💥 বাংলা সাহিত্যের বিভিন্ন রচনার উপজীব্য
🍁 ‘আগুনের পরশমনি' উপন্যাসের উপজীব্য বিষয় কি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- (১৫ জেলা) -2001] ➺ মুক্তিযুদ্ধ
❐ ‘ওরা এগারজন’ চলচ্চিত্রের মুখ্য উপজীব্য ও পটভূমি হলো – [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক- ২০০১] ➺ বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
❐ ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো - [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ ব্রিটিশ ভারতের রাজনীতি ।
❐ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? [১৩ তম বিসিএস] ➺ সাত সাগরের মাঝি (ফররুখ আহমদ)
❐ মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য – [১৩ তম বিসিএস] ➺ জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
❐ কাজী ইমদাদুল হক এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি? [১৮তম বিসিএস] ➺ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
❐ কাজী ইমদাদুল হক এর আব্দুল্লাহ উপন্যাসের প্রধান উপজীব্য কি? [সহকর্মী পরিচায়ক (পা পোর্ট অ্যান্ড ইমিগ্রেশন)-২০০৩] ➺ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র।
❐ 'লালসালু' উপন্যাসের উপজীব্য হলো- [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২০০৭] ➺ ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত চিত্র
❐ ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন? [পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক ও রিসার্স অফিসার-২০০৭] ➺ দীনবন্ধু মিত্র
❐ “ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (গামা)-২০১৪] ➺ সাত সাগরের মাঝি-ফররুখ আহম্ম
❐ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের উপজীব্য বিষয় হলো – [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০১৭] ➺ মুক্তিযুদ্ধ
❐ 'নেমেসিস' নাটকের মূল উপজীব্য বিষয় – [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সিনিয়র অফিসার-২০২১] ➺ দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কাহিনী
❐ খনার বচনের উপজীব্য হচ্ছে – [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অফিসার-২০২১] ➺ কৃষিকাজ
❐ মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ? [৪৫ তম বিসিএস] ➺ গো-জীবন
❐ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি 'কবর' নাটকের রচয়িতা কে? [১৮তম বিসিএস] ➺ মুনীর চৌধুরী
❐ জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো – [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ।
❐ নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা-২০১০] ➺ ফেরারী ডাইরী
❐ “রক্তান্ত প্রান্তর” নাটক কোন পটভূমিতে লিখিত? [জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর/এপ্রেইজার/প্রিভেন্টিভ অফিসার/গোয়েন্দা কর্মকর্তা-২০১০] ➺ পানিপথের যুদ্ধ
❐ ‘নেকড়ে অরণ্য কোন পটভূমিতে লেখা উপন্যাস? [বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা-২০১৩] ➺ যুদ্ধকালীন পটভূমি (শওকত ওসমান)
❐ ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ কবর
❐ “কবর” নাটকের পটভূমি কী? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর-২০১৬] ➺ ভাষা আন্দোলন
❐ কবি কায়কোবাদ রচতি 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল –৩৭ তম বিসিএস] ➺ তৃতীয় পানিপথের যুদ্ধ
❐ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকর পটভূমি কি? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ মুক্তিযুদ্ধ।
❐ ‘আর্তনাদ' উপন্যাসের পটভূমি কী? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ ভাষা আন্দোলন । (শওকত ওসমান)
❐ ‘নূরলদীনের সারাজীবন' নাটকের পটভূমি কী? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সংকারী মেরোপবী (সিভিল)-২০১৭] ➺ কৃষক বিদ্রোহ ।
❐ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? [৩৮ তম বিসিএস] ➺ বন্দী শিবির থেকে
❐ ‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত? [গণপূর্ত অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল-২০১৮] ➺ বায়ান্নর ভাষা আন্দোলন ।
❐ ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের পটভূমি হচ্ছে – [কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর-২০১৮] ➺ পানিপথের যুদ্ধ।
❐ 'পায়ের আওয়াজ পাওয়া যায় ' নাটকের পটভূমি কে? [সমন্বিত ৬ (ব্যাংক) ও ২ টি আর্থিক প্রতিষ্ঠান-সিনিয়র অফিসার-২০১৯] ➺ মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘট
❐ হুমায়ূন আহমেদের 'শ্যামলা ছায়া' উপন্যাসের পটভূমি হচ্ছে--। [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ বাংলাদেশের মুক্তিযুদ্ধ
❐ কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ওয়েরলেস অপারেটর)-২০২১] ➺ তৃতীয় পানি পথের যুদ্ধ
❐ 'ফেরারী ডায়েরী' কোন পটভূমিকায় রচিত? [জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২০২১] ➺ মুক্তিযুদ্ধের
❐ ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের মূল পটভূমি ছিল — [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অফিসার-২০২১] ➺ পানিপথের ৩য় যুদ্ধ
❐ সেলিনা হোসেন রচিত নীচের গ্রন্থসমূহের মধ্যে কোনটি ভাষা আন্দোলন পটভূমিতে রচিত? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাব রক্ষক- ২০২১] ➺ যাপিত জীবন
❐ সেলিনা হোসেন এর ‘যাপিত জীবন’ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২১] ➺ ভাষা আন্দোলন
❐ স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ডাটা এন্ট্রি অপারেটর-২০২১] ➺ ঘরে বাইরে
❐ ‘নেমেসিস' নাটকের পটভূমি -[বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২০২১] ➺ মন্বন্তর
❐ উনসত্তরের গণঅভ্যূত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? [৪১ তম বিসিএস-২০২১] ➺ চিলেকোঠার সেপাই
❐ নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? [সিজিডিএফ এর অডিটর-২০২২] ➺ আগুন পাখি ।
❐ ‘হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে – [বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর সিনিয়র একাউন্টস ক্লার্ক- 2022] ➺ বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
❐ রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো : [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর জুনিয়র ইন্সট্রাক্টর-২০২৩] ➺ মুক্তিযুদ্ধ
❐ 'মহাশ্মশান' মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-2006] ➺ ১৭৬১
❐ পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ রক্তাক্ত প্রান্তর ।
❐ উনসত্তরের গনঅভ্যুত্থাণ কেন্দ্রিক উপন্যাস- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজবামালতা-২০১২] ➺ চিলে কোঠার সেপাই
❐ চিলেকোঠার সেপাই' কোন প্রেক্ষাপটে রচিত? [তিতাস গ্যাস রিমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (TGTDCL) এর সহকারী প্রকৌশলী-২০২৪] ➺ উনসত্তরের গনঅভ্যুথান