বগুড়ায়
ব্যাখ্যা: মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। ধারণা করা হয়, এটি প্রাচীন পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল।
৭৯. বিখ্যাত লালবাগ কেল্লা অবস্থিত-
- ঢাকায়
- গাজীপুরে
- নারায়ণগঞ্জে
- কুমিল্লায়
ব্যাখ্যা: বিখ্যাত লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত। এটি মুঘল আমলের একটি ঐতিহাসিক নিদর্শন। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন। লালবাগ কেল্লার ভিতরে পরী বিবির মাজার, শায়েস্তা খাঁর মসজিদ, দিওয়ান-ই-আম এবং অন্যান্য স্থাপনা রয়েছে।
৮০. সোনারগাঁও-এর পূর্ব নাম কি ?
- ইসলামাবাদ
- নাসিরাবাদ
- জালালাবাদ
- সুবর্ণগ্রাম
ব্যাখ্যা: সোনারগাঁও-এর পূর্ব নাম সুবর্ণগ্রাম। সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এটি প্রাচীন বাংলার রাজধানী ছিল। মধ্যযুগে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সোনারগাঁওয়ের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, যা প্রতি বছর অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে ।
৮১. ১৯৯০ সালের বি.বি.সি-র 'ম্যান অব দি ইয়ার পুরস্কার লাভ করেন-
- ব্রিটিশ রক্ষণশীল দলের নেতা মাইকেল হেসেলটাইন
- রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিন
- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
- পি. এল. ও. নেতা ইয়াসির আরাফাত
ব্যাখ্যা: ১৯৯০ সালের বি.বি.সি-র 'ম্যান অব দি ইয়ার পুরস্কার লাভ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিন। বরিস ইয়েলৎসিন (Boris Yeltsin) ছিলেন রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন।
৮২. 'গিন্নী' কোন্ শ্রেণীর শব্দ ?
- খাঁটি বাংলা
- দেশী
- বিদেশী
- অর্ধ-তৎসম
ব্যাখ্যা: গিন্নী শব্দটি অর্ধ-তৎসম শ্রেণীর শব্দ। যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে।
৮৩. 'শুভেচ্ছা'-এর সন্ধি বিচ্ছেদ-
- শু+ বেচ্ছা
- শুভ + ইচ্ছা
- শুভ + চ্ছা
- শু+ ইচ্ছা
ব্যাখ্যা: 'শুভেচ্ছা'-এর সন্ধি বিচ্ছেদ হলো: শুভ + ইচ্ছা। এখানে, 'অ' এবং 'ই' মিলে 'এ' হয়েছে। এটি স্বর সন্ধির নিয়ম।
৮৪. 'অনাস্থা-এর বিপরীত শব্দ-
- প্রদান
- আসল
- আকর্ষণ
- আস্থা
ব্যাখ্যা: আদান - প্রদান
আসল - নকল
আকর্ষণ - বিকর্ষণ
আস্থা- অনাস্থা
আসল - নকল
আকর্ষণ - বিকর্ষণ
আস্থা- অনাস্থা
৮৫. Panacea-এর সমার্থক-
- pancake
- praise
- inactivity
- cure all
ব্যাখ্যা: Panacea-এর সমার্থক শব্দ হলো cure all. Panacea শব্দের অর্থ হলো সর্বরোগহর বা সর্বরোগনাশক ঔষধ। এখানে অন্যান্য শব্দগুলোর অর্থ হলো: pancake: পিঠা , praise: প্রশংসা , inactivity: নিষ্ক্রিয়তা ।
৮৬. Do not use- language.
- obscene
- offseene
- opseene
- obsent
ব্যাখ্যা: The correct word is obscene. obscene একটি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হলো অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন বা আপত্তিকর। এই শব্দটি এমন ভাষা বা অভিব্যক্তিকে বোঝায় যা নৈতিক বা সামাজিক মানদণ্ডের বিরুদ্ধে যায়, বিশেষ করে যৌনতা বা আপত্তিকর বিষয় সম্পর্কিত। 'Do not use---language' এই বাক্যটি একটি আদেশ বা উপদেশ, যেখানে কাউকে আপত্তিকর ভাষা ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। 'Obscene' শব্দটি এই প্রেক্ষাপটে একেবারে সঠিক, কারণ এটি এমন ভাষাকে বোঝায় যা আপত্তিকর এবং ব্যবহার করা উচিত নয়। তাই, 'Do not use obscene language.' বাক্যটির অর্থ হলো 'অশ্লীল ভাষা ব্যবহার করো না।'
৮৭. Dark horse-
- black horse
- unknown person
- horse in dark place
- bad animal
ব্যাখ্যা: 'Dark horse' এর সঠিক অর্থ হলো 'unknown person' বা অপ্রত্যাশিতভাবে সাফল্য অর্জনকারী ব্যক্তি।
৮৮. x - ab = a হলে x-এর মান কত ?
ব্যাখ্যা: x - ab = a
বা, x = a + ab
বা, x =
বা, x =
বা , x =
বা, x = a + ab
বা, x =
বা, x =
বা , x =
৮৯. - x - 3 এর উৎপাদক কোনটি ?
- (2x + 3)(x - 1)
- (2x + 3)(x + 1)
- (2x - 3)(x + 1)
- (2x - 3)(x - 1)
ব্যাখ্যা: - x - 3
= + 2x - 3x - 3
= 2x ( x + 1 ) - 3 ( x + 1 )
= ( x + 1 ) ( 2x - 3 )
= + 2x - 3x - 3
= 2x ( x + 1 ) - 3 ( x + 1 )
= ( x + 1 ) ( 2x - 3 )
৯০. -এর উৎপাদক কোনটি ?
ব্যাখ্যা:
=
=
=
=
=
=
৯১. বাংলাদেশের জাতীয় খেলা কি ?
- ফুটবল
- ক্রিকেট
- কাবাডি
- হকি
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এটি হা-ডু-ডু নামেও পরিচিত। ১৯৭২ সালে কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
৯২. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত ?
- সাত
- আট
- ছয়
- পাঁচ
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা সাত জন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য এই সাত জনকে বীরশ্রেষ্ঠ পদকে ভূষিত করা হয়। তাঁরা হলেন:
১. শহীদ সিপাহী মোস্তফা কামাল
২. শহীদ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
৩. শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
৪. শহীদ সিপাহী হামিদুর রহমান
৫. শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
৬. শহীদ ইঞ্জিনরুম আর্টিফিশার রুহুল আমিন
৭. শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
১. শহীদ সিপাহী মোস্তফা কামাল
২. শহীদ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
৩. শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
৪. শহীদ সিপাহী হামিদুর রহমান
৫. শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
৬. শহীদ ইঞ্জিনরুম আর্টিফিশার রুহুল আমিন
৭. শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৯৩. শহীদ বুদ্ধিজীবী দিবস-
- ১৩ই ডিসেম্বর
- ১৪ই ডিসেম্বর
- ১৫ই ডিসেম্বর
- ১২ই ডিসেম্বর
ব্যাখ্যা: শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ই ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।
৯৪. 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
- অধিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
- বনের পশু বনে থাকতেই ভালবাসে
- জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
- প্রকৃতির রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
ব্যাখ্যা: উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে, জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
৯৫. 'ইঁদুর কপালে'-
- নিতান্ত মন্দ ভাগ্য
- অনধিকারের অধিকার
- ভাগ্যাহত
- ভাগ্যহীন
ব্যাখ্যা: 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ নিতান্ত মন্দ ভাগ্য।
৯৬. Hold water-
- keep water
- pour water
- bear examination
- drink water
ব্যাখ্যা: “Hold water” এর সঠিক অর্থ হলো “bear examination” বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, যুক্তিযুক্ত হওয়া।
৯৭. চতুর্ভুজের অন্তকোণগুলির সমষ্টি কত হবে ?
- চার সমকোণ
- ছয় সমকোণ
- সাত সমকোণ
- আট সমকোণ
ব্যাখ্যা: চতুর্ভুজের অন্তকোণগুলির সমষ্টি চার সমকোণ বা ৩৬০ ডিগ্রী।
৯৮. বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের কত গুণ ?
- অর্ধেক
- দ্বিগুণ
- তিনগুণ
- চারগুণ
ব্যাখ্যা: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ।
৯৯. রেখার কয়টি প্রান্তবিন্দু আছে ?
- দুটি
- একটি
- কোন প্রান্তবিন্দু নেই
- উপরের একটিও নয়
ব্যাখ্যা: রেখার কোন প্রান্তবিন্দু নেই। কিন্তু রেখাংশের প্রান্তবিন্দু আছে। রেখাংশের প্রান্তবিন্দু ২টি।
১০০. একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় হলে, বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি কত হবে ?
- চার সমকোণ
- 'ছয় সমকোণ
- সাত সমকোণ
- আট সমকোণ
ব্যাখ্যা: একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় হলে, বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি আট সমকোণ হবে।
একটি বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি নির্ণয়ের সূত্র হলো: (n - 2) × 180°
এখানে, n হলো বহুভুজের বাহুর সংখ্যা।
যেহেতু এই বহুভুজের বাহুর সংখ্যা ৬, তাই:
(৬ - ২) × ১৮০° = ৪ × ১৮০° = ৭২০°
৭২০° = ৮ × ৯০° = ৮ সমকোণ
সুতরাং, একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় হলে, বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি আট সমকোণ হবে।
একটি বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি নির্ণয়ের সূত্র হলো: (n - 2) × 180°
এখানে, n হলো বহুভুজের বাহুর সংখ্যা।
যেহেতু এই বহুভুজের বাহুর সংখ্যা ৬, তাই:
(৬ - ২) × ১৮০° = ৪ × ১৮০° = ৭২০°
৭২০° = ৮ × ৯০° = ৮ সমকোণ
সুতরাং, একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় হলে, বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি আট সমকোণ হবে।