Preposition এর সেরা নোট!
⛳ To এর ব্যবহার (Usage of To)
▣ স্থানের দিকে বোঝাতে (Indicating direction to a place) ☞ To a specific location
📝 Example:- I want to go to their home. (আমি তাদের বাসায় যেতে চাই।)
❏ I go to College. (আমি কলেজে যাই।)
❏ Rita goes to market. (রিতা মার্কেট/বাজারে যায়)
❏ He traveled to Paris. (সে প্যারিসে ভ্রমণ করেছিল)
❏ We are going to the beach. (আমরা সমুদ্র সৈকতে যাচ্ছি)
❏ She pointed to the map. (সে মানচিত্রের দিকে নির্দেশ করেছিল)
▣ Note: home, there, abroad, upstairs, downstairs এর পূর্বে to বসে না। (To is not used before home, there, abroad, upstairs, downstairs.)
▣ ব্যতিক্রম: from here to there. (Exception: from here to there.)
▣ পর্যন্ত বোঝাতে (Indicating "up to" or "until") ☞ Duration, limit
📝 Example:- I need 5 to 6 hours. (আমার ৫ থেকে ৬ ঘন্টা লাগবে।)
❏ She needs to come from 1 pm to 2 pm. (তার আসতে সময় লাগবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত।)
❏ I conduct a live class from 10 pm to 11 pm. (আমি রাত ১০টা থেকে ১১ টা পর্যন্ত একটি লাইভ ক্লাস নি)
❏ The store is open from 9 am to 5 pm. (দোকানটি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে)
❏ He worked from dawn to dusk. (সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছিল)
❏ The road goes from the city to the mountains. (রাস্তাটি শহর থেকে পাহাড় পর্যন্ত যায়)
▣ উদ্দেশ্য বোঝাতে (Indicating purpose) ☞ For the purpose of
📝 Example:- He called me to come here for reading. (সে আমাকে এখানে পড়ার জন্য ডেকেছেন)
❏ Lima comes to our home to take my book. (লিমা আমার বই নিতে আমাদের বাসায় আসে)
❏ They invited me to take the class. (তারা আমাকে ক্লাসটি নিতে নিমন্ত্রণ করেছিল)
❏ I went to the market to buy vegetables. (আমি সবজি কিনতে বাজারে গিয়েছিলাম)
❏ She studies hard to pass the exam. (সে পরীক্ষা পাস করার জন্য কঠোর পড়াশোনা করে)
❏ We eat to live. (আমরা বাঁচার জন্য খাই)
▣ কারো কাছে বোঝাতে (Indicating "to someone") ☞ To a person
📝 Example:- She comes to me everyday. (সে আমার কাছে প্রতিদিন আসে)
❏ Ariful Islam came to me yesterday. (আরিফুল ইসলাম গতকাল আমার কাছে এসেছিল)
❏ Why did you tell about the matter to his father? (তুমি কেন তার বাবাকে ব্যাপারটি বলেছিলে?)
❏ Give the letter to him. (চিঠিটি তাকে দাও)
❏ I spoke to the manager. (আমি ম্যানেজারের সাথে কথা বলেছিলাম)
❏ He sent a gift to his sister. (সে তার বোনকে একটি উপহার পাঠিয়েছিল)
▣ পরিমাণ/হার/অনুপাত/তুলনা বোঝাতে (Indicating quantity/rate/ratio/comparison) ☞ Division, defeat, preference
📝 Example:- It is divided into 4 to 5 portions. (এটা ৪ থেকে ৫ ভাগে বিভক্ত করা হয়)
❏ We were defeated by 5 to 3 goals. (আমরা ৫/৩ গোলে হারলাম)
❏ Nur prefers coffee to tea. (নূর চায়ের চেয়ে কফি পছন্দ করে)
❏ The ratio of boys to girls is 2 to 1. (ছেলেদের থেকে মেয়েদের অনুপাত ২:১)
❏ He is senior to me. (সে আমার চেয়ে সিনিয়র)
❏ This is superior to that. (এটি সেটির চেয়ে উন্নত)
▣ মুখোমুখি বোঝাতে (Indicating face-to-face) ☞ Meeting, back-to-back
📝 Example:- I want to meet him. (আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই)
❏ They will sit back to back. (তারা পিছন ফিরে বসবে)
❏ We stood face to face. (আমরা মুখোমুখি দাঁড়িয়েছিলাম)
❏ The two teams went head to head. (দুটি দল মুখোমুখি হয়েছিল)
❏ They fought hand to hand. (তারা হাতাহাতি করেছিল)
▣ দিক বোঝাতে (Indicating direction) ☞ Geographical direction
📝 Example:- Bangladesh is to the south of the north pole. (বাংলাদেশ উত্তর মেরুর দক্ষিণে অবস্থিত)
❏ Pakistan is to the west of our country. (পাকিস্তান আমাদের দেশের পশ্চিমে অবস্থিত)
❏ The sun rises to the east. (সূর্য পূর্ব দিকে ওঠে)
❏ The road leads to the city. (রাস্তাটি শহরের দিকে যায়)
❏ He turned to the right. (সে ডানদিকে মোড় নিয়েছিল)
▣ সময় বাকি আছে/দিবস হতে বাকি আছে বোঝাতে (Indicating time remaining/days left) ☞ Time before a specific hour/event
📝 Example:- It is quarter to 5. (পৌনে পাঁচটা বাজে)
❏ Now, it's quarter to 9. (এখন পৌনে নয়টা)
❏ It is quarter to 11/10/....... (দশটা বা এগারোটা বাজতে ১৫ মিনিট বাকি)
❏ It is ten to ten. (দশটা দশটা)
❏ It is merely five days to the world cup. (বিশ্বকাপের আর মাত্র পাঁচদিন বাকি)
❏ It's five minutes to midnight. (মধ্যরাত হতে পাঁচ মিনিট বাকি)
❏ There are two weeks to the exam. (পরীক্ষার আর দুই সপ্তাহ বাকি)
❏ We have an hour to spare. (আমাদের এক ঘন্টা অতিরিক্ত সময় আছে)
▣ বিঃদ্র: Home এবং Abroad এর আগে সাধারণত To বসে না। (Note: To is generally not used before Home and Abroad.)
⛳ At এর ব্যবহার (Usage of At)
▣ তুলনামূলক ছোট স্থানের পূর্বে কোন কাজ করার সময় বুঝাতে (Indicating a relatively small place or time of action) ☞ Specific location, time of an event
📝 Example:- She lives at Kalatoli in Cox's Bazar. (সে কক্সবাজারের কলাতলিতে বসবাস করে)
❏ I live at Mirpur in Dhaka. (আমি ঢাকার মিরপুরে বসবাস করি)।
❏ At the time of reading, he called me. (পড়ার সময় সে আমাকে ডেকেছিলেন)
❏ His college is at Mirpur. (তার কলেজ মিরপুরে)
❏ We met at the bus stop. (আমরা বাস স্টপে দেখা করেছিলাম)
❏ The party is at my house. (পার্টিটি আমার বাড়িতে)
❏ He works at a bank. (সে একটি ব্যাংকে কাজ করে)
▣ হার/গতি বোঝাতে (Indicating rate/speed) ☞ Speed
📝 Example:- He was riding the bike at 100km/hour. (সে ঘন্টায় ১০০ কি.মি. বেগে বাইকটি চালাচ্ছিল)
❏ The car was traveling at a high speed. (গাড়িটি উচ্চ গতিতে চলছিল)
❏ The water is boiling at 100 degrees Celsius. (জল ১০০ ডিগ্রি সেলসিয়াসে ফুটছে)
❏ He drives at 60 miles per hour. (সে প্রতি ঘন্টায় ৬০ মাইল গতিতে গাড়ি চালায়)
▣ দূরত্ব বোঝাতে (Indicating distance) ☞ Distance
📝 Example:- Barishal is at 350 km from Dhaka. (ঢাকা থেকে বরিশাল ৩৫০ কি.মি. দূরে)
❏ Our selected visiting place is at 5km from Dhaka. (আমাদের পরিদর্শনের জায়গা ঢাকা থেকে ৫কিমি. দূরে)
❏ The target is at 200 meters. (লক্ষ্যটি ২০০ মিটার দূরে)
❏ He lives at a distance of 10 miles. (সে ১০ মাইল দূরে থাকে)
❏ The shop is at the end of the street. (দোকানটি রাস্তার শেষে)
▣ দিনের কোন সময় বুঝাতে (Indicating a time of day) ☞ Specific part of the day
📝 Example:- I will leave the room at morning. (আমি সকালে রুম ত্যাগ করবো)
❏ We will be at Mirpur at sunset. (আমরা সূর্যাস্তের সময় মিরপুর থাকবো)
❏ He usually sleeps at night. (সে সাধারণত রাতে ঘুমায়)
❏ The meeting is at noon. (মিটিংটি দুপুরে)
❏ She arrived at midnight. (সে মধ্যরাতে পৌঁছেছিল)
▣ তাকিয়ে থাকা বুঝাতে (Indicating looking at) ☞ Focus of gaze
📝 Example:- I am looking at Ruma. (আমি রুমার দিকে তাকিয়ে আছি)
❏ I aim at a Tiger. (আমি বাঘের দিকে লক্ষ করি)
❏ He stared at the painting. (সে ছবিটির দিকে তাকিয়েছিল)
❏ Don't laugh at others. (অন্যদের দেখে হাসো না)
❏ She smiled at him. (সে তার দিকে হেসেছিল)
▣ Point of time বোঝাতে (Indicating a specific point in time) ☞ Exact time
📝 Example:- At 7 am (সকাল ৭টায়), at night (রাতে), at noon (দুপুরে), at midnight (মধ্যরাতে).
❏ The show starts at 8 o'clock. (অনুষ্ঠানটি ৮টায় শুরু হয়)
❏ He arrived at the exact moment. (সে ঠিক সেই মুহূর্তে পৌঁছেছিল)
❏ We will meet at the appointed time. (আমরা নির্ধারিত সময়ে দেখা করব)
▣ দক্ষতা বোঝাতে (Indicating skill/proficiency) ☞ Good at something
📝 Example:- Rahin is good at English. (রাহিন ইংরেজিতে দক্ষ)
❏ She is good at cooking. (সে রান্নায় দক্ষ)
❏ Rabbi is good at playing football (রাব্বি ফুটবল খেলায় দক্ষ)
❏ He is excellent at math. (সে গণিতে চমৎকার)
❏ She is quick at learning. (সে শিখতে দ্রুত)
❏ They are skilled at negotiation. (তারা আলোচনায় দক্ষ)
▣ দায়িত্ব বোঝাতে (Indicating responsibility) ☞ Responsible for
📝 Example:- You should practice at your responsibility. (তোমার নিজ দায়িত্বে অনুশীলন করা উচিত)
❏ He is at fault. (সে দোষী)
❏ She is at the helm of the company. (সে কোম্পানির নেতৃত্বে আছে)
❏ The decision is at your discretion. (সিদ্ধান্তটি তোমার বিবেচনার উপর নির্ভর করে)
▣ বয়স বোঝাতে (Indicating age) ☞ Age
📝 Example:- They lived in Dhaka at my birth. (আমার জন্মের সময় তারা ঢাকা থাকতেন)
❏ I have started 'English Therapy' at 23. (আমি ২৩ বছর বয়সে ইংলিশ থেরাপি শুরু করেছি)
❏ He retired at the age of 60. (সে ৬০ বছর বয়সে অবসর নিয়েছিল)
❏ She got married at 25. (সে ২৫ বছর বয়সে বিয়ে করেছিল)
❏ The child started school at five. (শিশু পাঁচ বছর বয়সে স্কুল শুরু করেছিল)
▣ কোথাও থাকা বোঝাতে (Indicating being somewhere) ☞ Location
📝 Example:- He is at hospital. (সে হাসপাতালে আছে)
❏ I am at market/ office/ work/..... (আমি বাজারে/অফিসে/কাজে আছি)
❏ I am at home. (আমি বাসায় আছি)
❏ She is at the library. (সে লাইব্রেরিতে আছে)
❏ We were at the concert. (আমরা কনসার্টে ছিলাম)
❏ The car is at the garage. (গাড়িটি গ্যারেজে আছে)
▣ নিচের শব্দগুলোর পূর্বে স্বভাবতই at বসে। যা আপনি মনে রাখলে সহজেই ব্যবহার করতে পারবেন। যথা: (The following words are naturally preceded by "at". You can easily use them if you remember them.) At a concert, At a football match, At the meeting, At a conference, At sea, At the bus stop, At reception, At the door, At the window, At the bottom, At 5 pm, At the end, At 6 miles per hour, At the front, At the back of a building, At the theater, At the back of a group, At home, At work, At university, At college, At the age of 21, At 90 degrees, At night, At Christmas, At present, At the moment, At the same time etc.
⛳ In এর ব্যবহার (Usage of In)
▣ তুলনামূলক বড় স্থানের পূর্বে (Before relatively large places) ☞ Large geographical areas
📝 Example:- In Cox's Bazar, in India, in Pakistan.
❏ He lives in Pakistan. (সে পাকিস্তান বসবাস করে)
❏ He lives at Uttara in Dhaka. (সে ঢাকার উত্তরায় বসবাস করে)
❏ Bangladesh is a country in Asia. (বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি দেশ)
❏ She works in London. (সে লন্ডনে কাজ করে)
❏ The capital city is in the center of the country. (রাজধানী শহরটি দেশের কেন্দ্রে)
❏ We found him in the garden. (আমরা তাকে বাগানে খুঁজে পেয়েছি)
▣ অনেক বড় জায়গার দিকে বোঝাতে (Indicating direction to a very large place) ☞ General direction
📝 Example:- The Sun rises in the east. (সূর্য পূর্ব দিকে ওঠে)
❏ The birds fly in the sky. (পাখিরা আকাশে ওড়ে)
❏ He looked in the mirror. (সে আয়নায় তাকিয়েছিল)
❏ The ship sailed in the ocean. (জাহাজটি সমুদ্রে যাত্রা করেছিল)
▣ পেশা বোঝাতে (Indicating profession) ☞ Joining a profession
📝 Example:- He joined in the army. (সে সেনাবাহিনীতে যোগদান করলো/করেছিল)
❏ Afifa wants to join in a football coach. (আফিফা ফুটবল কোচ হিসেবে যোগ দিতে চান)
❏ She is a specialist in computer science. (সে কম্পিউটার বিজ্ঞানে একজন বিশেষজ্ঞ)
❏ He has a degree in engineering. (তার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি আছে)
❏ She works in finance. (সে অর্থায়নে কাজ করে)
▣ কোন বিষয় বা ভাষা বোঝাতে (Indicating a subject or language) ☞ Field of study, language
📝 Example:- He has completed a diploma in Bsc. (সে বিএসসিতে ডিপ্লোমা শেষ করেছে)
❏ I have read the book in English. (আমি ইংরেজীতে বইটি পড়েছি)
❏ The instructions are written in French. (নির্দেশাবলী ফরাসি ভাষায় লেখা আছে)
❏ He is an expert in history. (সে ইতিহাসে একজন বিশেষজ্ঞ)
❏ The story is told in simple words. (গল্পটি সহজ ভাষায় বলা হয়েছে)
▣ Responsibility অথবা বিবেচনা বোঝাতে (Indicating responsibility or consideration) ☞ Under one's risk
📝 Example:- You have to do the work in your risk. (তোমাকে তোমার ঝুঁকিতে কাজটি করতে হবে)
❏ He is in charge of the project. (সে প্রকল্পের দায়িত্বে আছে)
❏ The decision is in your hands. (সিদ্ধান্তটি তোমার হাতে)
❏ She acted in good faith. (সে সদিচ্ছায় কাজ করেছিল)
▣ বছর, মাস ও ঋতুর পূর্বে (Before years, months, and seasons) ☞ Time periods
📝 Example:- My birthday is in Autumn. (আমার জন্মদিন শরৎ এ)
❏ He will come in Winter. (সে শীতে আসবে)
❏ He was born in May in 1971/ in winter. (সে ১৯৭১ সালের মে মাসে/শীতে জন্ম গ্রহণ করেছিল)
❏ The event will take place in July. (অনুষ্ঠানটি জুলাই মাসে অনুষ্ঠিত হবে)
❏ We celebrate New Year in January. (আমরা জানুয়ারিতে নববর্ষ উদযাপন করি)
❏ The flowers bloom in spring. (ফুল বসন্তে ফোটে)
▣ ভবিষ্যতে কিছুদিনের মধ্যে বোঝাতে (Indicating within a few days in the future) ☞ Future timeframe
📝 Example:- He will be there in two weeks. (সে/তিনি সেখানে দুই সপ্তাহের মধ্যে যাবেন)
❏ I will learn English in 100 days. (আমি ১০০ দিনের মধ্যে ইংরেজি শিখবো)
❏ The report will be ready in a few days. (প্রতিবেদনটি কয়েক দিনের মধ্যে প্রস্তুত হবে)
❏ She will finish the work in an hour. (সে এক ঘন্টার মধ্যে কাজটি শেষ করবে)
❏ We expect results in a month. (আমরা এক মাসের মধ্যে ফলাফল আশা করি)
▣ অবস্থা বোঝাতে (Indicating state/condition) ☞ Current situation
📝 Example:- I am in a critical moment. (আমি একটি সংকটময় মুহূর্তে আছি)
❏ They are in bad/good situation. (তারা খারাপ অবস্থায়/ভালো অবস্থায়)
❏ Our family is in danger. (আমাদের পরিবার বিপদে পড়েছে)
❏ He is in trouble. (সে সমস্যায় আছে)
❏ She is in love. (সে প্রেমে পড়েছে)
❏ The car is in good condition. (গাড়িটি ভালো অবস্থায় আছে)
▣ কোন ব্যক্তির মধ্যে বোঝাতে (Indicating within a person) ☞ Quality within a person
📝 Example:- We should take this quality in us. (আমাদের এই গুণটি থাকা উচিত)
❏ There is kindness in his heart. (তার হৃদয়ে দয়া আছে)
❏ She has great potential in her. (তার মধ্যে অনেক সম্ভাবনা আছে)
❏ The answer lies in yourself. (উত্তরটি তোমার নিজের মধ্যেই আছে)
▣ সময়ের মধ্যে বোঝাতে (Indicating within a period of time) ☞ Time of day/duration
📝 Example:- In the evening(সন্ধ্যায়), in a day (একদিনে), in an hour (এক ঘণ্টায়)
❏ He arrived in the morning. (সে সকালে পৌঁছেছিল)
❏ The work was completed in a week. (কাজটি এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়েছিল)
❏ She finished the race in record time. (সে রেকর্ড সময়ে দৌড় শেষ করেছিল)
▣ সীমানার মধ্যে বোঝাতে (Indicating within boundaries) ☞ Enclosed space
📝 Example:- In the field (মাঠের মধ্যে), in the classroom (শ্রেণিকক্ষে), in the box (বক্সের মধ্যে)
❏ The children are playing in the park. (শিশুরা পার্কে খেলছে)
❏ He lives in a small village. (সে একটি ছোট গ্রামে থাকে)
❏ The books are in the library. (বইগুলি লাইব্রেরিতে আছে)
⛳ Of এর ব্যবহার (Usage of Of)
▣ অধিকার ও মালিকানা বোঝাতে (Indicating possession and ownership) ☞ Belonging to
📝 Example:- She is the owner of this house. (সে এই বাড়ির মালিক)
❏ This is the car of Mr. Saiful Islam. (এই গাড়িটি জনাব সাইফুল ইসলামের)
❏ The capital of Bangladesh is Dhaka. (বাংলাদেশের রাজধানী ঢাকা)
❏ He is a friend of mine. (সে আমার একজন বন্ধু)
❏ The color of the sky is blue. (আকাশের রঙ নীল)
▣ কারণ বোঝাতে (Indicating cause) ☞ Reason for an event
📝 Example:- Her father died of heart attack. (তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেল)
❏ She died of the corona. (সে করোনায় মারা গেল)
❏ He is proud of his achievements. (সে তার অর্জন নিয়ে গর্বিত)
❏ They are afraid of the dark. (তারা অন্ধকারকে ভয় পায়)
❏ The city was full of joy. (শহরটি আনন্দে পূর্ণ ছিল)
▣ সম্পর্ক বোঝাতে (Indicating relationship) ☞ About someone/something
📝 Example:- He wants to know of him. (সে তার সম্পর্কে জানতে চায়)
❏ I know many things of English. (আমি ইংলিশ সম্পর্কে অনেককিছু জানি)
❏ This is a story of love and loss. (এটি প্রেম ও হারানোর গল্প)
❏ He is a man of integrity. (সে একজন সততার মানুষ)
❏ The problem of poverty is widespread. (দারিদ্র্যের সমস্যা ব্যাপক)
▣ উপকরণ বোঝাতে (Indicating material) ☞ Made from
📝 Example:- The pencil is made of wood. (কাঠ দিয়ে পেন্সিল তৈরি)
❏ The marker is made of plastic. (প্লাস্টিক দিয়ে মার্কার তৈরি)
❏ The table is made of glass. (টেবিলটি কাঁচের তৈরি)
❏ This ring is made of gold. (এই আংটিটি সোনার তৈরি)
❏ The house is built of bricks. (বাড়িটি ইটের তৈরি)
▣ সমষ্টির মধ্যে একটি/একাধিক বোঝাতে (Indicating one/several out of a group) ☞ Part of a whole
📝 Example:- One of my students (আমার ছাত্রদের একজন), some of these mangoes (এই আমগুলোর কিছু)
❏ one of them (তাদের মধ্যে একজন)
❏ Most of the people agreed. (অধিকাংশ মানুষ রাজি হয়েছিল)
❏ A few of the books are missing. (কিছু বই অনুপস্থিত)
❏ All of us went to the party. (আমরা সবাই পার্টিতে গিয়েছিলাম)
▣ উৎস বোঝাতে (Indicating origin) ☞ Source
📝 Example:- The hog plum of Barishal is famous. (বরিশালের আমড়া বিখ্যাত)
❏ The Lichi of Dinajpur is famous. (দিনাজপুরের লিচু বিখ্যাত)
❏ He is a native of this village. (সে এই গ্রামের একজন স্থানীয়)
❏ The river originates of the mountains. (নদীটি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে)
❏ This is a product of hard work. (এটি কঠোর পরিশ্রমের ফল)
▣ পরিমাণ বুঝাতে (Indicating quantity) ☞ Amount
📝 Example:- A gram of diamond. (এক গ্রাম হীরা)
❏ A little of oil. (একটু তেল)
❏ A cup of tea. (এক কাপ চা)
❏ A slice of bread. (এক টুকরা রুটি)
❏ A bottle of water. (এক বোতল জল)
⛳ On এর ব্যবহার (Usage of On)
▣ কোনকিছুর উপর লেগে থাকা বোঝাতে (Indicating resting on a surface) ☞ Surface contact
📝 Example:- The pen on the chair. (কলমটি চেয়ারের উপরে)
❏ The book is on the table. (বইটি টেবিলের উপরে)
❏ I walk on the roof of my house. (আমি আমাদের বাড়ির ছাদের ওপর দিয়ে হাঁটি)
❏ The picture is on the wall. (ছবিটি দেয়ালের উপর)
❏ He put his hand on my shoulder. (সে আমার কাঁধে হাত রেখেছিল)
❏ The dust settled on the furniture. (ধুলো আসবাবপত্রের উপর জমেছিল)
▣ বার বা দিন ও তারিখের/বিশেষ দিনের পূর্বে (Before days of the week, dates, and special days) ☞ Specific day/date
📝 Example:- I will talk to him on Sunday at 6 o clock on 25th January. (আমি ২৫ জানুয়ারি রবিবার ৬ টায় কথা বলবো)
❏ He came on Friday on 10th May. (সে ১০ ই মে শুক্রবার এসেছিল)
❏ I gifted her on her birthday. (আমি তার জন্মদিনে তাকে উপহার দিয়েছিলাম)
❏ The meeting is on Monday. (মিটিংটি সোমবার)
❏ We celebrate Christmas on December 25th. (আমরা ২৫শে ডিসেম্বর ক্রিসমাস উদযাপন করি)
❏ She was born on a sunny day. (সে একটি রৌদ্রোজ্জ্বল দিনে জন্মগ্রহণ করেছিল)
▣ নির্ভরতা বোঝাতে (Indicating dependence) ☞ Relying on
📝 Example:- We live on oxygen. (আমরা অক্সিজেনে বাঁচি)
❏ It is depend on you. (এটি তোমার ওপর নির্ভর করে)
❏ He relies on his parents for support. (সে সাহায্যের জন্য তার বাবা-মায়ের উপর নির্ভর করে)
❏ The success of the project depends on teamwork. (প্রকল্পের সাফল্য দলগত কাজের উপর নির্ভর করে)
❏ You can count on me. (তুমি আমার উপর ভরসা করতে পারো)
▣ বেতন বোঝাতে বসে (Indicating payment) ☞ Based on payment
📝 Example:- He worked here on payment. (সে এখানে বেতনে কাজ করেছিলেন)
❏ They are paid on a commission basis. (তাদের কমিশন ভিত্তিতে বেতন দেওয়া হয়)
❏ He works on a daily wage. (সে দৈনিক মজুরিতে কাজ করে)
❏ The agreement was made on fair terms. (চুক্তিটি ন্যায্য শর্তে করা হয়েছিল)
▣ অনুসারে বা ফলে বোঝাতে (Indicating according to or as a result of) ☞ Based on advice
📝 Example:- He did this work on my advice. (সে আমার পরামর্শে এই কাজটি করেছিল)
❏ The decision was made on the evidence. (সিদ্ধান্তটি প্রমাণের ভিত্তিতে নেওয়া হয়েছিল)
❏ He acted on his own initiative. (সে নিজের উদ্যোগে কাজ করেছিল)
❏ The plan was based on careful research. (পরিকল্পনাটি সতর্ক গবেষণার উপর ভিত্তি করে ছিল)
▣ নিজের পথচলা বোঝাতে (Indicating one's own movement) ☞ By foot
📝 Example:- He comes here on foot. (সে পায়ে হেঁটে এখানে আসে)
❏ I would go to school on foot. (আমি পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতাম)
❏ She travels on horseback. (সে ঘোড়ায় চড়ে ভ্রমণ করে)
❏ They arrived on bicycles. (তারা সাইকেলে করে পৌঁছেছিল)
❏ He went on a bike. (সে বাইকে গিয়েছিল)
▣ নদীর তীর বোঝাতে (Indicating river bank) ☞ Location by a river
📝 Example:- Dhaka is on the bank of Buriganga river. (ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত)
❏ The village is situated on the river. (গ্রামটি নদীর তীরে অবস্থিত)
❏ We had a picnic on the riverside. (আমরা নদীর ধারে পিকনিক করেছিলাম)
❏ The city lies on the coast. (শহরটি উপকূলে অবস্থিত)
▣ দায়িত্বে থাকা বোঝাতে (Indicating being on duty) ☞ Engaged in duty
📝 Example:- Ahnaf is on duty. (আহনাফ এখন কাজে আছেন)
❏ The police officer is on patrol. (পুলিশ অফিসার টহলরত)
❏ She is on call tonight. (সে আজ রাতে অন-কল আছে)
❏ The machine is on standby. (যন্ত্রটি স্ট্যান্ডবাইতে আছে)
▣ Floor বোঝাতে (Indicating floor level) ☞ Floor number
📝 Example:- He lives on the 3rd floor. (সে তিন তলায় থাকে)
❏ I am on the 2nd floor. (আমি দ্বিতীয় তলায় থাকি)
❏ English Therapy is on the ground floor. (ইংলিশ থেরাপি নীচতলায় অবস্থিত)
❏ The office is on the top floor. (অফিসটি উপরের তলায়)
❏ They live on the first floor. (তারা প্রথম তলায় থাকে)
❏ The elevator stops on every floor. (লিফট প্রতিটি তলায় থামে)
▣ দিক বুঝাতে (Indicating direction) ☞ Left/right side
📝 Example:- The office is on the left. (অফিস বাম দিকে)
❏ His house was just my right.
❏ The sign is on the right side of the road. (চিহ্নটি রাস্তার ডানদিকে)
❏ Turn on the next street. (পরের রাস্তায় মোড় নিন)
❏ The sun sets on the west. (সূর্য পশ্চিমে অস্ত যায়)
▣ নিচের শব্দগুলো বারবার চর্চা করে মনে রাখুন:- (Remember the following words by practicing repeatedly:-) On the phone/telephone, On strike, On fire, On a diet, On the radio, On a tour, On television, On a horse, On a bike, On a bus, On a road, On a river, On a farm, On a map, On a list, On a menu, On the ground floor, On the left-hand side, On the bottle, On the wall, On the door, On the table, On his nose, On the floor, On a page, On an island, On time, On holiday, On February 21, On Sunday, On his birthday, On street/ corner/ coast/ river/ a ship/ a place/ a train.
⛳ Under এর ব্যবহার (Usage of Under)
▣ নিচে অর্থ প্রকাশ করতে (Expressing "below") ☞ Physically below
📝 Example:- She is hiding under the pillow. (সে বালিশের নিচে লুকিয়ে আছে)
❏ The cat is under the table. (বিড়ালটি টেবিলের নিচে)
❏ The pen is under the table. (কলমটি টেবিলের নিচে)
❏ The ball rolled under the bed. (বলটি বিছানার নিচে গড়িয়ে গিয়েছিল)
❏ He put his hand under the pillow. (সে তার হাত বালিশের নিচে রেখেছিল)
❏ The submarine went under the water. (সাবমেরিনটি জলের নিচে গিয়েছিল)
▣ কারো অধীনে কাজ করা বোঝাতে (Indicating working under someone) ☞ Subordinate to
📝 Example:- They live under their parents. (তারা তাদের পিতা-মাতার অধীনে থাকে)
❏ He works under his boss. (সে তার বসের অধীনে কাজ করে)
❏ The country is under military rule. (দেশটি সামরিক শাসনের অধীনে)
❏ She is under my supervision. (সে আমার তত্ত্বাবধানে আছে)
❏ The project is under his control. (প্রকল্পটি তার নিয়ন্ত্রণে আছে)
▣ কম বোঝাতে (Indicating "less than") ☞ Less than a certain age/number
📝 Example:- The under-19 football team won the match. (অনূর্ধ্ব-১৯ ফুটবল দল ম্যাচ জিতেছে/জয়লাভ করেছে)
❏ Girl under 18 are not allowed to marry. (১৮ বছরের নিচে মেয়েকে বিবাহ নিষেধ)
❏ He earns under $500 a month. (সে মাসে ৫০০ ডলারের কম আয় করে)
❏ The temperature is under freezing point. (তাপমাত্রা হিমাঙ্কের নিচে)
❏ The price is under my budget. (দামটি আমার বাজেটের নিচে)
▣ প্রক্রিয়াধীন বা বিবেচনাধীন বোঝাতে (Indicating "under process" or "under consideration") ☞ In progress, being considered
📝 Example:- His case is under the supreme court. (তার মামলাটি সুপ্রিম কোর্টে প্রক্রিয়াধীন)
❏ The new policy is under review. (নতুন নীতিটি পর্যালোচনাধীন)
❏ The building is under construction. (ভবনটি নির্মাণাধীন)
❏ The matter is under investigation. (বিষয়টি তদন্তাধীন)
❏ The proposal is under consideration. (প্রস্তাবটি বিবেচনাধীন)
▣ শাসনামল বোঝাতে (Indicating rule/reign) ☞ Under a period of governance
📝 Example:- The Indian subcontinent was under British colonial rule for about 200 years. (ভারতীয় উপমহাদেশ প্রায় ২০০ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল)
❏ Our country will be under martial law very soon. (খুব শীঘ্রই আমাদের দেশে সামগ্রীক আইন আসবে)
❏ The city was under siege for months. (শহরটি কয়েক মাস ধরে অবরোধের অধীনে ছিল)
❏ The people lived under a dictatorship. (মানুষেরা একনায়কতন্ত্রের অধীনে বাস করত)
❏ The region is under foreign occupation. (অঞ্চলটি বিদেশী দখলের অধীনে)
▣ আয়ত্বে থাকা বোঝাতে (Indicating "under control") ☞ Controlled by
📝 Example:- This area is under the control of the army. (এই অঞ্চল সেনাবাহিনীর আওতাধীন)
❏ The situation is under control. (পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে)
❏ He has the team under his command. (তার অধীনে দলটি আছে)
❏ The fire is under control. (আগুন নিয়ন্ত্রণে আছে)
❏ The patient is under medication. (রোগী ওষুধ খাচ্ছে)
⛳ For এর ব্যবহার (Usage of For)
▣ জন্য অর্থ প্রকাশ করতে (Expressing "for the sake of" or "on behalf of") ☞ Purpose, benefit
📝 Example:- She lives in Dhaka for her study. (সে তার পড়াশোনার জন্য ঢাকায় থাকে)
❏ I can do anything for my parents. (আমি আমার বাবা-মায়ের জন্য যেকোন কিছু করতে পারি)
❏ This gift is for you. (এই উপহারটি তোমার জন্য)
❏ He works for a living. (সে জীবিকার জন্য কাজ করে)
❏ We are fighting for freedom. (আমরা স্বাধীনতার জন্য লড়ছি)
▣ সময়ের সমষ্টি বা যাবৎ বোঝাতে (Indicating duration of time) ☞ Period of time
📝 Example:- They have been reading books for three hours. (তারা তিন ঘন্টা যাবৎ বই পড়ছে)
❏ I have been teaching for two years. (আমি দু'বছর যাবৎ শিক্ষকতা করছি)
❏ He has lived here for ten years. (সে এখানে দশ বছর ধরে বাস করছে)
❏ She waited for a long time. (সে অনেকক্ষণ অপেক্ষা করেছিল)
❏ The store is open for eight hours a day. (দোকানটি দিনে আট ঘন্টা খোলা থাকে)
▣ মূল্য বা বিনিময় বোঝাতে (Indicating price or exchange) ☞ Price
📝 Example:- He bought a car for 50 lakhs. (সে ৫০ লক্ষ টাকায় একটি গাড়ি কিনেছিল)
❏ I exchanged my old phone for a new one. (আমি আমার পুরনো ফোনটি একটি নতুন ফোনের জন্য বিনিময় করেছি)
❏ He sold his house for a good price. (সে তার বাড়িটি ভালো দামে বিক্রি করেছিল)
❏ I paid $10 for this book. (আমি এই বইটির জন্য ১০ ডলার দিয়েছি)
❏ This is a good deal for the money. (এটি অর্থের জন্য একটি ভালো চুক্তি)
▣ কারণ বোঝাতে (Indicating reason) ☞ Cause
📝 Example:- I can't go out for lockdown. (আমি লকডাউনের কারণে বাইরে যেতে পারি না)
❏ He was punished for his misbehavior. (সে তার খারাপ আচরণের জন্য শাস্তি পেয়েছিল)
❏ She was late for the meeting. (সে মিটিংয়ের জন্য দেরি করেছিল)
❏ We are grateful for your help. (আমরা তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ)
❏ He apologized for his mistake. (সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছিল)
▣ উদ্দেশ্য বোঝাতে (Indicating purpose) ☞ Aim, objective
📝 Example:- You are watching this video for learning. (তুমি শেখার উদ্দেশ্যে এই ভিডিওটি দেখছো)
❏ This tool is for cutting wood. (এই যন্ত্রটি কাঠ কাটার জন্য)
❏ He went to the store for groceries. (সে মুদিখানার জন্য দোকানে গিয়েছিল)
❏ This medicine is for fever. (এই ওষুধটি জ্বরের জন্য)
❏ We are preparing for the exam. (আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি)
▣ কারো পক্ষ নেয়া বোঝাতে (Indicating taking someone's side) ☞ Supporting someone
📝 Example:- She is for me. (সে আমার পক্ষে)
❏ Are you for or against the proposal? (তুমি প্রস্তাবের পক্ষে না বিপক্ষে?)
❏ He spoke for the voiceless. (সে নীরবদের পক্ষে কথা বলেছিল)
❏ We are all for peace. (আমরা সবাই শান্তির পক্ষে)
❏ The lawyer argued for his client. (আইনজীবী তার মক্কেলের পক্ষে যুক্তি দিয়েছিলেন)
▣ সময়ের জন্য বোঝাতে (Indicating "for a period of time") ☞ Duration
📝 Example:- For a day (এক দিনের জন্যে), For a week (এক সপ্তাহের জন্যে), For a month (এক মাসের জন্যে), For a year (এক বছরের জন্যে), For a while (কিছুক্ষণের জন্যে)
❏ He will be away for a few days. (সে কয়েক দিনের জন্য বাইরে থাকবে)
❏ The project will last for six months. (প্রকল্পটি ছয় মাস চলবে)
❏ She studied for hours. (সে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেছিল)
⛳ By এর ব্যবহার (Usage of By)
▣ কোনকিছু দ্বারা বা কারো দ্বারা বোঝাতে (Indicating by means of something or someone) ☞ Method, agent
📝 Example:- I clean my room by my hand. (আমি আমার হাত দ্বারা আমার ঘর পরিষ্কার করি)
❏ I go to office by bus. (আমি বাসে করে অফিসে যাই)
❏ I am writing by pen. (আমি কলম দ্বারা লিখছি)
❏ ব্যতিক্রম: on foot, on a bicycle, on horse back.
❏ The book was written by a famous author. (বইটি একজন বিখ্যাত লেখক দ্বারা লেখা হয়েছিল)
❏ He travels by train. (সে ট্রেনে ভ্রমণ করে)
❏ The problem was solved by teamwork. (সমস্যাটি দলগত কাজের মাধ্যমে সমাধান করা হয়েছিল)
▣ ধারাবাহিকতা বোঝাতে (Indicating continuity/sequence) ☞ Gradually, one after another
📝 Example:- She is finishing the work day by day. (সে দিন দিন কাজ সম্পন্ন করছে)
❏ I am improving day by day. (আমি দিনে দিনে উন্নতি করছি।
❏ Enter the room one by one. (একে একে রুমে ঢুকলো)
❏ The situation is getting better step by step. (পরিস্থিতি ধাপে ধাপে ভালো হচ্ছে)
❏ He learned the language word by word. (সে শব্দটি শব্দ করে শিখেছিল)
❏ They arrived two by two. (তারা দুজন দুজন করে পৌঁছেছিল)
▣ নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে (Indicating before a specific time) ☞ Deadline
📝 Example:- The work will be done by 10 pm. (কাজটি রাত ১০টার আগে সম্পন্ন করা হবে।
❏ They will join by 9 am (তারা সকাল ৯টার আগে যোগদান করবে)
❏ Please submit the report by Friday. (অনুগ্রহ করে শুক্রবারের মধ্যে প্রতিবেদনটি জমা দিন)
❏ He promised to be back by noon. (সে দুপুরের মধ্যে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল)
❏ The payment is due by the end of the month. (মাস শেষ হওয়ার মধ্যে পেমেন্ট বকেয়া)
▣ পাশে বোঝাতে (Indicating "next to") ☞ Beside
📝 Example:- You can sit by me. (তুমি আমার পাশে বসতে পারো)
❏ He stood by the window. (সে জানালার পাশে দাঁড়িয়েছিল)
❏ The house by the lake is beautiful. (হ্রদের পাশের বাড়িটি সুন্দর)
❏ She sat by the fire. (সে আগুনের পাশে বসেছিল)
▣ উপায়ে বা পদ্ধতি বোঝাতে (Indicating method or manner) ☞ Through practice, by working
📝 Example:- You can improve English by practising. (তুমি ইংরেজিকে অনুশীলনের মাধ্যমে উন্নতি করতে পার)
❏ You can earn money by working more. (তুমি অনেক কাজ করে টাকা উপার্জন করতে পারো)
❏ He succeeded by sheer determination. (সে নিছক সংকল্পের মাধ্যমে সফল হয়েছিল)
❏ The problem was solved by trial and error. (সমস্যাটি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমাধান করা হয়েছিল)
❏ She learned to cook by watching videos. (সে ভিডিও দেখে রান্না করতে শিখেছিল)
▣ শপথ বোঝাতে (Indicating oath) ☞ Swearing by someone
📝 Example:- Roza took oath by his teacher. (রোজা তার শিক্ষকের কাছে শপথ নিল)
❏ He swore by God. (সে ঈশ্বরের নামে শপথ করেছিল)
❏ I promise by my honor. (আমি আমার সম্মানের নামে প্রতিশ্রুতি দিচ্ছি)
❏ The witness testified by the book. (সাক্ষী বইয়ের উপর শপথ করে সাক্ষ্য দিয়েছিল)
▣ অবস্থান বোঝাতে (Indicating profession/status) ☞ Profession
📝 Example:- He is a teacher by profession. (সে পেশাগতভাবে একজন শিক্ষক)
❏ She is a doctor by training. (সে প্রশিক্ষণের মাধ্যমে একজন ডাক্তার)
❏ He is known by his honesty. (সে তার সততার জন্য পরিচিত)
❏ The book is classified by genre. (বইটি জেনার দ্বারা শ্রেণীবদ্ধ করা হয়েছে)
▣ পরিমাপ বোঝাতে (Indicating measurement) ☞ Dimensions
📝 Example:- The whiteboard is 4 feet by 3 feet. (হোয়াইট বোর্ডটি ৪ ফুট বাই ৩ ফুট)
❏ My living room is 13m by 15m. (আমার ঘর ১৩মি. বাই ১৫মি.)
❏ The room is 10 feet by 12 feet. (ঘরটি ১০ ফুট বাই ১২ ফুট)
❏ The painting is 2 meters by 3 meters. (ছবিটি ২ মিটার বাই ৩ মিটার)
❏ The box measures 5 inches by 5 inches. (বাক্সটি ৫ ইঞ্চি বাই ৫ ইঞ্চি পরিমাপের)
⛳ With এর ব্যবহার (Usage of With)
▣ কারো সাথে যুক্ত অর্থ প্রকাশ করতে (Expressing association with someone) ☞ Accompanied by
📝 Example:- She gossips with her friend. (সে তার বন্ধুর সাথে গল্প করে)
❏ I will go a tour with my parents. (আমি আমার পিতামাতার সাথে বেড়াতে যাবো)
❏ He lives with his family. (সে তার পরিবারের সাথে থাকে)
❏ I went to the party with him. (আমি তার সাথে পার্টিতে গিয়েছিলাম)
❏ She shared her food with me. (সে আমার সাথে তার খাবার ভাগ করে নিয়েছিল)
▣ খেলার প্রতিপাদ্য বুঝাতে (Indicating playing against/with) ☞ Playing with someone
📝 Example:- I will play football with him. (আমি তার সাথে ফুটবল খেলবো)
❏ He likes to play chess with his grandfather. (সে তার দাদার সাথে দাবা খেলতে পছন্দ করে)
❏ We competed with the best teams. (আমরা সেরা দলগুলির সাথে প্রতিযোগিতা করেছিলাম)
❏ She practices tennis with her coach. (সে তার কোচের সাথে টেনিস অনুশীলন করে)
▣ সত্ত্বেও বুঝাতে/বস্তু দ্বারা বুঝাতে (Indicating "despite" or "by means of an object") ☞ Despite, using an object
📝 Example:- With all my fruits. (আমার সব ফল)
❏ My mother forgave me. (আমার মা আমাকে ক্ষমা করে দিয়েছেন)
❏ I write a letter with pen. (আমি কলম দিয়ে চিঠি লিখি)
❏ I will buy a book with nice pictures from book fair. (আমি বইমেলা থেকে ছবিসহ একটি সুন্দর বই কিনবো)
❏ He opened the door with a key. (সে একটি চাবি দিয়ে দরজা খুলেছিল)
❏ She cut the paper with scissors. (সে কাঁচি দিয়ে কাগজ কেটেছিল)
▣ বস্তুবাচক বা গুণবাচক অবস্থা বোঝাতে (Indicating a state or quality) ☞ Having a quality
📝 Example:- I can speak English with confidence. (আমি আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে পারি)
❏ He spoke with a loud voice. (সে উচ্চস্বরে কথা বলেছিল)
❏ She looked at him with surprise. (সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল)
❏ The room was filled with laughter. (ঘরটি হাসিতে ভরে গিয়েছিল)
❏ He faced the challenge with courage. (সে সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করেছিল)
▣ কাজের উপকরণ বোঝাতে (Indicating tools/instruments for work) ☞ Using a tool
📝 Example:- She works with a laptop. (তিনি ল্যাপটপ দিয়ে কাজ করে)
❏ He writes with pencil. (সে পেন্সিল দিয়ে লিখে)
❏ He painted the wall with a brush. (সে একটি ব্রাশ দিয়ে দেয়ালটি রঙ করেছিল)
❏ She fixed the car with a wrench. (সে একটি রেঞ্চ দিয়ে গাড়িটি ঠিক করেছিল)
❏ The surgeon operated with precision instruments. (সার্জন নির্ভুল যন্ত্র দিয়ে অপারেশন করেছিলেন)
▣ কারো উপর অর্থ প্রকাশ করতে (Indicating anger towards someone) ☞ Angry at someone
📝 Example:- I am angry with Mr. Ariful Islam. (আমি জনাব আরিফুল ইসলামের উপর রাগান্বিত)
❏ She was annoyed with his behavior. (সে তার আচরণে বিরক্ত হয়েছিল)
❏ Don't be upset with me. (আমার উপর রাগ করো না)
❏ He was pleased with the results. (সে ফলাফলে খুশি হয়েছিল)
❏ I am satisfied with your work. (আমি তোমার কাজে সন্তুষ্ট)
▣ কোন বিষয়ে বা ব্যাপারে বোঝাতে (Indicating about a matter) ☞ Caution about something
📝 Example:- Be careful with knife. (ছুরি ব্যবহারে সতর্ক হও)
❏ He is careful with his words. (সে তার কথায় সতর্ক)
❏ She is good with children. (সে শিশুদের সাথে ভালো)
❏ He is familiar with the rules. (সে নিয়মগুলির সাথে পরিচিত)
❏ I am happy with the outcome. (আমি ফলাফলে খুশি)
⛳ About এর ব্যবহার (Usage of About)
▣ সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে (Indicating "about" or "concerning") ☞ Regarding a topic
📝 Example:- Rimi wants to know about the place. (রিমি জায়গা সম্পর্কে জানতে চায়)
❏ I don't know about you. (আমি তোমার সম্পর্কে জানি না)
❏ Do you know about me? (তুমি কি আমার সম্পর্কে জানো?)
❏ We don't know
❏ The book is about history. (বইটি ইতিহাস সম্পর্কে)
❏ Let's talk about your plans. (চলো তোমার পরিকল্পনা নিয়ে কথা বলি)
❏ He is worried about his exam. (সে তার পরীক্ষা নিয়ে চিন্তিত)
▣ প্রায় অর্থ প্রকাশ করতে (Expressing "almost" or "approximately") ☞ Near completion, approximate
📝 Example:- She is about to die. (সে মরে যায় প্রায়)
❏ I am about to reach. (আমি প্রায় পৌঁছে গেছি)
❏ I am about to write the letter. (আমি প্রায় একটি চিঠি লিখি)
❏ It's about five o'clock. (প্রায় পাঁচটা বাজে)
❏ He is about my age. (সে আমার বয়সের কাছাকাছি)
❏ The project is about to be finished. (প্রকল্পটি প্রায় শেষ হতে চলেছে)
▣ চারদিকে অর্থ বোঝাতে (Indicating "around" or "in the vicinity") ☞ Surrounding area
📝 Example:- There are some shops about the locality. (এলাকার চারপাশে কিছু দোকান আছে)
❏ Roni will be somewhere about Mirpur. (রনি মিরপুরের কোথাও থাকবে)
❏ He looked about the room. (সে ঘরের চারপাশে তাকিয়েছিল)
❏ There were people standing about the square. (চত্বরের চারপাশে মানুষ দাঁড়িয়ে ছিল)
❏ The news spread about the town. (খবরটি শহরের চারপাশে ছড়িয়ে পড়েছিল)
▣ এদিক ওদিক বুঝাতে (Indicating "here and there" or "around") ☞ Moving around
📝 Example:- Imran walking about the corridor now. (ইমরান এখন করিডোরে হাঁছেন)
❏ We were running about the road. (আমরা রাস্তার ওপর দিয়ে দৌড়াচ্ছিলাম)
❏ The children were playing about in the garden. (শিশুরা বাগানে এদিক ওদিক খেলছিল)
❏ He wandered about the city. (সে শহরের এদিক ওদিক ঘুরে বেড়িয়েছিল)
❏ Papers were scattered about the floor. (কাগজপত্র মেঝের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল)
▣ পরিমাণ বুঝাতে (Indicating quantity/suggestion) ☞ Suggestion, approximate quantity
📝 Example:- How about having a cup of tea? (কেমন হয় এক কাপ খেলে?)
❏ How about going for a walk? (হাঁটলে কেমন হয়?)
❏ What about your opinion? (তোমার মতামত সম্পর্কে কী?)
❏ There were about twenty people there. (সেখানে প্রায় বিশ জন লোক ছিল)
❏ He earns about $1000 a month. (সে মাসে প্রায় ১০০০ ডলার আয় করে)
▣ উপলক্ষ্যে বা উদ্দেশ্যে বোঝাতে (Indicating "on the occasion of" or "for the purpose of") ☞ Regarding a matter
📝 Example:- Let's talk about that matter. (চলো, ঐ উদ্দেশ্যে কথা বলি)
❏ He is concerned about his health. (সে তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত)
❏ The discussion was about the future. (আলোচনাটি ভবিষ্যৎ সম্পর্কে ছিল)
❏ They argued about politics. (তারা রাজনীতি নিয়ে তর্ক করেছিল)
❏ I read an article about climate change. (আমি জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটি প্রবন্ধ পড়েছি)
▣ সময়ের সম্ভাব্যতা বোঝালে (Indicating probability of time) ☞ Approximate time
📝 Example:- He will come about 7 o'clock. (সে সম্ভবত ৭ টা বাজে আসবে)
❏ It is about 10 o'clock. (এখন সম্ভবত ১০ টা বাজে)
❏ The train is due about noon. (ট্রেনটি প্রায় দুপুরে আসার কথা)
❏ She will arrive about half past six. (সে প্রায় সাড়ে ছয়টায় পৌঁছাবে)
❏ The meeting will end about 3 PM. (মিটিংটি প্রায় বিকাল ৩টায় শেষ হবে)
⛳ Within এর ব্যবহার (Usage of Within)
▣ নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে (Indicating "within a specific time") ☞ Before a deadline
📝 Example:- My friend will come within 11 pm. (আমার বন্ধু রাত ১১টার মধ্যে আসবে)
❏ I will buy a blue car within 2021. (আমি ২০২১ এর মধ্যে একটি নীল রঙের গাড়ি কিনবো)
❏ The report must be submitted within two days. (প্রতিবেদনটি দুই দিনের মধ্যে জমা দিতে হবে)
❏ He completed the task within the deadline. (সে সময়সীমার মধ্যে কাজটি সম্পন্ন করেছিল)
❏ You should receive a reply within a week. (তুমি এক সপ্তাহের মধ্যে একটি উত্তর পাবে)
⛳ Without এর ব্যবহার (Usage of Without)
▣ কোনকিছু ছাড়া বা ব্যতীত বোঝাতে (Indicating "without" or "lacking") ☞ Absence of something/someone
📝 Example:- We will not eat without you. (আমরা তোমাকে ছাড়া খাবো না)
❏ I can't live without you. (আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না)
❏ He left without saying goodbye. (সে বিদায় না বলে চলে গিয়েছিল)
❏ She managed to finish the work without any help. (সে কোনো সাহায্য ছাড়াই কাজটি শেষ করতে পেরেছিল)
❏ It's impossible to succeed without hard work. (কঠোর পরিশ্রম ছাড়া সফল হওয়া অসম্ভব)
⛳ After এর ব্যবহার (Usage of After)
▣ পরে অর্থ প্রকাশ করতে (Expressing "after" in time) ☞ Subsequent to
📝 Example:- They will come after completing work. (কাজ শেষ করার পর তারা আসবে)
❏ I will go there after taking lunch. (দুপুরের খাবার শেষে আমি সেখানে যাব)
❏ I will come after you. (আমি তোমার পরে যাবো)
❏ He arrived after midnight. (সে মধ্যরাতের পর পৌঁছেছিল)
❏ We will meet after the meeting. (আমরা মিটিংয়ের পর দেখা করব)
❏ She went home after work. (সে কাজ শেষে বাড়ি গিয়েছিল)
▣ কারো পিছু নেওয়া ও ধাওয়া করা অর্থ বোঝাতে (Indicating chasing or pursuing someone) ☞ Pursuit
📝 Example:- The Police ran after the thief. (পুলিশ চোরটিকে ধাওয়া করলো)
❏ We ran after Saiful sir for capturing photo. (ছবি তোলার জন্য আমরা সাইফুল স্যারের পিছনে দৌড়েছিলাম)
❏ The dog ran after the ball. (কুকুরটি বলের পিছনে দৌড়েছিল)
❏ He went after his dreams. (সে তার স্বপ্নের পিছনে গিয়েছিল)
❏ The detective went after the suspect. (গোয়েন্দা সন্দেহভাজনের পিছনে গিয়েছিল)
▣ অনুসরণ বোঝাতে (Indicating following a pattern or name) ☞ Named after, following a model
📝 Example:- He is named after his brother. (তার ভাইয়ের নাম অনুসারে তার নামকরণ করা হলো)
❏ I will establish a school after my mother name. (আমার মায়ের নামে আমি একটি স্কুল প্রতিষ্ঠা করবো)
❏ The new fashion trend is modeled after the 1980s. (নতুন ফ্যাশন ট্রেন্ডটি ১৯৮০-এর দশকের অনুকরণে তৈরি)
❏ The painting is done after the style of Van Gogh. (ছবিটি ভ্যান গগের শৈলীতে করা হয়েছে)
❏ The new law is patterned after the old one. (নতুন আইনটি পুরনোটির অনুকরণে তৈরি)
▣ ধারাবাহিকতা বোঝাতে (Indicating sequence) ☞ One after another
📝 Example:- Students entered one after another. (শিক্ষার্থীরা একে একে প্রবেশ করলো)
❏ The events happened one after another. (ঘটনাগুলি একের পর এক ঘটেছিল)
❏ They arrived day after day. (তারা দিনের পর দিন পৌঁছেছিল)
❏ The waves crashed one after another. (ঢেউ একের পর এক আছড়ে পড়ছিল)
❏ He read chapter after chapter. (সে অধ্যায়ের পর অধ্যায় পড়েছিল)
⛳ Before এর ব্যবহার (Usage of Before)
▣ আগে অর্থ প্রকাশ করতে (Expressing "before" in time) ☞ Prior to
📝 Example:- They will come before completing the work. (কাজ সম্পন্ন করার আগে তারা আসবে)
❏ He will go there before the lunch. (সে দুপুরের খাবারের পূর্বে সেখানে যাবে)
❏ Please arrive before 9 AM. (অনুগ্রহ করে সকাল ৯টার আগে পৌঁছান)
❏ She finished her homework before dinner. (সে রাতের খাবারের আগে তার হোমওয়ার্ক শেষ করেছিল)
❏ The sun rises before the birds sing. (পাখিরা গান গাওয়ার আগে সূর্য ওঠে)
▣ কারো সামনে/তালিকা সামনে বোঝাতে (Indicating "in front of" or "prior in a list") ☞ In front of, earlier in a list
📝 Example:- She is standing before all. (সে সবার সামনে দাঁড়িয়ে আছে)
❏ This is Ariful Islam before you. (আমি আরিফুল ইসলাম আপনাদের সামনে উপস্থিত)
❏ His name is before hers on the list. (তালিকায় তার আগে তার নাম)
❏ He knelt before the king. (সে রাজার সামনে নতজানু হয়েছিল)
❏ The case was brought before the judge. (মামলাটি বিচারকের সামনে আনা হয়েছিল)
❏ My name comes before yours in the alphabet. (বর্ণমালায় আমার নাম তোমার নামের আগে আসে)
▣ অধিকতর গুরুত্ব বোঝাতে (Indicating greater importance) ☞ Prioritizing
📝 Example:- I always emphasize practice before brain. (আমি সব সময় ব্রেইনকে অনুশীলনের চেয়ে বেশি গুরুত্ব দেই)
❏ Health comes before wealth. (স্বাস্থ্য সম্পদের আগে আসে)
❏ Safety should always come before speed. (নিরাপত্তা সবসময় গতির আগে আসা উচিত)
❏ He puts family before career. (সে ক্যারিয়ারের আগে পরিবারকে রাখে)
❏ Education is important before anything else. (অন্য কিছুর আগে শিক্ষা গুরুত্বপূর্ণ)
⛳ Behind এর ব্যবহার (Usage of Behind)
▣ পিছনে অর্থ প্রকাশ করতে (Expressing "behind" in position) ☞ At the back of
📝 Example:- He is behind me. (সে আমার পিছনে)
❏ The school is situated behind the field. (মাঠের পিছনে স্কুলটি অবস্থিত)
❏ Mr.Ariful Islam is behind the camera. (জনাব আরিফুল ক্যামেরার পিছনে)
❏ The car parked behind the building. (গাড়িটি ভবনের পিছনে পার্ক করা হয়েছিল)
❏ She hid behind the curtain. (সে পর্দার পিছনে লুকিয়েছিল)
❏ The sun disappeared behind the clouds. (সূর্য মেঘের পিছনে অদৃশ্য হয়ে গিয়েছিল)
▣ সমর্থন বা সাহস যোগাতে (Indicating support or encouragement) ☞ Supporting someone
📝 Example:- My parents are behind me to take care. (আমার পিতা-মাতা আমার পিছনে আছে আমার যত্ন নিতে)
❏ Don't worry, we are behind you. (চিন্তা করো না, আমরা তোমার পেছনে আছি)
❏ The whole team is behind the coach. (পুরো দল কোচের পিছনে আছে)
❏ He has the full support of the community behind him. (তার পিছনে সম্প্রদায়ের পূর্ণ সমর্থন আছে)
❏ We stand behind our principles. (আমরা আমাদের নীতির পিছনে দাঁড়িয়ে আছি)
▣ বিলম্ব অর্থ বোঝাতে (Indicating delay) ☞ Later than expected
📝 Example:- He came behind me. (সে আমার পরে আসলো)
❏ The project is behind schedule. (প্রকল্পটি সময়সূচীর পিছনে আছে)
❏ He is always behind in his studies. (সে সবসময় তার পড়াশোনায় পিছিয়ে থাকে)
❏ The train was running behind time. (ট্রেনটি সময় থেকে পিছিয়ে চলছিল)
❏ She is behind on her payments. (সে তার পেমেন্টে পিছিয়ে আছে)
⛳ Below এর ব্যবহার (Usage of Below)
▣ কোন পরিমাণ বা সংখ্যার কম বোঝাতে (Indicating "less than" a quantity or number) ☞ Lower than a score/mark
📝 Example:- Rana got below 90% marks in English. (রানা ইংরেজিতে ৯০% এর কম নম্বর পেয়েছিল)
❏ His result is below the pass marks. (তার ফলাফল পাশ নম্বরের নিচে)
❏ The temperature is below zero. (তাপমাত্রা শূন্যের নিচে)
❏ He scored below average. (সে গড়ের নিচে স্কোর করেছিল)
❏ The number of attendees was below expectations. (উপস্থিতির সংখ্যা প্রত্যাশার নিচে ছিল)
▣ কোন পর্যায়ের নিচে বোঝাতে (Indicating "below a certain level/class") ☞ Lower social class
📝 Example:- She lives below the middle class. (সে মধ্যবিত্তের নিচে বসবাস করে)
❏ The quality of the product is below standard. (পণ্যটির গুণগত মান মানদণ্ডের নিচে)
❏ He works below his potential. (সে তার সম্ভাবনার নিচে কাজ করে)
❏ The water level is below the danger mark. (জলের স্তর বিপদসীমার নিচে)
❏ His performance was below par. (তার পারফরম্যান্স স্বাভাবিকের নিচে ছিল)
▣ নিচে অর্থ প্রকাশ করতে (Expressing "below" in position) ☞ Underneath
📝 Example:- Sign below the line. (লাইনের নিচে স্বাক্ষর করো)
❏ We live below the sky. (আমরা আকাশের নিচে বসবাস করি)
❏ The basement is below ground level. (বেসমেন্টটি মাটির স্তরের নিচে)
❏ The fish swim below the surface. (মাছগুলি পৃষ্ঠের নিচে সাঁতার কাটে)
❏ The instructions are given below. (নির্দেশাবলী নিচে দেওয়া আছে)
⛳ Over এর ব্যবহার (Usage of Over)
▣ উপরে চলমান অবস্থা বোঝাতে (Indicating movement above) ☞ Flying above
📝 Example:- The plane is flying over our head. (বিমানটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে)
❏ A bird is flying over my head. (একটি পাখি আমার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে)
❏ The clouds are moving over the mountains. (মেঘগুলি পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে)
❏ The drone hovered over the building. (ড্রোনটি ভবনের উপর দিয়ে উড়েছিল)
❏ He jumped over the hurdle. (সে বাধা পেরিয়ে লাফিয়েছিল)
▣ অতিরিক্ত কিছু বোঝাতে (Indicating "excessive" or "more than") ☞ Exaggerated, too much
📝 Example:- I am over the moon. (অতি আনন্দ প্রকাশ করতে I am over the moon ব্যবহৃত হয়ে থাকে)
❏ Don't be over smart, overacting is not good. (অতিরিক্ত স্মার্ট হয়ো না, অতিরিক্ত অভিনয় ভালো না)
❏ He is over confident. (সে অতিরিক্ত আত্মবিশ্বাসী)
❏ Don't over think the situation. (পরিস্থিতি নিয়ে অতিরিক্ত চিন্তা করো না)
❏ She is over the age of 30. (তার বয়স ৩০ এর বেশি)
▣ কোন মাধ্যমে বোঝাতে (Indicating "through a medium") ☞ Via a communication channel
📝 Example:- We talked each other all over the mobile phone. (আমরা একে অন্যের সাথে মোবাইলের মাধ্যমে কথা বলেছিলাম)
❏ The news spread all over the internet. (খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল)
❏ He heard the announcement over the radio. (সে রেডিওতে ঘোষণাটি শুনেছিল)
❏ They communicated over video call. (তারা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেছিল)
❏ The message was sent over the network. (বার্তাটি নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়েছিল)
▣ সমগ্র বা সারা বোঝাতে (Indicating "all over" or "throughout") ☞ Entire area
📝 Example:- I want to travel over the world. (আমি সমগ্র পৃথিবী ভ্রমণ করতে চাই)
❏ The disease spread all over the country. (রোগটি সারা দেশে ছড়িয়ে পড়েছিল)
❏ He has friends all over the globe. (তার সারা বিশ্বে বন্ধু আছে)
❏ There was dust all over the furniture. (আসবাবপত্রের সর্বত্র ধুলো ছিল)
❏ The paint spilled all over the floor. (রঙ মেঝের সর্বত্র ছড়িয়ে পড়েছিল)
▣ বিপরীত পাশে বোঝাতে (Indicating "opposite side") ☞ Across from
📝 Example:- English Therapy is over the Mirpur Stadium. (ইংলিশ থেরাপি মিরপুর স্টেডিয়ামের বিপরীতে)
❏ The shop is over the road. (দোকানটি রাস্তার ওপারে)
❏ He lives over the bridge. (সে সেতুর ওপারে থাকে)
❏ The school is over the hill. (স্কুলটি পাহাড়ের ওপারে)
❏ The restaurant is over the street. (রেস্তোরাঁটি রাস্তার ওপারে)
▣ সময়ের অধিক বোঝাতে (Indicating "more than" a period of time) ☞ Exceeding a duration
📝 Example:- I was very busy over a month. (আমি এক মাসের বেশি খুব ব্যস্ত ছিলাম)
❏ He stayed there over the weekend. (সে সপ্তাহান্তে সেখানে ছিল)
❏ The meeting lasted over two hours. (মিটিংটি দুই ঘন্টার বেশি স্থায়ী হয়েছিল)
❏ She worked overtime. (সে অতিরিক্ত সময় কাজ করেছিল)
❏ The project took over a year to complete. (প্রকল্পটি শেষ করতে এক বছরের বেশি সময় লেগেছিল)
▣ পুরোপুরি ঢাকা বোঝাতে (Indicating "completely covered") ☞ Covering entirely
📝 Example:- I put the blanket over my brother. (আমি আমার ভাইয়ের ওপর কম্বল রাখলাম)
❏ She spread a cloth over the table. (সে টেবিলের উপর একটি কাপড় বিছিয়েছিল)
❏ The snow covered over the ground. (বরফ মাটি ঢেকে দিয়েছিল)
❏ He pulled the sheet over his head. (সে তার মাথার উপর চাদর টেনেছিল)
❏ The fog spread over the city. (কুয়াশা শহর ঢেকে দিয়েছিল)
⛳ Above এর ব্যবহার (Usage of Above)
▣ সীমানার ভেতরে কিন্তু উপরে বোঝাতে (Indicating "within boundaries but higher") ☞ Higher than, but not directly over
📝 Example:- The lights are above our head. (লাইটগুলো আমাদের মাথার উপরে)
❏ The fan is above our head. (পাখাটি আমাদের মাথার উপরে)
❏ The sun is above the clouds. (সূর্য মেঘের উপরে)
❏ The birds flew above the trees. (পাখিরা গাছের উপরে উড়েছিল)
❏ His apartment is above the shop. (তার অ্যাপার্টমেন্ট দোকানটির উপরে)
▣ নির্দিষ্ট মানের উপরে বোঝাতে (Indicating "above a certain standard") ☞ Exceeding a score/level
📝 Example:- You should get above 7 in IELTS. (তোমার আইইএলটিএসে ৭ এর বেশি পাওয়া উচিত)
❏ We will not accept a boy above the age of 20. (আমরা ২০ বছরের উপরে বেশি বয়সী ছেলে গ্রহণ করবো না)
❏ His performance was above average. (তার পারফরম্যান্স গড়ের উপরে ছিল)
❏ The temperature is above normal. (তাপমাত্রা স্বাভাবিকের উপরে)
❏ He scored above 90% in the exam. (সে পরীক্ষায় ৯০% এর উপরে স্কোর করেছিল)
▣ ধরাছোয়ার উর্ধ্বে বোঝাতে (Indicating "beyond reach" or "above error") ☞ Infallible, out of reach
📝 Example:- None is above error. (কেউই ভুলের উর্ধ্বে নয়)
❏ The decision is above my pay grade. (সিদ্ধান্তটি আমার বেতন স্কেলের উপরে)
❏ His integrity is above suspicion. (তার সততা সন্দেহের ঊর্ধ্বে)
❏ The matter is above my understanding. (বিষয়টি আমার বোঝার বাইরে)
❏ Her beauty is above description. (তার সৌন্দর্য বর্ণনার ঊর্ধ্বে)
▣ তুলনামূলক উপরে বোঝাতে (Indicating "comparatively higher") ☞ Higher in rank/status
📝 Example:- A police officer is above a clark. (একজন পুলিশ অফিসার একজন ক্লার্কের উপরে)
❏ The general is above the captain. (জেনারেল ক্যাপ্টেনের উপরে)
❏ His position is above mine. (তার পদ আমার পদের উপরে)
❏ The CEO is above the managers. (সিইও ম্যানেজারদের উপরে)
❏ He is above average intelligence. (সে গড় বুদ্ধিমত্তার উপরে)
⛳ Through এর ব্যবহার (Usage of Through)
▣ কোনকিছুর ভিতর দিয়ে বোঝাতে (Indicating "through" an opening or medium) ☞ Passing through
📝 Example:- I will go to you through the forest. (আমি বনের মধ্য দিয়ে তোমার কাছে যাব)
❏ The light passed through the window. (আলো জানালার মধ্য দিয়ে গিয়েছিল)
❏ We drove through the tunnel. (আমরা টানেলের মধ্য দিয়ে গাড়ি চালিয়েছিলাম)
❏ He walked through the crowd. (সে ভিড়ের মধ্য দিয়ে হেঁটেছিল)
❏ The message was sent through email. (বার্তাটি ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল)
⛳ Into এর ব্যবহার (Usage of Into)
▣ বাইরে হতে ভেতরে বোঝাতে (Indicating movement from outside to inside) ☞ Entering
📝 Example:- He went into the shop. (সে দোকানে প্রবেশ করল)
❏ She poured water into the glass. (সে গ্লাসে জল ঢেলেছিল)
❏ The bird flew into the cage. (পাখিটি খাঁচার ভিতরে উড়ে গিয়েছিল)
❏ He jumped into the pool. (সে পুলে ঝাঁপিয়েছিল)
❏ The car crashed into a tree. (গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়েছিল)
▣ তদন্ত অর্থ প্রকাশ করতে (Expressing "investigating") ☞ Investigating a case
📝 Example:- The police are looking into the case. (পুলিশ মামলাটি তদন্ত করছে)
❏ We need to look into the matter further. (আমাদের বিষয়টি আরও খতিয়ে দেখতে হবে)
❏ The committee will inquire into the allegations. (কমিটি অভিযোগগুলি তদন্ত করবে)
❏ He delved deep into the research. (সে গবেষণায় গভীরভাবে প্রবেশ করেছিল)
❏ The detective is looking into the mystery. (গোয়েন্দা রহস্যটি তদন্ত করছে)
▣ সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে (Indicating division into groups) ☞ Dividing into parts
📝 Example:- Students were divided into two teams. (শিক্ষার্থীরা দুই দলে ভাগ হয়েছিলো)
❏ The cake was cut into slices. (কেকটি টুকরা টুকরা করে কাটা হয়েছিল)
❏ The book is divided into three parts. (বইটি তিনটি অংশে বিভক্ত)
❏ The group was split into smaller units. (দলটি ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়েছিল)
❏ The problem can be broken into smaller steps. (সমস্যাটি ছোট ছোট ধাপে ভাগ করা যেতে পারে)
▣ এক অবস্থা থেকে অন্য অবস্থা পরিবর্তন বোঝাতে (Indicating transformation from one state to another) ☞ Translating, changing form
📝 Example:- Would you mind translating this sentence into English for us? (আপনি কি এই বাক্যটি ইংরেজিতে অনুবাদ করতে পছন্দ করবেন?)
❏ The caterpillar turned into a butterfly. (শুঁয়োপোকা প্রজাপতিতে পরিণত হয়েছিল)
❏ Water turns into ice when frozen. (জল জমে বরফে পরিণত হয়)
❏ He changed his mind into a positive one. (সে তার মনকে ইতিবাচক দিকে পরিবর্তন করেছিল)
❏ The discussion turned into an argument. (আলোচনাটি তর্কে পরিণত হয়েছিল)
⛳ Between এর ব্যবহার (Usage of Between)
▣ দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে বোঝাতে (Indicating "between" two people or things) ☞ In the middle of two
📝 Example:- Divide the books between two students. (দুইজন শিক্ষার্থীর মাঝে বইগুলো ভাগ করে দাও)
❏ The house is between the park and the school. (বাড়িটি পার্ক এবং স্কুলের মাঝখানে)
❏ He sat between his parents. (সে তার বাবা-মায়ের মাঝখানে বসেছিল)
❏ The secret is between you and me. (গোপন কথাটি তোমার আর আমার মধ্যে)
❏ There is a clear distinction between right and wrong. (সঠিক এবং ভুলের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য আছে)
▣ দুই সময়ের মধ্যে বোঝাতে (Indicating "between" two times) ☞ Within a time range
📝 Example:- I have my breakfast between 9 o'clock and 10 o'clock. (আমি ৯টা থেকে ১০টার মধ্যে নাস্তা করি)
❏ The shop is open between 9 AM and 6 PM. (দোকানটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে)
❏ We will meet between 2 and 3 PM. (আমরা দুপুর ২টা থেকে ৩টার মধ্যে দেখা করব)
❏ The event will take place between June and August. (অনুষ্ঠানটি জুন থেকে আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে)
❏ He works between shifts. (সে শিফটের মাঝখানে কাজ করে)
⛳ Among এর ব্যবহার (Usage of Among)
▣ দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে (Indicating "among" more than two people or things) ☞ In a group of more than two
📝 Example:- Distribute the books among five students. (বইগুলো পাঁচজন শিক্ষার্থীর মাঝে বণ্টন করে দাও)
❏ He is among our family members now. (তিনি এখন আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আছেন)
❏ The prize was divided among the winners. (পুরস্কারটি বিজয়ীদের মধ্যে ভাগ করা হয়েছিল)
❏ She is popular among her friends. (সে তার বন্ধুদের মধ্যে জনপ্রিয়)
❏ The secret was kept among the three of them. (গোপন কথাটি তাদের তিনজনের মধ্যে রাখা হয়েছিল)
▣ শ্রেণীভুক্ত বোঝাতে (Indicating belonging to a group) ☞ Part of a category
📝 Example:- He is among the best students in the class. (সে ক্লাসের সেরা ছাত্রদের মধ্যে একজন)
❏ This is a common belief among the villagers. (এটি গ্রামবাসীদের মধ্যে একটি সাধারণ বিশ্বাস)
❏ The species is found among the mountains. (প্রজাতিটি পাহাড়ের মধ্যে পাওয়া যায়)
❏ He is counted among the greatest leaders. (সে সেরা নেতাদের মধ্যে গণ্য হয়)
❏ The problem is widespread among teenagers. (সমস্যাটি কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক)
⛳ Against এর ব্যবহার (Usage of Against)
▣ বিরুদ্ধে বোঝাতে (Indicating "against" or "in opposition to") ☞ Opposition, competition
📝 Example:- Let's fight against corruption together. (চলো দুর্নীতির বিরুদ্ধে একত্রে লড়াই করি)
❏ We will play against Bangladeh team. (আমরা বাংলাদেশ দলের বিরুদ্ধে খেলবো)
❏ He voted against the proposal. (সে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল)
❏ It's illegal to discriminate against anyone. (কারো বিরুদ্ধে বৈষম্য করা অবৈধ)
❏ The current is flowing against the boat. (স্রোত নৌকার বিরুদ্ধে প্রবাহিত হচ্ছে)
▣ অনুকূল বোঝাতে (Indicating "unfavorable" or "contrary to") ☞ Disadvantageous, contrary
📝 Example:- Her age is against Tarin. (তার বয়স তারিনের বিপরীতে)
❏ This evidence paper way against her. (এই প্রমাণ তার বিরুদ্ধে)
❏ The odds are against us. (ভাগ্য আমাদের বিরুদ্ধে)
❏ The wind was against them. (বাতাস তাদের বিরুদ্ধে ছিল)
❏ His actions went against his principles. (তার কাজ তার নীতির বিরুদ্ধে গিয়েছিল)
▣ লাগিয়ে দেওয়া বোঝাতে (Indicating "leaning against" or "placed against") ☞ Resting on, in contact with
📝 Example:- Put the chair against the wall. (চেয়ারটি দেয়ালের পাশে লাগিয়ে রাখুন)
❏ He leaned the ladder against the tree. (সে মইটি গাছের সাথে হেলান দিয়েছিল)
❏ The rain beat against the window. (বৃষ্টি জানালার উপর আছড়ে পড়ছিল)
❏ She pressed her hand against the glass. (সে কাঁচের উপর তার হাত চাপিয়েছিল)
❏ The boat was moored against the dock. (নৌকাটি ডকের সাথে বাঁধা ছিল)
⛳ Towards এর ব্যবহার (Usage of Towards)
▣ দিকে/ সামনের দিকে বোঝাতে (Indicating "towards" a direction or person) ☞ In the direction of
📝 Example:- He is going towards his office. (সে তার অফিসের দিকে যাচ্ছে)
❏ She walked towards the light. (সে আলোর দিকে হেঁটেছিল)
❏ The car moved towards the city center. (গাড়িটি শহরের কেন্দ্রের দিকে চলেছিল)
❏ His attitude towards work is positive. (কাজের প্রতি তার মনোভাব ইতিবাচক)
❏ They are working towards a common goal. (তারা একটি সাধারণ লক্ষ্যের দিকে কাজ করছে)
⛳ Beyond এর ব্যবহার (Usage of Beyond)
▣ সাধ্যের বাইরে বোঝাতে (Indicating "beyond" one's capability or limit) ☞ Exceeding a limit
📝 Example:- The price of BMW is beyond my budget. (বিএমডব্লিউ-এর মূল্য আমার বাজেটের বাইরে)
❏ The task is beyond my ability. (কাজটি আমার ক্ষমতার বাইরে)
❏ His understanding is beyond my comprehension. (তার বোঝাপড়া আমার বোঝার বাইরে)
❏ The problem is beyond repair. (সমস্যাটি মেরামতের বাইরে)
❏ Her beauty is beyond words. (তার সৌন্দর্য বর্ণনার বাইরে)
▣ কিছুর চেয়ে বেশি বোঝাতে (Indicating "more than" something) ☞ Exceeding an amount
📝 Example:- We should not spend money beyond what we earn. (আমরা যা উপার্জন করি তার চেয়ে বেশি খরচ করা উচিত না)
❏ The population grew beyond expectations. (জনসংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে)
❏ He stayed beyond his welcome. (সে তার স্বাগত জানানোর সময়সীমা পেরিয়ে গিয়েছিল)
❏ The noise was heard beyond the walls. (শব্দটি দেয়ালের বাইরে শোনা গিয়েছিল)
❏ The truth lies beyond what we see. (সত্য আমরা যা দেখি তার বাইরে)
⛳ Across এর ব্যবহার (Usage of Across)
▣ একপ্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে (Indicating "across" from one side to another) ☞ From one side to the other
📝 Example:- Go across the river. (নদী/রাস্তা পার হও)
❏ He walked across the street. (সে রাস্তা পেরিয়ে হেঁটেছিল)
❏ She drew a line across the page. (সে পৃষ্ঠার উপর দিয়ে একটি রেখা টেনেছিল)
❏ The bridge stretches across the valley. (সেতুটি উপত্যকা জুড়ে বিস্তৃত)
❏ He swam across the lake. (সে হ্রদ পেরিয়ে সাঁতার কেটেছিল)
▣ অপর পাশে বোঝাতে (Indicating "on the other side") ☞ Opposite side
📝 Example:- The college is across the river. (কলেজটি নদীর অপর পাশে)
❏ One of my best friends lives across this house. (আমার একজন ভালো বন্ধু বাড়ির অপর পাশে বাস করে)
❏ The shop is across the road. (দোকানটি রাস্তার ওপারে)
❏ He lives across the street from me. (সে আমার রাস্তার ওপারে থাকে)
❏ The park is across the bridge. (পার্কটি সেতুর ওপারে)
▣ অঙ্গের উপর বোঝাতে (Indicating "across" a body part) ☞ Over a surface
📝 Example:- He kicked him across the face. (সে তার চেহারার ওপর লাথি মেরেছিল)
❏ She put her arm across his shoulder. (সে তার হাত তার কাঁধের উপর রেখেছিল)
❏ He had a scar across his cheek. (তার গালে একটি দাগ ছিল)
❏ The bandage was placed across the wound. (ব্যান্ডেজটি ক্ষতের উপর রাখা হয়েছিল)
❏ He folded his arms across his chest. (সে তার বুক জুড়ে হাত ভাঁজ করেছিল)
⛳ Along এর ব্যবহার (Usage of Along)
▣ বরাবর বোঝাতে (Indicating "along" a line or path) ☞ Following a path
📝 Example:- Walk along this way. (এই রাস্তা বরাবর হাঁটো)
❏ We were walking along the road. (আমরা রাস্তা বরাবর হাঁটছিলাম)
❏ The trees are planted along the river bank. (গাছগুলি নদীর পাড় বরাবর লাগানো আছে)
❏ He drove along the coast. (সে উপকূল বরাবর গাড়ি চালিয়েছিল)
❏ The parade marched along the main street. (মিছিলটি প্রধান রাস্তা বরাবর হেঁটেছিল)
⛳ Out এর ব্যবহার (Usage of Out)
▣ ভিতর থেকে বাইরে বোঝাতে (Indicating "out of" from inside to outside) ☞ Exiting
📝 Example:- Let's go out from the office. (চলো অফিস থেকে বাইরে যাই)
❏ He stepped out of the car. (সে গাড়ি থেকে বেরিয়ে এসেছিল)
❏ The cat jumped out of the box. (বিড়ালটি বাক্স থেকে লাফিয়েছিল)
❏ She took the book out of her bag. (সে তার ব্যাগ থেকে বইটি বের করেছিল)
❏ The secret got out. (গোপন কথাটি ফাঁস হয়ে গিয়েছিল)
⛳ During এর ব্যবহার (Usage of During)
▣ চলমান সময় বোঝাতে (Indicating "during" a period of time) ☞ Throughout a period
📝 Example:- During the class time, I don't go outside. (ক্লাসের সময়ে আমি বাইরে যাই না)
❏ He slept during the movie. (সে সিনেমার সময় ঘুমিয়েছিল)
❏ She worked hard during the day. (সে দিনের বেলা কঠোর পরিশ্রম করেছিল)
❏ The power went out during the storm. (ঝড়ের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল)
❏ We visited many places during our vacation. (আমরা আমাদের ছুটির সময় অনেক জায়গা পরিদর্শন করেছি)
⛳ Up এর ব্যবহার (Usage of Up)
▣ নিচ থেকে উপরে বোঝাতে (Indicating "up" from a lower to a higher position) ☞ Ascending
📝 Example:- They climbed up the hill. (তারা পাহাড়ের উপরে উঠলো)
❏ He looked up at the sky. (সে আকাশের দিকে তাকিয়েছিল)
❏ The prices went up. (দাম বেড়ে গিয়েছিল)
❏ She picked up the fallen leaves. (সে পড়ে থাকা পাতাগুলি তুলেছিল)
❏ The balloon floated up into the air. (বেলুনটি বাতাসে উপরে ভেসে গিয়েছিল)
⛳ Down এর ব্যবহার (Usage of Down)
▣ উপর থেকে নিচে বোঝাতে (Indicating "down" from a higher to a lower position) ☞ Descending
📝 Example:- She fell down from the building. (সে ভবন থেকে নিচে পড়লো)
❏ Go down the stairs. (সিঁড়ির দিকে সোজা নামুন)
❏ The sun went down. (সূর্য অস্ত গিয়েছিল)
❏ He sat down on the chair. (সে চেয়ারে বসেছিল)
❏ The prices came down. (দাম কমে গিয়েছিল)
⛳ Beside এর ব্যবহার (Usage of Beside)
▣ পাশে বোঝাতে (Indicating "next to" or "at the side of") ☞ Adjacent to
📝 Example:- She sat beside Mrs. Rumana. (সে মিসেস রুমানার পাশে বসল)
❏ The lamp is beside the bed. (ল্যাম্পটি বিছানার পাশে)
❏ He stood beside his car. (সে তার গাড়ির পাশে দাঁড়িয়েছিল)
❏ The book is beside the pen. (বইটি কলমের পাশে)
❏ The dog lay beside its owner. (কুকুরটি তার মালিকের পাশে শুয়েছিল)
▣ তুলনীয় অর্থে বুঝাতে (Indicating "compared to" or "in comparison with") ☞ In comparison
📝 Example:- My plane looks childish beside hers. (আমার প্লেন তার কাছে শিশুর মত দেখায়)
❏ We feel small beside Urmi's work. (উর্মির কাজের কাছে নিজেকে ছোট মনে করি)
❏ His problems seem trivial beside hers. (তার সমস্যাগুলি তার সমস্যার পাশে তুচ্ছ মনে হয়)
❏ This car is slow beside that one. (এই গাড়িটি সেটির পাশে ধীর)
❏ My efforts are nothing beside yours. (আমার প্রচেষ্টা তোমার প্রচেষ্টার পাশে কিছুই নয়)
⛳ Besides এর ব্যবহার (Usage of Besides)
▣ এছাড়াও/ তাছাড়াও বোঝাতে (Indicating "in addition to" or "apart from") ☞ Additionally
📝 Example:- She reads Bengali besides English. (সে ইংরেজী ছাড়াও বাংলা পড়ে)
❏ I have another business besides my job. (চাকুরী ছাড়াও আমার আরেকটি ব্যবসা আছে)
❏ Besides him, no one else came. (সে ছাড়া আর কেউ আসেনি)
❏ What other languages do you speak besides English? (ইংরেজি ছাড়া আর কোন ভাষা তুমি বলো?)
❏ Besides being a doctor, he is also a writer. (ডাক্তার হওয়ার পাশাপাশি সে একজন লেখকও)
⛳ Except ছাড়া (Except)
▣ বোঝাতে (Indicating "excluding" or "but for") ☞ Exclusion
📝 Example:- Go there except Monday. (সেখানে যাও সোমবার বাদে)
❏ We eat except our father. (আমাদের বাবাকে ছাড়া আমরা খাই)
❏ Everyone was present except John. (জন ছাড়া সবাই উপস্থিত ছিল)
❏ All the shops are open except on Sundays. (রবিবার ছাড়া সব দোকান খোলা থাকে)
❏ I like all fruits except bananas. (আমি কলা ছাড়া সব ফল পছন্দ করি)