The Number Change singular to plural
Number এর অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা। BCS সহ প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় Number থেকে প্রায়ই question set করা হয়ে থাকে। Number এর ক্ষেত্রে দেখা যায় যে, Singular ও Plural number এর ব্যতিক্রম form গুলোই বেশি এসে থাকে ।
What is Number ?
সংজ্ঞা : যা দ্বারা কোন বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে Number বলে।
Number দুই প্রকার যথা :
Singular Number: যে Noun দ্বারা কেবল একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Singular Number বলে। যেমন- Man, Book, Table ইত্যাদি ।
Plural Number : যে Noun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তকে Plural Number বলে । যেমন- Girls, Books, Tables, Men ইত্যাদি।
Number এর সঠিক ব্যবহার
Rule-1: এমন কতগুলো Noun আছে যাদের মধ্যকার Vowel পরিবর্তন করে Plural করা হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Foot (পায়ের পাতা) | Feet |
Goose (রাজহংসী) | Geese |
Louse (উকুন) | Lice |
Man (মানুষ) | Men |
Mouse (ইঁদুর) | Mice |
Tooth (দাঁত) | Teeth |
Woman (মহিলা) | Women |
Rule-2 : কোন Noun এর শেষে যদি f বা fe থাকে তাহলে Plural করার সময় f/fe এর স্থলে ves হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Half (অর্ধেক) | Halves |
Knife (ছুরি) | Knives |
Leaf (পাতা) | Leaves |
Loaf (খণ্ডরুটি) | Loves |
Self (নিজ) | Selves |
Thief (চোর) | Thieves |
Wife (স্ত্রী) | Wives |
Rule 3 : কিন্তু Noun এর শেষে ief, off, oof, erf, rife, iff, arf, urf, ulf, afe ইত্যাদি থাকে এদের পরে শুধু 's' যুক্ত হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Cliff (পর্বত চূড়া) | Cliffs |
Dwarf (বেটে) | Dwarfs |
Gulf (উপসাগর) | Gulfs |
Hoof (প্রাণীর খুর) | Hoofs |
Roof (ছাদ) | Roofs |
Safe (সিন্ধুক) | Safes |
Scarf (ওড়না) | Scarfs |
Scoff (উপহাস) | Scoffs |
Reef (পর্বত শ্রেণি) | Reefs |
Chief (প্রধান) | Chiefs |
Rule - 4 : কতগুলো Noun দেখতে Singular মনে হলেও এরা মূলত Plural এবং যদি Sentence এর Subject হিসেবে বসে তাহলে Verb plural হয়। এগুলে হলো people, mankind, aristocracy, gentry (ভদ্রসম্প্রদায়), nobility, peasantry (কৃষক সম্প্রদায়), kattle, poultry, majority, tenantry (প্রজাকুল), public, clerge (যাজক সম্প্রদায়), vermin (ইদুর সম্প্রদায়), Government, police ইত্যাদি।
মনে রাখার কৌশল : সাইফুল ময়ুরীকে নিয়ে পালিয়ে Peasantry এর Cattle এর ঘরে প্রবেশ করল। সেখানে Vermin এর যন্ত্রণায় ময়ূরী চিৎকার করতে শুরু করল। তখন আশে পাশ থেকে Children রা চলে আসল। Children দের দেখে সেখানে People, Aristocracy, Nobility, Folk সবাই জমায়েত হল। তারপর সাইফুল ও ময়ূরী হাতে নাতে ধরা পড়ল। তারপর তাদের বিয়ের জন্যে Clergy কে নিয়ে আসা হল কিন্তু সাইফুল এর পকেটের Circumstances ভাল নয় শুধু Poultry ও Vegetables বিক্রির কিছু টাকা ছিল। অবশেষে তাই দিয়ে বিয়ে হলো দুইজনের ।
Rule - 5 : কতগুলো Noun দেখতে Plural মনে হলেও এরা মূলত Singular এবং Singular অর্থে ব্যবহৃত হয় । এদের পর Verb singular হয় । এগুলো হলো - Economics, physics, mathematics, politics, news, innings (feft), optics, ethics, wages, athletics, electronics, statistics, gallows ইত্যাদি।
1. Which of the following words is singular?
(ক) Bushes (খ) Roofs (গ) Boxes (ঘ) Physics Hide Answer
উত্তরঃ (ঘ) Physics
2. Economics----my favourite subject.
(ক) is (খ) are (গ) was (ঘ) were Hide Answer
উত্তরঃ (ক) is
Rule - 6 : কতগুলো Noun এর Singular এবং Plural একই হয়। এগুলো হলো- Deer, sheep, canon (কামান), pair (জোড়া), gross (বারো ডজন), pice (পাইস), apparatus (যন্ত্রপাতি), species (জাতি), swine (শুকুরানী), salmon (এক প্রকার মাছ), stone (পাথর), troop (সৈন্যদল) ইত্যাদি ।
1. 'Canon' শব্দটির বহুবচন----
(ক) canones (খ) canons (গ) canon (ঘ) cannons Hide Answer
উত্তরঃ (গ) canon
2. 'Deer' এর plural form-
(ক) Deer (খ) Deers (গ) Deerers (ঘ) Dearine Hide Answer
উত্তরঃ (ক) Deer
Rule—7 : কতগুলো Noun আছে যাদের Singular এ একটি অর্থ এবং Plural এর দুটি অর্থ হয় । এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Arm (বাহু) | Arms- (বাহুসমূহ) |
Arms- (অস্ত্রশস্ত্র) | |
Colour (রঙ) | Colours- (রঙসমূহ) |
Colours- (পতাকাসমূহ) | |
Circumstance (ঘটনা) | Circumstances – (ঘটনাসমূহ) |
Circumstances- (অবস্থানসমূহ) | |
Manner (প্রক্রিয়া) | Manners – (প্রক্রিয়াসমূহ) |
Manners- (আচরণ) | |
Custom (রীতিনীতি) | Customs- (রীতিনীতিসমূহ) |
Customs-( শুল্ক ) | |
Effect (ফলাফল) | Effects- (ফলাফলসমূহ) |
Effects- (অস্থাবর সম্পত্তি) | |
Pain (ব্যাথা) | Pains- (ব্যাথাসমূহ) |
Pains- (ক্লেশ) | |
Letter (চিঠি) | Letters- (চিঠিসমূহ) |
Letters- (বিদ্বান) | |
Part (অংশ ) | Parts- (অংশ সমূহ) |
Parts- ( গুণ ) | |
Premise (প্রস্তাব) | Premises-(প্রস্তাবগুলো) |
Premises- (প্রাঙ্গণ/বাসস্থান) | |
Quarter (এক চতুর্থাংশ) | Quarters- (এক চতুর্থাংশগুলো) |
Quarters- (বাসা) | |
Number (সংখ্যা) | Numbers-( সংখ্যাগুলো) |
Numbers- (কবিতা) | |
Spectacle (দৃশ্য ) | Spectacles- (দৃশ্যাবলি) |
Spectacles- (চশমা) |
Rule-8 : কতগুলো Noun আছে যাদের Singular এ এক রকম অর্থ এবং Plural অন্যরকম অর্থ হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Advice- (উপদেশ) | Advices- (সংবাদ বা তথ্য) |
Air- (বাতাস, আকাশ) | Airs- (গর্বিতভাব) |
Corn- (শস্য) | Corns- (পায়ের কড়া) |
Good- (ভালো) | Goods- (মালপত্র) |
Iron- (লোহা) | Irons- (লোহার শিকল) |
Machinery - (যন্ত্রপাতি) | Machineries - (যন্ত্রাংশ) |
Respect - (শ্রদ্ধা) | Respects - (অত্যাধিক শ্রদ্ধার প্রকাশ) |
Return - (প্রত্যাবর্তন) | Returns - (বিবরণী) |
Sand - (বালি) | Sands - (বালিময় স্থান) |
Rule-9: কতগুলো Noun আছে যাদের Singular এ দুটি অর্থ এবং Plural এ একটি অর্থ হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Abuse (অপব্যবহার) | Abuses |
Abuse (তিরস্কার) | |
Force - (সৈন্য) | Forces |
Force - (শক্তি) | |
Gain - (লাভ) | Gains |
Gain (অর্জন | |
Horse - ( ঘোড়া) | Horses |
Horse - (অশ্বারোহী সৈন্যদল) | |
Issue - (ফল) | Issues |
Issue - (সন্তানসন্তুতি) | |
People - (জাতি) | Peoples |
People - (লোকজন) | |
Practice - (অভ্যাস) | Practices |
Practice - (ব্যবসা) | |
Wood (বন) | woods |
Wood (কাঠ) |
Rule-10 : Compound Noun গুলোকে শুধু মূল শব্দটিকে Plural করতে হবে ।
Singular | Plural |
---|---|
Father-in-law | Fathers-in-law |
Commander-in-chief | Commanders-in-chief |
Son-in-law | Sons-in-law |
Rule- 11 : যে সব Noun এর শেষে um আছে তদস্থলে সাধারণত a বসালে plural হয় ।
Singular | Plural |
---|---|
Datum (তথ্য, উপাত্ত ) | Data |
Medium (মাধ্যম) | Media |
Agendum ( আলোচ্য বিষয় ) | Agenda |
Memorandum (স্মারকলিপি) | Memoranda |
Referendum (গণভোট) | Referenda |
Erratum (শুদ্ধিপত্র) | Errata |
Bacterium (জীবাণু) | Bacteria |
Ultimatum (চরমপত্র/ শেষ শর্ত) | Ultimata/ Ultimatum |
Aquarium ( কাঁচের মৎস্যাধার) | Aquaria/ Aquariums |
Corrigendum ( শুদ্ধিপত্র ) | Corrigenda |
Cranium (মাথার খুলি) | Crania/ Craniums |
Curriculum (পাঠ্যক্রম) | Curricula |
Addendum (পরিশিষ্ট, সংযোজন) | Addenda |
Dictum (সত্য বাণী, নীতিবাক্য) | Dicta |
Encomium (উচ্চ প্রশংসা) | Encomia/ Encomiums |
Epithalamium ( বিবাহের গান ) | Epithalamia, Epithalamiums |
Excemplum (দৃষ্টান্ত, উদাহরণ) | Excempla |
Exordium (ভূমিকা ) | Exordia/ Exordiums |
Flagellum ( অবলম্বন) | Flagella/ Flagellums |
Gymnasium (ব্যায়ামগার ) | Gymnasia/ Gymnnasiums |
Hilum (ডিম্বনাভি) | Hila |
Hypogastrium ( উদরের মধ্যস্থলের নিম্নাংশ) | Hypogastria |
Idolum (ভাবমূর্তি) | Idola |
Optimum ( সর্বানুকূল অবস্থা) | Optima |
Ovum (ডিম্বাণু) | Ova |
Radium ( তেজস্ক্রিয় ধাতু বিশেষ ) | Radia |
Symposium ( আলোচনা সভা ) | Symposia |
Fulcrum ( অবলম্বন ) | Fulcra / fulcrums |
Note : নিয়ম বহির্ভূত গুরুত্বপূর্ণ Plural form হলো।
Formula(singular) = formulae/ formulas (Plural)
Rule-12 : যে সব Noun এর শেষে us আছে তদস্থলে সাধারণত i বসালে plural হয়। অথবা us এর সাথে es যোগ করতে হবে।
Singular | Plural |
---|---|
Focus ( কেন্দ্র ) | Foci/Focuses |
Alumnus ( প্রাক্তন ছাত্র ) | Alumni |
Genius ( প্রতিভা ) | Genii/Geniuses |
Radius ( ব্যাসার্ধ) | Radii/Radiuses |
Locus (সঞ্চারপথ) | Loci |
Syllabus (পাঠ্যসূচি) | Syllabi/Syllabuses |
Terminus (শেষপ্রান্ত) | Termini/Terminuses |
Stimulus ( উদ্দীপক) | Stimuli |
Exceptions: | |
Genus ( গণ ) | Genera |
Corpus (লেখা সঙ্কলন) | Corporal/Corpuses |
Rule-13: Singular number এর শেষে is থাকলে plural করার ক্ষেত্রে is এর পরিবর্তে es বসে ।
Singular | Plural |
---|---|
Analysis-বিশ্লেষণ | Analyses |
Axis-অক্ষ | Axes |
Basis-ভিত্তি | Bases |
Crisis-সংকট | Crises |
Diagnosis-রোগ নির্ণয় | Diagnoses |
Hypothesis - অনুমান | Hypotheses |
Oasis - মরূদ্যান | Oases |
Thesis - প্রবন্ধ | Theses |
Parenthesis- বন্ধনী | Parentheses |
Synopsis - সংক্ষিপ্তসার | Synopses |
Rule-14 : Singular number এর শেষে u থাকলে plural করার সময় এর সাথে x অথবা s যোগ করতে হবে।
Singular | Plural |
---|---|
Adieu (বিদায়) | Adieux/ Adieus |
Bandeau (চুলের ফিতা) | Bandeaux |
Bureau ( দপ্তর ) | Bureaux/ Bureaus |
Flambeau (মশাল) | Flambeaux/Flambeaus |
Milieu (পারিপার্শ্বিকতা) | Millieux |
Plateau ( মালভূমি) | Plateaux/ Plateaus |
Rule-15 : যে সব Noun এর শেষে ex/ix থাকে এর স্থলে সাধারণত ices বসালে Plural হয় ।
Singular | Plural |
---|---|
Appendix (পরিশিষ্ট) | Appendices/ Appendixes (in books) |
Index (সূচক, নির্ঘণ্ট) | Indices |
Radix (উৎস) | Radices |
Vertex (শীর্ষ) | Vertices/ Vertexes |
Rule 16 : যে সব Noun এর শেষে on থাকে এর স্থলে সাধারণত a বসালে plural হয় ।
Singular | Plural |
---|---|
Criterion | Criteria |
Phenomenon | Phenomena |
Rule- 17 : অন্যভাবেও Singular number থেকে Plural number হতে পারে।
Singular | Plural |
---|---|
Bandit (দস্যু) | Banditti/ Bandits |
Cherub (স্বর্গীয় দূত) | Cherubim/ Cherubs |
Madame (ভদ্র মহিলা) | Mesdames |
Seraph (দেবদূত) | Seraphim/ Seraphs |
Rule- 18 : কতকগুলো Noun সবসময় Plural রূপে ব্যবহার হয় এবং এসকল Noun এর কোন Singular হয় না। Noun গুলো নিম্নরূপ:
Noun | বাংলা অর্থ |
---|---|
Aborigines | আদিবাসী |
Entrails | নাড়ীভূড়ি |
Alms | ভিক্ষা |
Amends | ক্ষতিপূরণ |
Measles | হাম |
Annals | ইতিবৃত্ত/বর্ষপঞ্জি |
Ashes | ছাই |
Mumps | গালফোলা রোগ |
Nuptials | বিবাহ |
Assets | সম্পত্তি |
Obsequies | শেষ কৃত্য |
Auspices | পৃষ্ঠপোষকতা |
Odds | শত্রু সকল |
Bellows | হাপর |
Proceeds | আয় |
Scissors | কাঁচি |
Billiards | এক প্রকার খেলা |
Bowels | অস্ত্র |
Dregs | তলানি |
Shears | কাস্তে |
Spectacles | চশমা |
Eaves | ঘরের ছাঁইচ |
Thanks | ধন্যবাদ |
Funds | টাকা |
Vitals | জীবনীশক্তি |
Goods | মালপত্র |
Wages | বেতন |
Oats | যব |
Barracks | ব্যারাক |
Outskirts | প্রান্তদেশ |
Crossroads | রাস্তার সংযোগস্থল |
Regards | শুভেচ্ছা |
Remains | অবশিষ্টাংশ |
Savings | সঞ্চয় |
Headquarters | সদর দফতর |
Means | আয় |
Surroundings | পরিবেষ্টন |
Picture মানে অংকন করা ফটো আর ছবি। আবার Picture মানে film/movie ও হতে পারে। The pictures অর্থ the cinema/ the movies.
যেমন: I can't see you in the picture. ( ফটো )
Inc : He will go to the picture to see Hamlet.
Cor : He will go to the pictures to see Hamlet.
Out of spirits (not 'out of spirit) এর অর্থ 'in bad mood/temper'.
Inc : John is out of spirit.
Cor : John is out of spirits.
Note: Out of doors (not 'out of door') একটি idiom যার অর্থ ঘরের বাইরে বা খোলা জায়গায় ।
Inc : Mary has gone out of door.
Cor : Mary has gone out of doors.
Mark অর্থ sign চিহ্ন; spot বা দাগ, Marks অর্থ পরীক্ষার প্রাপ্ত নম্বর ও হতে পারে; আবার চিহ্নসমূহ বা দাগসমূহ হতে পারে।
যেমন -: How did you get that mark on your shirt?
Inc : He has obtained full mark.
Cor : He has obtained full marks.
আদেশ বুঝাতে Orders আর বিন্যাস বা ক্রম বুঝাতে Order বসে । যেমন :
My notes are in order.
Inc : The Judge gave order to release the prisoner.
Cor : The Judge gave orders to release the prisoner.
আমরা যদি বলি He is thirteen years old. তাহলে এখানে years হবে। কিন্তু যদি old এরপর noun থাকে তাহলে শুধু year হবে। এক্ষেত্রে 'thirteen-year-old' একটি compound adjective.
Inc : I saw a thirteen-years old boy swimming in the river.
Cor : I saw a thirteen-year-old boy swimming in the river.
কাজ বুঝালে Work সব সময়ই Singular হবে। কিন্তু যদি সাহিত্যকর্ম বা কারখানা বুঝায় তাহলে Works হবে।
Inc : He has a lot of works to do today.
Cor : He has a lot of work & to do today.
Inc : The work of Shakespeare is read all over the world.
Cor : The works of Shakespeare are read all over the world.
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. Identify the word in the plural form- [ খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১]
- Civics
- Agendum
- Physics
- Radii
২. The plural form of phenomenon is – [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১/ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯ ]
- phenomenenos
- phenomenons
- phenomena
- phenomenenas
৩. Identify the word that remains same in plural from- [ ৪২তম বিসিএস]
- deer
- horse
- Elephant
- tiger
৪. Liza had given me two --- [৪২তম বিসিএস ]
- pair of jean
- pairs of jean
- pair of jeans
- pairs of jeans
- গ ও ঘ
৫. Identify the word which remains the same in its plural form : [ ৪০তম বিসিএস/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর)-২১]
- aircraft
- intention
- mouse
- thesis
৬. What is the plural number of ovum' [ ৩৯তম বিসিএস ]
- ovams
- ovumes
- ovums
- ova
৭. What is the plural form of the word ‘louse’ ? [ ৩৮তম বিসিএস/ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ-২০২১/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর ২০১৮/ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা – ২০১০ ]
- louses
- lice
- lices
- licess
৮. Which one of the following words is in singular form ? [৩৮তম বিসিএস ]
- agenda
- oases
- radius
- formulae
৯. Which of the following words is in singular form ? [ ৩৭তম বিসিএস]
- formulae
- agenda
- oases
- radius
১০. 'Alumni' is the plural of: [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর)-২১]
- Aluminus
- Alumnous
- Alumnus
- Aluminise
১১. Select plural number ? [ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ (অফিস সহায়ক) -২১ / কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১/ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]
- index
- mice
- medium
- scenery
১২. Cuckoo এর Plural রুপ কোনটি ? [ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর/ সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর)-২১]
- Cuckos
- Cuckoose
- Cuckese
- Cuckoos
১৩. নিচের কোন শব্দটি Plural ? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) -২১ ]
- Actress
- News
- Princes
- Princess
১৪. Which of the word is plural ? [জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১/ প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনে ভিএফ/ এফ এ/ কম্পাউন্ডার পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- Formula
- Vertex
- Memoranda
- Agendum
১৫. The plural form of 'swine' is- [ প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস (জুনিয়র শিক্ষক) -২১]
- swine
- swung
- swing
- swong
১৬. What is the plural of 'stimulus' ? [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক) -২১]
- stimuli
- stimullae
- stimulaes
- stimuluses
১৭. The plural form 'ox' : [ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পদ (কর্মচারী)-২১/ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা ২০১৮]
- oxes
- Oxen
- oxis
- bullock
১৮. Select the correct plural form— [ রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১]
- Loss
- Oxen
- Fiction
- Woman
১৯. The plural form of the word 'Deer' is [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১/ বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক) -২১ / বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭/ নন-ক্যাডার বাছাই পরীক্ষা-২০১৭ / প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক ২০১৬]
- Deeres
- Deer
- Deers
- None
২০. Choose the word which do not have a plural [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১/ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ২০১৮]
- mouse
- Intension
- woman
- information
২১. Find out the plural form of 'Oasis'. [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায় -২১ / স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭/রাজশাহী বিশ্ববিদ্যালয় (E ইউনিট জোড়):১৬-১৭]
- Oases
- Oasises
- Oasus
- Oasses
২২. The plural form of 'Basis' is: [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০]
- Basises
- Basiss
- Bases
- Basess
২৩. Singular form of agenda' is [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) -২১]
- agendom
- agendam
- agendum
- Agendem
২৪. The plural form of the word 'Agendum' is— [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২১/ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]
- Agendas
- Agendases
- Agendums
- Agenda
২৫. Which of the following is singular noun ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ]
- Aristocracy
- Gentry
- Physics
- Vermin
২৬. Which one of the following is singular number ? [ BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৮/ ইসলামী বিশ্ববিদ্যালয় (G ইউনিট): ১৬-১৭/ শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
- Phenomenon
- lice
- mice
- crises
২৭. Identify the singular number ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ওয়ারলেস অপারেটর-২০২১/ জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১]
- data
- formula
- agenda
- fungi
২৮. Which one is the plural form of “Radius”— [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১/ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা ২০১৮/ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (A ইউনিট); ১৬-১৭]
- Radii
- Radi
- Radiuses
- Radium
২৯. Which of the following words is in singular form- [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১]
- Formulae
- Agenda
- Oases
- Radius
৩০. Which in the singular number ? [ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১/ জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (গ-ইউনিট):১৬-১৭]
- Agenda
- Media
- Hypothesis
- syllabi
৩১. Which of the following is the plural form of 'Tooth'? [ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০২০/ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫/খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০১২]
- Teeths
- Tooth
- Teeth
- Tooths
৩২. The plural of 'Goose' is - [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯/ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C-ইউনিট): ১৬-১৭]
- Gose
- Gosse
- Geese
- Gooss
৩৩. We need to buy some new----- [ প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনেভিএফ/ এফ এ/ কম্পাউন্ডার পদে নিয়োগ পরীক্ষা-২০২০]
- Furnitures
- Furniturs
- furnitured
- furniture
৩৪. Which one is plural- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (দ্বিতীয় ধাপ) ২০১৯ ]
- Oasis
- Terminus
- Vertex
- Bureaus
৩৫. 'Halves' কোন শব্দের Plural ? [ পরিবেশ অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- Halve
- Half
- Haly
- None
৩৬. The plural of Fez' is – [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (দ্বিতীয় ধাপ) ২০১৯]
- Fez
- Fezees
- Feezes
- Fezes
৩৭. Which one is a singular number ? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ / সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯/ ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার ২০১৬ ]
- News
- Samples
- Effects
- Sons
৩৮. Choose the correct plural number of the word ‘Appendix'. [ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা ২০১৮/ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইঞ্জিনিয়ারিং) :১৬-১৭ ]
- Appendum
- Appendixes
- Appendises
- Appendices
৩৯. Which of the following words is not plural ? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯/ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেস্টাইল ইনস্টিটিউট ও টেষ্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর (ডিটিআই) ২০১৮/ সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ২০১৮/ সমাজসেবা অধিদপ্তরের হাউজ পেরেন্ট কাম টিচার ২০১৮/ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) প্রশিক্ষণার্থী ২০১৫ ]
- boxes
- Physics
- data
- children
৪০. That is the plural of 'Criterion' ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান ২০১৮]
- Criterions
- Criteria
- Criteriones
- Criterias
৪১. Which one is a plural number- [ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেষ্টাইল ইনস্টিটিউট ও টেষ্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর (ডিটিআই) ২০১৮]
- basis
- formula
- arms
- dwarf
৪২. What is the plural form of 'Hero' ? [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯/ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭]
- Herors
- Heroes
- Heross
- None of these
৪৩. Select the singular number. [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮]
- pianos
- premises
- politics
- index
৪৪. Which one of the followings is in plural form ? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯/ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা সহকারী/পরিবার পরিকল্পনা পরিদর্শক ২০১৮]
- Media
- Medium
- Locus
- Radius
৪৫. Which one of the following is a singular number ? [ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেষ্টাইল ইনস্টিটিউট ও টেষ্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর (ডিটিআই) ২০১৮]
- geese
- customs
- poetry
- spectacles
৪৬. ‘Data' is a plural form of – [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯/ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, (E ইউনিট)ঃ ১৬-১৭ ]
- Datum
- Datu
- Dates
- Dative
৪৭. Select the plural number ---- [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ২০১৮]
- index
- goose
- issue
- quarters
৪৮. Thief এর সঠিক Plural ––– [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ২০১৮ ]
- Theives
- Thiefs
- Theft
- Thieves
৪৯. Which of the following is not a singular number ? [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত) ২০১৭]
- analysis
- poetry
- cattle
- alms
৫০. Which of the following is in plural form ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা ২০১৮]
- datum
- media
- analysis
- radius
৫১. Which one is plural ? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ ]
- Each
- Someone
- Anyone
- None of these
৫২. What is the plural form of it’ ? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদক ২০১৭]
- Its
- There
- They
- Those
৫৩. Choose the correct plural form: [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
- wifes
- roofs
- wolfs
- shelfs
৫৪. Which of the following is a singular number ? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭]
- cliffs
- index
- crises
- mice
৫৫. What one is in singular number ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017]
- Pair
- Spectacles
- Vegetables
- None of these
৫৬. Which one is plural number ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017/ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭]
- school
- vegetables
- oxen
- spectacles
৫৭. 'Wolf' এর বহুবচন কোনটি ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৭ ]
- Wolfs
- Wolfes
- Wolves
- Wolfies
৫৮. Which one is singular number ? [ সমাজসেবা অধিদপ্তর লিখিত পরীক্ষা-২০১৭]
- pheomena
- criterion
- oases
- ultimata
৫৯. What is the plural of 'Sheep' ? [ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা-২০১৭/ রাজশাহী বিশ্ববিদ্যালয় (E ইউনিট বিজোড়): ১৬-১৭/ ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬/ তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩, উপজেলা / থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষাঃ ২০১০]
- sheeps
- sheepes
- sheep
- ships
৬০. Which is the singular form ? [ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি (D-ইউনিট): ১৬-১৭]
- Terminus
- Foci
- Errata
- Focouses
৬১. What is the plural of 'spacecraft' ? [পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি (B-ইউনিট) : ১৬-১৭ ]
- Spacecrafts
- spacecraftes
- Spacescraft
- spacecraft
৬২. Which one is the plural number ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি'র সহকারী পরিচালক ২০১৬]
- School
- Oxen
- Leaf
- Mathematics
৬৩. 'Canon' শব্দটির বহুবচন- [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭]
- Canones
- Canons
- Canon
- Cannons
৬৪. Fill in the blank. Only----- can be affected by the grammatical category known as “number” [ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, (ঘ ইউনিট): ১৬-১৭ ]
- conjunction
- adverbs
- nouns
- adjectives
৬৫. Which of the following is a singular noun ? [জগন্নাথ বিশ্ববিদ্যালয়, (ক ইউনিট): ১৬-১৭ ]
- Syllabi
- Phenomena
- Premium
- Media
৬৬. Identify the singular number — [ রাজশাহী বিশ্ববিদ্যালয় (E ইউনিট বিজোড়): ১৬-১৭]
- crises
- data
- axis
- Phenomena
৬৭. Which one is singular ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় (G ইউনিট-কৃষি অনুষদ): ১৬-১৭]
- data
- mitochondria
- focus
- Fungi
৬৮. What is the plural form of the word ‘Chief’- [ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি (C ইউনিট-Science): ১৬-১৭]
- Chieves
- chiefen
- chiefies
- chiefs
৬৯. Identify the plural word: [ সাধারণ বীমা কর্পোরেশন (SBM) জুনিয়র অফিসার-২০১৬]
- cactus
- diagnosis
- foci
- goose
৭০. The plural form of 'Apex' is - [ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (G ইউনিট): ১৬-১৭/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৬]
- Apexes
- Apices
- Apexos
- Apexeon
৭১. Thief এর plural কোনটি ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় (A ইউনিট জোড়): ১৬-১৭/ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০১৬]
- Thiefes
- Thieves
- thiefs
- thives
৭২. What is the plural of Furniture' ? [ বাংলাদেশ মেরিন একাডেমি (B ইউনিট): ১৬]
- Furnitures
- Many furnitures
- Much furnitures
- Furniture
৭৩. Which of the following words is in singular form ? [ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (A ইউনিট) : ১৬-১৭]
- basis
- formulae
- syllabi
- media
৭৪. Plural of 'Criterion' is --- [ ইসলামী বিশ্ববিদ্যালয় (C ইউনিট): ১৬-১৭/ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (D-ইউনিট): ১৬-১৭/ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৩]
- Criterions
- Criteriones
- Criterias
- Criteria
৭৫. What is the pleural of 'spectrum’ ? [ ১২তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৫/সড়ক ও জনপথ গণপূর্ত অধিদপ্তর উপ সহ-প্রকৌঃ (সিভিল)নিয়োগ পরিক্ষা-২০১০ ]
- Spectrum
- Spectra
- Species
- Image
৭৬. Men is plural of— [ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষণা কর্মকর্তা ২০১৫]
- Human
- Man
- Humane
- Me
৭৭. Which one is in singular number ? [ প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ ]
- Criteria
- Data
- Agenda
- Index
৭৮. Singular form of ' agenda' is— [ রাজশাহী বিশ্ববিদ্যালয় (E ইউনিট জোড়):১৬-১৭/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট- ২০১০]
- agendum
- agendem
- agendam
- agendua
৭৯. Plural number of ultimatum is [ ৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩]
- ultimate
- ultimata
- ultimator
- ultimates
৮০. Agenda is plural form of Agendum. From which Language the word 'Agendum' has came in English ? [ সড়ক ও জনপথ গণপূর্ত অধিদপ্তর উপ সহ-প্রকৌঃ (সিভিল) নিয়োগ পরিক্ষা-২০০১]
- Latin
- Greek
- French
- Italian
৮১. Which of the following words is a plural number ? [ পরিকল্পনা মন্ত্রণালয় ডাটা প্রসেসিং অপারেটরঃ ০২]
- Fixture
- Machinery
- Scenery
- Public
৮২. Which one is in the singular number ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) 2015]
- Data
- Criteria
- Oxen
- thesis
৮৩. Which one is a singular number ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫ ]
- lice
- errata
- phenomenon
- mice
৮৪. Which of the following is the plural form of 'Boy' ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫ ]
- Boyes
- Boyen
- Boys
- The boy
৮৫. Which one of the following is a plural ? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪ ]
- news
- crises
- mathematics
- economics
৮৬. Deer এর plural form [জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী ২০১৩ ]
- Deer
- Deeres
- Deers
- Deariven
৮৭. Which of the followings does not add ‘Ves' in the plural form ? [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৩]
- wife
- roof
- wolf
- self
৮৮. Which of the following is singular ? [ সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার - ২০১৩]
- data
- agenda
- index
- Criteria
৮৯. Which one is in singular number ? [ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা – 2010]
- Criteria
- Data
- Agenda
- Index
৯০. ‘Canon' শব্দটির বহুবচন— [প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-০৮ ]
- Canones
- Canons
- Canon
- Cannons
৯১. Which one is the singular of leaves ? [ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা – ২০১০ ]
- Leaf
- Leav
- Leave
- Leafe
৯২. What is the plural form of 'wolf ? [ ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা- ২০১০]
- wolfs
- wolfes
- wolves
- none
৯৩. Which one is always used as singular ? [ ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা- ২০১০]
- staff
- horse
- bread
- custom
৯৪. The word ‘officialese' means – [ ৩৩তম বিসিএস ]
- plural number of official
- language used in offices
- plural number of office
- vague expressions
৯৫. Which word is correct ? [ ৪২তম বিসিএস]
- Furnitures
- Informations
- Sceneries
- Proceeds
৯৬. Hasan has read most of the--------Shakespeare. [ ৪২তম বিসিএস ]
- poem
- play
- drama
- works
৯৭. Find out singular number — [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২০২০]
- Scissors
- Measles
- Spectacles
- Phenomena
৯৮. Find out the plural form of Oasis ' ? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯]
- Oases
- Oasises
- Oasis
- Oases
৯৯. Choose the word which never has a plural. [প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনে ভিএফ/ এফ এ/ কম্পাউন্ডার পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- Mouse
- Intension
- Woman
- Information
১০০. What is the plural form of Mr ? [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯]
- Mrs.
- Misters
- Ms.
- Messrs.
১০১. The plural form of 'Goose' is overleg [ পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯]
- Gooses
- Geesee
- Gears
- Greece
১০২. Which of the following is plural ? [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-২০১৯]
- anybody
- nobody
- everyone
- none
১০৩. What is the plural form of the word `deer ? [ উপজেলা/আরবান প্রোগ্রামঃ কো-অর্ডিনেটর ২০২০]
- deers
- deer
- deerz
- many deer
১০৪. The appropriate plural form of the word: STRATUM is— [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অধীনে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- Startles
- Stratames
- Strata
- Stratumies
১০৫. Which is the plural form of 'mouse'? [ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা- ২০২০]
- mouses
- mice
- mouse
- mices
১০৬. Which of the following is a plural ? [আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২/ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]
- News
- Crises
- Mathematics
- Economics
১০৭. Which of the following words is in singular form ? [ পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯]
- formulae
- agenda
- oases
- radius
১০৮. Which one is in singular number ? [ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা-২০২০]
- busses
- spectacles
- vegetables
- Ox
১০৯. Plural of Ox' is-- [ দুর্নীতি দমন কমিশনঃ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ২০১৯]
- Oxen
- Oxes
- Vixe
- Vixen
১১০. Taka five laks----a good amount. [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]
- are
- is
- have
- were
১১১. Which one is in plural number ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯ ]
- data
- goose
- basis
- formula
১১২. Identify the word that can be used as both singular and plural: [ ৪১তম বিসিএস ]
- Wood
- Issue
- Fish
- Light
১১৩. The singular form of Data is- [ আমদানী রপ্তানি অধিদপ্তর : উচ্চমান সহকারী ২০১৯]
- Datum
- Datas
- Dates
- Data
১১৪. The plural form of phenomenon is- [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯/বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০১৯]
- phenomenons
- phenomena
- phenomenas
- phenomenos
১১৫. Which one is in singular number ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯]
- lice
- errata
- phenomenon
- mice
১১৬. Choose the correct plural form: [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ঃ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরঃ উপ-পরিদর্শক ২০১৯ ]
- memorandum
- memorandums
- memorandums
- memoranda
১১৭. Which one of the following sentence is correct ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯]
- one of my friends are a lawyer
- one of my friends is a lawyer
- one of my friends are a lawyers.
- one of my friend is a lawyer
১১৮. Which of the following is not a plural form of 'Buffalo' ? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই): জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯ ]
- Buffalo
- Buffaloss
- Buffaloes
- Buffales
১১৯. Four and four--- eight [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯]
- made
- are
- makes
- make
১২০. I don't have ---- ? [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি-এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) : ২০১৮ ]
- many furnitures
- much furniture
- much furnitures
- many furniture
১২১. The child cried for-----mother. [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
- his
- her
- its
- it's
১২২. Karim –– to school regularly. [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫]
- go
- goes
- run
- of
১২৩. The Arabian Nights-------still a great favourite. [ ২৬তম বিসিএস]
- has
- are
- is
- were
১২৪. ------ is not the only thing that tourists want to see. [২৪তম বিসিএস ]
- A scenery
- Scenarios
- The scenarios
- Scenery
১২৫. There are----- dangerous drivers. [ ২৪তম বিসিএস, সংস্থাপন মন্ত্রণলায়ের প্রশাসনিক কর্মকর্তা- ০৭ ]
- a very lot of
- whom
- very much of
- a lot of
১২৬. In order to improve farming methods, we need --- [ ২৪তম বিসিএস -বাতিলকৃত]
- machine
- machinery
- a machinery
- machineries
১২৭. One should be careful about --- duty. [২৩তম বিসিএস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ক ইউনিট ২০০৭-০৮, বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ২০০৬ ]
- his
- her
- one's
- the
১২৮. I spent --- with the patient – [ ২৩তম বিসিএস]
- Some times
- Some time
- Sometimes
- Sometime
১২৯. A reward had been announced for the employees who --- hard. [ ২১তম বিসিএস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০০৪]
- have worked
- has worked
- will be worked
- have had worked
১৩০. All of the people at the AAME conference are--- [ ১৮তম বিসিএস ]
- Mathematic teachers
- Mathematics teachers
- Mathematics teacher
- Mathematic's teacher
১৩১. Four and four--eight. [ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ওয়ারলেস অপারেটর-২০২১/ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ২০২১/ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরে ফিল্ড ইনভেস্টির্গের এবং রিসার্চ অ্যাসিস্টেন্ট ২০০৬]
- makes
- make
- made
- are
১৩২. Each of the players of our National Cricket team.............. practicing for years after years. [বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (ইইঅ) এস্টিমেটর/ সাব - এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) – ২০২০ ]
- have been
- has been
- were
- are
১৩৩. Rajshahi is------sugar growing areas in Bangladesh. [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯]
- One of the larger
- one of largest
- one of the largest
- largest
১৩৪. Everyday I buy huge --- [ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী- ২০১২]
- Tomato
- Tomatos
- Tomatus
- Tomatoes
১৩৫. -----is not the only thing that tourists want to see. (Fill up the gap). [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৩]
- A scenery
- Sceneries
- The sceneries
- Scenery
১৩৬. The students have submitted the report today which they---- to bring yesterday. [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার – ২০১০ ]
- was supposed
- were suppose
- was suppose
- were supposed
১৩৭. কোন বাক্যটি শুদ্ধ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান) – ২০১০]
- There is book and pen on the table
- There are a book and a pen on the table
- There are a book on the table
- There is a book and a pen on the table
১৩৮. Karim as well as Nayeem --- praise. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে— [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-০৮]
- are deserving
- deserve
- Deserves
- is deserving
১৩৯. The more hemoglobin one has, the more oxygen is carried to....cells. [ Sonali, Janata and Agrani Bank Officer (Cash) Recruitment Test Taken by BRC 2008 ]
- its
- our
- their
- one's
১৪০. Choose the correct verb form. [বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ-২০১৭ ]
- The thickness of the books very
- The thickness of the books vary
- The thickness of the book varying
- The thickness of the book varies
১৪১. ------in this display is on sale. [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ পরিচালক ২০০৭ ]
- Each furnitures
- Each pieces of furniture
- Each piece of furniture
- Each furniture
১৪২. Physics ----my favorite subject. [ পরিবেশ অধিদপ্তরে ফিল্ড ইনভেস্টিগের এবং রিসার্চ অ্যাসিস্টেন্ট ২০০৬]
- is
- are
- had
- have
১৪৩. I have----interest in the matter. [সংস্থাপন মন্ত্রণলায়ের প্রশাসনিক কর্মকর্তা- ০৭ ]
- not
- none
- non
- no
১৪৪. Many a------tried to complete the work. [ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেট ২০০৭]
- men has
- man have
- men have
- man has
১৪৫. The child cried for -- mother. [ পরিচালক এবং পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনে সহকারী পরিচালক ২০০৬]
- his
- her
- its
- none
১৪৬. Nine thousand taka-------a good amount of money. [ তথ্য মন্ত্রণালওেয়র অধীন বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক গ্রেড-২, ২০০৬]
- are
- is
- was
- were
১৪৭. The verb agrees with its subject in--- [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন ত্রান ও পুনর্বাসন অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২০০৬ ]
- The mother together with the daughter was walking slowly
- The mother together with the daughter were walking slowly
- The mother together with the daughter had been walking slowly
- The mother together with the daughter have been walking slowly
১৪৮. ‘It is you who----to blame' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে – [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ঢাকা বিভাগ) ২০০৬]
- was
- is
- are
- has
১৪৯. A writer of stories ---- need of imagination. [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক ২০০৬ ]
- does
- have
- is
- has
১৫০. The most important period of physical growth in humans-----during their first few years. [ ত্রান ও পুনর্বাসন অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২০০৬ ]
- occur
- occurred
- has occurred
- occurs
১৫১. Everyone should respect----- [ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (সহ-ভূতত্ত্ববিদ) ২০০৬ ]
- One's teacher
- his teachers
- their teachers
- every one's teachers
১৫২. The examination and scoring system ---- to provide accurate results. [ Standard Bank Officers Recruitment Test 2006 ]
- has been designated
- have been designated
- have been designed
- has been designed
১৫৩. They as well as he-----wrong. [বাংলাদেশ টেলিভিশন-এর প্রযোজক ২০০৬ ]
- is
- be
- will
- not
১৫৪. Choose the correct sentence — [ প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষা-০৪]
- I have a little friends in Bangladesh
- I have little friends in Bangladesh
- I have few friend in Bangladesh
- I have a few friends in Bangladesh
১৫৫. The Headmaster and Secretary ----- present at the last meeting. [ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরে ফিল্ড ইনভেস্টিগের এবং রিসার্চ অ্যাসিস্টেন্ট ২০০৬]
- is
- was
- have
- were
১৫৬. Physics ---- a difficult subject. [গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০১৬ ]
- are
- is
- will
- to be